ওয়ার্নার যখন ওয়ানডেতেও অন্যতম সেরা
টেস্ট ও টি-টোয়েন্টিতে কখন অবসর নিতে চান, ডেভিড ওয়ার্নার সেটি জানিয়েছিলেন আগেই। এবার ওয়ানডে থেকেও আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। আজ জানিয়েছেন, অস্ট্রেলিয়া চাইলে শুধু ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ফিরতে পারেন। তা ছাড়া গত বিশ্বকাপ ফাইনালেই এ সংস্করণে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি।
ক্যারিয়ারে ওয়ার্নার ১৬১ ম্যাচ খেলে করেছেন ৬৯৩২ রান, ৪৫.৩০ গড় ও ৯৭.২৬ স্ট্রাইক রেটে। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ার্নারের সমান বা বেশি ম্যাচ খেলেছেন আরও ১৭ জন, যাঁদের মধ্যে ১৪ জনই ব্যাটসম্যান। তবে ব্যাটিংয়ে ওয়ার্নার ঠিকই জায়গা করে নিয়েছেন সব সময়ের সেরাদের তালিকায়, সেটি ৫০ ওভারের সংস্করণেও। পরিসংখ্যানও বলে সেটিই—
অভিষেকের পর থেকে ওয়ার্নারের চেয়ে বেশি স্ট্রাইক রেটে ৬ হাজারের বেশি রান করেছেন শুধু এবি ডি ভিলিয়ার্স (১০৭.৬৯)। সব মিলিয়ে ওয়ার্নারের চেয়ে বেশি স্ট্রাইক রেটে ওয়ানডে ইতিহাসে এত রান ডি ভিলিয়ার্স ছাড়া আছে আর দুজনের—বীরেন্দর শেবাগ (১০৪.৩৩) ও শহীদ আফ্রিদি (১১৭.০০)।