ছবিতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিন: গরম, হতাশা, অবিশ্বাস আর উল্লাস

গতকাল শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। মেলবোর্নে বছরের প্রথম গ্র্যান্ড স্লামের দ্বিতীয় দিন ক্যামেরায় ধরা পড়ল নানা গল্প—
১ / ১৩
দেখে মনে হবে, অন্য কোনো জগতে চলে গেছেন স্লোভাকিয়ার আনা কারোলিনা শিমিদলোভা। যুক্তরাষ্ট্রের কোকো গফের বিপক্ষে ম্যাচে সার্ভের সময়
এএফপি
২ / ১৩
বলের ওপর চোখ—আক্ষরিক অর্থেই। রাশিয়ার আনাস্তাসিয়া পোতাপোভার বিপক্ষে ম্যাচে স্লোভেনিয়ার কাহা ইউভান
রয়টার্স
৩ / ১৩
মেলবোর্নের গরমে নাজেহাল চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা। মাথায় বরফ দিয়ে একটু স্বস্তি পাওয়ার চেষ্টা তাঁর, চেক প্রজাতন্ত্রের মারি বুজকোভার বিপক্ষে ম্যাচে
এএফপি
৪ / ১৩
আলেহান্দ্রো দেভিদভিচ অবশ্য ভিন্ন এক পথ বেছে নিয়েছিলেন গরমের সঙ্গে লড়াইয়ে। ফ্রান্সের কনস্ট্যান্ট লেস্তিনের বিপক্ষে ম্যাচে
রয়টার্স
৫ / ১৩
ফ্রান্সের আদ্রিয়ান মানারিনো ও সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কার ম্যাচে অস্ট্রেলিয়ান পতাকা গায়ে জড়ানো বর্ণিল এ দর্শকের দেখা মিলল
রয়টার্স
৬ / ১৩
স্পেনের রবার্তো বাউতিস্তা আগুতের বিপক্ষে পাওয়া জয়ের পর নিজের তোয়ালে ছুড়ে মারেন যুক্তরাষ্ট্রের বেন শেলটন। সেটি পেতে উৎসাহী কয়েকজন
এএফপি
৭ / ১৩
চিলির নিকোলাস জারিকে হারিয়ে দিয়েছেন ইতালির ফ্লাভিও কাবোল্লি। এরপর তিনি মিশে গেছেন সমর্থকদের মাঝে। তাঁর চেহারা দেখা না গেলেও সমর্থকদের মধ্যে আবেগের ভাবটা ফুটে উঠেছে স্পষ্টই
এএফপি
৮ / ১৩
র‍্যাকেট ছুড়ে হতাশা প্রকাশ করছেন আদ্রিয়ান মানারিনো, স্তানিস্লাস ভাভরিঙ্কার বিপক্ষে ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত জিতেছেন ফরাসি তারকাই
রয়টার্স
৯ / ১৩
হতাশায় র‍্যাকেট ভেঙেই ফেলেছেন ফ্রান্সের তেরেন্স আতমানে। রাশিয়ার দানিল মেদভেদেভের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত শেষ করতে পারেননি তিনি চোটের কারণে
রয়টার্স
১০ / ১৩
আক্ষরিক অর্থেই বেলজিয়ামের জিজু বার্গসের মুখোমুখি গ্রিসের স্তেফানো সিৎসিপাস। বার্গসের শট এভাবে নেটের সমান্তরালে ফিরিয়ে গেম ব্রেক করেন সিৎসিপাস, যে ম্যাচটি তিনি জিতেছেন চতুর্থ সেটে গিয়ে
এএফপি
১১ / ১৩
সিৎসিপাস, নাকি ‘গ্রিক দেবতা’?
রয়টার্স
১২ / ১৩
যেন বিশ্বাসই হচ্ছে না লরা সিগেমুন্দের। রাশিয়ার একাতেরিনা আলেকজান্দ্রোভাকে তৃতীয় সেটে টাইব্রেকারে গিয়ে হারিয়েছেন জার্মান তারকা
এএফপি
১৩ / ১৩
প্রতিপক্ষ চোটের কারণে শেষ করতে পারেননি ম্যাচ। মেদভেদেভ অটোগ্রাফ দেওয়ার জন্য তাই একটু বাড়তি সময়ই পেয়েছেন!
রয়টার্স