২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চোট নিয়েও জিতে কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

সহজেই অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন নোভাক জোকোভিচছবি: রয়টার্স

সহজেই অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনারকে আজ জোকোভিচ উড়িয়ে দিয়েছেন ৬–২, ৬–১, ৬–২ গেমে। তবে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে অন্য ম্যাচগুলোর মতো এ ম্যাচেও হ্যামস্ট্রিংয়ের চোট ভুগিয়েছে তাঁকে। নিজের দশম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ের পথে সার্বিয়ান তারকার সামনে এই মুহূর্তে বড় হুমকি এই চোটই। এ নিয়ে ১৩ বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে উঠলেন জোকোভিচ। সব মিলিয়ে ৫৪ বারের মতো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলবেন ২১ বারের বিজয়ী।

গ্র্যান্ডস্লামে ৫৪ বারের মতো কোয়ার্টার ফাইনালে উঠলেন জোকোভিচ
ছবি: রয়টার্স

অ্যালেক্সের বিপক্ষে কোর্টেই নেমেছিলেন বাঁ হ্যামস্ট্রিংকে স্ট্র্যাপে মুড়ে। ম্যাচের মধ্যে দুইবার শুশ্রূষাও নিতে হয়েছে। এটুকু বাদ দিলে অ্যালেক্সের বিপক্ষে জিততে সার্বিয়ান তারকার মোটেও বেগ পেতে হয়নি। জোকোভিচের সামনে আসলে খুব সাদামাটাই লেগেছে অস্ট্রেলীয় অ্যালেক্সকে।

অ্যালেক্স ডি মিনারকে দাঁড়াতেই দিলেন না জোকোভিচ
ছবি: রয়টার্স

ম্যাচ জিতে বেশ ফুরফুরেই ছিলেন জোকোভিচ। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ‘সেরা দিন’ কাটিয়েছেন বলে জানালেন, ‘আমি আমার মেডিকেল টিম, ফিজিওকে ধন্যবাদ জানাতে চাই। কৃতজ্ঞতা ঈশ্বরের প্রতি অবশ্যই, যিনি আমার চলার পথে পাশে আছেন। এ জন্যই আমি এগিয়ে যাচ্ছি। কোয়ার্টার ফাইনালে উঠেছি, কিন্তু খুব বেশি উদ্‌যাপন করতে চাই না। এখনো টুর্নামেন্টের অনেকটা পথ বাকি।’

চোটটা নিয়ে যে দুশ্চিন্তায় আছেন, সেটি বোঝা গেছে তাঁর পরের কথাতেই, ‘প্রথম ম্যাচে আমি চোট টের পাইনি, দ্বিতীয় ম্যাচটায় চোট ভুগিয়েছে। বুঝতে পেরেছি, পরিস্থিতি কত দ্রুত পাল্টে যেতে পারে।’

সবকিছুর পর অ্যালেক্সের বিপক্ষে দাপুটে জয়টা তৃপ্তি দিচ্ছে জোকোভিচকে, ‘আমি আজ যেভাবে খেলে জিতেছি, তাতে স্বস্তি পাচ্ছি। যেভাবে আমি খেলতে পেরেছি, যেভাবে বল মারতে পেরেছি, সবই হয়েছে পরিকল্পনামতো। আজ আমার সেরা খেলাটাই খেলেছি।’