২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

হাইজাম্পে দেশের প্রথম পদক, রুপা জিতলেন মাহফুজুর

রুপা জয়ের পর মাহফুজুর রহমান। ছবি: প্রথম আলো
রুপা জয়ের পর মাহফুজুর রহমান। ছবি: প্রথম আলো

কাঠমান্ডুতে এসএ গেমসের অ্যাথলেটিকস ইভেন্টের প্রথম দিনেই পদকের দেখা পাইয়ে দিলেন মাহফুজুর রহমান। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ছেলেদের হাইজাম্পে সোনা জিততে না পারলেও বাংলাদেশের জাতীয় রেকর্ড গড়েছেন এ অ্যাথলেট। ২.১৬ মিটার উচ্চতা টপকে যুগ্মভাবে দ্বিতীয় হয়ে রুপা জেতেন তিনি। এসএ গেমসের ইতিহাসে হাইজাম্পের ইভেন্টে এটাই প্রথম পদক বাংলাদেশের।

সোনা জয়ের দৌড়ে ব্যর্থ হলেও হতাশ করেননি মাহফুজুর। ভারতের সারভেশ অনিলের কাছে হেরে যান তিনি। ভারতেরই আরেক অ্যাথলেটের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় হন মাহফুজুর। হাইজাম্পে এর আগে জাতীয় রেকর্ড তাঁর দখলেই ছিল। ২.১৫ মিটার উচ্চতা পেরিয়েছিলেন তিনি। এবার দক্ষিণ এশিয়ান গেমসে আগের রেকর্ডটি নতুন করে লেখালেন এ ক্রীড়াবিদ।

>

এসএ গেমস হাইজাম্পে বাংলাদেশকে প্রথম পদক এনে দিলেন মাহফুজুর রহমান

এসএ গেমসে বাংলাদেশের জন্য আজকের সকালটা ছিল সোনায় সোহাগা। সকালেই কারাতেয় ছেলেদের ৬০ কেজি ওজন শ্রেণির কুমি ইভেন্টে সোনা জেতেন আল আমিন। এর পরপরই মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণির কুমিতে সোনা জেতেন মারজান আক্তার। কারাতেতে তৃতীয় সোনাটি এনে দিলেন হোমায়রা। এ নিয়ে এসএ গেমসে এখন পর্যন্ত বাংলাদেশ জিতে নিয়েছে ৪ সোনা।