২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মেয়ের বিয়ের জন্য সনের মতো পাত্র চান কন্তে

টটেনহাম কোচ আন্তনিও কন্তে ও সন হিউং–মিনছবি: রয়টার্স

মৌসুম শেষ করেছিলেন শেষ ৯ ম্যাচে ১০ গোল করে; ২৩ গোল করে জিতেছিলেন প্রিমিয়ার লিগের গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। তবে নতুন মৌসুমে কিছুতেই ছন্দ খুঁজে পাচ্ছেন না টটেনহাম তারকা সন হিউং–মিন।

তবে দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ডের এই ছন্দহীনতায় একদমই চিন্তিত নন ক্লাবটির কোচ আন্তেনিও কন্তে। তাঁকে খেলোয়াড় হিসেবে ‘বিচক্ষণ’ আর মানুষ হিসেবে ‘ভালো’ উল্লেখ করে ইতালিয়ান কোচ বলেন, সনের মতো ছেলের কাছেই তিনি মেয়েকে বিয়ে দিতেন।

চলতি মৌসুমে এরই মধ্যে ৪ ম্যাচ খেলে ফেলেছেন সন। গোল তো পানইনি, রোববার রাতে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ছিলেন নিজের ছায়া হয়ে। দ্বিতীয়ার্ধে বদলি হওয়ার আগ পর্যন্ত মাঠে ছিলেন ৭৬ মিনিট। এ সময়ের মধ্যে বলে পা ছোঁয়াতে পেরেছেন মাত্র ২৬ বার, যা গোলরক্ষকসহ দুই দলের ২২ খেলোয়াড়ের মধ্যে সর্বনিম্ন।

সনের এই ছন্দহীনতা উদ্বেগের কি না, ম্যাচশেষে এমন প্রশ্নে বেশ বিরক্তই মনে হলো কন্তেকে, ‘একটা গোলের জন্য সে উপভোগ করছে বা করছে না, এই ভাবনা হাস্যকর। যেখানে কোনো সমস্যা নেই, সেখানে আমরা সমস্যা তৈরি করার চেষ্টা করছি। আমি একদমই উদ্বিগ্ন নই। এসব ক্ষেত্রে কাউকে যদি উদ্বিগ্ন হতে হয় সে তো আমারই হওয়ার কথা।’

৩০ বছর বয়সী সনকে নিয়ে নিজের মুগ্ধতার কথাও জানান কন্তে, আর সেটি করতে গিয়ে তুলনা টেনে আনলেন মেয়ের জামাইয়ের প্রসঙ্গ, ‘সে সত্যিই বিচক্ষণ এবং উঁচু মাপের মানুষ। খুবই ভালো ছেলে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, আমাকে যদি মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতে হয়, তাহলে ওর মতো ব্যক্তিকেই পছন্দ করব।’

এক সন্তানের জনক কন্তের ভিট্টোরিয়া নামে একটি মেয়ে আছে। এদিকে সন এখনো ব্যাচেলর। কোথাকার জল কোথায় গড়ায় কে জানে!