আফগানদের আমন্ত্রণে নৈশভোজে নাজমুল-মাহমুদউল্লাহরা

ঐতিহ্য ও রীতি অনুযায়ী বাংলাদেশ দলকে ‘বিশেষ ট্রিট’ দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শারজায় গত রাতের আয়োজনে নাজমুল-মাহমুদউল্লাহরা উপহার হিসেবে পেলেন গালিচা। ছিল শুকনা ফলের সমারোহ। নৈশভোজের বিভিন্ন মুহূর্তের ছবি নিয়ে এই আয়োজন—
১ / ১০
শারজায় নৈশভোজ অনুষ্ঠানে বাংলাদেশ ও আফগানিস্তান দল
এসিবি
২ / ১০
নৈশভোজে কাজুবাদাম, কাঠবাদাম, পেস্তাবাদাম, আখরোটসহ নানা ধরনের শুকনা ফলের সমারোহ
এসিবি
৩ / ১০
নৈশভোজে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান (বাঁয়ে) ও অলরাউন্ডার গুলবদিন নাইব
এসিবি
৪ / ১০
আফগান ব্যাটসম্যান রহমত শাহর হয়তো তৃষ্ণা পেয়েছিল
এসিবি
৫ / ১০
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ফিল সিমন্সকে (ডানে) হাতে বানানো ঐতিহ্যবাহী গালিচা (কার্পেট) উপহার দিচ্ছেন আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট
এসিবি
৬ / ১০
আফগানিস্তানের কোচিং স্টাফ যেন মনোযোগী শ্রোতা
এসিবি
৭ / ১০
মাহমুদউল্লাহকে ফলভর্তি বক্স উপহার আফগান পেসার ফজলহক ফারুকির
এসিবি
৮ / ১০
সিরিজের স্কোয়াডে থাকা দুই দলের খেলোয়াড়দের ছবি নিয়ে বানানো হয়েছে বোর্ড। তাতে স্বাক্ষর করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন (বাঁয়ে) ও আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি
এসিবি
৯ / ১০
দুই অধিনায়ক নাজমুল (বাঁয়ে) ও শহীদির সই করা বোর্ড প্রদর্শন
এসিবি
১০ / ১০
নাজমুলকে গালিচা উপহার দিচ্ছেন শহীদি
এসিবি