শারজায় নিগারদের জয় আর গোয়ালিয়রে নাজমুলদের প্রস্তুতি

বাংলাদেশের ছেলেদের জাতীয় ক্রিকেট দল এখন ভারতে, চলছে টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তুতি। আর মেয়েদের জাতীয় ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে। আজ শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলেছে স্কটল্যান্ডের বিপক্ষে। ক্রিকেটের দুই জাতীয় দলের নানা মুহূর্তের ছবি নিয়ে এই আয়োজন—

১ / ১১
এই বুঝি বল ফসকে গেল! আজ শারজায়
আইসিসি
২ / ১১
ক্যাথেরিন ব্রাইসকে বোল্ড করে মারুফা আক্তারের স্বস্তি
আইসিসি
৩ / ১১
স্কটল্যান্ডের আরেকটি উইকেটের পতন। জয়ের আরও কাছে বাংলাদেশ। মারুফার উল্লাস বাঁধ মানে না
আইসিসি
৪ / ১১
এক দশক পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়েছে বাংলাদেশ। ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের পঞ্চম বিশ্বকাপে এসে প্রথম জয়ের দেখা পেলেন নিগার সুলতানা। ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নিগারকে ছুঁয়ে যায় আবেগ
আইসিসি
৫ / ১১
অবশেষে এল বহু প্রতীক্ষিত জয়। ম্যাচ শেষে ডাগআউটে স্বস্তির মোনাজাত অধিনায়ক নিগার সুলতানার
আইসিসি
৬ / ১১
রিতু মনির হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আইসিসি
৭ / ১১
টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে মাহমুদউল্লাহকে। অনুশীলনে পাওয়া গেল খোশমেজাজেই
বিসিবি
৮ / ১১
ব্যাট হাতে অনুশীলনে নামছেন তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। দুজনের নাম শুধু ‘ত’ দিয়েই শুরু নয়, দুজনই বগুড়ার ছেলে
বিসিবি
৯ / ১১
নেটে পালা করে ব্যাটিং অনুশীলন। লিটন, তানজিদ, তাওহিদরা তখন দলের অন্যদের সঙ্গে
বিসিবি
১০ / ১১
স্পিনারদের অনুশীলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহে। স্পিনারের চেয়ে অফ স্পিনার বলাই বেশি উপযুক্ত। কারণ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ তিনজনই একই ধারায় বল করেন
বিসিবি
১১ / ১১
কাকে কী দেখাচ্ছিলেন মোস্তাফিজুর রহমান
বিসিবি