ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সাজ সাজ রব, চারদিকে উত্তেজনার রেণুর ওড়াউড়ি। দুই প্রতিবেশী দেশের ক্রিকেট ম্যাচ শুধুই আরেকটি ক্রিকেট ম্যাচ থাকে না। মাঠের সীমানা ছাড়িয়ে ভারত-পাকিস্তান ম্যাচ পেয়ে যায় অন্য মাত্রা। রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন দ্বিপক্ষীয় সিরিজ খেলে না এই দুই দল। বাবর-কোহলিদের দেখা হয় শুধু এশিয়া কাপ, চ্যাম্পিয়নস ট্রফি বা বিশ্বকাপে। তাই এমন টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হলেই দর্শকদের আগ্রহের পারদ থাকে তুঙ্গে। তাই তো গত ফেব্রুয়ারিতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শেষ হয়েছিল পাঁচ মিনিটের মধ্যেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজিতে)। ২৩ অক্টোবরের সে ম্যাচের টিকিটের চাহিদা রয়েছে এখনো। দর্শকের চাহিদার কথা চিন্তা করে আরও মানুষকে খেলা দেখার সুযোগ করে দিতে চায় আইসিসি। সেই কারণে এমসিজিতে মাঠে দাঁড়িয়ে চার হাজার দর্শকের খেলা দেখার ব্যবস্থা করছে তারা। যে টিকিট বিক্রি শুরু হবে আজই। প্রতিটি টিকিটের মূল্য ৩০ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় মূল্য প্রায় ২ হাজার ৮৩৪ টাকা।
নতুন টিকিট ছাড়ার বিষয়ে আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘২৩ অক্টোবর যত বেশি সম্ভব লোককে ম্যাচ দেখার সুযোগ করে দেওয়া যায়, সেই চেষ্টা করছি আমরা। আইসিসির প্যাকেজে থাকা কিছু টিকিটও বাকি রয়েছে। যে সমর্থকেরা আগে টিকিট কাটতে পারেননি, তাঁদের এবার খেলা দেখার সুযোগ রয়েছে।’
আইসিসি আরও জানিয়েছে, বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে অন্যান্য ম্যাচ দেখার জন্য দর্শকদের টিকিট কেনার সুযোগ থাকবে। বিশ্বকাপ ফাইনালের টিকিট বিক্রি এখনো শেষ হয়নি।
বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটি স্থগিত হয়ে যায়। করোনাভাইরাসের সময় থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এ টুর্নামেন্ট ঘিরে বড় পরিকল্পনাই করছে অস্ট্রেলিয়ার ট্যুরিজম সংস্থা। তাদের লক্ষ্যের অন্যতম জায়গা ভারতের বিশাল ক্রিকেটপাগল মানুষ।