সরাসরি

অলিম্পিকের প্রতি মুহূর্তের খবর

বিদায়ের সুর বাজছে টোকিওতে

১২: ৪২ , আগস্ট ০৮

‘সর্বকালের সেরা’ হয়েই গেলেন ইলিউড কিপচোগে

ম্যারাথনে টানা দ্বিতীয় সোনা কেনিয়ার ইলিউড কিপচোগের
ছবি: রয়টার্স

ম্যারাথনে টানা দ্বিতীয়বারের মতো সোনা জিতলেন কেনিয়ার দূরপাল্লার দৌড়বিদ ইলিউড কিপচোগে। সর্বকালের সেরা অলিম্পিয়ান তো তাঁকে বলাই যায়।

এ ইভেন্টে রুপা জিতেছেন নেদারল্যান্ডসের আবদি নাগিই। ব্রোঞ্জ বেলজিয়ামের বশির আবদি।

৩৬ বছর বয়সী কিপচোগে অলিম্পিক–ম্যারাথনে টানা দুই সোনা জয়ের সংক্ষিপ্ত এক তালিকায় ঢুকে গেলেন। এর আগে ১৯৬০ সালে রোম আর ১৯৬৪ সালে টোকিও অলিম্পিকে ম্যারাথনে সোনা জিতেছিলেন ইথিওপিয়ার আবেদে বিকিলা। এরপর পূর্ব জার্মানির ভালদামার সিয়েরপিনস্কি ১৯৭৬ সালে মন্ট্রিয়েল আর ১৯৮০ সালে মস্কো গেমসে সোনা জিতেছিলেন। ইতিহাসে এবার নাম তুললেন কেনিয়ার কিপচোগে।

ম্যারাথনের বিশ্বরেকর্ডধারী এ নিয়ে চারটি অলিম্পিক পদক জিতলেন। তিনি ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৫০০০ মিটারে রুপা জিতেছিলেন। ২০০৮ সালে এথেন্সে এ ইভেন্টে জিতেছিলেন ব্রোঞ্জ।

১১: ৪৮ , আগস্ট ০৮

চলছে অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান

১৭ দিনের ক্রীড়াযজ্ঞ শেষ। এবার বিদায়ের পালা। আবারও দেখা হবে ২০২৪ সালে। টোকিও অলিম্পিক স্টেডিয়ামে চলছে অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান। শুরুতেই ছিল বিভিন্ন দেশের অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের আনন্দমুখর উপস্থিতি। এরপর শুরু হয়েছে নানা আনুষ্ঠানিকতা....

০৭: ৩৮ , আগস্ট ০৮

বক্সিংয়ের সুপার হেভিওয়েটের শিরোপা উজবেকিস্তানের

বক্সিংয়ে সুপার হেভিওয়েট বিভাগে সোনা জিতেছে উজবেকিস্তান
ছবি: রয়টার্স

বক্সিংয়ের সুপার হেভিওয়েট বিভাগের সোনা জিতেছেন উজবেকিস্তানের বাখোদির জালোলভ। তিনি ফাইনালে যুক্তরাষ্ট্রের রিচার্ড টোরেজকে হারিয়েছেন।

এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন গ্রেট ব্রিটেনের ফ্রেজার ক্লার্ক ও কাজাখস্তানের কামশিবেক কুনকাবায়েভ

০৬: ৩৪ , আগস্ট ০৮

মেয়েদের ভলিবলে যুক্তরাষ্ট্রের ইতিহাস

মেয়েদের ভলিবলে প্রথমবারের মতো সোনা যুক্তরাষ্ট্রের
ছবি: রয়টার্স

মেয়েদের ভলিবলে প্রথমবারের মতো সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। ফাইনালে ব্রাজিলকে তারা হারিয়েছেন ৩–০ সেটে।

০৫: ৪০ , আগস্ট ০৮

মেয়েদের বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের সোনা

মেয়েদের বাস্কেটবলে টানা সপ্তমবারের মতো সোনা যুক্তরাষ্ট্রের।
ছবি: রয়টার্স

টানা সপ্তমবারের মতো অলিম্পিকে মেয়েদের বাস্কেটবল ইভেন্টে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। ফাইনালে স্বাগতিক জাপানকে তারা হারিয়েছে ৯০–৭৫ পয়েন্টে। টোকিওর নাইতামা সুপার অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে এটি ছিল অলিম্পিকে যুক্তরাষ্ট্রের মেয়েদের টানা ৫৫তম জয়। ১৯৭৬ সালের অলিম্পিকের পর থেকে যুক্তরাষ্ট্র মেয়েরা বাস্কেটবলে সোনা জিতেছে মোট নয়বার।

১৫: ৪২ , আগস্ট ০৭

শেষ দিনের অপেক্ষা

আর মাত্র একদিন বাকি। এরপরই পর্দা নামবে টোকিও অলিম্পিকের। আজ দলীয় সব খেলার সোনার নিষ্পত্তি হয়েছে। তবে বেসবল, বাস্কেটবল বা ভলিবল নয়, আলোটা ছিল ফুটবলে। স্পেনকে অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানে হারিয়ে অলিম্পিকের সোনা ধরে রেখেছে ব্রাজিল। শেষদিনের আগ পর্যন্ত পদক তালিকার অগ্রগামিতা ধরে রেখেছে চীন। এখনো ৩৮টি সোনা নিয়ে শীর্ষে আছে বেইজিং অলিম্পিকের শ্রেষ্ঠত্ব পাওয়া দেশটি।

শেষ দিনে অবশ্য নিজেদের শ্রেষ্ঠত্ব বুঝে পাওয়ার সুযোগ পাচ্ছে যুক্তরাষ্ট্র। আজ চীনের সঙ্গে ব্যবধান বেশ কমিয়ে এনেছে তারা। আজ ৫টি সোনা জিতেছে তারা। তিনে আছে আয়োজক জাপান।

এখন পর্যন্ত পদক তালিকায় নাম উঠেছে ৯৩ টি দেশের। এর মধ্যে অন্তত একটি সোনার পদক জেতা দেশের সংখ্যা ৬৫টি। জ্যাভলিন থেকে পাওয়া সোনায় ভারত ঢুকে পড়েছে এই তালিকায়। ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে এই প্রথম সোনা পেল ভারত। ১৬টি দেশ এখন পর্যন্ত রুপার পদকেই তৃপ্তি খুঁজছে। ১২টি দেশ পেয়েছে ব্রোঞ্জের স্বাদ।

১৪: ৫৭ , আগস্ট ০৭

ফ্রান্সের প্রথম

ফ্রান্স ভলিবল দল
ছবি: রয়টার্স

ভলিবলে এই প্রথম ফাইনাল খেলল ফ্রান্স। আর প্রথমবারই সোনা জিতে নিয়েছে তারা। ফাইনালে প্রথম দুই সেটে জিতেছিল ফ্রান্স। রাশিয়া আবার ফিরে এসেছিল দুর্দান্তভাবে। পঞ্চম সেটে ১৫-১২ পয়েন্টে ম্যাচ শেষ করেছে ফ্রান্স। এই ইভেন্টে ব্রোঞ্জ আর্জেন্টিনার।

১৪: ১৫ , আগস্ট ০৭

পঞ্চম দেশ হিসেবে অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয় সোনা জিতল ব্রাজিল

দ্বিতীয় গোলের পর ব্রাজিলের আনন্দ
ছবি: রয়টার্স
১৩: ৫০ , আগস্ট ০৭

ম্যালকমের গোলে এগিয়ে গেল ব্রাজিল

ম্যালকম
ছবি: রয়টার্স
১৩: ৩৭ , আগস্ট ০৭

বেসবলে সোনা জাপানের

জাপানের সোনা জয়ের আনন্দ
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বেসবলে সোনা জাপানের।

১২: ৫৫ , আগস্ট ০৭

ফেলিক্সের সপ্তম সোনা

যুক্তরাষ্ট্র রিলে দল
ছবি: রয়টার্স

মেয়েদের ৪০০ মিটার রিলেতে সোনা জিতেছে ফেবারিট যুক্তরাষ্ট্রই। যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলাফলিন, অ্যালিসন ফেলিক্স, ডালিলাহ মুহাম্মদ ও আথিং মু অনেক বড় ব্যবধানে সোনা জিতে নিয়েছেন রিলেতে। এ নিয়ে ফেলিক্স অলিম্পিকে সপ্তম সোনা জিতে নিলেন। পোল্যান্ড জাতীয় রেকর্ড গড়ে রুপা জিতেছে, জ্যামাইকা পেয়েছে ব্রোঞ্জ।

১২: ৪৯ , আগস্ট ০৭

আর্টিস্টিক সুইমিংয়ে রাশিয়ার সোনা

রাশিয়ার আর্টিস্টিক সুইমিং দল
ছবি: রয়টার্স

ক্যারিয়ারের সপ্তম সোনা জিতলেন সভেতলানা রোমাশিনা। রাশিয়ার আর্টিস্টিক সুইমিং দলের এই সদস্য আজ সভেতলানা কলেসনিচেঙ্কোকে নিয়ে অনায়াসে সোনা জিতেছেন। টেক ও ফ্রি রুটিন মিলিয়ে দুজন ১৯৬.০৯৭৯ পয়েন্ট পেয়েছেন দুজন, যা রুপা বিজয়ী ইউক্রেনের চেয়ে সাড়ে ৫ পয়েন্ট বেশি।

১২: ৪৮ , আগস্ট ০৭

ছেলেদের ১৫০০ মিটারের সোনা নরওয়ের

জ্যাকব ইঙ্গেব্রিগস্টেন
ছবি: রয়টার্স

১৫০০ মিটারে কেনিয়ার টিমোথি চেরুইয়োতকে হারিয়ে দিয়েছেন নরওয়ের জ্যাকব ইঙ্গেব্রিগস্টেন। তাঁর ৩ মিটার ২৮.৩২ সেকেন্ডের দৌড় ভেঙে দিয়েছে অলিম্পিক রেকর্ড।

১২: ৪৮ , আগস্ট ০৭

রাশিয়ার আরেকটি সোনা

আবদুল রশিদ সাদুলেভ
ছবি: রয়টার্স

ছেলেদের রেসলিংয়ের ফ্রি স্টাইলের ৯৭ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন রাশিয়ার আবদুল রশিদ সাদুলেভ। রিও অলিম্পিকের সোনাজয়ী কাইল স্নাইডারকে ৬-৩ ব্যবধানে হারিয়ে দিয়েছেন সাদুলেভ। রিও অলিম্পিকে সাদুলেভ সোনা জিতেছিলেন ৮৬ কেজি ওজন শ্রেণিতে।

১২: ৪৭ , আগস্ট ০৭

কারাতে মিসরের সোনা

ফেরাল আবদেলআজিজ
ছবি: রয়টার্স

মেয়েদের কুমিতে ৬১ কেজি-ঊর্ধ্ব ওজন শ্রেণিতে সোনা জিতেছেন মিসরের ফেরাল আবদেলআজিজ। অনূর্ধ্ব-৬৮ কেজি ওজন শ্রেণির বিশ্ব ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন আজারবাইজানের আরিনা জারেতস্কাকে হারিয়েছেন আবদেলআজিজ।

১২: ১৯ , আগস্ট ০৭

ব্রাজিলকে এগিয়ে দিলেন ম্যাথিয়াস কুনিয়া

অলিম্পিক ফুটবলের ফাইনালে এগিয়ে গেল ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে এগিয়ে দিয়েছেন ম্যাথিয়াস কুনিয়া। এর আগে ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন রিচার্লিসন।

রিচার্লিসন গোল করতে ব্যর্থ হয়েছেন
ছবি: রয়টার্স
১২: ১৮ , আগস্ট ০৭

অ্যাথলেটিকসে ভারতের প্রথম সোনা

নীরাজ
ছবি: রয়টার্স

অলিম্পিকে ভারতকে একক ইভেন্টে প্রথম সোনা জিতেছিলেন অভিনব বৃন্দা। কিন্তু তাঁর সে কীর্তিকেও ছাড়িয়ে গেলেন নীরাজ চোপড়া।

আজ অ্যাথলেটিকস থেকে ভারতকে ইতিহাসের প্রথম সোনা এনে দিয়েছেন নীরাজ। আজ জ্যাভেলিনে নিজের দ্বিতীয় চেষ্টায় বর্শা ৮৭.৫৮ মিটার দূরে পাথিয়েছেন চোপড়া। তাঁর এই থ্রো অনায়াসে সোনা এনে দিয়েছে। রুপা ও ব্রোঞ্জ জিতেছেন চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভাদলেই্খ (৮৬.৬৭ মিটার) ও ভিতেজস্লাভ ভেসেলি (৮৫.৪৪ মিটার)।

১১: ৫৯ , আগস্ট ০৭

চলছে অলিম্পিক ফুটবলের ফাইনাল

ফুটবল ফাইনালে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও স্পেন
ছবি: রয়টার্স

টোকিও অলিম্পিকের ফুটবলের সোনা জয়ের লড়াইয়ে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও স্পেন। প্রথমার্ধের ২৬ মিনিট পর্যন্ত খেলাটি ০–০ অবস্থায় এগিয়ে চলেছে

১১: ৫৪ , আগস্ট ০৭

ডাচ নারীর ১০ হাজার মিটার জয়

নেদারল্যান্ডসের দূরপাল্লার দৌড়বিদ সিফান হাসান ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতেছেন। এটি টোকিও অলিম্পিকে তাঁর দ্বিতীয় সোনা। সবমিলিয়ে তিনি টোকিওতে তৃতীয়বারের মতো পদক জিতলেন তিনি।

২৮ বছর বয়সী ইথিওপীয় বংশোদ্ভূত এই দূরপাল্লার দৌড়বিদ ১৫০০ আর ১০,০০০ মিটার দৌড়ের বর্তমান চ্যাম্পিয়ন। টোকিওতে তিনি ৫০০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন। কিন্তু ১৫০০ মিটারে পেয়েছেন ব্রোঞ্জ।

গত কয়েকদিনে দূরপাল্লার তিনটি দৌড়ে অংশ নিয়েছেন তিনি। ১০ হাজার মিটারের লড়াইয়ে শেষ দিকে নিজের সর্বোচ্চটা দিয়ে তিনি জিতে নেন সোনা। ইথিওপিয়ার রেকর্ডধারী লেতেসেনবেত গিদেকে পেছনে ফেলে তিনি দৌড় শেষ করেন ২৯ মিনিট ৫৫.৩২ সেকেন্ড সময় নিয়ে।

১১: ০৬ , আগস্ট ০৭

রেকর্ড গড়ে সোনা

জোসেফ চুং
ছবি: রয়টার্স

অলিম্পিক রেকর্ড গড়ে আধুনিক পেন্টাথলনের সোনা জিতে নিলেন ব্রিটেনের জোসেফ চুং।

০৯: ৪৫ , আগস্ট ০৭

ওয়াটার পোলোতে তৃতীয় সোনা যুক্তরাষ্ট্রের

স্পেনকে হারিয়ে ওয়াটার পোলো ইভেন্টে টানা তৃতীয় সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। স্পেনকে ১৪-৫ স্কোরে হারিয়েছে তাঁরা।

০৯: ৪১ , আগস্ট ০৭

সাইক্লিংয়ে ডেনমার্কের জয়

সাইক্লিংয়ে ছেলেদের ম্যাডিসন ইভেন্টে সোনা জিতেছেন ডেনমার্কের ল্যাসে নরমান হানসেন ও মিকায়েল মরকভ। ৪৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তাঁরা। এই ইভেন্টে রূপা জিতেছে ব্রিটেন, ব্রোঞ্জ ফ্রান্স। ব্রিটেন ও ফ্রান্স দুই দলের পয়েন্টই ছিল ৪০, কিন্তু আগে লাইন ক্রস করার সুবাদে রূপা যায় ব্রিটেনের ঘরে।

০৯: ৩৪ , আগস্ট ০৭

আরেকটি সোনা জিতল ইসরায়েল

রিবনের ওপর মেয়েদের রিদমিক জিমন্যাস্টিকসে সোনা জিতলেন ইসরায়েলের লিনয় আশরাম। রাশিয়ার দিনা আভেরিনা জিতেছেন রূপা। বেলারুশের আলিনা হারনাস্কো জিতেছেন ব্রোঞ্জ। রিদমিক জিমন্যাস্টিকসে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সোনার পদক জিতল ইসরায়েল।

০৭: ২০ , আগস্ট ০৭

সোনা জিতল তুরস্ক

মেয়েদের ফ্লাইওয়েটের ফাইনালে হেরে গিয়েছিল তুরস্ক। ওয়েল্টারওয়েটে সেই ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটতে দিল না দেশটা। চীনের হং গু কে হারিয়ে এই ইভেন্টের সোনা জিতেছেন তুরস্কের বুসেনাজ সুরমেনেলি। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের লভলিনা বোর্গোহাইন।

০৭: ১৩ , আগস্ট ০৭

আরেকটি সোনা জিতল ব্রাজিল

ছেলেদের মিডলওয়েট বক্সিং ফাইনালে ইউক্রেনের ওলেকসান্দর খিজনিয়াককে হারিয়ে সোনা জিতেছেন ব্রাজিলের হারবার্ত সোসা। তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষকে নকআউট করেন সোসা।

০৭: ১১ , আগস্ট ০৭

বক্সিংয়ের সোনা বুলগেরিয়ায়

তুরস্কের বুসেনাজ কাকিরোগ্লুকে হারিয়ে মেয়েদের ফ্লাইওয়েটের সোনা জিতে নিয়েছেন বুলগেরিয়ার স্টোইকা ঝেলিয়াকোভা ক্রাস্তেভা। এই অলিম্পিকে এটা বুলগেরিয়ার দ্বিতীয় সোনা।

০৭: ০৬ , আগস্ট ০৭

বাস্কেটবলের সোনা জিতল যুক্তরাষ্ট্র

টানা চতুর্থবারের মতো অলিম্পিকে সোনা জিতল যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দল। পাঁচ পয়েন্টে ফাইনালে ফ্রান্সকে হারিয়েছে তাঁরা।

০৫: ৪০ , আগস্ট ০৭

মেয়েদের গলফে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

মেয়েদের গলফে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের নেলি করদা। ১২১ বছর পর মেয়েদের অলিম্পিক গলফে সোনা জিতল যুক্তরাষ্ট্র।

০৫: ৩৭ , আগস্ট ০৭

বক্সিংয়ের সোনা ব্রিটেনে

ছেলেদের ফ্লাইওয়েট বক্সিংয়ে সোনা জিতেছেন ব্রিটেনের গালাল ইয়াফাই। ফাইনালে ফিলিপাইনের কার্লো পালামকে হারিয়েছেন তিনি। ৪-১ স্প্লিট সিদ্ধান্তে সোনা জিতেছেন ইয়াফাই।

০৪: ১৮ , আগস্ট ০৭

বিচ ভলিবলে সোনা জিতেছে নরওয়ে

তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন তাঁরা। কিন্তু অলিম্পিকের সোনা জেতা হয়নি কখনও। অবশেষে সেই অপ্রাপ্তিটাও ঘুচেছে। বিচ ভলিবলে দেশকে সোনা জিতিয়েছেন নরওয়ের অ্যান্ডার্স মোল ও ক্রিস্টিয়ান সোরুম। রাশিয়ার ভাচেস্লাভ ক্রাসিলনিকোভ ও ওলেগ স্টয়ানোভস্কিকে হারিয়েছেন তাঁরা।

০৪: ১৩ , আগস্ট ০৭

ক্যানো স্প্রিন্টে হাঙ্গেরির সোনা

মেয়েদের কে-৪ ৫০০ মিটার ক্যানো স্প্রিন্টের সোনা জিতেছে হাঙ্গেরি। লিসা ক্যারিংটনের মতো কিংবদন্তি দলে থাকা সত্ত্বেও কোনো পদক জিততে পারেনি নিউজিল্যান্ড। বেলারুশ ও পোল্যান্ডের ঘরে গেছে বাকি দুই পদক।

০৪: ০৭ , আগস্ট ০৭

জার্মানির আরেকটি সোনা

ছেলেদের কে-৪ ৫০০ মিটার ক্যানো স্প্রিন্টের সোনা জিতেছে জার্মানি। গোটা ইভেন্টজুড়ে স্পেনের দাপট থাকলেও শেষমেশ জার্মানি তাঁদের হারাতে সক্ষম হয়। ০.২২৬ সেকেন্ডের ব্যবধানে জার্মানি হারায় স্পেনকে। এই ইভেন্টে তৃতীয় হয়েছে স্লোভাকিয়া।

০৪: ০৫ , আগস্ট ০৭

ম্যারাথনের সোনা গেল কেনিয়ায়

মেয়েদের ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন কেনিয়ার পেরেস জেপচিরচির। ২ ঘন্টা ২৭ মিনিট ২০ সেকেন্ড সময় নিয়ে তিনি হারিয়েছেন স্বদেশি ব্রিজিত কসগেইকে। তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের মলি সিডেল।

১৪: ৫৪ , আগস্ট ০৬

মেয়েদের ফুটবলে সোনা জিতল কানাডা

মেয়েদের ফুটবলের ফাইনালে সুইডেনকে টাইব্রেকারে ৩–২ গোলে হারিয়ে সোনা জিতেছে কানাডা। নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে অমীমাংসিত ছিল

১৪: ১০ , আগস্ট ০৬

ছেলেদের রিলেতে ইতালির ইতিহাস

ছেলেদের রিলেতে ইতালির ইতিহাস
ছবি: রয়টার্স

ছেলেদের ৪ গুণীতক ১০০ মিটার রিলেতে ইতিহাস গড়ে সোনা জিতেছে ইতালি। এটি রিলেতে তাদের প্রথম সোনা। ১৯৪৮ সালে শেষবার এ ইভেন্টে পদক জিতেছিল ইতালি

১৩: ৫০ , আগস্ট ০৬

জ্যামাইকার মেয়েদের রিলে জয়

জ্যামাইকা জিতল মেয়েদের রিলের সোনা
ছবি: রয়টার্স

জামাইকা মেয়েদের ৪ গুণীতক ১০০ মিটার রিলের সোনা জিতেছে।

১২: ৫২ , আগস্ট ০৬

৪০০ মিটারে বাহামার জয়জয়কার

৪০০ মিটার দৌড়ে সেরা বাহামা
ছবি: রয়টার্স

ছেলেদের পর এবার মেয়েদের ৪০০ মিটার দৌড়েও সোনা জিতেছে বাহামা। শনা মিলার উইবো ৪৮.৩৬ সেকেন্ড সময় নিয়ে জিতলেন।

এ ইভেন্টে রুপা জিতেছেন ডমিনিকার মেরিলেডি পলিনিও। তিনি সময় নিয়েছেন ৪৯.২০ সেকেন্ড। ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যালিসন ফেলিক্স।

