২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় ‘চিরন্তন পেলে’কে স্মরণ

ফুটবলের রাজা পেলের বিদায়ে শোকাহত পৃথিবী। সাও পাওলো, রিও ডি জেনিরো থেকে শুরু করে নিউইয়র্ক সিটি শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে পেলেকে। সেই ভালোবাসা ও শোকের নির্বাচিত কিছু ছবি—
১ / ১২
‘চিরন্তন পেলে’ লেখা একটি ফুলের তোড়া রাখা হয়েছে সান্তোসের ভিরা বেলমিরো স্টেডিয়ামে স্থাপিত পেলের মূর্তির পায়ের কাছে
ছবি: রয়টার্স
২ / ১২
পেলের স্মরণে সোনালি আলোয় সাজানো হয়েছে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম
ছবি: রয়টার্স
৩ / ১২
ব্রাজিলের সান্তোসে কান্নায় ভেঙে পড়া পেলে-ভক্তের মুষ্টিবদ্ধ হাত মনে করিয়ে দিচ্ছে ফুটবলের রাজার সেই আইকনিক ছবিটিকে
ছবি: রয়টার্স
৪ / ১২
পেলের সম্মানে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের ফটক সাজানো হয়েছে ব্রাজিলের পতাকার রঙে
ছবি: রয়টার্স
৫ / ১২
ম্যানহাটানের টাইমস স্কয়ারের একটি দোকান আজ এমনই পেলেময় ছিল
ছবি: রয়টার্স
৬ / ১২
পেলের স্মরণে রিও ডি জেনিরোতে ঐতিহাসিক ‘খ্রিষ্ট দ্য রিডিমার’ ভাস্কর্যটিকে ব্রাজিলের জাতীয় পতাকার রঙে রাঙানো হয়েছে
ছবি: রয়টার্স
৭ / ১২
ব্রাজিলের সাও পাওলোতে শোকাহত এক ভক্তের টি-শার্টেও দেখা যাচ্ছে পেলের ছবি
ছবি: রয়টার্স
৮ / ১২
এই ছবিই বলে দিচ্ছে, সান্তোস আজ কতটা শোকাহত
ছবি: রয়টার্স
৯ / ১২
প্যারাগুয়েতে অবস্থিত দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনস এভাবে শ্রদ্ধাভরে স্মরণ করেছে পেলেকে
ছবি: রয়টার্স
১০ / ১২
মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে কিংবদন্তি পেলের দেয়ালচিত্র
ছবি: রয়টার্স
১১ / ১২
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পেলের দেয়ালচিত্রের সামনে একদল খুদে ভক্ত
ছবি: রয়টার্স
১২ / ১২
ব্রাজিলের সাও পাওলোতে হাসপাতালের বাইরে শোকাহত এক ভক্ত ছুঁয়ে দেখছেন পেলের প্ল্যাকার্ড
ছবি: রয়টার্স