কী অদ্ভূত মিল নিয়েই না এবারের উইম্বলডনের নারী এককের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন উনস জাবির ও মারকেতা ভন্দ্রুসোভা! দুজনেই ম্যাচটি খেলতে নেমেছেন টেনিসের মেজর টুর্নামেন্টের ফাইনালে ০–২ রেকর্ড নিয়ে। জাবির গত বছরই হেরেছেন দুটি ফাইনাল। আর ভন্দ্রুসোভা ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেনের পর হেরেছেন ২০২১ অলিম্পিকের ফাইনালে।
দুজনকেই হাতছানি দিচ্ছিল ইতিহাস—জাবিরের সামনে হাতছানি ছিল আরব ও আফ্রিকার প্রথম নারী হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের। আর ভন্দ্রুসোভার সামনে ছিল টেনিসের উন্মুক্ত যুগে প্রথম নারী অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ের।
শেষ পর্যন্ত জাবির পারেননি, তাঁকে হারিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন ভন্দ্রুসোভা। আজ অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে জাবিরকে ৬–৪, ৬–৪ গেমে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেছেন ভন্দ্রুসোভা।
গত বছর জাবির উইম্বলডনের ফাইনালে উঠেও আটকে গিয়েছিলেন ইয়েলেনা রিবাকিনায়। এরপর বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের ফাইনালে হেরেছিলেন ইগা সিওনতেকের কাছে। এবার ফেবারিট হিসেবে ফাইনাল খেলতে নামলেও ভন্দ্রুসোভার কাছে সরাসরি সেটে হেরে দুঃখটা যেন আরও বাড়ল জাবিরের।
ম্যাচের শুরুটা অবশ্য ভালো করেন জাবিরই। প্রথম সেটে ২–১ গোলে এগিয়েও যান। কিন্তু ফেবারিট হিসেবে খেলতে নামার চাপটা হয়তো নিতে পারেননি। সেই সুযোগটা কাজে লাগিয়ে ম্যাচে ফেরেন ভন্দ্রুসোভা। চড়াই–উতরাইয়ের প্রথম সেটটা জেতেন ৬–৪–এ।
প্রথম সেটটা যেখানে জিতেছেন, দ্বিতীয় সেটটা যেন সেখান থেকেই শুরু করেন ভন্দ্রুসোভা। প্রথম পয়েন্ট পান তিনিই। তবে পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরেছিলেন জাবির। একটা সময়ে ৪–৪–এ সমতায় ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি।