ডেভিস কাপের গ্রুপ ফাইভে ১৫ দলের মধ্যে ষষ্ঠ বাংলাদেশ

ডেভিস কাপে গ্রুপ ফাইভে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ টেনিস দলটেনিস ফেডারেশন

ডেভিস কাপ টেনিসের গ্রুপ ফাইভের এশিয়া/ওশেনিয়া অঞ্চলে ১৫ দলের মধ্যে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ। বাহরাইনের ইসা টাউনে আজ পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী প্লে-অফে গুয়ামের কাছে ৩-০ ম্যাচ পয়েন্টে হেরেছে বাংলাদেশ।

প্রথম এককে বাংলাদেশের হানিফ মুন্না ড্যানিয়েল লারেনাসের কাছে ৬-৪, ৬-০ গেমে হারেন। দ্বিতীয় এককে জারিফ আবরার প্রথম সেটটি জিতলেও পেরে ওঠেননি ক্যামডেন কামাচোর সঙ্গে। কামাচো ম্যাচটি জিতেছেন ৪-৬, ৬-৪ ও ৬-৩ গেমে। সবশেষে দ্বৈতে বাংলাদেশের জারিফ আবরার-রুস্তম আলীকে ৬-০, ৬-৪ গেমে হারিয়ে দেন গুয়ামের ডেরেক ওকুহামা-আরমান সাচদেভ জুটি।

এর আগে গ্রুপ পর্বে পুল ‘ডি’তে বাহরাইনের পেছনে থেকে দ্বিতীয় হয় বাংলাদেশ। ২০ নভেম্বর বাহরাইনের কাছে ৩-০ ব্যবধানে হারলেও পরের দুই দিনে ইয়েমেনকে ২-১ ও তাজিকিস্তানকে ৩-০ ব্যবধানে হারায় বাংলাদেশ।

ডেভিস কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইতালি
ফেসবুক/ডেভিস কাপ

ডেভিস কাপে গ্রুপ ফাইভই সর্বনিম্ন স্তর। এই স্তরে এশিয়া/ওশেনিয়া অঞ্চলে শীর্ষ দুইয়ে থাকলে গ্রুপ ফোরে ওঠার সুযোগ পায় দুটি দল। এবার এই অঞ্চল থেকে গ্রুপ ফোরে উঠেছে নেপাল ও ফিলিপাইন। আজ প্লে-অফে নেপাল বাহরাইনকে ও ফিলিপাইন নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসকে হারিয়ে জায়গা করে নিয়েছে গ্রুপ ফোরে।

আরও পড়ুন