১২: ২৭ , আগস্ট ০৬

৫০০০ মিটারে সোনা জশুয়া চিপতেগি

৫০০০ মিটারে সোনা জিতেছেন উগান্ডার চিপতেগি
ছবি: রয়টার্স

উগান্ডার জশুয়া চিপতেগি ছেলেদের ৫০০০ মিটার দৌড়ে সোনা জিতলেন। তিনি সময় নিয়েছেন ১২ মিনিট ৫৮.১৫ সেকেন্ড। এ ইভেন্টে রুপা জিতেছেন কানাডার মোহ আহমেদ আর ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের পল চেলিমো।

১১: ২৯ , আগস্ট ০৬

মেয়েদের হকির সোনা জিতল নেদারল্যান্ডস

মেয়েদের হকিতে ব্রোঞ্জও জিতল না আর্জেন্টিনা
ছবি: রয়টার্স

আর্জেন্টিনাকে হারিয়ে মেয়েদের হকির সোনা জিতেছে নেদারল্যান্ডস। ৩-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে তাঁরা।

০৯: ৩১ , আগস্ট ০৬

ছেলেদের পর মেয়েদের হাঁটা প্রতিযোগিতাতেও সোনা ইতালির

মেয়েদের ২০ কিলোমিটা হাঁটা প্রতিযোগিতায় সোনা জিতেছেন ইতালির অ্যান্তোনেল্লা পালমিসানো। কাল ছেলেদের হাঁটা প্রতিযোগিতাতেও শ্রেষ্ঠত্ব ছিল ইতালির। ১ ঘণ্টা ২৯ মিনিট, ১২ সেকেন্ড সময় নিয়ে তিনি হাঁটা শেষ করেছেন। ইতালির পালমিসোনো এ প্রতিযোগিতায় পেছনে ফেলেছেন চীনের বিশ্ব রেকর্ডধারী ইয়ান জিয়াইউকে।

পালমিসোনোর পেছনে থেকে রুপা জিতেছেন কলম্বিয়ার সান্দ্রা আরেনেস আর ব্রোঞ্জ পেয়েছেন চীনের নিউ হং।

০৫: ১০ , আগস্ট ০৬

মেয়েদের হকিতে চতুর্থ ভারত

মেয়েদের হকিতে ব্রোঞ্জ জিততে পারেনি ভারত
ছবি: রয়টার্স

গ্রেট ব্রিটেনের কাছে ৪–৩ গোলে হেরে অলিম্পিকের মেয়েদের হকিতে ব্রোঞ্জ জেতা হয়নি ভারতের। তবে ৪১ বছর পর তারা চতুর্থ স্থানে থেকে অলিম্পিক শেষ করল।

১৪: ৩০ , আগস্ট ০৫

কুস্তিতে রুপা ভারতের

কুস্তিতে রাশিয়ার কাছে হেরে রুপা ভারতের রবি দাহিয়ার
ছবি: রয়টার্স

হকিতে ৪১ বছর পর পদকজয়ের দিন ভারতের ঝুলিতে যোগ হয়েছে আরও একটি রুপার পদক। কুস্তিতে রুপা জিতেছেন রবি দাহিয়া। তিনি ছেলেদের ৫৭ কেজি ওজন শ্রেণির ফাইনালে হেরে যান রাশিয়ার জাভু উগুয়েভের বিপক্ষে। অবশ্য লড়াইটা ভালোই করেছের রবি। হেরেছেন ৭–৪ পয়েন্টে।

১২: ৩১ , আগস্ট ০৫

৪০০ মিটার দৌড়ের সোনা বাহামার স্টিভেন গার্ডিনারের

৪০০ মিটার দৌড়ে সোনা বাহামার গার্ডিনারের
ছবি: রয়টার্স

ছেলেদের ৪০০ মিটার দৌড়ের সোনা জিতেছেন বাহামার স্টিভেন গার্ডিনারের। ১০ মিটার আগেই সকলের চেয়ে এগিয়ে থেকে বিজয় সুনিশ্চিত করে ফেলেন তিনি। দৌড় শেষ করতে সময় নিয়েছেন ৪৩.৮৫ সেকেন্ড।

এ ইভেন্টে ৪৪.০৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন কলম্বিয়ার অ্যান্থনী জস জামব্রানো। ব্রোঞ্জ গ্রানাডার কিরানি জোনস। তিনি সময় নিয়েছেন ৪৪.১৯ সেকেন্ড।

১১: ৫৪ , আগস্ট ০৫

শুট আউট নাটকে হকির সোনা বেলজিয়ামের

শুট–আউট রোমাঞ্চে ছেলেদের হকির শিরোপা বেলজিয়ামের
ছবি: রয়টার্স

দুর্দান্ত এক ম্যাচ হলো ছেলেদের হকির ফাইনালে। বেলজিয়াম আর অস্ট্রেলিয়ার মধ্যকার এ ম্যাচে নাটকীয়তার কমতি ছিল না। নির্ধারিত সময়ে ১–১ গোলে অমীমাংসিত ম্যাচটি নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে।

শুটআউটে বেলজিয়ামের গোলকিপার ভিনসেন্ট ভানাচ ছিলেন দুর্দান্ত। অস্ট্রেলিয়ার তিনটি প্রচেষ্টা রুখে দেন তিনি। হকির বিশ্ব চ্যাম্পিয়ন এ মুহূর্তে বেলজিয়াম। যোগ্যতর দল হিসেবেই অলিম্পিকের শ্রেষ্ঠত্বও নিজেদের করে নিয়েছে তারা।

২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকে রুপা জিতেছিল বেলজিয়াম।

১১: ১৪ , আগস্ট ০৫

মেয়েদের ফুটবলে ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রে

অস্ট্রেলিয়াকেহ হারিয়ে হকির ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের
ছবি: রয়টার্স

মেয়েদের ফুটবলে ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪–৩ গোলে হারিয়েছে তারা।

মেগান র‌্যাপিনো আর চার্লি লয়েড দুজনই জোড়া গোল করেছেন।

ফাইনালে কাল সকাল আটটায় (বাংলাদেশ সময়) সুইডেন আর কানাডা মুখোমুখি হবে

০৬: ৫৮ , আগস্ট ০৫

ডাইভিংয়ে  ‘পারফেক্ট টেন' চীনের কিশোরীর

ডাইভিংয়ে প্ল্যাটফর্মের ১০ মিটারে ‘পারফেক্ট টেন’ পেলেন চীনের কিশোরী
ছবি: রয়টার্স

১৯৭৬ সালের মন্ট্রিয়েল অলিম্পিকের জিমন্যাস্টিকসে রোমানিয়ার নাদিয়া কোমানিচি বিখ্যাত হয়েছিলেন ‘পারফেক্ট টেন’ স্কোর করে অর্থাৎ ১০ এর ভেতর ১০ পেয়ে। এরপর থেকে ‘পারফেক্ট টেন’ মানেই নাদিয়া কোমানিচি। কিন্তু টোকিও অলিম্পিকের ডাইভিংয়ে ১০ মিটার প্ল্যাটফর্ম ফাইনালে লাফিয়ে ১০–এ ১০ পেয়েছেন চীনের ১৪ বছর বয়সী কিশোরী কুয়ান হংচেন। মজার ব্যাপার হচ্ছে ছিয়াত্তরে মন্ট্রিয়েল অলিম্পিকের সময়ও নাদিয়া কোমানিচি ছিলেন কুয়ান হংচেনের বয়সীই।

০৬: ৩৩ , আগস্ট ০৫

ডাইভিংয়ে ‘পারফেক্ট টেন’ চীনের কিশোরীর

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাস্কেটবল ফাইনালে যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স

টোকিও অলিম্পিকে ছেলের বাস্কেটবল ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। সেমিতে তারা হারিয়েছে অস্ট্রেলিয়াকে ৯৩–৭৮ পয়েন্টে। ম্যাচের এক পর্যায়ে ১৫ পয়েন্ট পিছিয়ে ছিল তারা।

ফাইনালে স্পেনের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

অলিম্পিকে এখনো পর্যন্ত বাস্কেটবলে ১৫ বার সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। কেবল মাত্র ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক, ১৯৮৮ সালের সিউল অলিম্পিক আর ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে সোনা হারিয়েছিল যুক্তরাষ্ট্র। মিউনিখে রুপা আর সিউল ও এথেন্সে ব্রোঞ্জ জিতেছিল তারা।

০৪: ৩৪ , আগস্ট ০৫

বুরকিনা ফাসোর প্রথম অলিম্পিক পদক

অলিম্পিকে বুরকিনা ফাসোকে প্রথম অলিম্পিক পদক উপহার দিলেন হিউজেস ফাব্রিস জাঙ্গো
ছবি: রয়টার্স

ছেলেদের ট্রিপল জাম্পে সোনা জিতেছেন পর্তুগালের পেদ্রো পিকার্দো। ১৭.৯৮ মিটার লাফিয়ে তিনি জিতলেন। এ ইভেন্টে রুপা জিতেছেন ঝু ইয়ামিং আর ব্রোঞ্জ বুরকিনা ফাসো হিউজেস ফাব্রিস জাঙ্গো। এটি বুরকিনা ফাসোর ইতিহাসের প্রথম অলিম্পিক পদক

০৩: ৩১ , আগস্ট ০৫

হকিতে ভারতের ইতিহাস

৪১ বছর পর অলিম্পিকে ছেলেদের হকিতে পদক জিতল ভারত
ছবি: রয়টার্স

টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ল ভারতের পুরুষ হকি দল। ৪১ বছর পর পদক জিতল তারা। কিছুক্ষণ আগে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় জার্মানির বিপক্ষে শ্বাসরূদ্ধকর ৫–৪ গোলের জয়ে ব্রোঞ্জ নিশ্চিত করল তারা।

১৫: ০৭ , আগস্ট ০৪

শীর্ষে চীন

টোকিও অলিম্পিকে আজ ১৩তম দিনের খেলা শেষে পদক তালিকায় শীর্ষে চীন। ৩২টি সোনাসহ মোট ৭০টি পদক জিতেছে তারা। যুক্তরাষ্ট্র ২৫টি সোনাসহ জিতেছে ৭৯টি পদক। মোট পদক জয়ে যুক্তরাষ্ট্র সবার ওপরে। ২১ সোনাসহ মোট ৪০ পদক জিতে তিনে স্বাগতিক জাপান।

১২: ৫৯ , আগস্ট ০৪

ছেলেদের ২০০ মিটারে সোনা কানাডার

অ্যাথলেটিকসের অন্যতম সেরা ইভেন্ট ছেলেদের ২০০ মিটার দৌড়ে সোনা জিতলেন কানাডার আন্দ্রে ডি গ্রাস। ১৯.৬২ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। অলিম্পিকে এটাই প্রথম সোনা ডি গ্রাসের। ২০১৬ রিও অলিম্পিকে এই ইভেন্টে রুপা জিতেছিলেন ডি গ্রাস।

যুক্তরাষ্ট্রের কেনেথ বেদনারেক ১৯.৬৮ সেকেন্ডে দৌড় শেষ করে জিতেছেন রুপা। ১৯.৭৪ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রেরই নোয়া লাইলেস। ১৯২৮ অলিম্পিকের পর ছেলেদের ২০০ মিটারে এটাই প্রথম সোনা কানাডার।

দৌড় শেষে সোনা জয়ের আনন্দে আত্মহারা ডি গ্রাস
ছবি: রয়টার্স
১২: ৪৮ , আগস্ট ০৪

ভারোত্তোলনে জর্জিয়ার বিশ্ব রেকর্ড!

ছেলেদের ১০৯ কেজি‍+ ওজন শ্রেণি ভারোত্তোলনে সোনা জিতেছেন জর্জিয়ার লাশা তালাখাদজে। মোট ৪৮৮ কেজি ওজন তুলে নিজের গড়া বিশ্ব রেকর্ড নতুন করে লিখিয়েছেন তিনি। ৪৪১ কেজি ওজন তুলে রুপা জিতেছেন ইরানের আলী দাউদি। ব্রোঞ্জ জিতেছেন সিরিয়ার মান আসাদ। ৪২৪ কেজি ওজন তোলেন তিনি।

সোনা জয়ের পথে বিশ্ব রেকর্ড গড়েন লাশা তালাখাদজে
ছবি: রয়টার্স
১২: ৪১ , আগস্ট ০৪

আরেকটি সোনা জাপানের

টোকিও অলিম্পিক থেকে আরেকটি সোনা তুলে নিল জাপান। রেসলিংয়ে মেয়েদের ফ্রিস্টাইল মিডলওয়েট ক্যাটাগরিতে সোনা জিতেছেন জাপানের ইউকাকো কাওয়াই। ৪–৩ ব্যবধানে কাজাখস্তানের এইসুলু তাইনাইবেকোভাকে হারান তিনি। রুপা জিতেছেন তাইনাইবেকোভা। ব্রোঞ্জ জিতেছেন ইউক্রেনের ইরিনা কোলিয়াদেঙ্কো ও বুলগেরিয়ার তাইবে ইউসেইন।

জাপানকে আরেকটি সোনা এনে দিলেন ইউকাকো কাওয়াই
ছবি: রয়টার্স
১২: ৩৪ , আগস্ট ০৪

হ্যামার থ্রো–য়ে পোল্যান্ডের সোনা

ছেলেদের হ্যামার থ্রো–য়ে সোনা জিতেছেন পোল্যান্ডের ভয়চেক নোভিৎস্কি। রুপা জিতেছেন নরওয়ের এভিন্দ হেনরিকসেন। ব্রোঞ্জ পোল্যান্ডের পাওয়েল ফাজদেকের।

তৃতীয় থ্রো–য়ে ৮২.৫৮ মিটার দূরত্ব টপকে সোনা জেতেন নোভিৎস্কি। এটি তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। গত অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন নোভিৎস্কি।

১২: ২০ , আগস্ট ০৪

ইকুয়েস্ট্রিয়ানে ব্যক্তিগত জাম্পিংয়ে সোনা ব্রিটেনের

ব্রিটেনের বেন মার ইকুয়েস্ট্রিয়ানে ব্যক্তিগত জাম্পিংয়ে সোনা জিতেছেন। সুইডেনের পেডের ফ্রেডেরিকসন জিতেছেন রুপা। ব্রোঞ্জ নেদারল্যান্ডসের মাইকেল ফন ডার ভ্লিউটেনের।

১২: ০৮ , আগস্ট ০৪

ছেলেদের ৮০০ মিটারে কেনিয়ার সোনা

ছেলেদের ৮০০ মিটার দৌড়ে সোনা জিতলেন কেনিয়ার ইমানুয়েল কিপকুরুই। ১ মিনিট ৪৫.০৬ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। রুপা জিতেছেন কেনিয়ারই অ্যাথলেট ফার্গুসন রোতিচ। ব্রোঞ্জ পোল্যান্ডের প্যাট্রিক দোবেকের।

দৌড় শেষে ইমানুয়েল কিপকুরুইয়ের উদযাপন
ছবি: রয়টার্স
১১: ৩২ , আগস্ট ০৪

রেসলিংয়ে ইরানের সোনা

রেসলিংয়ে গ্রেকো–রোমান ৬৭ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন ইরানের মোহাম্মদরেজা গেরারেই। রুপা জিতেছেন পারভিজ নাসিবভ। ব্রোঞ্জ জার্মানির ফ্রাঙ্ক স্টেবেলারের।

১১: ২৭ , আগস্ট ০৪

উগান্ডার সোনার ইতিহাস

মেয়েদের ৩০০০ মিটার স্টেপলচেজে সোনা জিতেছেন উগান্ডার পেরুথ চেমুতাই। রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের কোর্টনি ফ্রেরেরিকস। ব্রোঞ্জ কেনিয়ার হাইভিন কিয়েনের।

অলিম্পিকে উগান্ডার কোনো নারী অ্যাথলেটের এটাই প্রথম সোনার পদক জয়।

সোনা জয় নিশ্চিতের পর চেমুতাই
ছবি: রয়টার্স
০৯: ৩৮ , আগস্ট ০৪

সাইক্লিংয়ের সোনা ইতালিতে

ছেলেদের সাইক্লিংয়ের টিম পারস্যুটের সোনা জিতেছে ইতালি, বিশ্বরেকর্ড গড়ে। সিমোনে কনসোন্নি, ফিলিপ্পো গানা, ফ্রান্সেসকো লামোন, জোনাথন মিলান সময় নিয়েছেন ৩ মিনিট ৪২.০৩২ সেকেন্ড। ডেনমার্ক ও অস্ট্রেলিয়ার ঘরে গিয়েছে রূপা ও ব্রোঞ্জ।

০৯: ০২ , আগস্ট ০৪

স্পোর্ট ক্লাইম্বিংয়ে পোল্যান্ডের রেকর্ড

মাত্র ৬.৯৭ সেকেন্ড সময় নিয়ে স্পোর্ট ক্লাইম্বিংয়ের বাছাইয়ে অলিম্পিক রেকর্ড গড়েছেন পোল্যান্ডের আলেকসান্দ্রা মিরোস্লো। ব্রিটেনের বিশ্বরেকর্ডধারী ইউলিয়া কাপলিনা কিছুই করতে পারেননি তেমন।

০৮: ০৩ , আগস্ট ০৪

বক্সিংয়ে সোনা জিতল কিউবা

ছেলেদের লাইট হেভিওয়েট বক্সিং ফাইনালে ব্রিটেনের বেন হুইটেকারকে হারিয়ে সোনা জিতেছেন কিউবার আরলেন লোপেজ। স্প্লিট ডিসিশনে হেরেছেন হুইটেকার।

০৬: ৩৬ , আগস্ট ০৪

ব্রোঞ্জ জিতেছেন ভারতের লভলিনা

মেয়েদের ওয়াল্টারওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভারতের বক্সার লভলিনা বোর্গোহাইন। তুরস্কের বুসেনাজ সুরমেনালির কাছে সেমিফাইনালে হেরেছেন লভলিনা।

০৬: ১৯ , আগস্ট ০৪

চার বছর আগের রূপাকে সোনা বানালেন অস্ট্রেলিয়ার জুটি

ছেলেদের সেইলিংয়ের ৪৭০ ইভেন্টে গত অলিম্পিকে রূপা জিতেছিলেন অস্ট্রেলিয়ার ম্যাথু বেলচার ও উইল রায়ান। এবার আর দ্বিতীয় নয়, প্রথমই হয়েছেন এই জুটি। জিতেছেন সোনা। দ্বিতীয় হয়েছে সুইডেন, তৃতীয় স্পেন।

০৫: ১৫ , আগস্ট ০৪

মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বিশ্বরেকর্ড

ছেলেদের ৪০০ মিটার হার্ডলসের রেসিপিই যেন অনুসরণ করল মেয়েদের ইভেন্টটা। ছেলেদের ইভেন্টেও প্রথম দুই পদকজয়ী বিশ্বরেকর্ড ভেঙেছিলেন, মেয়েদের ইভেন্টেও তাই হলো। কিন্তু ইতিহাসের দ্বিতীয় দ্রুততম দৌড়েও লাভ হয়নি যুক্তরাষ্ট্রের দালিলা মোহাম্মদের। তাঁর থেকেও কম সময়ে দৌড়ে সোনা নিজের করে নিয়েছেন একই দেশের সিডনি ম্যাকলফলিন। ৫১.৪৬ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। দালিলা সময় নিয়েছেন ৫১.৫৮ সেকেন্ড। নেদারল্যান্ডসের ফেমকে বল হয়েছেন তৃতীয়, ৫২.০৩ সেকেন্ড সময় নিয়ে।

০৫: ০২ , আগস্ট ০৪

ক্যানো স্প্রিন্টে রেকর্ডের বন্যা

একের পর এক রেকর্ড হচ্ছে ক্যানো স্প্রিন্ট ইভেন্টে। ছেলেদের কে-ওয়ান ২০০ মিটার ইভেন্টের হিটে অলিম্পিক রেকর্ড গড়েছেন হাঙ্গেরির কোলোস জিসমাদিয়া, সময় নিয়েছেন ৩৪.৪৪২ সেকেন্ড। কিছুক্ষণ পরেই যে রেকর্ডটা ভেঙেছেন ব্রিটেনের লিয়াম হিথ। মেয়েদের সি-ওয়ান ২০০ মিটার হিটে অলিম্পিক রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের নেভিন হ্যারিসন। সময় নিয়েছেন ৪৭.৬৫৫ সেকেন্ড।

০৪: ৫০ , আগস্ট ০৪

স্কেটবোর্ডিংয়ের সোনা জাপানে

স্কেটবোর্ডিংয়ে সোনা ও রূপা, দুটোই গেছে জাপানের ঘরে। সোনা জিতেছেন সাকুরা ইয়োসোজুমি, রূপা কোকোনা হিরাকি। ব্রিটেনের স্কাই ব্রাউন জিতেছেন ব্রোঞ্জ।

০৪: ২৭ , আগস্ট ০৪

ম্যারাথন সাঁতারের সোনা জিতল ব্রাজিল

আনা মার্সেলা কুনিয়া
ছবি : রয়টার্স

ম্যারাথন সাঁতারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তিনি। অলিম্পিক সোনাটাও তাঁর কপালেই জুটবে, সেটাই তো স্বাভাবিক! সেটাই হয়েছে। ব্রাজিলের আনা মার্সেলা কুনিয়া জিতেছেন মেয়েদের ম্যারাথন সাঁতারের সোনা। রূপা জিতেছেন নেদারল্যান্ডসের শ্যারন ফন রুয়েনডাল, ব্রোঞ্জ অস্ট্রেলিয়ার কারেন্না লি।

০৪: ১৪ , আগস্ট ০৪

অলিম্পিকে আজ যা দেখবেন

সোনার পদকের ইভেন্ট: ১৭

ম্যারাথন সাঁতার

মেয়েদের ১০ কিলোমিটার, ভোর ৩-৩০ মি.

অ্যাথলেটিকস

মেয়েদের ৪০০ মিটার হার্ডলস, সকাল ৮-৩০ মি.

মেয়েদের ৩০০০ মিটার স্টিপলচেজ, বিকেল ৫টা

পুরুষ হ্যামার থ্রো, বিকেল ৫-১৫ মি.

পুরুষ ৮০০ মিটার, সন্ধ্যা ৬-০৫ মি.

পুরুষ ২০০ মিটার, সন্ধ্যা ৬-৫৫ মি.

স্কেটবোর্ডিং

মেয়েদের পার্ক ফাইনাল, সকাল ৯-৩০ মি.

সেইলিং

পুরুষ দ্বৈত ডিঙ্গি মেডেল রেস, সকাল ১১-৩৩ মি.

মেয়েদের দ্বৈত ডিঙ্গি মেডেল রেস, দুপুর ১২-৩৩ মি.

বক্সিং

পুরুষ লাইট হেভি (৭৫-৮১ কেজি) ফাইনাল, দুপুর ১২-৩৫ মি.

সাইক্লিং ট্র্যাক

পুরুষ দলীয় পারস্যুট ফাইনালস, বেলা ৩-০৬ মি.

ইকুয়েস্ট্রিয়ান

জাম্পিং ব্যক্তিগত ফাইনাল, বিকেল ৪টা

কুস্তি

পুরুষ গ্রেকো-রোমান ৬৭ কেজি, বিকেল ৪-৩০ মি.

পুরুষ গ্রেকো-রোমান ৮৭ কেজি, বিকেল ৫টা

মেয়েদের ফ্রিস্টাইল ৬২ কেজি, বিকেল ৫-৫৫ মি.

আর্টিস্টিক সাঁতার

ডুয়েট ফ্রি রুটিন ফাইনাল, বিকেল ৪-৩০ মি.

ভারোত্তোলন

পুরুষ ১০৯+ কেজি, বিকেল ৪-৫০ মি.

১৪: ৩৩ , আগস্ট ০৩

সোনা জয়ে শীর্ষে চীন

টোকিও অলিম্পিকে ১২তম দিন শেষে সোনা জয়ে শীর্ষে চীন। এ পর্যন্ত ৩২টি সোনার পদক জিতেছে তারা। সোনা জয়ে চীনের চেয়ে পিছিয়ে থাকলেও মোট পদকজয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্র। তিনে জাপান। নিচে পদক তালিকায় শীর্ষ আট দেশ—

১৩: ৫৬ , আগস্ট ০৩

ভারোত্তোলনে উজবেকিস্তানের সোনা

ছেলেদের ১০৯ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন উজবেকিস্তানের আকবর জুরায়েভ। ৪৩০ কেজি ওজন তোলেন তিনি। ৪২৩ কেজি ওজন তুলে রুপা জেতেন আর্মেনিয়ার সাইমন মারতিসোয়ান। ব্রোঞ্জজয়ী লাটভিয়ার আর্থার প্লেসেনিয়েকস তুলেছেন ৪১০ কেজি।

১৩: ৪২ , আগস্ট ০৩

জাপানকে হারিয়ে ফাইনালে স্পেন

অলিম্পিক ফুটবল সেমিফাইনালে অতিরিক্ত সময়ে জাপানকে ১–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। ১১৫ মিনিটে জয়সূচক গোলটি করেন মার্কো আসেনসিও। আজ অপর সেমিফাইনালে মেক্সিকোকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে ব্রাজিল। শনিবার সোনা জয়ের লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল।

১৩: ১০ , আগস্ট ০৩

পোল ভল্টে ডুপ্লান্টিসের হাসি

ছেলেদের পোল ভল্টে সোনা জিতেছেন সুইডেনের আরমান্দ ডুপ্লান্টিস। প্রথম চেষ্টায় ৬.০২ মিটার উচ্চতা টপকে সোনা জেতেন তিনি। এ বছর ৬ মিটারের বেশি উচ্চতা টপকে যাওয়া একমাত্র পুরুষ পোল ভল্টার তিনি।

যুক্তরাস্ট্রের ক্রিস নিলসেন ৫.৯৭ মিটার টপকে রুপা জিতেছেন। ৫.৮৭ মিটার উচ্চতা টপকে ব্রোঞ্জ জিতেছেন ব্রাজিলের থিয়াগো ব্রাজ।

সোনা জয়ের পথে উচ্চতা টপকাচ্ছেন ডুপ্লান্টিস
ছবি: রয়টার্স
১৩: ০৭ , আগস্ট ০৩

হ্যামার থ্রো–য়ে পোল্যান্ডের সোনা

মেয়েদের হ্যামার থ্রো–য়ে সোনার পদক জিতেছেন পোল্যান্ডের আনিতা ভোয়াদারচিক। ৭৮.৪৮ মিটার দূরত্বে থ্রো করে এই ইভেন্টে নিজের টানা তৃতীয় সোনা জিতলেন তিনি।

১৩: ০৪ , আগস্ট ০৩

জাপান–স্পেন নির্ধারিত সময় শেষে গোলশূন্য

অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে জাপান–স্পেন ম্যাচটি নির্ধারিত সময় শেষে গোলশূন্য থাকায় খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

নির্ধারিত সময় শেষে জাপানের খেলোয়াড়রা
ছবি: রয়টার্স
১২: ৫৬ , আগস্ট ০৩

স্প্রিন্টে ‘ডাবল’ এলেইন থম্পসন-হেরার

টোকিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন জ্যামাইকার এলেইন থম্পসন–হেরা। আজ ২০০ মিটার স্প্রিন্টেও সোনা জিতলেন থম্পসন–হেরা। এর মধ্য দিয়ে অলিম্পিকে ‘ডাবল’–এর দেখা পেলেন তিনি।

আজ ২১.৫৩ সেকেন্ডে দৌড় শেষ করে ২০০ মিটারে সোনার দেখা পান তিনি। এটি তাঁর ব্যক্তিগত সেরা টাইমিং এই ইভেন্টে। রুপা জিতেছেন নামিবিয়ার ক্রিস্টিয়ান এমবোম্বা (২১.৮১ সেকেন্ড)। ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েলে টমাসের। এই ইভেন্টে ফেবারিট জ্যামাইকার শেলি অ্যান ফ্রেজার চতুর্থ হয়েছেন।

২০১৬ রিও অলিম্পিকেও ডাবলের দেখা পেয়েছিলেন থম্পসন–হেরা। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে জিতে নেন সোনা।

সোনা জয়ের পর থম্পসন–হেরা
ছবি: রয়টার্স
১২: ৩৩ , আগস্ট ০৩

মেয়েদের ৮০০ মিটারে অ্যাথিং মু–র সোনা

মেয়েদের ৮০০ মিটার দৌড়ে আজ সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের অ্যাথিং মু। ১ মিনিট ৫৫.২১ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জয়ের পাশাপাশি আমেরিকান রেকর্ডও গড়েছেন মু। ১ মিনিট ৫৫.৮৮ সেকেন্ডে দৌড় শেষ করে রুপা জিতেছেন ব্রিটেনের হজকিনসন। ব্রোঞ্জজয়ী যুক্তরাষ্ট্রের রায়েভিন রজার্স ১ মিনিট ৫৬.৮১ সেকেন্ডে দৌড় শেষ করেন।

দৌড় শেষ করে তিন বিজয়ী—ব্রিটেনের কেলি হজকিনসন (বাঁয়ে), অ্যাথিং মু (মাঝে) ও রজার্স
ছবি: রয়টার্স
১২: ২১ , আগস্ট ০৩

হাশিমোতোর সোনার হাসি

জিমন্যাস্টিকসের হরাইজন্টাল বারে সোনা জিতেছেন জাপানের হাশিমোতো দাইকি। গত সপ্তাহে অল–অ্যারাউন্ড ইভেন্টেও সোনা জেতেন তিনি। জাপানের কিংবদন্তি জিমন্যাস্ট কোহেই উচিমুরার যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচিত হওয়া হাশিমোতো হরাইজন্টাল বারে ১৫.০৬৬ পয়েন্ট নিয়ে সোনা জেতেন। ১৪.৯০০ পয়েন্ট নিয়ে রুপা জিতেছেন ক্রোয়েশিয়ার টিন সারবিক। ব্রোঞ্জ রাশিয়ার নিকিতা নাগোরনাইয়ের।

সোনা জয়ের পথে কসরত হাশিমোতোর
ছবি: রয়টার্স
১২: ০৪ , আগস্ট ০৩

প্রথমার্ধে গোলশূন্য জাপান–স্পেন

অলিম্পিক ফুটবলে আজ দিনের অপর সেমিফাইনালে স্বাগতিক জাপানের মুখোমুখি হয়েছে স্পেন। গোলশূন্য ব্যবধানে প্রথমার্ধ শেষ করেছে দুই দল।

সেমিফাইনালে জাপানের মুখোমুখি হয়েছে স্পেন। এরিক গার্সিয়ার সঙ্গে বল দখলের লড়াইয়ে জাপানের রিও হেয়াতো
ছবি: রয়টার্স
১২: ০৩ , আগস্ট ০৩

রেসলিংয়ে ৯৭ কেজি গ্রেগো রোমানে রাশিয়ার সোনা

আর্মেনিয়ার আর্থার আলেকসানিয়ান রেসলিংয়ে ৯৭ কেজি গ্রেগো রোমানে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং সর্বশেষ অলিম্পিকে সোনাজয়ী। তাঁর বিপক্ষে আজ এই ইভেন্টে কী দারুণ লড়াইটা–ই না করলেন রাশিয়ার মুসা এভলোয়েভ। দুবারের এই ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়ন আলেকসানিয়ানকে ৫–১ ব্যবধানে হারিয়ে জিতেছেন সোনা। রুপা জেতেন আলেকসানিয়ান ও ইরানের মোহাম্মদহাদি সারাভি জিতেছেন ব্রোঞ্জ।

১১: ৫৪ , আগস্ট ০৩

রেসলিংয়ে ৭৭ কেজি গ্রেগো–রোমানে সোনা হাঙ্গেরির

তামাস লরিৎস হাঙ্গেরির সপ্তম গ্রেগো–রোমান রেসলার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক সোনা জিতলেন! কাজাখস্তানের আজকোল মাখমুদভকে ২–১ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন লরিৎস। রুপা জিতেছেন মাখমুদভ। জাপানের শোয়েই ইয়াবুকু ও আজারবাইজানের রাফিগ হুসেনভ জিতেছেন ব্রোঞ্জ।

সোনা জয়ের পর দেশের পতাকা হাতে তামাস লরিৎস
ছবি: রয়টার্স
১০: ৪৬ , আগস্ট ০৩

পেনাল্টিতে জিতে ফাইনালে ব্রাজিল

মেক্সিকোকে পেনাল্টিতে হারিয়ে অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ স্পেন বা জাপান।

১০: ৩২ , আগস্ট ০৩

পেনাল্টিতে গেল ব্রাজিল-মেক্সিকো ম্যাচ

নব্বই মিনিটেও মীমাংসা হলো না ব্রাজিল-মেক্সিকো ম্যাচের। ম্যাচ গড়িয়েছে পেনাল্টিতে।

১০: ০৫ , আগস্ট ০৩

অলিম্পিক ফুটবলের সেমিফাইনাল খেলতে নেমেছে স্পেন

অলিম্পিক ফুটবলের ফাইনালে ওঠার লড়াইয়ে জাপানের বিপক্ষে মাঠে নামছে স্পেন। স্পেনের একাদশে আছেন - উনাই সিমোন (গোলকিপার), অস্কার গিল (রাইটব্যাক), এরিক গার্সিয়া (সেন্টারব্যাক), পাও তোরেস (সেন্টারব্যাক), মার্ক কুকুরেল্লা (লেফটব্যাক), মার্তিন জুবিমেন্দি (সেন্ট্রাল মিডফিল্ডার), পেদ্রি (সেন্ট্রাল মিডফিল্ডার), মিকেল মেরিনো (সেন্ট্রাল মিডফিল্ডার), দানি অলমো (রাইট উইঙ্গার), মিকেল ওয়ারসাবাল (লেফট উইঙ্গার), রাফা মির (স্ট্রাইকার)

০৯: ৫৭ , আগস্ট ০৩

অতিরিক্ত সময়ে ব্রাজিল-মেক্সিকো ম্যাচ

অতিরিক্ত সময়ে গড়িয়েছে ব্রাজিল-মেক্সিকো ম্যাচ। ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দলই। এর মধ্যেই ক্লদিনিও ও পাওলিনিওর জায়গায় ব্রাজিলের হয়ে মাঠে নেমেছেন রিয়াল মাদ্রিদের রেইনিয়ের জেসুস ও আর্সেনালের গাব্রিয়েল মার্তিনেল্লি।

০৯: ৪৩ , আগস্ট ০৩

ফিরে ব্রোঞ্জ জিতলেন বাইলস

মেয়েদের আর্টিস্টিক জিমন্যাস্টিকসের শেষ ইভেন্ট ব্যালেন্স বিমে সোনা জিতেছেন চীনের চেনচেন গুয়ান। রূপাও জিতেছেন চীনের একজন, শিচিং ট্যাং। যুক্তরাষ্ট্রের সিমোন বাইলস জিতেছেন ব্রোঞ্জ।

০৮: ১৫ , আগস্ট ০৩

অলিম্পিক ফুটবলের সেমিফাইনাল খেলতে নেমেছে ব্রাজিল

অলিম্পিক ফুটবলের ফাইনালে ওঠার লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। প্রথমার্ধের খেলা চলছে। ব্রাজিলের একাদশে আছেন - আদেরবার সান্তোস (গোলকিপার), দানি আলভেস (রাইটব্যাক, অধিনায়ক), নিনো (সেন্টারব্যাক), দিয়েগো কার্লোস (সেন্টারব্যাক), গিলের্মো আরানা (লেফটব্যাক), দগলাস লুইজ (সেন্ট্রাল মিডফিল্ডার), ব্রুনো গিমারেস (সেন্ট্রাল মিডফিল্ডার), আন্তোনি সিলভা (উইঙ্গার), ক্লদিনিও (উইঙ্গার), পাওলিনিও (স্ট্রাইকার), রিচার্লিসন (স্ট্রাইকার)

০৭: ৪৯ , আগস্ট ০৩

ডাইভিংয়ের সোনা গেল চীনে

ডাইভিংয়ে ছেলেদের ৩ মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে সোনা-রূপা দুটোই গেছে চীনের ঘরে। ৫৫৮.৭৫ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন সিয়ি শি। ৫৩৪.৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন জংউয়ান ওয়াং। ৫১৮.০০ পয়েন্ট নিয়ে ব্রিটেনের জ্যাক লাফার হয়েছেন তৃতীয়।

০৭: ১১ , আগস্ট ০৩

সাইক্লিংয়ে বিশ্বরেকর্ড করেছে জার্মানি

মেয়েদের দলগত সাইক্লিংয়ে বিশ্বরেকর্ড করেছে জার্মানি। প্রথম রাউন্ডের হিটে বিশ্বরেকর্ড করেছিল ব্রিটেন। পরের রাউন্ডেই রেকর্ডটা নিজেদের করে নিয়েছে জার্মানি। প্রথম রাউন্ডে জিততে গিয়ে ৪ মিনিট ৬.৭৪৮ সেকেন্ড সময় নিয়েছিলেন কেটি আর্চিবল্ড, লরা কেনি, নিয়া ইভান্স ও জোসি নাইট। ছয় মিনিট পরেই জার্মান মেয়েরা ৪ মিনিট ৬.১৬৬ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটা নিজেদের করে নেন।

০৬: ৪৭ , আগস্ট ০৩

ব্রিটেনকে ১৩ নম্বর সোনা এনে দিল সেইলিং

সেইলিংয়ে ছেলেদের ফিন ইভেন্টের ফাইনালে সোনা জিতেছেন ব্রিটেনের জাইলস স্কট।

০৫: ৩৪ , আগস্ট ০৩

সেইলিংয়ের সোনা ব্রিটেনে

ছেলেদের ৪৯ইআর ইভেন্টে সোনা জিতেছেন ব্রিটেনের ডাইলান ফ্লেচার ও স্টুয়ার্ট বিথেল। নিউজিল্যান্ড পেরে ওঠেনি এই ইভেন্টে, পিটার বারলিং ও ব্লেইর টিউক জিতেছেন রূপা।

০৪: ৪৯ , আগস্ট ০৩

বক্সিংয়ের সোনা জাপানে

এই প্রথম কোনো জাপানি মেয়ে অলিম্পিকের বক্সিং ইভেন্টে পদক জিতলেন। তাও আবার সোনা। মেয়েদের ফেদারওয়েটের ৫৪-৫৭ কেজি ওজন শ্রেণির ফাইনালে ফিলিপাইনের নেস্থি পেতেসিওকে হারিয়েছেন জাপানের সিরি এনা।

০৪: ২২ , আগস্ট ০৩

হার্ডলসে বিশ্বরেকর্ড নরওয়ের

ওয়ারহোমের চোখেমুখে অবিশ্বাস!
ছবি : রয়টার্স

ছেলেদের ৪০০ মিটার হার্ডলসের ফেবারিট ছিলেন এই ইভেন্টে বিশ্বরেকর্ডধারী নরওয়ের কারস্টেন ওয়ারহোম। ৪৬.৭০ সেকেন্ডে দৌড়ে আগের বিশ্বরেকর্ডটা গড়েছিলেন তিনি। আজ সে রেকর্ড ভেঙেচুরে তছনছ করেছেন নিজেই। দ্বিতীয় হওয়া যুক্তরাষ্ট্রের রাই বেঞ্জামিন ইতিহাসের দ্বিতীয় দ্রুততম দৌড়েও কল্কে পাননি। ৪৫.৯৪ সেকেন্ড সময় নিয়ে আগেই যে সোনা জেতা হয়ে গিয়েছিল ওয়ারহোমের!

৪৬.১৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হওয়া বেঞ্জামিনের আফসোস হতেই পারে এটা ভেবে, যে কেন এই ইভেন্টে আজ নেমেছিলেন ওয়ারহোম!

০৪: ১৩ , আগস্ট ০৩

দিনের দ্বিতীয় সোনা ক্যারিংটনের

ক্যানো স্প্রিন্টে মেয়েদের কে-টু ৫০০ মিটারে সোনা জিতেছেন নিউজিল্যান্ডের লিসা ক্যারিংটন। আজ মেয়েদের কে-ওয়ান ২০০ মিটার ইভেন্টে সোনাও জিতেছেন তিনি। এই নিয়ে ক্যারিয়ারে অলিম্পিকে চারটা সোনা জেতা হয়ে গেল তাঁর।

০৪: ০৬ , আগস্ট ০৩

সোনা পেল হাঙ্গেরি

ছেলেদের ক্যানো স্প্রিন্টের কে-ওয়ান ১০০০ মিটার ফাইনালে দেখা গেছে হাঙ্গেরির আধিপত্য। সোনা জিতেছেন দেশটার বালিন্ত কোপাশ, রূপা অ্যাডাম ভারগা। সেমিতে অলিম্পিক রেকর্ড গড়া ফের্নান্দো পিমিয়েন্তার কপালে জুটেছে ব্রোঞ্জ।

০৪: ০০ , আগস্ট ০৩

লং জাম্পের সোনা জার্মানিতে

লং জাম্পে মেয়েদের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মালাইকা মিহাম্বো এবারও হতাশ করেননি। ৭ মিটার লাফিয়ে সোনার পদক নিজের করে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের ব্রিটনি রিজ জিতেছেন রূপা, নাইজেরিয়ার এসে ব্রুম ব্রোঞ্জ।

০৩: ৫৪ , আগস্ট ০৩

২৯ বছর পর ঘানার পদক

সেই ১৯৯২ অলিম্পিকে সর্বশেষ কোনো পদক জিতেছিল ঘানা। সে খরা ঘুচল এবার। ছেলেদের ফেদারওয়েট বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছেন ঘানার সামুয়েল তাকি।

০৩: ৪৯ , আগস্ট ০৩

সেই লিসাই জিতলেন সোনা

সেমিতে অলিম্পিক রেকর্ড গড়ে প্রস্তুতিটা ভালোই সেরেছিলেন নিউজিল্যান্ডের লিসা ক্যারিংটন। ফাইনালে ওই রেকর্ডটাই ভাঙলেন। নিজের সোনা ধরে রাখলেন ২০১৬ রিও অলিম্পিকের চ্যাম্পিয়ন। মেয়েদের কে-ওয়ান ২০০ মিটার ইভেন্টে সোনা জিতেছেন তিনি, সময় নিয়েছেন ৩৮.১২০ সেকেন্ড। স্পেনের তেরেসা পোর্তেলা জিতেছেন রূপা, ডেনমার্কের এমা জর্গেনসেন ব্রোঞ্জ।

০৩: ৪৫ , আগস্ট ০৩

ক্যানো স্প্রিন্টে রেকর্ডের ছড়াছড়ি

আজ শুরু থেকেই রেকর্ডের বন্যা বয়ে যাচ্ছে ক্যানো স্প্রিন্টের বিভিন্ন ইভেন্টে। মেয়েদের কে-ওয়ান ২০০ মিটার ইভেন্টের সেমিফাইনালে অলিম্পিক রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের লিসা ক্যারিংটন। আগের রেকর্ডটাও তাঁরই ছিল, যা ২০১৬ রিও অলিম্পিকে গড়েছিলেন। সে রেকর্ডের চেয়ে প্রায় দেড় সেকেন্ড সময় কম নিয়ে এই রেকর্ড গড়েছেন লিসা, সময় নিয়েছেন ৩৮.১২৭ সেকেন্ড।

ছেলেদের সি-টু ১০০০ মিটারে অলিম্পিক রেকর্ড গড়েছে জার্মানি, ৩ মিনিট ২৬.৮১২ সেকেন্ড সময় নিয়ে। ছেলেদের কে-ওয়ান ১০০০ মিটারে রেকর্ড গড়েছেন পর্তুগালের ফের্নান্দো পিমিয়েন্তা, সময় নিয়েছেন ৩ মিনিট ২২.৯৪২ সেকেন্ড। মেয়েদের কে-টু ৫০০ মিটারে রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড, ১ মিনিট ৩৬.৭২৪ সেকেন্ড সময় নিয়ে।

০৩: ৩৬ , আগস্ট ০৩

অলিম্পিকে যা দেখবেন আজ

সোনার পদকের ইভেন্ট: ২৬

অ্যাথলেটিকস

মেয়েদের লং জাম্প, সকাল ৭-৫০ মি.

পুরুষ ৪০০ মিটার হার্ডলস, সকাল ৯-২০ মি.

পুরুষ পোল ভল্ট, বিকেল ৪-২০ মি.

মেয়েদের হ্যামার থ্রো, বিকেল ৫-৩৫ মি.

মেয়েদের ৮০০ মিটার, সন্ধ্যা ৬-২৫ মি.

মেয়েদের ২০০ মিটার, সন্ধ্যা ৬-৫০ মি.

ক্যানো স্প্রিন্ট

মেয়েদের কায়াক একক ২০০ মিটার, সকাল ৮-৩৭ মি.

পুরুষ ক্যানো দ্বৈত ১০০০ মিটার, সকাল ৮-৫৩ মি.

পুরুষ কায়াক একক ১০০০ মিটার, সকাল ৯-২০ মি.

মেয়েদের কায়াক দ্বৈত ৫০০ মিটার, সকাল ৯-৪৬ মি.

সেইলিং

মেয়েদের স্কিফ, সকাল ৯-৩৩ মি.

পুরুষ স্কিফ, সকাল ১০-৩৩ মি.

পুরুষ একক ডিঙ্গি, সকাল ১১-৩৩ মি.

মিশ্র মাল্টিহাল, দুপুর ১২-৩৩ মি.

বক্সিং

মেয়েদের ফিদার (৫৪-৫৭ কেজি) ফাইনাল, সকাল ১০-০৫ মি.

পুরুষ ওয়েল্টার (৬৩-৬৯ কেজি) ফাইনাল, বিকেল ৪-০৫ মি.

ডাইভিং

পুরুষ ৩ মিটার স্প্রিংবোর্ড, দুপুর ১২টা

আর্টিস্টিক জিমন্যাস্টিকস

পুরুষ প্যারালাল বারস, বেলা ২টা

মেয়েদের ব্যালেন্স বিম, বেলা ২-৫০ মি.

পুরুষ হরাইজন্টাল বার, বেলা ৩-৪৯ মি.

সাইক্লিং ট্র্যাক

মেয়েদের দলীয় পারস্যুট, বেলা ২-২৬ মি.

পুরুষ দলীয় স্প্রিন্ট, বেলা ২-৪৪ মি.

কুস্তি

পুরুষ গ্রেকো-রোমান ৭৭ কেজি, বিকেল ৪-৩০ মি.

পুরুষ গ্রেকো-রোমান ৯৭ কেজি, বিকেল ৫টা

মেয়েদের ফ্রিস্টাইল ৬৮ কেজি, বিকেল ৫-৫৫ মি.

ভারোত্তোলন

পুরুষ ১০৯ কেজি, বিকেল ৪-৫০ মি.

১৪: ৫৭ , আগস্ট ০২

দৌড়ে অনেক এগিয়ে চীন

অ্যাথলেটিকস শুরু হয়ে গেছে। তবু চীনকে ছোঁয়া হচ্ছে না যুক্তরাষ্ট্রের। বরং অ্যাথলেটিকসের রমরমা দিনেও আজ পাঁচটি সোনা জিতেছে চীন। ওদিকে গতকালের পদকের সঙ্গে মাত্র দুইটি সোনা যুক্ত করতে পেরেছে যুক্তরাষ্ট্র। ওদিকে তিন থেকে পাঁচে থাকা জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া আজ কোনো সোনাই জিততে পারেনি। আজ চমক দেখিয়েছে জার্মানি। ইকুয়েস্ট্রিয়ানের সঙ্গে রেসলিং থেকেও একটি সোনা জিতে পয়েন্ট টেবিলে আটে চলে এসেছে জার্মানি। অথচ আজকের আগে জার্মানি মেয়েদের রেসলিং থেকে কখনো রুপা বা ব্রোঞ্জও জেতেনি দেশটি।

ওদিকে আজ পাঁচটি সোনা জিতলেও অঘটনে শিকার হয়েছে চীন, সিডনি অলিম্পিক থেকে ব্যাডমিন্টনে ছেলেদের এককের সোনা নিজেদের সম্পত্তি করে রেখেছিল চীন। আজ সেটা খুইয়েছে তারা। ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন সরাসরি সেটে চীনের লং চেনকে হারিয়ে দিয়েছেন।

গতকাল নতুন কোনো দেশ পদক তালিকায় নাম লেখাতে পারেনি। আজ কিন্তু নতুন করে ৪টি দেশের নাম উঠেছে পডিয়ামে। এবারের অলিম্পিকে অন্তত একটি পদক জেতা দেশের সংখ্যা এখন ৮০। সোনা জেতা দশের সংখ্যাও আজ চারটি বেড়েছে। মোট ৫৭টি দেশ এখন পর্যন্ত সোনার দেখা পেল। শুধু রুপা জয়ী দেশের সংখ্যা এখন ১৩টি। শুধু ব্রোঞ্জজয়ী দেশ এখন ১০টি।

১৩: ৩৪ , আগস্ট ০২

মেয়েদের ডিসকাসের সোনা অলম্যানের

ভ্যালেরি অলম্যান
ছবি: রয়টার্স

দুবারের সোনাজয়ী ক্রোয়েশিয়ার সান্দ্রা পেরকোভিচ এবার পদকই পেলেন না। ওদিকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সপ্তম হওয়া যুক্তরাষ্ট্রের ভ্যালেরি অলম্যান ৬৮.৯৮ মিটার দূরে ডিসকাস পাঠিয়ে সোনা জিতে নিয়েছেন। রুপা ও ব্রোঞ্জ জিতেছেন জার্মানির ক্রিস্টিন পুদেঞ্জ ও কিউবার ইয়াইমে পেরেজ।

১৩: ১৪ , আগস্ট ০২

সোনা ও রুপায় ৩৭ কেজি পার্থক্য

ওয়েনওয়েন লি
ছবি: রয়টার্স

ভারোত্তলনে ৮৭ কেজি ওজন শ্রেণির বিশ্ব রেকর্ড তাঁর। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নও চীনের ওয়েনওয়েন লি। নিজের প্রথম অলিম্পিক সোনা জিততে অবশ্য বিশ্ব রেকর্ড গড়তে হয়নি তাঁকে। স্ন্যাচে অলিম্পিক রেকর্ড তুলেছেন (১৪০ কেজি)। আর ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন ১৮০ কেজি। ওদিকে ব্রিটেনের হয়ে ভারোত্তলনে মেয়েদের প্রথম পদক (রুপা) এনে দিয়েছেন এমিলি ক্যাম্পবেল। যদিও লির চেয়ে ৩৭ কেজি ওজন কম তুলেছেন ক্যাম্পবেল।

১৩: ০৬ , আগস্ট ০২

রইল বাকি দুই

সিফান হাসান
ছবি: রয়টার্স

নেদারল্যান্ডসের সিফান হাসান জিতলেন ৫০০০ মিটারের সোনা। ১৪ মিনিট ৫৬.৭৯ সেকেন্ড সময় নেওয়া হাসান ১০ হাজার মিটার ও ১৫০০ মিটারের সোনা জেতার স্বপ্নও দেখছেন।

১২: ৫৯ , আগস্ট ০২

ইভেন্টিংয়ের সোনা ইউলিয়ার

ইউলিয়া ক্রায়েভস্কি
ছবি: রয়টার্স

ইকুয়েস্ট্রিয়ানের ইভেন্টিংয়ে সোনা জিতলেন জার্মানির ইউলিয়া ক্রায়েভস্কি। জার্মানির নারী ইকুয়েস্ট্রিয়ানের পেছনে আছেন ব্রিটেনের টম ম্যাকুয়েন। তৃতীয় অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু হয়।

১২: ৫০ , আগস্ট ০২

ব্যাডমিন্টনে সোনা ডেনমার্কের

ভিক্টর অ্যাক্সেলসেন
ছবি: রয়টার্স

ছেলেদের এককে চীনের লং চেনকে সরাসরি সেটে হারিয়েছেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন। ১৯৯৬ আটলান্টা অলিম্পিকের পর এই প্রথম এশিয়ার বাইরে গেল ব্যাডমিন্টনের ছেলেদের এককের সোনা।

১২: ৪৭ , আগস্ট ০২

জার্মানির আরেক সোনা

রটার ফকেন
ছবি: রয়টার্স

রেসলিংয়ে মেয়েদের ৭৬ কেজি ফ্রি স্টাইল ইভেন্টে সোনা জিতেছেন জার্মানির অ্যালাইন রটার ফকেন। মেয়েদের রেসলিংয়ে এর আগে অলিম্পিকে কোনো পদকই জেতেনি জার্মানি। আজ ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের অ্যাডেলিন মারিয়া গ্রেকে ৭-৩ পয়েন্টে হারিয়েছেন রটার ফকেন।

১২: ৩৭ , আগস্ট ০২

স্টিপলচেজের সোনা মরক্কোর

সুফিয়ান এল বাক্কালি
ছবি: রয়টার্স

ছেলেদের ৩০০০ মিটার স্টিপলচেজের সোনা জিতেছেন মরক্কোর সুফিয়ান এল বাক্কালি। ৮ মিনিট ৮.৯০ সেকেন্ডে দৌড় শেষ করেছেন বাক্কালি। রিও অলিম্পিকে চতুর্থ হয়েছিলেন বাক্কালি। রুপা জিতেছেন ইথিওপিয়ান লামেচা গিরমা। ব্রোঞ্জ কেনিয়ার বেঞ্জামিন কিগেনের।

১০: ১৭ , আগস্ট ০২

জিমন্যাস্টিকসের সোনা যুক্তরাষ্ট্রে

আর্টিস্টিক জিমন্যাস্টিকসের ফ্লোর ইভেন্টে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট জেড ক্যারি। ইতালির ভ্যানেসা ফেরারি জিতেছেন রূপা।

০৯: ৫৪ , আগস্ট ০২

শুটিং ও ভারোত্তোলনের দুটি সোনা চীনে

ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন শুটিংয়ের সোনা জিতেছে চীন। সোনা জেতার পথে বিশ্বরেকর্ড গড়েছেন চাংহং ঝাং। রাশিয়ার সের্গেই কামেনস্কিকে হারানোর পথে তিনি পেয়েছেন ৪৬৬.০ পয়েন্ট। সার্বিয়ার মিলেঙ্কো সেবিচ জিতেছেন ব্রোঞ্জ। ওদিকে মেয়েদের ৮৭ কেজি ভারোত্তোলনে সোনা জিতেছেন ঝিউ ওয়াং।

০৯: ৫০ , আগস্ট ০২

জিমন্যাস্টিকসের আরেকটি সোনা চীনে

ছেলেদের আর্টিস্টিকস জিমন্যাস্টিকসের আরেকটি ইভেন্টে জয়জয়কার চীনের। সোনা-রূপা দুটোই জিতেছে দেশটার ইয়াং লিউ ও হাও ইউ। গতবারের চ্যাম্পিয়ন গ্রিসের এলেফথেরিওস পেত্রোনিয়াস এবার জিতেছেন ব্রোঞ্জ।

০৮: ৪২ , আগস্ট ০২

ফাইনালে বাইলসকে পাচ্ছে যুক্তরাষ্ট্র

আর্টিস্টিক জিমন্যাস্টিকসে আগামীকাল মেয়েদের ব্যালান্স বিম ফাইনালে অংশ নিতে নামবেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস। আনুষ্ঠানিকভাবেই নিশ্চিত হয়েছে বিষয়টা।

০৮: ৩১ , আগস্ট ০২

এবার বিশ্বরেকর্ড চীনের

মেয়েদের দলগত স্প্রিন্ট সাইক্লিংয়ে ৩১.৮০৪ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন চীনের শানজু বাও ও ঝং তিয়াংশি।

০৮: ২৭ , আগস্ট ০২

জার্মান মেয়েদের ইতিহাস

দলগত সাইক্লিংয়ের বাছাইয়ে ইতিহাস গড়েছেন জার্মান মেয়েরা। ৪ মিনিট ৭.৩০৭ সেকেন্ডে রেস শেষ করেছেন ফ্রাঞ্জিসকা ব্রস, লিসা ব্রেনোর, লিসা ক্লাইন ও মিকে ক্রুগার। আগের রেকর্ডটা ছিল ব্রিটেনের, ২০১৬ রিও অলিম্পিকে তাঁরা সময় নিয়েছিল ৪ মিনিট ৪ মিনিট ১০.২৩৬ সেকেন্ড।

০৬: ৩৩ , আগস্ট ০২

শুটিংয়ের সোনা ফ্রান্সে

ছেলেদের র‍্যাপিড ফায়ার ২৫ মিটার পিস্তল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ফ্রান্সের জ্যাঁ কিকাম্পোঁ। ২০১২ লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন কিউবার লরি পুপো হয়েছেন দ্বিতীয়। সেবার পুপো ৩৪ পয়েন্ট পেয়ে যে রেকর্ড গড়েছিলেন, এবার সেটা স্পর্শ করেছেন কিকাম্পোঁ। চীনের ইয়োহাং লি হয়েছেন তৃতীয়। গত অলিম্পিকে কিকাম্পো জিতেছিলেন রূপা।

০৪: ৩১ , আগস্ট ০২

মেয়েদের ১০০ মিটার হার্ডলসের সোনা পুয়ের্তো রিকোয়

ইতিহাস গড়েছে পুয়ের্তো রিকো। অ্যাথলেটিকসে নিজেদের ইতিহাসের প্রথম সোনা জয় করেছে দেশটা। মেয়েদের ১০০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন জেসমিন কামাচো-কুইন। সময় নিয়েছেন ১২.৩৭ সেকেন্ড। রূপা জিতেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রা হ্যারিসন, ব্রোঞ্জ জ্যামাইকার মেগান ট্যাপার। সব প্রতিযোগিতা মিলিয়ে অলিম্পিকে পুয়ের্তো রিকোর এটা দ্বিতীয় সোনা। এর আগে টেনিসে ২০১৬ অলিম্পিকে সোনা জিতেছিলেন মনিকা পুচ।

০৪: ২৩ , আগস্ট ০২

ছেলেদের লংজাম্পের সোনা গ্রিসে

৮.৪১ মিটার লাফিয়ে নিজের শেষ চেষ্টায় এসে ছেলেদের লংজাম্পে সোনা জিতেছেন গ্রিসের মিলতিয়াদিস তেনতোগ্লু। কিউবার হুয়ান মিগেল এচেভারিয়া জিতেছেন রূপা। এচেভারিয়ার স্বদেশি মেকেল ম্যাসো জিতেছেন ব্রোঞ্জ।

০৪: ১২ , আগস্ট ০২

অলিম্পিকে যা যা দেখবেন আজ

সোনার পদকের ইভেন্ট: ২২

অ্যাথলেটিকস

পুরুষ লং জাম্প, সকাল ৭-২০ মি.

মেয়েদের ১০০ মিটার হার্ডলস, সকাল ৮-৫০ মি.

মেয়েদের ডিসকাস থ্রো, বিকেল ৫টা

পুরুষ ৩০০০ মিটার স্টিপলচেজ, সন্ধ্যা ৬-১৫ মি.

মেয়েদের ৫০০০ মিটার, সন্ধ্যা ৬-৪০ মি.

ব্যাডমিন্টন

মেয়েদের দ্বৈত ফাইনাল, সকাল ১০-৫০ মি.

পুরুষ একক ফাইনাল, বিকেল ৫-৫০ মি.

শুটিং

পুরুষ ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল, বেলা ১১-৩০ মি.

পুরুষ ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন, বেলা ১-৫০ মি.

সেইলিং

মেয়েদের স্কিফ, বেলা ১১-৩৩ মি.

পুরুষ স্কিফ, দুপুর ১২-৩৩ মি.

ভারোত্তোলন

মেয়েদের ৮৭ কেজি, দুপুর ১২-৫০ মি.

মেয়েদের ৮৭+ কেজি, বিকেল ৪-৫০ মি.

আর্টিস্টিক জিমন্যাস্টিকস

পুরুষ রিংস ফাইনাল, বেলা ২টা

মেয়েদের ফ্লোর এক্সারসাইজ, বেলা ২-৫৭ মি.

পুরুষ ভল্ট ফাইনাল, বেলা ৩-৫১ মি.

ইকুয়েস্ট্রিয়ান

ইভেন্টিং জাম্পিং দলীয় ফাইনাল, বেলা ২টা

ইভেন্টিং ব্যক্তিগত জাম্পিং ফাইনাল, বিকেল ৫-৪৫ মি.

সাইক্লিং ট্র্যাক

মেয়েদের দলীয় স্প্রিন্ট ফাইনাল, বেলা ৩-০৯ মি.

কুস্তি

পুরুষ গ্রেকো-রোমান ৬০ কেজি, বিকেল ৪-৩০ মি.

পুরুষ গ্রেকো-রোমান ১৩০ কেজি, বিকেল ৫টা

মেয়েদের ফ্রি স্টাইল ৭৬ কেজি, বিকেল ৫-৫৫ মি.

১৫: ০২ , আগস্ট ০১

চীনের পেছনে ছুটছে যুক্তরাষ্ট্র

শুরুর চমক শেষ হয়ে এসেছে জাপানের। টানা দ্বিতীয় দিনের মতো কোনো সোনা জিততে ব্যর্থ অলিম্পিকের আয়োজকেরা। আজ শুধু একটি ব্রঞ্জ জিতেছে জাপান। চীন ও যুক্তরাষ্ট্র অবশ্য সমানে পাল্লা দিচ্ছে পদক তালিকায়। দুই দেশ আজ তিনটি করে সোনা জিতেছে। তাই এখনো তিনটি সোনার ব্যবধানে এখনো এগিয়ে চীন। রুপা ও ব্রোঞ্জ জেতায় অবশ্য চীনের চেয়ে অনেক এগিয়ে যুক্তরাষ্ট্র। যদিও এই পদক তালিকাও সন্তুষ্ট করতে পারবে না যুক্তরাষ্ট্রকে। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের ইভেন্টে ২০০৪ এথেন্স অলিম্পিক থেকেই সোনার দেখা পাচ্ছে না দেশটি। গতকাল তো পডিয়ামেই জায়গা হয়নি তাদের। আজ ছেলেদের ইভেন্টও হতাশা বাড়িয়েছে তাদের। টানা চতুর্থ অলিম্পিকে ১০০ মিটারের সোনা যুক্তরাষ্ট্রের বাইরে গেল।

আজ সোনা জেতায় সবচেয়ে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। আজ ৪টি সোনা জিতেছে দেশটি। ওদিকে ব্রিটেন জিতেছে ২টি সোনা। আজ নতুন করে পদক তালিকায় কোনো দেশ যুক্ত হয়নি। গতকালের মতোই ৭৬টি দেশই এখন পর্যন্ত অলিম্পিক পডিয়ামে উঠতে পেরেছে। তবে আজ নতুন করে সোনার পদক পেয়েছে ৪টি দেশ। তাতে সোনা জেতা দেশের সংখ্যা এখন ৫৩-তে দাঁড়াল। আর এক বা একাধিক রুপা জেতা দেশ আছে ১৪টি। শুধু ব্রোঞ্জের স্বাদ নিয়েছে ৯টি দেশ।

১৪: ২৪ , আগস্ট ০১

চীনের টানা পঞ্চম সোনা

ইউফেই চেন
ছবি: রয়টার্স

ব্যাডমিন্টনের মেয়েদের এককের সোনা চীনেরই থাকল। চাইনিজ তাইপের জু-ইং তাইকে ২১-১৮, ১৯-২১, ২১-১৮ গেমে হারিয়েছেন ইউফেই চেন। এদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের পিভি সিন্ধু চীনের হে বিন জিয়াওকে সরাসরি সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

১৩: ২৭ , আগস্ট ০১

মিরপুরেও ছেলেদের হাইজাম্প ইভেন্টের দর্শক ছিল

একদম শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছিলেন ব্র্যান্ডন স্টার্ক। ২.৩৫ মিটার লাফ দিয়েছিলেন হাই জাম্পে। কিন্তু মুতাজ ঈসা বারশিম, ইতালির জিয়ানমারকো তামবেরি ও বেলারুশের মাকসিম নেদাসেকাউ ২.৩৭ মিটার পেরিয়ে যান। মৌসুমে নিজের সেরাটা দিয়েও তাই লাভ হয়নি স্টার্কের। অস্ট্রেলিয়ার এই জাম্পারের আরেকটি পরিচয় আছে। অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মিচেল স্টার্কের ছোট ভাই তিনি। এ কারণেই মিরপুরে অনুশীলনের ফাঁকে হাই জাম্পের ইভেন্ট দেখছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা।

১৩: ১৮ , আগস্ট ০১

ভারোত্তলনে সোনা জিতল ইকুয়েডর

নেইসি প্যাট্রিসিয়া দাহোমেস
ছবি: রয়টার্স

মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতলেন নেইসি প্যাট্রিসিয়া দাহোমেস বারেরা। স্ন্যাচে ১১৮ কেজি তুলেছিলেন বারেরা। ক্লিন অ্যান্ড জার্কে ১৪৫ কেজি তুলেছেন বারেরা। রুপা জেতা যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন নাইয়ের চেয়ে ১৪ কেজি বেশি তুলেছেন বারেরা।

অবশ্য ইতিহাসে নাম লিখিয়েছে দুজন। ইকুয়েডর থেকে মাত্র তৃতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকে পদক পেলেন বেরেরা। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো নারী হিসেবে ভারোত্তলনে রুপা জিতেছেন নাই।

১২: ৫৪ , আগস্ট ০১

অ্যাথলেটিকসের নতুন রাজা ইতালির ইয়াকবস

সবাইকে চমকে দিয়েছেন ইয়াকবস
ছবি: রয়টার্স

এত দিন ১০০ মিটারের রাজা বলতে একজনকেই চিনত সবাই, উসাইন বোল্ট। সর্বকালের সেরা স্প্রিন্টার রিও অলিম্পিকেই বিদায় নিয়েছেন। তাই এক যুগ পর নতুন কারও ১০০ মিটারের সোনা জেতার সুযোগ সৃষ্টি হয়েছিল।

সেমিফাইনালে সবাইকে চমকে দিয়ে প্রথম হয়েছিলেন চীনের বিংতিয়ান সু, তাঁর সমান ৯.৮৩ সেকেন্ড সময় নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রনি বেকার। গতবারের ব্রোঞ্জজয়ী আন্দ্রে দি গ্রাসও ছিলেন। ৯.৮০ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে ট্র্যাকের রাজত্ব বুঝে নিয়েছেন ইতালির লামন্ত মার্চেল ইয়াকবস।

রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি (৯.৮৪ সেকেন্ড), ব্রোঞ্জ জিতেছেন আন্দ্রে দি গ্রাস (৯.৮৯ সেকেন্ড)।

ফাইনালে তিনজনই নিজেদের ব্যক্তিগত সেরা সময়ে দৌড়েছেন আজ। সেমিফাইনালে নিজের হিটে ইউরোপিয়ান অঞ্চলের রেকর্ড ভেঙেছিলেন ইয়াকবস। কিন্তু এরপরও ফেবারিটের তালিকায় তাঁকে রাখা হয়নি। ১০০ মিটারে অলিম্পিক ইতিহাসে যে ইতালির সাফল্য বলতে ১৯৬০ রোম অলিম্পিকের ব্রোঞ্জ পদক। সেটাও ছিল মেয়েদের ইভেন্টে!

