ভোরে সৌদি আরবে পৌঁছেছেন রোনালদো, পরিচয়পর্ব রাতে
ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৭ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা এশিয়ার দলটিতে থাকবেন ২০২৫ সাল পর্যন্ত।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বছরে ২ হাজার ২০৭ কোটি টাকা পাবেন রোনালদো। যদিও অংকটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আল নাসর। তবে গুঞ্জন সত্যি হলে রোনালদোই হবেন ইতিহাসের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলার।
আল নাসরে নাম লেখানোর পর থেকেই রোনালদোকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সৌদি আরবের ফুটবলপ্রেমীরা। সময়ের অন্যতম সেরা ফুটবলারকে কখন আর কোথায় আল নাসরের সমর্থকদের সামনে উন্মোচন করা হবে—এ প্রশ্ন সবার। ফুটবলপ্রেমীদের এই অপেক্ষার অবসান হচ্ছে আজ।
সব ঠিক থাকলে বাংলাদেশ সময় রাত ১০টায় রোনালদোকে নিজেদের খেলোয়াড় হিসেবে সামনে আনবে আল নাসর ক্লাব কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে সৌদি ফুটবল নতুন দিগন্তে পা রাখবে। পাঁচটি ব্যালন ডি’অরজয়ী ফুটবলার এরই মধ্যে পরিবার নিয়ে সৌদি আরবে পৌঁছেছেন। মাদ্রিদ থেকে রোনালদোর প্রাইভেট জেটটি সৌদির রাজধানী রিয়াদে পৌঁছেছে আজ ভোরে। বিমানবন্দরেই ফুলেল অভ্যর্থনা জানানো হয়েছে রোনালদোকে। খুদে ভক্তদের কাছে পেয়ে তাঁকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।
আল নাসর নিজেদের টুইটার পেজে রোনালদোকে স্বাগত জানানোর বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছে, ইউরোপকে পরাভূত করার পর আইকনিক তারকার নতুন অভিযান এশিয়া জয়!
রোনালদোর আগমনে গোটা রিয়াদ শহর ছেয়ে গেছে তাঁর ছবিসংবলিত ব্যানার–পোস্টারে। আল নাসরের হোম জার্সির রংয়ের সঙ্গে মিল রেখে হলুদ সড়কবাতি লাগানো হয়েছে। ক্লাবে পৌঁছেই চুক্তিপত্রে সই করেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক ফরোয়ার্ড। এরপর স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন।
রাত ১০টায় আল নাসরের ৩০ হাজার আসনের স্টেডিয়াম মারসুল পার্কে রোনালদোকে পরিচয় করিয়ে দেওয়া হবে। সৌদি আরবের দৈনিক আলরিয়াদিয়া জানিয়েছে, ২০০৯ সালে রিয়াল মাদ্রিদ রোনালদোকে উন্মোচন করতে যে রকম জমকালো আয়োজন করেছিল, আল নাসরও ঠিক সে রকমই আয়োজন করবে।