সিনেমা নয়, উশুর গল্প এটা

শরীরটা শূন্যে ভাসিয়ে উশুর তাউলু ইভেন্টে পারফর্ম করছেন মর্জিনা আক্তারছবি: তানভীর আহাম্মেদ
মার্শাল আর্টভিত্তিক খেলা উশু মূলত চাইনিজ কুংফু। এ খেলায় বক্সিংয়ের মতো ঘুষি যেমন আছে, তেমনি আছে চমৎকার শারীরিক কসরতের প্রদর্শনী। খেলা দেখে মনে হবে যেন কোনো চাইনিজ সিনেমার দৃশ্য! মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রোববার শেষ হওয়া বঙ্গবন্ধু ১৬তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের তেমনই কিছু ছবি দেখে নেওয়া যাক—

কোনো সিনেমার মারামারির দৃশ্য নয়, কুনসু ইভেন্টে ব্যস্ত আবদুল্লাহ আল সাদিক।

ছবি: তানভীর আহাম্মেদ

জ্যাকি চ্যান, ব্রুস লিদের মতোই যেন অ্যাকশন দৃশ্য দেখাচ্ছেন এই দুই উশু খেলোয়াড়।

ছবি: তানভীর আহাম্মেদ

চাংচুয়ান ইভেন্টে ওমর ফারুক ও মর্জিনার পারফরম্যান্স দেখে হয়তো কোনো মারদাঙ্গা চলচ্চিত্রের দৃশ্য মনে পড়তে পারে আপনার।

ছবি: তানভীর আহাম্মেদ

তাউলুর নানচুয়ান ইভেন্টে আকাশ ছুঁতে চাইছেন মিলন আহমেদ।

ছবি: তানভীর আহাম্মেদ

তাইচি ইভেন্টে শামীম হোসেন ও দিপ্তী দাসের চোখজুড়ানো প্রদর্শনী।

ছবি: তানভীর আহাম্মেদ

তাউলু ইভেন্টে সবার নজর কেড়েছেন মর্জিনা আক্তার।

ছবি: তানভীর আহাম্মেদ

রুপালি পর্দায় তারকাদের অ্যাকশন দৃশ্যের মতোই পারফর্ম করছেন এই উশু খেলোয়াড়।

ছবি: তানভীর আহাম্মেদ

জাতীয় উশুতে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়দের উল্লাস।

ছবি: তানভীর আহাম্মেদ

মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের খেলোয়াড়েরা আনন্দ ভাগ করে নিচ্ছেন সতীর্থদের সঙ্গে।

ছবি: তানভীর আহাম্মেদ