১২: ৪৩ , আগস্ট ০১

ছেলেদের হাই জাম্পের সোনা জিতলেন দুইজন

তামবেরি ও বারশিম (ডানে)
ছবি: রয়টার্স

তিনজন ২.৩৭ মিটার উঁচুতে লাফ দিয়েছিলেন। কিন্তু সোনা জিতলেন মাত্র দুজন। কাতারের মুতাজ ঈসা বারশিম ও ইতালির জিয়ানমারকো তামবেরিই জিতলেন সোনা। সমান উচ্চতা লাফালেও আগের চেষ্টায় অন্য দুজনের মতো ভালো না করায় সোনা পেলেন না বেলারুশের মাকসিম নেদাসেকাউ।

১২: ৩৪ , আগস্ট ০১

মেয়েদের ট্রিপল জাম্পে বিশ্বরেকর্ড

ইউলিমার রোহাস
ছবি: রয়টার্স

ফাইনালের শুরুটা করেছেন অলিম্পিক রেকর্ড দিয়ে। এর পর থেকেই চেষ্টা করছিলেন বিশ্ব রেকর্ড গড়ার। ভেনেজুয়েলার ইউলিমার রোহাসের সে চেষ্টা সফল হয়েছে। অলিম্পিকের সোনা জেতার আনন্দের পূর্ণতা দিয়েছেন বিশ্বরেকর্ড দিয়ে। নিজের শেষ লাফে ১৫.৬৭ মিটার লাফ দিয়েছেন রোহাস।

১২: ২৮ , আগস্ট ০১

জিমন্যাস্টিকসে আনইভেন বারের সোনা বেলজিয়ামের  

নিনা দেরওয়ায়েল
ছবি: রয়টার্স

আনইভেন বারে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিনা দেরওয়ায়েল। অলিম্পিকেও সেরার স্বাদ পেলেন বেলজিয়ামের জিমন্যাস্ট। আজ ১৫.২০০ স্কোর তুলে তিনি হারিয়ে দিয়েছেন রাশিয়ার আনাস্তাসিয়া ইলিয়ানকোভা। অল-অ্যারাউন্ডের সোনা জয়ী সুনিসা লি জিতেছেন ব্রোঞ্জ।

১২: ১৯ , আগস্ট ০১

ফয়েল ইভেন্টের সোনা ফ্রান্সের

ফয়েলের সোনা ফ্রান্সের
ছবি: রয়টার্স

ছেলেদের ফয়েল ইভেন্টে দলগত সোনা ফ্রান্সের। রাশিয়াকে ৪৫-২৮ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে ফ্রান্স। ২০০০ সিডনি অলিম্পিকের পর এই ইভেন্টের সোনা জিতল ফ্রান্স।

১১: ০২ , আগস্ট ০১

৪১ বছরের মধ্যে এই প্রথম...

আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ৪১ বছরের মধ্যে এই প্রথম কেউ সোনার পদক ধরে রাখতে পেরেছেন। ছেলেদের পমেল হর্স ইভেন্টে গতবারের চ্যাম্পিয়ন ব্রিটেনের ম্যাচ হুইটলক এবারও জিতেছেন সোনা। চাইনিজ তাইপের কাই চি লি জিতেছেন রূপা ও জাপানের কাজিমা কায়া জিতেছেন ব্রোঞ্জ।

১০: ৫৫ , আগস্ট ০১

আরেকটা সোনা পেল ব্রাজিল

আর্টিস্টিক জিমন্যাস্টিকসে মেয়েদের ভল্ট ফাইনালে সোনা জিতেছেন রেবেকা আনদ্রাদে। সিমোন বাইলসের বিকল্প হিসেবে যিনি সুযোগ পেয়েছিলেন, মেকালিয়া স্কিনার জিতেছেন রূপা। কোরিয়ার সিওজিওং ইও জিতেছেন ব্রোঞ্জ।

১০: ০৭ , আগস্ট ০১

ছেলেদের টেনিসের সোনা জভেরেভের

রাশিয়ার কারেন খাচানোভকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে অলিম্পিকের পুরুষ একক টেনিসে সোনা জিতেছেন জার্মান তারকা আলেক্সান্ডার জভেরেভ। স্টেফি গ্রাফের পর এই প্রথম কোনো জার্মান তারকা অলিম্পিকে সোনা জিতলেন। এর ফলে আট বছর পর পুরুষ টেনিসে নতুন চ্যাম্পিয়ন দেখল অলিম্পিক। আগের দুবার সোনা জিতেছেন ব্রিটেনের অ্যান্ডি মারে।

০৯: ২৭ , আগস্ট ০১

আর্টিস্টিক জিমন্যাস্টিকসের সোনা ইসরায়েলে

আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ছেলেদের ফ্লোর এক্সারসাইজ ফাইনালে সোনা জিতে নিয়েছেন ইসরায়েলের আরতেম দলগোপিয়াত। ২০০৪ সালের পর এই প্রথম কোনো ইভেন্টে সোনা জিতল ইসরায়েল। ইসরায়েলের ইতিহাসের দ্বিতীয় অলিম্পিক সোনা এটা। স্পেনের রেদারলি জাপাতা জিতেছেন রূপা, চীনের রুতেং শিয়াও ব্রোঞ্জ।

০৮: ১২ , আগস্ট ০১

জোড়া সোনা জেতা হলো না বেনচিচের

মেয়েদের ব্যক্তিগত টেনিসে সোনা জেতা সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ দ্বৈতে এসে পারলেন না। চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভা ও কাতেরিনা সিনিয়াকোভা এই ইভেন্টে বেনচিচ আর তাঁর সঙ্গী ভিক্তোরিয়া গোলুবিচকে হারিয়ে জিতে নিয়েছেন সোনা। ক্রেজিকোভা-সিনিয়াকোভা জুটি জিতেছেন ৭-৫, ৬-১ গেমে।

০৮: ০৯ , আগস্ট ০১

মেয়েদের সেইলিংয়ের সোনা ডেনমার্কে

মেয়েদের সেইলিংয়ের লেজার রেডিয়াল ইভেন্টের সোনা জিতেছেন ডেনমার্কের অ্যান-মারি রিনডম। সুইডেনের জোসেফিন ওলসন ও নেদারল্যান্ডসের মারিত বউমিস্তার জিতেছেন যথাক্রমে রূপা ও ব্রোঞ্জ।

০৭: ২৬ , আগস্ট ০১

সেইলিংয়ের সোনা অস্ট্রেলিয়ায়

৫৩ নেট পয়েন্ট নিয়ে ছেলেদের সেইলিংয়ের লেজার ইভেন্টে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার ম্যাট ওয়ের্ন।

০৭: ২৬ , আগস্ট ০১

ডাইভিংয়ের একটি সোনা চীনে

মেয়েদের ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে সোনা জিতেছেন তিংমাও শি। রূপা জিতেছেন তাঁরই স্বদেশি হাং ওয়াং। যুক্তরাষ্ট্রের ক্রিস্টা পালমার জিতেছেন ব্রোঞ্জ।

০৭: ২৬ , আগস্ট ০১

গলফের সোনা যুক্তরাষ্ট্রে

গলফে সোনা জিতেছেন জ্যান্ডার শফেল। স্লোভাকিয়ার ররি সাবাতিনির কপালে জুটেছে রূপা।

০৫: ৩৩ , আগস্ট ০১

পাঁচ নম্বর সোনা জিতলেন ড্রেসেল

ছেলেদের ৪*১০০ মিটার রিলেতে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে নিশ্চিত হলো, কেলেব ড্রেসেল পাঁচ-পাঁচটা সোনা নিয়েই বাড়ি ফিরছেন। সোনা জয়ের পথে ড্রেসেল, রায়ান মারফি, মাইকেল অ্যান্ড্রু ও জ্যাক অ্যাপল সময় নিয়েছেন ৩ মিনিট ২৬.৭৮ সেকেন্ড।

আরও পড়ুন
০৫: ২৮ , আগস্ট ০১

হকি থেকে আর্জেন্টিনার বিদায়

ছেলেদের হকিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল আর্জেন্টিনা। কিন্তু এবার কোয়ার্টার ফাইনালের চেয়ে বেশিদূর যাওয়া হল না চ্যাম্পিয়নদের। জার্মানির কাছে ৩-১ গোলে হেরে অলিম্পিক থেকে বিদায় নিয়েছে তাঁরা। এর মাধ্যমে নিশ্চিত হয়ে গেল, ছেলেদের হকিতে নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে অলিম্পিক।

০৫: ২৩ , আগস্ট ০১

আরেকটি সোনা অস্ট্রেলিয়ায়

ছেলেদের সাইক্লিংয়ের বিএমএক্স ফ্রি-স্টাইল ফাইনালে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার লোগান মার্টিন। ভেনেজুয়েলার ড্যানিয়েল ঢারস জিতেছেন রূপা, ডেকলান ব্রুকস ব্রোঞ্জ।

০৫: ১৮ , আগস্ট ০১

শটপুটের সোনা চীনে

অবশেষে নিজের অতৃপ্তি ঘোচালেন চীনের শটপুটার লিজিয়াও গং। এর আগের দুই অলিম্পিকে রূপা ও ব্রোঞ্জ জিতলেও সোনার আক্ষেপটা ছিলই। সে আক্ষেপ ঘুচেছে এবার। ব্যাক্তিগত রেকর্ড গড়েই সোনা জিতেছেন এই নারী।

০৫: ০৫ , আগস্ট ০১

বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার মেয়েরা

মেয়েদের ৪*১০০ মেডলি রিলেতে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কেইলি ম্যাককিওন, এমা ম্যাককিওন, কেট ক্যাম্পবেল ও চেলসি হজেস। ৩ মিনিট ৫১.৬০ সেকেন্ড সময় নিয়েছেন তাঁরা। এই ইভেন্টে সোনা পাওয়ার মাধ্যমে এই অলিম্পিকে মোট সাতটি পদক পাওয়া হয়ে গেল এমা ম্যাককিওনের।

০৪: ৫৮ , আগস্ট ০১

সাইক্লিংয়ের সোনা ব্রিটেনে

মেয়েদের সাইক্লিংয়ের বিএমএক্স পার্ক ফাইনালে সোনা জিতেছেন ব্রিটেনের শার্লট উয়োদরিংটন। এই ইভেন্টে রূপা জিতেছে যুক্তরাষ্ট্রের হ্যানা রবার্টস ও ব্রোঞ্জ গিয়েছে সুইজারল্যান্ডের নিকিতা দুকারোজের ঘরে।

০৪: ৫৫ , আগস্ট ০১

সাঁতারে আরেকটি সোনা যুক্তরাষ্ট্রে

১৫০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ববি ফিঙ্ক। এর আগে ৮০০ মিটার ফ্রি-স্টাইলের সোনাও তিনিই জিতেছিলেন। সোনাজয়ের পথে সময় নিয়েছেন ১৪ মিনিট ৩৯.৬৫ সেকেন্ড। ইউক্রেনের মিখাইলো রোমানচুক জিতেছেন রূপা, জার্মানির ফ্লোরিয়ান ওয়েলব্রক ব্রোঞ্জ।

০৪: ৫২ , আগস্ট ০১

ম্যাককিওনের আরেকটি সোনা

অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন
ছবি : রয়টার্স

মেয়েদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন। সোনা জয়ের পথে নিজের অলিম্পিক রেকর্ড ভেঙেছেন তিনি। ২৩.৮১ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন। সুইডেনের সারা সিওস্ত্রোম জিতেছেন রূপা, ডেনমার্কের পেরনিল ব্লুম ব্রোঞ্জ।

০৪: ৪০ , আগস্ট ০১

৫০ মিটার ফ্রি-স্টাইলে ড্রেসেলের অলিম্পিক রেকর্ড

কেলেব ড্রেসেল
ছবি : রয়টার্স

৫০ মিটার ফ্রি-স্টাইলে এমন আধিপত্য কখনও দেখেনি বিশ্ব। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের ফ্লোরেন্ত মানাদুর চেয়ে ০.৪৮ সেকেন্ডের অগ্রগামিতা বজায় রেখে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু কেলেব ড্রেসেল। এই ইভেন্টে যিনি সবার শেষে সাঁতার শেষ করেছেন, তাঁর সঙ্গে মানাদুর ব্যবধান মাত্র ০.২৪ সেকেন্ডের। ড্রেসেলের আধিপত্য এই এক তথ্যেই স্পষ্ট! ২১.০৭ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন ড্রেসেল। ব্রাজিলের ব্রুনো ফ্রাতুস জিতেছেন ব্রোঞ্জ।

০৩: ৫৮ , আগস্ট ০১

আজ অলিম্পিকে যা দেখবেন

আজ মোট ২৫টি সোনার পদকের মীমাংসা হবে। তর্কযোগ্যভাবে অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হবে আজকেই। ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল আজ। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নিশ্চিত হয়ে যাবে, দ্রুততম মানবের তকমা কার গায়ে লাগল। উসাইন বোল্টের উত্তরসূরি হলেন কে।

এই ইভেন্ট ছাড়াও আরও ২৪টি ইভেন্টের মীমাংসা হবে আজ। কী কী সেসব ইভেন্ট? আসুন এক নজরে দেখে নেওয়া যাক!

আরও পড়ুন
১৫: ২৪ , জুলাই ৩১

চীনের একক আধিপত্য

টোকিও অলিম্পিকে অবশেষে একটি বাজে দিন কাটাল জাপান। আজই প্রথম কোনো সোনার পদক না জিতে দিন শেষ করল আয়োজকেরা। আজ মাত্র একটি ব্রোঞ্জ ও একটি রুপা জিতেছে জাপান। ওদিকে আজও দুটি সোনা জিতেছে চীন। যুক্তরাষ্ট্রও পাল্লা দিচ্ছে চীনের সঙ্গে। আজ অ্যাথলেটিকসের বড় দুটি ইভেন্টেই সোনা হাতছাড়া হয়েছ যুক্তরাষ্ট্রের। মেয়েদের ১০০ মিটারে তো পডিয়ামেই জায়গা হয়নি তাদের।

আজ নতুন করে সাতটি দেশ সোনা জিতেছে। টোকিও অলিম্পিকে এখন পর্যন্ত সোনার স্বাদ পাওয়া দেশের সংখ্যা এখন ৪৯। শুধু রুপা জেতা দেশের সংখ্যা ১৫টি। আর ব্রোঞ্জ পদক নিয়ে পডিয়ামে ওঠার সৌভাগ্য হয়েছে ১২টি দেশের প্রতিযোগীদের। ৭৬টি দেশ এখন পর্যন্ত পদক জিতেছে অলিম্পিকে। অর্থাৎ গতকালের পর আজ নতুন করে আরও ছয়টি দেশ পদকের স্বাদ পেল।

১৪: ৩৩ , জুলাই ৩১

মেয়েদের টেনিসের সোনা বেনচিচের

বেলিন্দা বেনচিচ
ছবি: রয়টার্স

চেক প্রজাতন্ত্রের মারকেতা ভন্দ্রুসোভাকে হারিয়ে মেয়েদের এককের সোনা জিতেছেন সুইজারল্যান্ডের বেলিন্দা বেনচিচ। ফাইনাল তৃতীয় সেটে গড়িয়েছে। ৭-৫,২-৬,৬-৩ গেমে জিতে প্রথমবারের মতো অলিম্পিক সোনার স্বাদ পেলেন বেনচিচ।

১৪: ১৫ , জুলাই ৩১

ব্রাজিলকে হুমকি দিয়ে রাখল মেক্সিকো

মেক্সিকোর গোলকিপার ওচোয়া
ছবি: রয়টার্স

মিসরকে ১-০ গোলে হারিয়ে ফুটবলের সেমিফাইনালে চলে গেছে। সেমিতে মেক্সিকোকে পাবে তারা। সে ম্যাচে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে বর্তমান সোনাজয়ীদের। অন্য কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে মেক্সিকো। দক্ষিণ কোরিয়াকে ৬-৩ গোলে উড়িয়ে সেমিতে চলে গেছে মেক্সিকো। ৩ আগস্ট বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে দুই দল। সেদিনই বিকেল ৫টায় অন্য সেমিতে মুখোমুখি হবে জাপান ও স্পেন।

১৪: ০৫ , জুলাই ৩১

চীনকে হারিয়ে ব্যাডমিন্টনের সোনা চাইনিজ তাইপের

চাইনিজ তাইপের সোনা জেতার আনন্দ
ছবি: রয়টার্স

ছেলেদের দ্বৈতে রেকর্ড গড়া হলো না চীনের। তৃতীয়বারের মতো সোনা জেতার সুযোগ ছিল চিনের। কিন্তু চাইনিজ তাইপের ইয়াং লি ও চি-লিন ওয়াং ২১-১৮, ২১-১২ পয়েন্টে হারিয়ে দিয়েছেন চীনের জুনহুই লি ও ইউচেন লিওকে। এবারই প্রথম অলিম্পিক খেলতে এসেছেন চাইনিজ তাইপের এই জুটি।

১৩: ০৭ , জুলাই ৩১

ভারোত্তলনে সোনা জিতল কাতার

ফারেস ইব্রাহিম এলবাখ
ছবি: রয়টার্স

ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন কাতারের ফারেস ইব্রাহিম এলবাখ।

স্ন্যাচে ১৭৭ কেজি তুলেছিলেন এলবাখ। তবে আরও দুই প্রতিযোগী এই ওজন তুলেছেন স্ন্যাচে। কিন্তু এলবাখের শক্তির জায়গা ক্লিন অ্যান্ড জার্ক। অন্য প্রতিযোগীদের তাই আগে ওজন তোলার সুযোগ করে দিয়েছেন। জর্জিয়ার আন্তন প্লিসনয় ও ভেনেজুয়েলার জিওভান্নি সানচেজ ২১০ কেজি তুলেছেন।

রয়েসয়ে নিজের প্রথম চেষ্টাতেই ২১৭ কেজি তুলে সোনা নিশ্চিত করেছেন এলবাখ। এরপর ২২৫ কেজি তুলে অলিম্পিক রেকর্ড করেছেন। তৃতীয় চেষ্টায় ২৩২ কেজি তুলে বিশ্ব রেকর্ডও করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি।

তাঁর তোলা ৪০২ কেজি এই ইভেন্টের অলিম্পিক রেকর্ড।

১২: ৫৪ , জুলাই ৩১

১০০ মিটারের সোনা ধরে রাখলেন এলেইন থম্পসন-হেরা

এলেইন থম্পসন-হেরাহ
ছবি: রয়টার্স

সেমিফাইনালে এগিয়ে ছিলেন শেলি অ্যান ফ্রেজার-প্রাইস। দুইয়ে ছিলেন রিও অলিম্পিকের বিজয়ী এলেইন থম্পসন-হেরা। বছরের সেরা সময়ও ২০০৮ ও ২০১২ অলিম্পিক সোনা জয়ী ফ্রেজার-প্রাইসের। কিন্তু ঠিকই ইতিহাসের দ্বিতীয় সেরা সময়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন এলেইন থম্পসন-হেরা।

আজ ১০.৬১ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেছেন থম্পসন-হেরা।

এই ইভেন্টের তিনটি পদকই পেল জ্যামাইকা। দ্বিতীয় হয়েছেন ফ্রেজার-প্রাইস। তৃতীয় শেরিকা জ্যাকসন। ২০০৮ সালেও মেয়েদের এই ইভেন্টে তিনটি পদক পেয়েছিল জ্যামাইকা।

১২: ৪২ , জুলাই ৩১

৪০০ মিটার মিশ্রে রিলেতে সোনা পোলান্ডের 

এবারই প্রথম হচ্ছে ৪x ৪০০ মিটার মিশ্র রিলে। সে ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতে সবাইকে চমকে দিয়েছে পোল্যান্ড। দুজন ছেলে ও দুজন মেয়ে নিয়ে গড়া দলগুলোর এই দৌড়ে রুপা ডমিনিকান রিপাবলিকের। রুপা যুক্তরাষ্ট্রের।

১২: ৩৬ , জুলাই ৩১

ডিসকাস থ্রোতে সোনা সুইডেনের

ডেনিয়েন স্টাল
ছবি: রয়টার্স

ছেলেদের ডিসকাস থ্রো ইভেন্টে সোনা রুপা দুটিই পেয়েছে সুইডেন। স্বদেশি সাইমন প্যাটেরসনকে হারিয়ে সোনা জিতে নিয়েছেন ডেনিয়েন স্টাল। ৬৮.৯০ মিটার দূরে ডিসকাস পাথিয়েছেন স্টাল।

১২: ১৯ , জুলাই ৩১

ফুটবলের সেমিফাইনালে চলে গেল ব্রাজিল 

সেমিফাইনালে ব্রাজিল
ছবি: রয়টার্স

মিসরকে ১-০ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে চলে গেল ব্রাজিল। ওদিকে নিউজিল্যান্ডকে টাইব্রেকারে হারিয়েছে জাপান। সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে জাপান। অন্য কোয়ার্টার ফাইনালে খেলছে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া। এই ম্যাচের বিজয়ী দল খেলবে ব্রাজিলের সঙ্গে।

১১: ৩৭ , জুলাই ৩১

রাশিয়ার আরেকটি সোনা

রাশিয়া সেবার দল
ছবি: রয়টার্স

মেয়েদের সেবার দলগত ইভেন্টের সোনা জিতেছে রাশিয়া। রিও অলিম্পিকেও সোনা জিতেছিল রাশিয়া। আজ অবশ্য সোনা হারাতে বসেছিল ফ্রান্স। ১৪-২০ ব্যবধানে পিছিয়ে গিয়েছিল রাশিয়া। পরে ওলগা নিকিতিনা ফ্রান্সের শার্লট লেমবাচকে ১১-৩ ব্যবধানে হারিয়ে দেন। এর পর আর পথ হারায়নি রাশিয়া। শেষ পর্যন্ত ৪৫-৪১ ব্যবধানে জিতেছে রাশিয়া অলিম্পিক কমিটি দল।

১১: ১৯ , জুলাই ৩১

জুডোতে জাপানকে হারিয়ে দিল ফ্রান্স

মিশ্র ইভেনেতের সোনা ফ্রান্সের
ছবি: রয়টার্স

জুডোতে দাপট দেখিয়েছে জাপান। প্রথম আট দিনে আটটি সোনা জিতেছে তারা। কিন্তু প্রথমবারের মতো আয়োজিত মিশ্র ইভেন্টে হার মানল আয়োজকেরা। জুডোর মিশ্র ইভেন্টে ফ্রান্সের কাছে হেরে গেছে জাপান। ৪-১ ব্যবধানে জিতে সোনা জিতেছে ফ্রান্স।

১০: ৫১ , জুলাই ৩১

ফুটবলের সেমিফাইনালে চলে গেল স্পেন

নির্ধারিত সময়ের শেষ মুহূর্তেও মনে হচ্ছিল বাদ পড়ে যাচ্ছে স্পেন। যোগ করা সময়ের গোলে ২-১ গোলে এগিয়ে ছিল আইভরি কোস্ট। কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করলেন রাফা মির।

অতিরিক্ত সময়ে আইভরি কোস্টকে কোনো সুযোগ দেয়নি স্পেন। প্রথমে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিয়েছেন ওইয়ারসাবাল। এর পর আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেছেন রাফা মির। ৫-২ গোলে জিতে স্পেন চলে গেল সেমিফাইনালে।

১০: ০৯ , জুলাই ৩১

মিশ্র দ্বৈতে খেললেনই না জোকোভিচ

এককে পদক জোটেনি কপালে। সুযোগ ছিল মিশ্র দ্বৈতে পদক জেতার। কিন্তু কাঁধের চোটের কথা বলে মিশ্র দ্বৈত থেকে সরে দাঁড়িয়েছেন জোকোভিচ। ব্রোঞ্জের লড়াইয়ে খেলবেন না জোকোভিচ-স্টোয়ানোভিচ জুটি। ফলে ওয়াকওভার পেয়ে ব্রোঞ্জ জয় করেছেন জন পিয়ার্স-অ্যাশলি বার্টি জুটি।

০৯: ২৭ , জুলাই ৩১

ছেলেদের ভারোত্তোলনের সোনা পেল চীন

ছেলেদের ভারোত্তোলনে ৮১ কেজি বিভাগে সোনা জিতেছেন চীনের শিয়াওজুন লিউ। এই ইভেন্টে নিজেদের ইতিহাসের প্রথম পদক জিতেছে ডমিনিকান রিপাবলিক, রূপা জিতেছেন জাকারিয়া বোন্না মিশেল। ইতালির আন্তোনিও পিৎসোলাতো জিতেছেন ব্রোঞ্জ।

০৯: ১৭ , জুলাই ৩১

টেনিসে চমক ব্রাজিলের

টেনিসে চমক দেখালো ব্রাজিল। মেয়েদের দ্বৈত টেনিসে রাশিয়ার ভেরোনিকা কুদেরমেতোভা ও এলিনা ভেসনিনাকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন লরা পিগোসি ও লুইসা স্টেফানি। মেয়েদের দ্বৈত টেনিসে চারবার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ভেসনিনা। ফলে এই ফলাফল অনেকের কাছেই চমক হয়ে এসেছে।

প্রতিযোগিতা শুরুর মাত্র দু'সপ্তাহ আগে পিগোসি ও স্টেফানি জানতে পারেন তাঁদের অংশগ্রহণের কথা, এখন তারাই অলিম্পিকের পদকজয়ী!

০৯: ১২ , জুলাই ৩১

শুটিংয়ে সোনা জিতে নিল সুইজারল্যান্ড

নিনা ক্রিস্টেন
ছবি : রয়টার্স

মেয়েদের তিন পজিশন ৫০মিটার রাইফেল শুটিং ইভেন্টে সোনা জিতেছেন সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন। ৪৬৩.৯ পয়েন্ট নিয়ে অলিম্পিক রেকর্ডই গড়েছেন ক্রিস্টেন। রাশিয়ার ইউলিয়া জিকোভা জিতেছেন রূপা। জিকোভার স্বদেশি ইউলিয়ান কারিমোভা জিতেছেন ব্রোঞ্জ।

০৯: ০৫ , জুলাই ৩১

ব্রোঞ্জের লড়াইয়েও হার জোকোভিচের

বিশ্বাসই হচ্ছে না কারেনিয়া বুস্তার!
ছবি : রয়টার্স

অ্যালেক্সান্ডার জভেরেভের কাছে হেরে কালকেই নিশ্চিত হয়ে গিয়েছিল, ছেলেদের এককে সোনা জেতা হচ্ছে না নোভাক জোকোভিচের। মিশ্র দ্বৈতেও হেরে বসেছিলেন। সান্ত্বনার ব্রোঞ্জ পদক জিততে পারেন কি না, সেটাই দেখার বিষয় ছিল। সেটাও পারলেন না। স্পেনের পাবলো কারেনিয়া বুস্তার কাছে হেরে ছেলেদের এককে চতুর্থ হয়েছেন জোকোভিচ। ২৪ ঘন্টার মধ্যেই তিনবার হেরে বসলেন জোকোভিচ। ৬-৪, ৭-৬, ৬-৩ গেমে হেরেছেন জোকোভিচ।

০৮: ১৮ , জুলাই ৩১

আর্চারিতে সোনা জিতল তুরস্ক

সোনা জেতার উল্লাস!
ছবি : রয়টার্স

ছেলেদের ব্যক্তিগত আর্চারিতে সোনা জিতেছেন তুরস্কের মেতে গাজোজ। চলতি অলিম্পিকে এই প্রথম কোরিয়ার বাইরের কোনো দেশের আর্চার জিতলেন সোনা। সোনা তো দূর, এই ইভেন্টে কোনো পদকই জেতেনি কোরিয়ানরা। ইতালির মাউরো নেসপোলি জিতেছেন রূপা। চীনের চিনচুন তাংকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন জাপানের তাকাহারু ফুরুকাওয়া।

০৮: ০৮ , জুলাই ৩১

সেইলিংয়ের সোনা নেদারল্যান্ডসে

৩৭ পয়েন্ট নিয়ে সেইলিংয়ে সোনা জিতেছেন নেদারল্যান্ডসের কিরান বাদলোই। ৭৪ ও ৭৫ পয়েন্ট নিয়ে রূপা ও ব্রোঞ্জ জিতেছেন যথাক্রমে ফ্রান্সের থমাস গয়ার্দ ও চীনের কুন বি।

০৬: ৪৬ , জুলাই ৩১

ছেলেদের ট্রাম্পোলিন জিমন্যাস্টিকসের সোনা বেলারুশে

এই ইভেন্টের সোনা গত রিও অলিম্পিকেও বেলারুশের একজনই জিতেছিলেন। জিতেছিলেন উলাদজিস্লাউ হাঞ্চারোউ। এবারও সোনা বেলারুশেই থেকেছে, কিন্তু জেতেননি হাঞ্চারোউ। জিতেছেন তাঁর স্বদেশি ইভান লিতভিনোভিচ। রূপা জিতেছেন চীনের ডং ডং। এই ইভেন্টে টানা চার অলিম্পিকে অংশ নিয়ে চার পদক জেতা হয়ে গেল ডংয়ের। এর মাধ্যমে নিজেকে এই ইভেন্টের সর্বকালের সেরাও প্রমাণ করা হয়ে গেল ডংয়ের।

০৬: ২৪ , জুলাই ৩১

আরেকটি পদক সান মারিনোর

শুটিংয়ের মিশ্র দলগত ট্র্যাপ ফাইনালে রূপা জিতেছে সান মারিনো। একদম শেষ শটে এসে ইভেন্টটি জিতেছে স্পেন। জিয়ানমারিও বের্তি তাঁর শটটা মিস না করলে হয়তো সোনাই জিতে যেত সান মারিনো! ৪১-৩৯ স্কোরের অগ্রগামিতা ধরে রেখে সোনা জিতেছে স্প্যানিশরা। ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র।

০৫: ১১ , জুলাই ৩১

অবশেষে টিটমাসকে হারালেন লেডেকি

কেটি লেডেকি
ছবি : রয়টার্স

১০০ ও ২০০ মিটার ফ্রিস্টাইলে অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাসের কাছে হারার পর নিজের 'সাম্রাজ্য' নিয়ে একটু শঙ্কায় পড়ে গিয়েছিলেন কেটি লেডেকি। ৮০০ মিটার ফ্রিস্টাইলে সেটা হতে দেননি। নিজের শিরোপা ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু। ২০১৬ অলিম্পিকে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতা লেডেকি এবারও জিতেছেন সোনা। টিটমাস হয়েছেন দ্বিতীয়।

আরও পড়ুন
০৪: ৫৮ , জুলাই ৩১

মেয়েদের সাঁতারে আরেকটি সোনা অস্ট্রেলিয়ার

কেইলি ম্যাককিওন
ছবি : রয়টার্স

মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কেইলি ম্যাককিওন। ২ মিনিট ৪.৬৮ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। কানাডার কাইলি ম্যাসে জিতেছেন রূপা, যুক্তরাষ্ট্রের এমিলি সিবোম জিতেছেন ব্রোঞ্জ।

০৪: ৪৯ , জুলাই ৩১

সাঁতারে ড্রেসেলের বিশ্বরেকর্ড

১০০ মিটার বাটারফ্লাইয়ে বিশ্বরেকর্ড গড়ার পথে
ছবি : রয়টার্স

বহুদিন ধরেই মাইকেল ফেলপসকে আস্তে আস্তে ভুলিয়ে দেওয়ার কাজ করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের আরেক সাঁতারু কেলেব ড্রেসেল। সে লক্ষ্যে আরেকটু এগিয়ে গেলেন আজ। ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইয়ের বিশ্বরেকর্ডটা বহু আগেই ফেলপসের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন, এবার সে রেকর্ডের সময়টা আরেকটু কমিয়ে দিলেন। ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্ট জেতার পথে আজ সময় নিয়েছেন ৪৯.৪৫ সেকেন্ড। ৪৯.৬৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন হাঙ্গেরির ক্রিস্তফ মিলাক। সুইজারল্যান্ডের নো পন্তি জিতেছেন ব্রোঞ্জ। আগের বিশ্বরেকর্ডটাও ড্রেসেলেরই ছিল। ৪৯.৫০ সেকেন্ড সময় নিয়ে ২০১৯ সালে কোরিয়ায় বিশ্বরেকর্ড গড়েছিলেন ড্রেসেল। এবারের বিশ্বরেকর্ডটা এল আরও বড় মঞ্চে।

০৪: ৩৪ , জুলাই ৩১

আরেকটি সোনা জিতল ব্রিটেন

ট্রায়াথলনের দলগত মিশ্র রিলেতে সোনা জিতেছে ব্রিটেন। এবারই প্রথম অলিম্পিকে অভিষেক ঘটেছে এই ইভেন্টের। সোনা জেতার পথে তাঁরা সময় নিয়েছে ১ ঘন্টা ২৩ মিনিট ৪১ সেকেন্ড। ১৪ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছে যুক্তরাষ্ট্র। তৃতীয় হয়েছে ফ্রান্স।

০৪: ২৬ , জুলাই ৩১

অলিম্পিকে আজ যা যা দেখবেন

মেয়েদের একক টেনিসের ফাইনাল আজ।
ছবি : রয়টার্স

সোনার পদকের ইভেন্ট: ২১

সাঁতার

পুরুষ ১০০ মিটার বাটারফ্লাই ফাইনাল, সকাল ৭-৩০ মি.

মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক ফাইনাল, সকাল ৭-৩৭ মি.

মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইল ফাইনাল, সকাল ৭-৪৬ মি.

মিশ্র ৪x১০০ মিটার মিডলে রিলে ফাইনাল, সকাল ৮-৪৩ মি.

শুটিং

ট্র্যাপ মিশ্র ফাইনাল, বেলা ১১-০৫ মি.

মেয়েদের ৫০ মিটার ৩ পজিশন ফাইনাল, বেলা ১টা

সেইলিং

মেয়েদের উইন্ড সার্ফার ফাইনাল, বেলা ১১-৩৩ মি.

পুরুষ উইন্ড সার্ফার ফাইনাল, বেলা ১২-৩৩ মি.

ট্রাম্পোলিন জিমন্যাস্টিক

পুরুষ ফাইনাল, ১১-৫০ মি.

টেনিস

মেয়েদের একক ফাইনাল, বেলা ১২টা

ভারোত্তোলন

পুরুষ ৮১ কেজি, বেলা ১২-৫০ মি.

পুরুষ ৯৬ কেজি, বিকেল ৪-৫০ মি.

আর্চারি

পুরুষ ব্যক্তিগত ফাইনাল, বেলা ১-৪৫ মি.

জুডো

মিশ্র দলগত ফাইনাল, বেলা ২টা

রাগবি

মেয়েদের ফাইনাল, বেলা ৩টা

ব্যাডমিন্টন

পুরুষ দ্বৈত ফাইনাল, বেলা ৩টা

ফেন্সিং

মেয়েদের সাবরে দলগত ফাইনাল, বিকেল ৪-৩০ মি.

ট্রায়াথলন

মিশ্র রিলে, বিকেল ৪-৩০ মি.

অ্যাথলেটিকস

পুরুষ চাকতি নিক্ষেপ ফাইনাল, বিকেল ৫-১৫ মি.

৪x৪০০ মিটার রিলে মিশ্র ফাইনাল, সন্ধ্যা ৯-৩৫ মি.

মেয়েদের ১০০ মিটার ফাইনাল, সন্ধ্যা ৬-৫০ মি.

০৪: ১৫ , জুলাই ৩১

মেয়েদের ওয়াটার পোলোতে যুক্তরাষ্ট্রের বিশ্বরেকর্ড

রাশিয়ার বিপক্ষে ওয়াটার পোলোতে ১৮-৫ ব্যবধানে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। চার গোল করেছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক ম্যাগি স্টিফেনস। এই চার গোলের মাধ্যমে এককভাবে অলিম্পিকের ওয়াটার পোলো ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন স্টিফেনস। ৪৯টা গোল হয়ে গেছে তাঁর। রেকর্ড গড়ার পথে ইতালির তানিয়া দি মারিওকে ছাড়িয়েছেন তিনি।

০৪: ০৫ , জুলাই ৩১

রিলে দৌড়ে পুনর্বহাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ৪*৪০০ মিটার মিশ্র রিলে দৌড়ের দলটা নিজেদের হিটে জিতলেও পরবর্তীতে ডিসকোয়ালিফায়েড হয়েছিল খেলোয়াড়দের অবস্থানগত সমস্যার কারণে। কিন্তু পরবর্তীতে দলটাকে মূল প্রতিযোগিতার জন্য পুনর্বহাল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্র্যাক অ্যান্ড ফিল্ড কর্তৃপক্ষ নিজেরাই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে খবরটা।

১৪: ৫৮ , জুলাই ৩০

এককভাবে শীর্ষে চীন

অলিম্পিকের অষ্টম দিনে বিদায় নিয়েছেন বাংলাদেশের দুই অ্যাথলেট। আজই প্রথম নেমেছিলেন আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ। দুজনেরই ইভেন্ট ৫০ মিটার ফ্রি স্টাইল। সাঁতার দুনিয়ায় যে ইভেন্ট ট্র্যাকের ১০০ মিটার দৌড়। বিশ্বের দ্রুততম সাঁতারুদের এই ইভেন্টে বাংলাদেশের দুই প্রতিযোগী যে হিটেই বাদ পড়বেন সেটা জানা ছিল। এর ব্যত্যয় হয়নি। কিন্তু বাদ পড়েও মাথা উঁচু করে ফিরতে পারছেন দুজন। অলিম্পিকের আগে নিজের করা টাইমিং থেকে ০.১১ সেকেন্ড কমিয়ে ফেলেছেন আরিফুল। ৭৩ জনের মধ্যে ৫১তম হয়েছেন তিনি। ওদিকে জুনায়না নিজের হিটে পঞ্চম হয়েছেন। তবে ক্যারিয়ার সেরা টাইমিং করার তৃপ্তি নিয়ে ফিরেছেন এই সাঁতারু। মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইলে জুনায়না নিজের সেরা সময়ের চেয়েও ১.১৮ সেকেন্ড এগিয়ে ছিলেন আজ। তবু ৮১ জনের মধ্যে ৬৮তম হয়েছেন জুনায়না।

দিনের সবচেয়ে বড় খবর অবশ্য নোভাক জোকোভিচের হার। গোল্ডেন স্লাম জেতার স্বপ্ন নিয়ে অলিম্পিকে যাওয়া জোকোভিচকে আজ এককের সেমিফাইনালে হারিয়ে দিয়েছেন আলেক্সান্ডার জভেরেভ। এককের পর মিশ্র দ্বৈতের সেমিফাইনালেও হেরে গেছেন জোকোভিচ।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রথম সোনা জিতেছেন সেলেমন বারেগা। ইথিওপিয়ার এই দৌড়বিদ ১০ হাজার মিটারে ফেবারিট বিশ্ব চ্যাম্পিয়ন উগান্ডান জশুয়া চেপতেগেইকের চেয়ে ০.৪১ সেকেন্ড এগিয়ে ছিলেন বারেগা।

১৪: ৫৮ , জুলাই ৩০

ওদিকে ইতিহাসে নাম লিখেছেন দুই অ্যাথলেট। অলিম্পিক ইতিহাসে প্রথম আর্চার হিসেবে একটি গেমস থেকে তিনটি সোনার পদক জিতেছেন দক্ষিণ কোরিয়ার আন সান। ছেলেদের টেবিল টেনিসে প্রথম খেলোয়াড় হিসেবে লং মা চারটি সোনা জিতেছেন। ছেলেদের ইভেন্টে আজ শীর্ষ তারকা ঝেনডং ফেনকে হারিয়ে দিয়েছেন রিও অলিম্পিকের এককের সোনা জয়ী লং মা। ২০১২ ও ২০১৬ অলিম্পিকে দ্বৈত সোনাও জিতেছিলেন লং।

পদক তালিকায় অবশেষে জাপানকে দাপটের সঙ্গে টপকেছে চীন। গতকাল পর্যন্ত দুই দলের সোনার পদক সমান ছিল। আজ ফেন্সিং প্রথম সোনা জিতে ইতিহাস করেছে জাপান। আর জুডোতেও একটি সোনা জিতেছে জাপান। ওদিকে চীনের সোনার পদক ছিল চারটি ইভেন্টে। এদিকে অ্যাথলেটিকস শুরু হচ্ছে এমন এক দিনে এসে সাফল্যে অনীহা দেখাল যুক্তরাষ্ট্র। প্রথম দিনের মতো আজও সোনা না জিতে দিন পার করেছে যুক্তরাষ্ট্র। আজ রাশিয়া জিতেছে দুটি সোনা। অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কোরিয়া আজ জিতেছে একটি করে সোনা।

আজ নতুন করে চারটি দেশ পদক জিতেছে। এতে টোকিও অলিম্পিকে ৭০টি দেশ পদক তালিকায় নাম লেখাল। তিনটি দেশ নতুন করে সোনা জিতেছে। অর্থাৎ ৪২ টি দেশ সোনা জিতল এ পর্যন্ত।

সোনা জেতেনি কিন্তু অন্তত রুপা পেয়েছে এমন দেশের সংখ্যা ২৫টি। ব্রোঞ্জ জিতে পদক তালিকায় নাম লেখানো দেশের সংখ্যা আজ পর্যন্ত ১৩টি।

১৪: ২৩ , জুলাই ৩০

মিশ্র দ্বৈতেও হারলেন জোকোভিচ

জোকোভিচ ও নিনা স্তোয়ানোভিচ
ছবি: রয়টার্স

গোল্ডেন স্লাম জেতার স্বপ্ন ছিল নোভাক জোকোভিচের। এ বছর টেনিসের এককের তিনটি গ্র্যান্ড স্লামই জিতেছেন। বছরের শেষের ইউএস ওপেন জেতার সম্ভাবনাও তাঁরই বেশি। এর মাঝে অলিম্পিক সোনা জিততে পারলেই হয়ে যেত গোল্ডেন স্লাম। যা উন্মুক্ত যুগে কোনো পুরুষ তারকা করতে পারেননি। কিন্তু আজ এককের সেমিফাইনালে আলেক্সান্ডার জভেরেভের কাছে হেরে গেছেন জোকোভিচ। তাতে তাঁর গোল্ডেন স্লামের স্বপ্ন শেষ হয়েছে।

তবুও অলিম্পিক সোনা জেতার সম্ভাবনা ছিল। কিন্তু মিশ্র দ্বৈতের সেমিফাইনালেও হেরে গেছেন জোকোভিচ। সার্বিয়ার হয়ে দ্বৈতে লড়ছিলেন নিনা স্তোয়ানোভিচকে সঙ্গী করে। কিন্তু রাশিয়ার এলেনা ভেসনিনা ও আসলান কারাতসেভ জুটির কাছে সরাসরি সেটে হেরে গেছেন। দুই সেটেই লড়াই করেও ৬-৭(৭/৪), ৫-৭ গেমে হেরেছেন জোকোভিচ।

১৩: ৪৮ , জুলাই ৩০

প্রথম পুরুষ হিসেবে টেবিল টেনিসের চার সোনা লংয়ের 

লং মা
ছবি: রয়টার্স

এর আগে তিনজন নারী টেবিল টেনিসে এমন কিছু দেখিয়েছেন। কিন্তু ছেলেদের ইভেন্টে এই প্রথম লংমা চারটি সোনা জিতলেন। ছেলেদের ইভেন্টে আজ শীর্ষ তারকা ফেন ঝেনডংকে হারিয়ে দিয়েছেন রিওতেও সোনা জয়ী চীনের লংমা। ২০১২ ও ২০১৬ অলিম্পিকে দ্বৈত সোনাও জিতেছিলেন মা।

১৩: ২৯ , জুলাই ৩০

টেনিসের ছেলেদের দ্বৈতের সোনা ক্রোয়েশিয়ার

ফাইনালের চারজনই ক্রোয়েশিয়ার
ছবি: রয়টার্স

ফাইনাল হওয়ার আগেই সোনা নিশ্চিত হয়ে গিয়েছিল ক্রোয়েশিয়ার। একদিকে নিকোলা মেকতি-মাতে পাভিচ জুটি, অন্যদিকে ইভান ডডিগ-মার্লিন চিলিচ জুটি। চারজনই যে ক্রোয়েশিয়ার। এ নিয়ে মাত্র তৃতীয়বার একই দেশের খেলোয়াড় বা দল কোনো টেনিসের ফাইনালে মুখোমুখি হয়েছিল। স্বদেশি জুটিতে ৬-৪,৩-৬, ১০-৬ গেমে হারিয়ে সোনা জিতেছেন মেকতিচ-পাভিচ জুটি।

১২: ০৭ , জুলাই ৩০

ইথিওপিয়ার সোনা

আধ সেকেন্ডেরও কম সময় পার্থক্য করে দিল সোনা, রুপা ও ব্রোঞ্জের
ছবি: রয়টার্স

ইথিওপিয়ার সেলেমন বারেগা জিতে নিলেন ১০ হাজার মিটারের সোনা। এই ইভেন্টে ফেবারিট ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন জশুয়া চেপতেগেই। কিন্তু উগান্ডার তারকার চেয়ে ০.৪১ সেকেন্ড এগিয়ে থেকে ২৭ মিনিট ৪৩.২২ সেকেন্ডে দৌড় শেষ করেছেন বারেগা। আর তৃতীয় হয়েছেন উগান্ডার জ্যাকব কিপলিমো। তাঁর সময় ২৭ মিনিট ৪৩.৬৬ সেকেন্ড। অর্থাৎ তিন পদক বিজয়ীর মধ্যে আধ সেকেন্ডেরও কম ব্যবধান!

১১: ৫২ , জুলাই ৩০

জাপানের ইতিহাস

জাপান ইপে দল
ছবি: রয়টার্স

এবারের অলিম্পিক জুডো দিয়ে মাতাচ্ছে জাপান। তবে ইতিহাস গড়ল তারা ইপে ইভেন্ট দিয়ে। ছেলেদের দলগত ইপে ইভেন্টে রাশিয়া অলিম্পিক কমিটির দলকে ৪৫-৩৬ পয়েন্টে হারিয়ে দিয়েছে জাপান। ফেন্সিংয়ে জাপানের এটাই প্রথম সোনা। ফাইনালে আসার পথে বিশ্বের এক নম্বর দল ফ্রান্সকে হারিয়েছিল জাপান।

১১: ৪১ , জুলাই ৩০

১০০ মিটার মিশ্র রিলে থেকে বাদ যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র মিশ্র দল
ছবি: রয়টার্স

অ্যাথলেটিকস ও সাঁতারে মিশ্র ইভেন্ট এবারই প্রথম দেখা যাচ্ছে। গতকাল সাঁতারের মিডলেতে মিশ্র ১০০ মিটার রিলের ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়েছিল ব্রিটেন। আর আজ হয়ে গেল অ্যাথলেটিকসে ৪০০ ও ১০০ মিটার মিশ্র রিলের হিট। ১০০ মিটার মিশ্র ইভেন্টের হিটে ঘটেছে বড় দুর্ঘটনা। নিজেদের হিটে ফেবারিট ছিল যুক্তরাষ্ট্র। সবার আগে হিটও শেষ করেছিল তারা। কিন্তু ইভেন্ট শেষে জানা গেছে তারা ডিসকোয়ালিফায়েড হয়েছে!

১১: ৩১ , জুলাই ৩০

মেয়েদের ফুটবল থেকে ব্রাজিলের বিদায়

এই লাব্বেই আটকে দিয়েছেন ব্রাজিলের দুটি পেনাল্টি।
ছবি : টুইটার

মেয়েদের ফুটবলে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। টাইব্রেকে হেরে গিয়েছে কানাডার কাছে। গোলশূন্যভাবে ম্যাচ শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে দুটি পেনাল্টি আটকে কানাডাকে সেমিতে বলতে গেলে একাই তুলেছেন গোলকিপার স্তেফানি লাব্বে। ব্রাজিলের হয়ে টাইব্রেকে মার্তা, দেবিনিয়া ও এরিকা গোল করতে পারলেও মিস করেন আন্দ্রেসসা ও রাফায়েল্লে।

১০: ৪৬ , জুলাই ৩০

অলিম্পিক রেকর্ড ম্যাককিওনের

মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটেই অলিম্পিক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার সাঁতারু এমা ম্যাককিওন। সময় নিয়েছেন মাত্র ২৪.০২ সেকেন্ড।

১০: ১৩ , জুলাই ৩০

ক্যারিয়ারসেরা টাইমিংয়ে নিজের হিটে তৃতীয় হয়েছেন আরিফুল

ছেলেদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে নিজেদের হিটে তৃতীয় হয়েছেন আরিফুল ইসলাম। সময় নিয়েছেন ২৪.৮১ সেকেন্ড, যা তাঁর ক্যারিয়ারসেরা টাইমিং। আগে তাঁর সেরা টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড। ওদিকে নিজের হিটে জুনায়না আহমেদ সময় নিয়েছেন ২৯.৭৮ সেকেন্ড। এই হিটে তিনি আটজনের মধ্যে হয়েছেন পঞ্চম। এই ইভেন্টে এটা তাঁর ক্যারিয়ারসেরা টাইমিং।

০৯: ৫৪ , জুলাই ৩০

বিদায় জোকোভিচের

গোল্ডেন স্ল্যাম জেতা হলো না নোভাক জোকোভিচের। জার্মান তারকা অ্যালেক্সান্ডার জভেরেভ হারিয়ে দিয়েছেন তাঁকে। প্রথম সেটে ৬-১ গেমে হেরে যাওয়ার পরের দুই সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান জভেরেভ। পরের দুই সেট জিতে নেন ৬-৩ ও ৬-১ গেমে। শেষ ১১ গেমের ১০টা জিতে অবিশ্বাস্যভাবে জোকোভিচকে পেছনে ফেলেন জভেরেভ, উঠে যান ফাইনালে।

০৯: ৫০ , জুলাই ৩০

জুডোয় আরেক সোনা জাপানের

২০১২ লন্ডন অলিম্পিকে সোনাজয়ী জুডোকা ইদালিস অর্তিজকে হারিয়ে মেয়েদের ৭৮ কেজি জুডো বিভাগে সোনা জিতেছেন জাপানের আকিরা সোনে।

০৯: ০৮ , জুলাই ৩০

ভারত পেল দ্বিতীয় পদক

লাভলিনা বোরগোহাই।
ছবি : রয়টার্স

টোকিও অলিম্পিকে মেয়েদের ওয়েল্টারে (৬৪–৬৯ কেজি) কোয়ার্টার ফাইনালে চীনা তাইপের নিয়েন–চিন চেনের মুখোমুখি হয়েছিলেন লাভলিনা বোরগোহাই।

৪–১ ব্যবধানে নিয়েন–চিনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন ভারতের এ বক্সার। এর মধ্য দিয়ে পদক জয়ও নিশ্চিত করলেন তিনি। অলিম্পিকের বক্সিং ইভেন্টে সেমিফাইনালে হার মানা দুজনকেই দেওয়া হয় ব্রোঞ্জ পদক।

আরও পড়ুন
০৮: ১৫ , জুলাই ৩০

সানের কীর্তি!

অলিম্পিক ইতিহাসে প্রথম আর্চার হিসেবে একটি গেমস থেকে তিনটি সোনার পদক জিতলেন দক্ষিণ কোরিয়ার আন সান। মেয়েদের দলীয় এবং মিশ্র ইভেন্টে এর আগে সোনা জেতেন এই তিরন্দাজ। এবার জিতলেন ব্যক্তিগত ইভেন্টেও।

মিশ্র ইভেন্টে দক্ষিণ কোরিয়ার আন সান ও কিম জে–দেওক জুটির কাছে হারেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি।

টোকিও অলিম্পিকে একের পর এক সাফল্য পাচ্ছেন আন সান
ছবি: রয়টার্স
০৮: ১২ , জুলাই ৩০

আর্চারিতে সোনায় লক্ষ্যভেদ আন সানের

মেয়েদের আর্চারিতে আজ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার আন সান। রাশিয়ার এলেনা ওসিপোভার বিপক্ষে টাইব্রেকারে জেতেন তিনি। স্কোর সমান হওয়ার পর শুট–অফে একটি করে তির ছোঁড়ার সুযোগ পান দুজন। নিজের তিরে আন সান ১০ স্কোর করলেও ওসিপোভা ৮ স্কোর করতে সমর্থন হন। রাশিয়ান অলিম্পিক কমিটির (আরওসি) পতাকাতলে এই অলিম্পিকে অংশ নেওয়া ওসিপোভা জিতেছেন রুপা। ইতালির লুসিয়া বোয়ারি জিতেছেন ব্রোঞ্জ।

০৮: ০৩ , জুলাই ৩০

চীনের সোনা–রুপা!

ব্যাডমিন্টনের মিশ্র দ্বৈতে সোনা জিতেছেন চীনের ওয়াং ইং লিয়ু ও হুয়াং ডং পিং জুটি। ১ ঘন্টা ৯ মিনিট স্থায়ী হওয়া অল চাইনিজ ফাইনালে ঝেং সি ওয়েই ও হুয়াং ইয়া কিয়াং জুটিকে (রুপাজয়ী) ২১–১৭, ১৭–২১, ২১–১৯ ব্যবধানে হারান তারা। ব্রোঞ্জ জিতেছেন জাপানের ইতুয়া ওয়াতানবে ও আরিসা হিগাসিনো জুটি।

সোনা জয় নিশ্চিতের পর চীনের মিশ্র দ্বৈত জুটি
ছবি: রয়টার্স
০৭: ৪৯ , জুলাই ৩০

চেক প্রজাতন্ত্র জিতল সোনা

জিরি প্রসকাভেচ।
ছবি : রয়টার্স

ক্যানোয় স্লালোমে ছেলেদের ব্যক্তিগত কায়াকে সোনা জিতেছেন চেক প্রজাতন্ত্রের জিরি প্রসকাভেচ। স্লোভাকিয়ার ইয়াকুব গ্রিগার জিতেছেন রূপা, জার্মানির হানেস আইগনার ব্রোঞ্জ।

০৬: ৪৯ , জুলাই ৩০

চীনের আরেকটি সোনা

শুয়েইং ঝু।
ছবি : রয়টার্স

মেয়েদের ট্র্যাম্পোলিন জিমন্যাস্টিকসে সোনা জিতেছেন চীনের শুয়েইং ঝু। রূপা জিতেছেন তাঁরই স্বদেশি লিংলিং লিউ। এই ইভেন্টে ২০১৬ রিও অলিম্পিকে রূপাজয়ী ব্রিটেনের বাইরনি পেইজ এবার জিতেছেন ব্রোঞ্জ। তবে সবচেয়ে বড় অবনতিটা হয়েছে গতবারের সোনাজয়ী কানাডার রোজি ম্যাকলেলানের। এবার তিনি হয়েছেন চতুর্থ।

০৬: ৪৩ , জুলাই ৩০

শুটিংয়ের আরেকটি সোনা রাশিয়ার

ভিতালিনা বাতসারাশকিনা।
ছবি : রয়টার্স

১০ মিটার এয়ার পিস্তলে এর আগেই সোনা জিতেছিলেন রাশিয়ার ভিতালিনা বাতসারাশকিনা। এবার জিতলেন ২৫ মিটার এয়ার পিস্তলেও। দক্ষিণ কোরিয়ার কিম মিনজুং জিতেছেন রূপা। ওদিকে চীনের জিয়ারুইশুয়ান শিয়াও ব্রোঞ্জ।

০৬: ৩৪ , জুলাই ৩০

সাইক্লিংয়ের সোনা নেদারল্যান্ডসের ঘরে

নিয়েক কিমান।
ছবি : রয়টার্স

ছেলেদের সাইক্লিংয়ে বিএমএক্স রেসিং ইভেন্টটাকে হয়তো একটু অপয়াই বলা যায়, চোটের কারণে। যার জন্য সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন, যুক্তরাষ্ট্রের কনর ফিল্ডস। যে সাতজন খেলতে নেমেছিলেন, তাঁদের মধ্যেও যে চোটের সমস্যা ছিল না, তা নয়। ভাঙা হাঁটু নিয়ে খেলতে নেমে গিয়েছিলেন নেদারল্যান্ডসের নিয়েক কিমান। কিমানের এই মনের জোরের কাছেই হার মেনেছেন বাকি সবাই। এই ইভেন্টে সোনা জিতেছেন তিনি। ব্রিটেনের কাই হোয়াইট জিতেছেন রূপা। কলম্বিয়ার কার্লোস আলবের্তো রামিরেজ জিতেছেন ব্রোঞ্জ।

০৬: ১৫ , জুলাই ৩০

এশিয়ান রেকর্ড গড়ে সাঁতারে সোনা পেল চীন

এশিয়ান রেকর্ড গড়েছেন শুন ওয়াং।
ছবি : রয়টার্স

ছেলেদের ১০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সোনা জিতেছেন চীনের শুন ওয়াং। ১ মিনিট ৫৫ সেকেন্ড সময় নিয়েছেন তিনি, যা একটি এশিয়ান রেকর্ড। ব্রিটেনের ডানকান স্কট জিতেছেন রূপা, ওদিকে সুইজারল্যান্ডের জেরেমি দেসপ্ল্যানচেসের কপালে জুটেছে ব্রোঞ্জ।

০৫: ৪৯ , জুলাই ৩০

এবার অস্ট্রেলিয়ার অলিম্পিক রেকর্ড

অলিম্পিক রেকর্ড গড়েছেন এমা ম্যাককিওন।
ছবি : রয়টার্স

অলিম্পিক রেকর্ড গড়ে মেয়েদের ১০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন। ৫১.৯৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন তিনি। এই ইভেন্টে এশিয়ান রেকর্ড গড়ে রূপা জিতেছেন হংকংয়ের সিওভান হঘি। ব্রোঞ্জ গেছে ম্যাককিওনের স্বদেশি কেট ক্যাম্পবেলের ঘরে।

০৪: ৫৮ , জুলাই ৩০

আবারও রাইলোভের চমক

ইভজিনি রাইলোভ জিতেছেন সোনা।
ছবি : রয়টার্স

ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ইউরোপিয়ান রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন রাশিয়ার ইভজিনি রাইলোভ। এবার ঝলক দেখালেন ২০০ মিটার ব্যাকস্ট্রোকেও। এবার গড়েছেন অলিম্পিক রেকর্ড। তবে রাইলোভ যে এই ইভেন্টে সোনার অন্যতম দাবিদার, সেটা বোঝা গিয়েছিল আগেই। এই ইভেন্টে এর আগেও সোনা জিতেছেন তিনি। ১০০ মিটার ব্যাকস্ট্রোকের মতো এই ইভেন্টেও রাইলোভের কাছে হেরেছেন যুক্তরাষ্ট্রের রায়ান মারফি। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জিতলেও ২০০ মিটারে জিতেছেন রূপা। রেকর্ড গড়ার পথে রাইলোভ সময় নিয়েছেন ১ মিনিট ৫৩.২৭ সেকেন্ড।

০৪: ৪২ , জুলাই ৩০

বিশ্বরেকর্ড গড়লেন তাতিয়ানা শোয়েনমেকার

বিশ্বাসই হচ্ছে না শোয়েনমেকারের!
ছবি : রয়টার্স

বার্সেলোনায় ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক ২ মিনিট ১৯.১১ সেকেন্ডে শেষ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ডেনমার্কের রিকে মোলের পেডেরসেন। টোকিও অলিম্পিকে আজ ৮ বছর আগের সেই রেকর্ড ভাঙলেন দক্ষিণ আফ্রিকার তাতিয়ানা শোয়েনমেকার। ২ মিনিট ১৮.৯৫ সেকেন্ডে সাঁতার শেষ করে সোনার পদক জিতেছেন তিনি। টোকিও অলিম্পিকে দক্ষিণ আফ্রিকার এটাই প্রথম সোনার পদক জয়।

আরও পড়ুন
০৪: ২৯ , জুলাই ৩০

ছেলেদের রোয়িংয়ে ইতিহাস গ্রিসের

স্তেফানোস এনতুসকোস।
ছবি : রয়টার্স

ছেলেদের রোয়িংয়ের সিঙ্গেলস স্কালস ফাইনালে সোনার পদক জিতেছে গ্রিসের স্তেফানোস এনতুসকোস। গ্রিসের ইতিহাসে এই প্রথম কেউ রোয়িংয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন হল। চ্যাম্পিয়ন হওয়ার পথে অলিম্পিক রেকর্ডও গড়েছেন এনতুসকোস। ৬ মিনিট ৪০.৪৫ সেকেন্ড সময় নিয়েছেন তিনি, যা একটি অলিম্পিক রেকর্ড। নরওয়ের কিয়েতিল বোরশ হয়েছেন দ্বিতীয়, ক্রোয়েশিয়ার দামির মার্টিন জিতেছেন ব্রোঞ্জ।

০৪: ১৬ , জুলাই ৩০

অপ্রাপ্তি ঘোচালেন এমা টুইগ

এমা টুইগ।
ছবি : রয়টার্স

২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন তিনি। তা সত্ত্বেও, গত দুই অলিম্পিকে সোনার পদক তো দূর, কোনো পদকই জেতেননি। হয়েছেন চতুর্থ। অলিম্পিকে নিজের এই অপ্রাপ্তি ঘোচানোর সুযোগ এবার পেয়েছিলেন নিউজিল্যান্ডের রোয়িং তারকা এমা টুইগ। অবশেষে হাসি ফুটেছে তাঁর মুখে!

৭ মিনিট ১৩.৯৭ সেকেন্ড সময় নিয়ে রোয়িংয়ে মেয়েদের সিঙ্গেলস স্কালস ফাইনালে প্রথম হয়েছেন টুইগ। দ্বিতীয় হয়েছেন রাশিয়ার হানা প্রাকাটসেন। তৃতীয় হয়েছেন অস্ট্রিয়ার মাগদালেনা লোবনিগ।

০৪: ০৪ , জুলাই ৩০

অলিম্পিকে কী কী দেখবেন আজ?

অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডে আজ নামবেন মেয়েরা।
ছবি : রয়টার্স

সোনার পদকের ইভেন্ট: ২১

রোইং

মেয়েদের একক স্কালস ফাইনাল, সকাল ৬-৩৩ মি.

পুরুষ একক স্কালস ফাইনাল, সকাল ৬-৪৫ মি.

মেয়েদের এইট ফাইনাল, সকাল ৭-০৫ মি.

পুরুষ এইট ফাইনাল, সকাল ৭-২৫ মি.

সাঁতার

মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক, সকাল ৭-৪১ মি.

পুরুষ ২০০ মিটার ব্যাকস্ট্রোক, সকাল ৭-৫০ মি.

মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইল, সকাল ৭-৫৯ মি.

পুরুষ ২০০ মিটার ব্যক্তিগত মেডলি, সকাল ৮-১৬ মি.

সাইক্লিং বিএমএক্স রেসিং

পুরুষ ফাইনাল, সকাল ৮-৪০ মি.

মেয়েদের ফাইনাল, সকাল ৮-৫০ মি.

শুটিং

মেয়েদের ২৫ মিটার পিস্তল ফাইনাল, বেলা ১১টা

ট্রাম্পোলিন

মেয়েদের ফাইনাল, বেলা ১১-৫০ মি.

ব্যাডমিন্টন

মিশ্র দ্বৈত ফাইনাল, দুপুর ১২-৩০ মি.

ক্যানো স্ল্যালম

পুরুষ কায়াক ফাইনাল, বেলা ১টা

টেনিস

পুরুষ দ্বৈত ফাইনাল, বেলা ১টা

আর্চারি

মেয়েদের ব্যক্তিগত ফাইনাল, বেলা ১-৪৫ মি.

ফেন্সিং

পুরুষ ইপি দলীয় ফাইনাল, বিকেল ৪-৩০ মি.

জুডো

মেয়েদের ৭৮+ কেজি ফাইনাল, বিকেল ৪টা

পুরুষ ১০০+ কেজি ফাইনাল, বিকেল ৪-৩০ মি.

অ্যাথলেটিকস

পুরুষ ১০ হাজার মিটার, বিকেল ৫-৩০ মি.

টেবিল টেনিস

পুরুষ একক ফাইনাল, সন্ধ্যা ৬টা

০৩: ৫৪ , জুলাই ৩০

চমক দেখিয়েই যাচ্ছেন ভোন্দ্রুসোভা

মারকেতা ভোন্দ্রুসোভা।
ছবি : রয়টার্স

তৃতীয় রাউন্ডে মেয়েদের র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা নাওমি ওসাকাকে হারিয়ে চমক দেখিয়েছিলেন চেক খেলোয়াড় মারকেতা ভোন্দ্রুসোভা। গতকাল চতুর্থ বাছাই ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে হারিয়ে আরেকটা চমক সৃষ্টি করেছেন ২০১৯ ফ্রেঞ্চ ওপেনের এই রানারআপ। ৬-৩, ৬-১ গেমে সরাসরি সেটে সভিতোলিনাকে হারিয়েছেন তিনি। উঠেছেন ফাইনালে। সোনার লড়াইয়ে সুইজারল্যান্ডের বেলিন্দা বেনচিচের বিপক্ষে লড়বেন তিনি। কাজাখস্থানের এলিনা রিবাকিনাকে ৭-৬, ৪-৬, ৬-৩ সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন বেনচিচ।

১৪: ২২ , জুলাই ২৯

জাপানের দাপটে ভাগ চীনের

চীনের বিশ্বরেকর্ড
ছবি: রয়টার্স

কাল দিনটা পার হয়েছে সিমোন বাইলসকে নিয়ে। মানসিক অবসাদে ভোগা এই যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট আজও আলোচনায় রইলেন। একদিন বিরতি নিয়ে অল অ্যারাউন্ড ফাইনালে খেলবেন কিনা সে সিদ্ধান্ত নেবেন বলেছিলেন। গতকালই জানিয়েছেন ফাইনালে থাকা হচ্ছে না তাঁর। তাঁর এ অনুপস্থিতিতে আলো ছড়িয়েছেন দুজন। অল অ্যারাউন্ডে সোনা জিতে নিয়েছেন সুনিসা লি। মেয়েদের জিমন্যাস্টিকসে অল অ্যারাউন্ডে লির আগে এশিয়ান বংশোদ্ভূত কেউ সোনা জিতেননি।

অবশ্য অল অ্যারাউন্ড ইভেন্ট জুড়েই ছিল ইতিহাস। দ্বিতীয় হয়েছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রেদা। মেয়েদের জিমন্যাস্টিকসে এটি ব্রাজিলের প্রথম পদক। দক্ষিণ আমেরিকা বা লাতিন অঞ্চলেই মেয়েদের জিমন্যাস্টিকসে এটি প্রথম পদক। ওদিকে পদক তালিকায় ঢুকতে না পারলেও ইতিহাস গড়েছেন ব্রিটেনের জেসিকা গেদিরোভা। আজকের ফাইনালে দশম হয়েছেন জেসিকা। তাতেই ব্রিটেনের হয়ে সেরা সাফল্য তাঁর। ১৩তম হয়েছেন তাঁরই যমজ বোন জেনিফার গেদিরোভা। পরশু ব্রিটেনকে দলগত ইভেন্টে জিমন্যাস্টিকসের প্রথম পদক এনে দেওয়া দলে ছিলেন দুই যমজ বোন।

জিমন্যাস্টিকসের বাইরে আজ আলো ছড়িয়েছেন ক্যালেব ড্রেসেল। আজ সকালেই ১০০ মিটারের ফ্রি স্টাইলের সোনা জিতেছেন ড্রেসেল। এর পর দিনের শেষভাগে বাটারফ্লাইয়ের হিটে নেমেছিলেন। ২০১৬ সালে জোসেফ স্কুলিংয়ের গড়া ৫০.৩৯ সেকেন্ডের রেকর্ড ছুঁয়েছেন ড্রেসেল। ওদিকে রিও অলিম্পিকে মাইকেল ফেল্‌প্‌সকে হারিয়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জেতা স্কুলিং নিজের হিটে সবার শেষে ছিলেন। সব মিলিয়ে হয়েছেন ৪৪তম!

