সেঞ্চুরি করে আকাশে চোখ লিটনের

মোহাম্মদ নেওয়াজকে তানজিম সাকিবের চোখরাঙানি। আগুনে ছাদের নিচে শোয়েব আখতার। ক্রিকেট মাঠে নোভাক জোকোভিচ। ক্যামেরা হাতে আরিনা সাবালেঙ্কা আর সেঞ্চুরি করে আকাশে তাকালেন লিটন দাস। মাঠ মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৮
নিজের আঁতুড়ঘর হার্ভার্ড কোচিং ক্লিনিকের শিক্ষার্থীদের সঙ্গে কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ব্রায়ান লারা। লারা লিখেছেন, ‘এটা সেই জায়গা, যেখানে আমি নিজের স্বপ্নের পথে ছুটতে শুরু করেছিলাম।’
ইনস্টাগ্রাম
২ / ৮
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের আগুনে ছাদের নিচে শোয়েব আখতার। এই ছবি পোস্ট করে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব লিখেছেন, ‘আমি নিজের মধ্যেও এই আগুন ধারণ করি’
ইনস্টাগ্রাম
৩ / ৮
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ায়। অনুশীলনের ফাঁকে অবসর পেয়ে চলে গেছেন বিগ ব্যাশ উপভোগ করতে। ক্রিকেট মঞ্চে গিয়ে ভক্তদের আবদারও মিটিয়েছেন এই টেনিস মহাতারকা
ইনস্টাগ্রাম
৪ / ৮
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচ জয়ের পর ক্যামেরা হাতে নিজেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। গতকাল মেলবোর্নে
ইনস্টাগ্রাম
৫ / ৮
এক ফ্রেমে যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন দুই আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো ও হাভিয়ের মাচেরানো। পচেত্তিনোর হাতে ইন্টার মায়ামি কোচ মাচেরানোর নামাঙ্কিত ইন্টার মায়ামির জার্সি। আর মাচেরানোর হাতে পচেত্তিনোর নামাঙ্কিত যুক্তরাষ্ট্র জাতীয় দলের জার্সি
ইনস্টাগ্রাম
৬ / ৮
এমন বেশ কিছু ছবি পোস্ট করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের স্ত্রী রেবেকা কামিন্স। ক্যাপশনে সাম্প্রতিক সময়টা কখনো না ভোলার কথা বলেছেন তিনি
ইনস্টাগ্রাম
৭ / ৮
বিপিএলে আউট করার পর পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ নেওয়াজের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে যান বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব। গতকাল খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচে দেখা মিলেছে এই দৃশ্যের
শামসুল হক
৮ / ৮
একই দিনে মুদ্রার দুই পিঠ দেখলেন লিটন দাস। দুপুরে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া এই উইকেটকিপার ব্যাটসম্যান রাতে করলেন বিপিএল ইতিহাসের অন্যতম সেরা এক সেঞ্চুরি। মাইলফলক স্পর্শের পর আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদও দেন ঢাকা ক্যাপিটালসের লিটন
শামসুল হক