২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বোর্ডের সঙ্গে ঝামেলার পরও ঠিকই লিগ খেলতে যাচ্ছেন নাভিন-মুজিবরা

নাভিন উল হক (বাঁ থেকে দ্বিতীয়) এবং মুজিব উর রহমান দুটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন। ফজলহক ফারুকিও (ছবিতে নেই) খেলবেন ফ্র্যাঞ্চাইজি লিগেআইসিসি

প্রথমে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এরপর সে নিষেধাজ্ঞা তুলে নিয়ে বলা হয়, জাতীয় দায়িত্ব ও বোর্ডের লাভের কথা মাথায় রেখে পরবর্তী সময়ে খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি কঠোরভাবে বিবেচনা করা হবে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) গত কয়েক দিনে পিছুই হটেছে নাভিন উল হক, মুজিব উর রেহমান ও ফজলহক ফারুকির টি-টোয়েন্টি লিগে খেলার ব্যাপারে। এবার তিন খেলোয়াড়ই যাচ্ছেন দুটি ভিন্ন লিগে খেলতে।

আরও পড়ুন

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এসএ টোয়েন্টি খেলতে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেছেন নাভিন। সেখানে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলার কথা তাঁর। আজ রাতে প্রিটোরিয়া ক্যাপিটালসের মুখোমুখি হবে আইপিএলের লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির অংশ এ দলটি। সেখানে রিচার্ড গ্লিসনের জায়গা নিচ্ছেন নাভিন।

অন্যদিকে মুজিব ও ফারুকি খেলবেন সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে। মুজিব খেলবেন এখনকার চ্যাম্পিয়ন গালফ টাইটানসের হয়ে, ফারুকি আছেন এমআই এমিরেটসে। গতকাল ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টির পর আজই দুজনের আরব আমিরাতে পৌঁছানোর কথা।

জাতীয় দলে খেলার চেয়ে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়েছেন—এমন কারণে গত মাসে এ তিন ক্রিকেটারকে নিষেধাজ্ঞা দিয়েছিল এসিবি। দুই বছর দেশের বাইরে কোনো লিগে খেলতে পারবেন না তাঁরা, জানানো হয়েছিল এমন। বিগ ব্যাশ লিগে খেলা মুজিব সে সময় ফিরেও যান।

আরও পড়ুন

তবে এরপরই সে নিষেধাজ্ঞা তুলে নেয় এসিবি। সে সময় জানানো হয়, তিন ক্রিকেটারকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়ার সঙ্গে মাসিক আয় কিংবা ম্যাচ ফি থেকে নির্দিষ্ট পরিমাণ বেতন কাটার শাস্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতে অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে কঠোর হওয়ার কথাও জানানো হয়। প্রাথমিকভাবে বলা হয়েছিল, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে এ তিনজন কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না। কিন্তু পারফরম্যান্স ও শৃঙ্খলা বিষয়ে পর্যবেক্ষণ করে তাঁদের চুক্তিতে অন্তর্ভুক্ত করার কথা ভাবতে পারে বলে জানিয়েছিল এসিবি।  

এসএ টোয়েন্টির লিগ কমিশনার গ্রায়েম স্মিথ
এএফপি

অবশ্য ‘কঠিনভাবে বিবেচনা’ করার বিষয়টি কোন কোন লিগের ক্ষেত্রে কার্যকর, সেটি বিস্তারিত জানা যায়নি। এরই মধ্যে দুটি আলাদা লিগে খেলতে গেলেন এ তিনজন। আইপিএলে খেলতেও তাঁদের অনাপত্তিপত্র দেওয়ার কথা এসিবির।

এদিকে এসএ টোয়েন্টির লিগ কমিশনার গ্রায়েম স্মিথ বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি দলগুলো সবকিছু ব্যবহার করছে এবং দলে বিশ্বমানের কিছু খেলোয়াড় আনছে। লিগে এমন সামর্থ্যের খেলোয়াড় পাওয়াটা দারুণ।’

এ লিগে নিজেদের শীর্ষ সারির খেলোয়াড়দের সুযোগ করে দিতে নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় সারির টেস্ট দল পাঠিয়ে আলোচনায় আসে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন