ছবিতে ছবিতে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সেটাও এক ম্যাচ বাকি রেখে। সেন্ট ভিনসেন্টে আজ দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে ২৭ রানে জয়ের বিভিন্ন মুহূর্তের ছবি নিয়েই এ আয়োজন—
১ / ১২
ব্যাট হাতে আবারও ব্যর্থ লিটন দাস। ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে হয়েছেন স্টাম্পিং
ছবি: সিডব্লুআই
২ / ১২
তিনে নেমে তানজিদ হাসানও সুবিধা করতে পারেননি। মাত্র ৩ রান করে বোল্ড হয়েছেন
ছবি: সিডব্লুআই
৩ / ১২
টি-টোয়েন্টি দলে ফেরা মেহেদী হাসান মিরাজ মিডল অর্ডারে কিছুটা ভরসা জুগিয়েছেন
ছবি: সিডব্লুআই
৪ / ১২
শামীম হোসেন দলকে শুধু বিপর্যয় থেকে টেনেই তোলেননি, লড়াই করার মতো সংগ্রহও এনে দিয়েছেন
ছবি: সিডব্লুআই
৫ / ১২
ব্যাটসম্যানদের জন্য কঠিন পিচেও আক্রমণাত্মক ব্যাটিং করেছেন শামীম হোসেন
ছবি: সিডব্লুআই
৬ / ১২
১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ
ছবি: সিডব্লুআই
৭ / ১২
মেহেদী হাসানের জোরালো আবেদন
ছবি: সিডব্লুআই
৮ / ১২
লেগ স্পিনার রিশাদ হোসেন (মাঝে) ২ উইকেট নিয়েছেন
ছবি: সিডব্লুআই
৯ / ১২
লিটন দাসের পরামর্শ মেনে বল করেই সাফল্য পেয়েছেন মেহেদী হাসান
ছবি: সিডব্লুআই
১০ / ১২
উইকেট শিকারের শুরুটা করেছিলেন তাসকিন আহমেদ, শেষটাও করেছেন তাসকিন। জয়ের পর তাঁকে ঘিরেই সতীর্থদের উচ্ছ্বাস
ছবি: সিডব্লুআই
১১ / ১২
ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন শামীম হোসেন (বাঁয়ে)
ছবি: সিডব্লুআই
১২ / ১২
‘আমরা করব জয়’—ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর গেয়েছে বাংলাদেশ দল
ছবি: বিসিবির ভিডিও থেকে নেওয়া