হতাশার গল্পে জায়গা পাবেন কাতিনকা হোসুও। রিও অলিম্পিকে ১০০ মিটার ব্যাক স্ট্রোকের সঙ্গে ২০০ ও ৪০০ মিটার মিডলেতে সোনা ছিল হোসুর। হাঙ্গেরির এই নারী সাঁতারু ২০০ মিটার ব্যাক স্ট্রোকে রুপা জিতেছিলেন। টোকিও অলিম্পিকে ভাগ্য একদমই পক্ষে পাননি ৩২ বছর বয়সী। ২০০ মিটার ও ৪০০ মিটার মিডলের ফাইনালে সপ্তম ও পঞ্চম হয়েছেন। আর ২০০ মিটার ব্যাক স্ট্রোকে হিটেই বাদ পড়েছেন। সেমিতেই যেতে পারেননি হোসু। ওদিকে সাঁতারের ২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছে চীন।

এদিকে বাংলাদেশের দিয়া সিদ্দিকী রিকার্ভের প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছেন। টাইব্রেকারে শেষ শটে ১০ পয়েন্ট নিতে না পারায় শেষ ৬৪ থেকেই বাদ পড়েছেন দিয়া। আগামীকাল বাংলাদেশের পক্ষে অলিম্পিকের পুলে নামবেন আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ। দুজনই ৫০ মিটার ফ্রি স্টাইলে অংশ নেবেন।

১৪: ৩৮ , জুলাই ২৯

পদক তালিকায় বেশ কদিন জাপানের দাপট দেখেছে চীন। আজ শীর্ষস্থান ফিরে পেয়েছে তারা। সাঁতার ও টেবিল টেনিস থেকে তিনটি সোনা জিতছে চীন। সর্বোচ্চ ১৫টি সোনা এখন চীনের। ১৫টি সোনা জিতেছে জাপানও গতকালের ১৩ সোনার সঙ্গে জুডো থেকে আরও দুটি পদক জিতেছে তারা। কিন্তু রুপা জেতায় চীনই এগিয়ে আছে। ওদিকে চীনের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সাঁতারের দুটি সোনার সঙ্গে জিমন্যাস্টিক থেকে এসেছে অন্য সোনাটি। ১৪ সোনা নিয়ে এখন তিনে আছে যুক্তরাষ্ট্র।

কাল থেকে শুরু হবে অ্যাথলেটিকস। এরপরই পদক তালিকায় বল্গা হরিণের মতো ছুটতে শুরু করবে যুক্তরাষ্ট্র। রাশিয়া আজ মাত্র একটি সোনা জিতেছে। দুটি সোনা জিতে রাশিয়ার পাশে এখন অস্ট্রেলিয়া। ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ফ্রান্স আজ কোনো সোনার দেখা পায়নি।

এখন পর্যন্ত ৬৬টি দেশ পদক জিতেছে। এর মধ্যে ৮টি দেশের সম্বল শুধু একটি ব্রোঞ্জ, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এদের একটি। একাধিক ব্রোঞ্জ জিতেছে পাঁচটি দেশ। এক বা একাধিক রুপা জেতা দেশের সংখ্যা ১৪টি।। চানু মীরাবাইয়ের রুপার পর আর কোনো পদক পায়নি ভারত। এখন পর্যন্ত ৩৯টি দেশ সোনার পদক জিতেছে টোকিও অলিম্পিকে। আজ অবশ্য দেশকে প্রথমবারের মতো সোনার পদক জেতানোর আনন্দ দিতে পারেননি কেউ।

১৩: ৩৫ , জুলাই ২৯

জাপানকে আবার টপকে গেল চীন

মেং চেন
ছবি: রয়টার্স

জুডো দিয়ে একবার এগিয়ে যাচ্ছে জাপান, আবার চীন তাদের টপকে যাচ্ছে অন্য কোনো ইভেন্টে। ছেলেদের ১০০ কেজি ওজন শ্রেণি দিয়ে জুডোতে অষ্টম সোনা ও অলিম্পিকে ১৫তম সোনা জিতেছিল জাপান। আজ সপ্তম দিনের শেষ ইভেন্টে তাদের ধরে ফেলল চীন। টেবিল টেনিসে মেয়েদের সোনা জিতেছেন চীনের মেং চেন। অবশ্য তিনি হারলেও ক্ষতি হতো না চীনের, ফাইনালে তাঁর প্রতিপক্ষ ইংশা সুন যে চেনেরই স্বদেশি। বিশ্বের এক নম্বর খেলোয়াড় চেন প্রথম সেটে হেরে গিয়েছিলেন। পরের দুটি সেট চেন জেতার পর আবার চতুর্থ সেট জিতেছেন সুন। পরের দুটি সেটে অবশ্য চেনই দাপট দেখিয়ে জিতেছেন।

১৩: ০৯ , জুলাই ২৯

ব্রাজিলের ইতিহাস

রেবেকা আন্দ্রাদে
ছবি: রয়টার্স

মেয়েদের জিমন্যাস্টিকসে রিও অলিম্পিক পর্যন্ত শূন্য হাতে ফিরেছে ব্রাজিল। আজ সে অতৃপ্তি তাদের দূর হলো। মেয়েদের অল অ্যারাউন্ড ইভেন্টে রুপা জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। ফ্লোর ইভেন্টে পেনাল্টিতে ০.৪ পয়েন্ট কেটে না নেওয়া হলে সুনিসা লিকে টপকে সোনাও জিততে পারতেন আজ।

১৩: ০২ , জুলাই ২৯

সিমোন বাইলসের সাম্রাজ্য এখন সুনিসা লির

সুনিসা লি
ছবি: রয়টার্স

মানসিক অবসাদে ভোগায় মেয়েদের জিমন্যাস্টিকসের অল অ্যারাউন্ড ইভেন্টের ফাইনাল থেকে সরে গেছেন সিমোন বাইলস। তিও অলিম্পিকের চারটি সোনাজয়ী দলগত ইভেন্টেও তিনটি রোটেশনে খেলতে পারেননি। তাঁর অভাবে সোনা হারিয়েছে যুক্তরাষ্ট্র। ব্যক্তিগত ইভেন্টে বাইলসের সরে যাওয়া যুক্তরাষ্ট্রকে অবশ্য ভোগায়নি। তাঁর জায়গায় যিনি সোনা জিতেছেন তিনিও যে যুক্তরাষ্ট্রের। দলগত ইভেন্টে যুক্তরাষ্ট্রকে টানা সুনিসা লিই জিতেছেন অল অ্যারাউন্ডের সোনা। প্রথম দুটি ইভেন্ট ভল্ট ও আন ইভেনবার মিলিয়ে সবাইকে চমকে দিয়ে এগিয়ে ছিলেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। কিন্তু ব্যালান্স বিমে আন্দ্রেদাকে টপকে যান লি। ফ্লোর ইভেন্টের আগে রেবেকার চেয়ে ০.১০১ পয়েন্টে এগিয়েছিলেন লি। তিনে থাকা রাশিয়ার ভ্লাদিস্লাভা রেবেকার চেয়ে পিছিয়ে ছিলেন ০.০৬৬ পয়েন্টে।

ফ্লোর ইভেন্টে সুনিসা লি একটু খারাপ করেছেন। পেয়েছেন ১৭.৭০০। এখানে ১৩.৯৬৬ পয়েন্ট পেয়ে স্বদেশি ভ্লাদিস্লাভাকে টপকে যান অ্যাঞ্জেলিনা মেলনিকোভা। ফ্লোরে দারুণ শুরু করেছিলেন আন্দ্রাদে। কিন্তু একটা ভুলে ফ্লোরের বাইরে চলে যাওয়ায় ১৩.৬৬৬ পেয়েছেন। মোট ৫৭.২৯৮ পয়েন্ট নিয়ে রুপা জিতেছেন আন্দ্রেদা। সোনা সুনি লির ( মোট ৫৭.৪৩৩ পয়েন্ট)। ব্রোঞ্জ জেতা মেলনিকোভার পয়েন্ট ৫৭.১৯৯।

১২: ৫২ , জুলাই ২৯

ফেন্সিংয়ে রাশিয়ার সোনা

ইন্না দেরিগ্লাজোভা
ছবি: রয়টার্স

ইন্না দেরিগ্লাজোভা রোববার ব্যক্তিগত ফয়েলে রুপা জিতেছিলেন। আজ দলগত ইভেন্টে দলের বিপদের মুহূর্তে টানা পাঁচটি পয়েন্ট এনে দিয়ে দেশকে সোনার পদক এনে দিয়েছেন এই ফেন্সার। ফ্রান্সকে ৪৫-৩৪ ব্যবধানে হারিয়ে ফয়েলের দলগত সোনা জিতল রাশিয়া।

১২: ৪৭ , জুলাই ২৯

ব্রিটেনের অলিম্পিক রেকর্ড

১০০ মিটার মিডলের মিশ্র রিলে এই প্রথম হচ্ছে। দুই পুরুষ ও দুই নারী মিলে সৃষ্ট দলের এই ইভেন্টে তাই নতুন অলিম্পিক রেকর্ড করার সুযোগ থাকে। সে রেকর্ড আজ করেছে ব্রিটেন। দুইয়ে থাকা যুক্তরাষ্ট্রের চেয়ে ২.২৭ সেকেন্ড আগে রিলে শেষ করেছে ব্রিটেন। ৩ মিনিট ৩৮.৭৫ সেকেন্ডে হিট শেষ করেছে ব্রিটেন। একটুর জন্য বিশ্ব রেকর্ড করতে পারেনি ব্রিটেন দল।

১১: ৪৫ , জুলাই ২৯

টেনিসে অঘটন

দানিল মেদভেদেভ
ছবি: রয়টার্স

বিশ্বের দুই নম্বর টেনিস তারকা রাশিয়ার দানিল মেদভেদেভ আজ ছেলেদের এককের কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন। ষষ্ঠ বাছাই স্পেনের পাবলো ক্যারেনো বাস্তার কাছে সরাসরি ৬-২, ৭-৬ (৭/৫) সেটে হেরেছেন মেদভেদেভ। বাস্তার কাছে হারের পেছনে মেদভেদেভই দায়ী। ২৬টি আনফোর্সড এরর করেছেন মেদভেদেভ। সেমিফাইনালে বাস্তা মুখোমুখি হবেন রাশিয়ারই ক্যারেন খাচানোভের।

১১: ৩৯ , জুলাই ২৯

সেমিফাইনালেই উঠতে পারেননি কাতিনকা হোসু!

হোসু
ছবি: রয়টার্স

রিও অলিম্পিকে তিনটি সোনা জিতেছিলেন কাতিনকা হোসু। ১০০ মিটার ব্যাক স্ট্রোকের সঙ্গে ২০০ ও ৪০০ মিটার মিডলেতে সোনা ছিল হোসুর। সে সঙ্গে ২০০ মিটার ব্যাক স্ট্রোকে রুপা ছিল হাঙ্গেরির এই সাঁতারুর। কিন্তু টোকিও অলিম্পিকে মেয়েদের এই ইভেন্টে এবার সেমিতেই যেতে পারেননি হোসু। এবার অলিম্পিকটা ভালো কাটছে না এই সাঁতারুর। ২০০ মিটার ও ৪০০ মিটার মিডলের ফাইনালে সপ্তম ও পঞ্চম হয়েছেন হোসু।

১১: ৩২ , জুলাই ২৯

সাঁতারে আবার ঝড় তুলেছেন ড্রেসেল

ড্রেসেল
ছবি: রয়টার্স

২০১৬ রিও অলিম্পিকে সবাইকে চমকে দিয়েছিলেন জোসেফ স্কুলিং। ১০০ মিটার বাটারফ্লাইয়ে ফেবারিট ও নিজের আদর্শ মাইকেল ফেল্‌প্‌সকে হারিয়ে সোনা জিতেছিলেন সিঙ্গাপুরের এই সাঁতারু। সে সঙ্গে অলিম্পিক রেকর্ডও গড়েছিলেন। আজ সে রেকর্ড ছুঁয়ে ফেলেছেন ক্যালেব ড্রেসেল। আজ সকালেই ১০০ মিটারের ফ্রি স্টাইলের সোনা জিতেছেন ড্রেসেল। বাটারফ্লাইয়ের হিটে ২০১৬ সালে স্কুলিংয়ের গড়া ৫০.৩৯ সেকেন্ডের রেকর্ড ছুঁয়েছেন ড্রেসেল। ওদিকে স্কুলিং নিজের হিটে সবার শেষে ছিলেন। সব মিলিয়ে হয়েছেন ৪৪তম!

১০: ৫০ , জুলাই ২৯

আগামীকাল শুরু হচ্ছে অ্যাথলেটিকস

অলিম্পিকের প্রাণ বলা হয় অ্যাথলেটিকসকে। এ কারণেই একটু দেরি করেই শুরু হয় অ্যাথলেটিকসের ইভেন্ট। অবশেষে আগামীকাল শুরু হচ্ছে অ্যাথলেটিকস। প্রথম দিনেই হবে একটি সোনার নিষ্পত্তি। ছেলেদের ১০ হাজার মিটারের বিজয়ীর নাম কালই জানা যাবে। ব্রিটেনের মো ফারাহ অবসর ভেঙে ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু গত দুই অলিম্পিকের সোনাজয়ী বাছাইয়ে নির্ধারিত সময়ের মধ্যে দৌড় শেষ করতে পারেননি।

১০: ৩৭ , জুলাই ২৯

অনায়াসে সেমিফাইনালে জোকোভিচ

জোকোভিচ
ছবি: রয়টার্স

ফেবারিট হিসেবে অলিম্পিকে এসেছেন নোভাক জোকোভিচ। খেলছেনও ফেবারিটের মতো। আয়োজকদের আশার ভরসা কেই নিশিকোরিকে ৬-২, ৬-০ সরাসরি সেটে হারিয়ে দিয়ে সেমিফাইনালে চলে গেছেন জোকোভিচ। জোকোভিচ এবার মিশ্র দ্বৈতেও অংশ নিচ্ছেন। নিনা স্তোয়ানোভিচকে নিয়ে এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন জোকোভিচ।

১০: ৩০ , জুলাই ২৯

অবশেষে পদক পেল পর্তুগাল

ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ অলিম্পিকের সপ্তম দিনে এসে পদকের দেখা পেল। জুডোতে ১০০ কেজি ওজন শ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী জর্জে ফনসেকা ব্রোঞ্জ জিতেছেন আজ।

১০: ২৮ , জুলাই ২৯

আবার শীর্ষে জাপান

অ্যারন উলফ
ছবি: রয়টার্স

জুডোতে ছেলেদের ১০০ কেজি ওজন শ্রেণিতেও সোনা জিতেছে জাপান। এই ফাইনালেও প্রতিপক্ষকে কোনো সুযোগ দেননি জাপানি প্রতিযোগী। কোরিয়ার গুহাম চোকে অতিরিক্ত সময়ের ৫ মিনিট ৩৫ সেকেন্ডে ও-উচি-গারি মেরে হারিয়ে দিয়েছেন জাপানের অ্যারন উলফ। এতে চীনকে (১৪ সোনা) সোনার পদকে আবার টপকে গেল জাপান (১৫ সোনা)।

১০: ১০ , জুলাই ২৯

সর্বকালের সেরা অলিম্পিয়ান টোকিওর পুলে

২২টি অলিম্পিক পদক বিজয়ী মাইকেল ফেল্‌প্‌স টোকিও অলিম্পিকেও আছেন। তবে উত্তরসূরিদের উৎসাহ দিতেই এসেছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু।

১০: ০২ , জুলাই ২৯

জুডোতে জাপানের আরেকটি সোনা

হামাদা
ছবি: রয়টার্স

এবারের অলিম্পিকে জাপানের জন্য সোনার খনি হয়ে উঠেছে জুডো। এখন পর্যন্ত ১৪টি সোনার সাতটি এসেছে জুডো থেকে। একটু আগে মেয়েদের ৭৮ কেজি ওজন শ্রেণিতে সপ্তম সোনাটা পেল জাপান। ফ্রান্সের মেডেনিন মালোঙ্গাকে ১ মিনিট ৮ সেকেন্ডের মধ্যে হারিয়ে দিয়েছেন জাপানের শোরি হামাদা। এক মিনিট পার হতেই মালোঙ্গাকে কুজুরে-কামি-শিহো-গাতামে দিয়ে নকআউট (ইপ্পন) করে দিয়েছেন হামাদা।

০৯: ৫৩ , জুলাই ২৯

টেবিল টেনিসের সোনা চীনেরই থাকছে

মা লং
ছবি: রয়টার্স

টেবিল টেনিসে মিশ্র দ্বৈত ইভেন্ট এবারই প্রথম হলো। আর সে ইভেন্টের ফাইনালে জাপানের কাছে হেরে গেছে চীন। তাতে ২০০৪ সালের পর অলিম্পিকে টেবিল টেনিসের সোনা হাতছাড়া হলো চীনের। এমন কিছু আর করতে দিতে রাজি নয় দেশটি। আজ মেয়েদের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনেরই দুজন। চেন মেং ও সুন ইংশার পথে এগিয়েছেন ফেন ঝেনডং ও মা লং। ঝেনডং বর্তমানে বিশ্বের এক নম্বর খেলোয়াড়। ওদিকে মা লং বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন।

০৯: ৪৭ , জুলাই ২৯

অলিম্পিক চলার সময় জাপানে করোনার রেকর্ড 

প্রথমবারের মতো এক দিনে ১০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন জাপানে। এর মধ্যে রাজধানী টোকিওতে রেকর্ড ৩৮৬৫ জন মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। টোকিওতে জরুরি অবস্থা চলছে এখনো।

০৯: ০৯ , জুলাই ২৯

টেনিসের ফাইনালে বেনচিচ

অলিম্পিকে আজ মেয়েদের টেনিসের সেমিফাইনালে কাজাখস্তানের এলেনা রিবাকিনাকে ৭(৭)–৬(২), ৪–৬, ৬–৩ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ।

মেয়েদের ফাইনালে ওঠার পর বেনচিচ
ছবি: রয়টার্স
০৭: ৫৫ , জুলাই ২৯

ক্যানো স্লালমে জেসিকা ফক্সের সোনার হাসি 

ক্যানো স্লালমের সি–১ ইভেন্ট এই অলিম্পক দিয়েই প্রথমবারের মতো দেখা গেল। এই ইভেন্টে সোনার পদক জিতেছেন অস্ট্রেলিয়ার জেসিকা ফক্স। এর আগে কায়াক স্লালমে ব্রোঞ্জ জেতেন তিনি।

সোনা জয়ের পর জেসিকা ফক্স
ছবি: রয়টার্স
০৭: ৪২ , জুলাই ২৯

শুটিংয়ের টাইব্রেকারে চেকদের সোনা

ছেলেদের শুটিংয়ের ট্রাপে সোনা জিতেছেন চেক প্রজাতন্ত্রের জিরি লিপতাক। চেক প্রজাতন্ত্রেরই ডেভিড কোস্তেলেকির সঙ্গে ৪৩টি লক্ষ্যভেদ করে টাই করেন লিপতাক। পরে টাইব্রেকারে জিতে নেন সোনার পদক। কোস্তেলেকি রুপা জিতলেও অলিম্পক রেকর্ড লিপতাকের সঙ্গে ভাগ করে নেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ব্রিটেনের ম্যাথু কনরাড–হলি। ৩৩টি লক্ষ্যভেদ করেন তিনি।

০৬: ৩৬ , জুলাই ২৯

শুটিংয়ের ট্রাপে অলিম্পিক রেকর্ড স্লোভাকিয়ার

স্লোভাকিয়ার জুজানা রেহাক স্টেফেচকোভা বাছাইয়ে একটি শটও মিস না করে বাছাইয়ে বিশ্ব রেকর্ড গড়েন। পরে স্টেফেচকোভাই মেয়েদের শুটিংয়ের ট্রাপে সোনা জিতলেন।

স্লোভাকিয়ান এ শুটার ফাইনালে ৫০টি শটের মধ্যে ৪৩টি লক্ষ্যভেদ করে সোনা জেতেন। অলিম্পিক ফাইনালে এটি নতুন রেকর্ড। যুক্তরাষ্ট্রের কাইল ব্রাউনিং ৪২টি লক্ষ্যভেদ করে রুপা জেতেন। ২৯টি শট লক্ষ্যভেদ করে ব্রোঞ্জ জেতেন সান মারিনোর আলেসান্দ্রা পেরেল্লি। অলিম্পিকে এটাই প্রথম পদক সান মারিনোর।

অলিম্পিক শুটিংয়ে স্লোভাকিয়ার শুটার রেহাক স্টেফেচকোভা
ছবি: রয়টার্স
০৪: ০৮ , জুলাই ২৯

সাঁতারে বিশ্বরেকর্ড চীনের

টোকিও অলিম্পিকে সাঁতারের মেয়েদের ৪ গুণীতক ২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছে চীন

০৩: ২৭ , জুলাই ২৯

টোকিও অলিম্পিকে কোভিড কেস ১৯৮

যুক্তরাষ্ট্রর সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে টোকিও অলিম্পিকে এখনো পর্যন্ত কোভিড শনাক্তের সংখ্যা ১৯৮। অলিম্পিক ভিলেজে নতুন করে আরও ৪ জনের কোভিড শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে গেমস ভিলেজেই কোভিড শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৪।

১৪: ৩৩ , জুলাই ২৮

সোনা জয়ে শীর্ষে জাপান

টোকিও অলিম্পিকে ষষ্ট দিনের খেলা শেষে সোনা জয়ের পদক তালিকায় শীর্ষে জাপান। কাল পর্যন্ত মোট ১০টি সোনা জিতে এই তালিকায় শীর্ষস্থানটা আজও ধরে রেখেছে এবারের অলিম্পিকে আয়োজক দেশটি। আজ ৩টি সোনার পদক জিতেছে জাপান। এদিকে যুক্তরাষ্ট্রকে টপকে দুইয়ে উঠে এসেছে চীন। জাপানের মতো চীনও আজ ৩টি সোনা জিতেছে। ২টি সোনা জিতে তিনে নেমেছে যুক্তরাষ্ট্র।

১৪: ০৪ , জুলাই ২৮

থ্রি বাই থ্রি বাস্কেটবলের দুই ফাইনালেই রাশিয়ার হার

অলিম্পিকে এবারই প্রথমবারের মতো থ্রি বাই থ্রি বাস্কেটবল ইভেন্ট চালু হয়েছে। এই ইভেন্টে মেয়েদের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে রাশিয়ান অলিম্পিক কমিটির (আরওসি) পতাকাতলে খেলা রাশিয়া। ছেলেদের ফাইনালেও লাটভিয়ার কাছে হেরেছে তারা।

রাশিয়াকে ২১–১৮ ব্যবধানে হারিয়ে ছেলেদের এই ইভেন্টে প্রথম সোনা জয়ের কীর্তি গড়ল লাটভিয়া। টোকিও অলিম্পিকে এটাই প্রথম পদক লাটভিয়ার।

লাটভিয়ার খেলোয়াড়দের সোনার পদক জয়ের উল্লাস
ছবি: রয়টার্স
১৩: ৫৭ , জুলাই ২৮

থ্রি বাই থ্রি বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের মেয়েদের ইতিহাস

টোকিও অলিম্পিক দিয়ে এবারই প্রথমবারের মতো অলিম্পিকে থ্রি–এ–সাইড বাস্কেটবল ইভেন্টের অভিষেক ঘটেছে। প্রতি দলে তিনজন করে খেলোয়াড়ের এই ইভেন্টে প্রথম দল হিসেবে সোনার পদক জিতে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্রের মেয়েরা।

ফাইনালে রাশিয়ান অলিম্পিক কমিটির (আরওসি) পতাকা নিয়ে খেলা রাশিয়ার বিপক্ষে ১৮–১৫ পয়েন্টের জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।

জয় উদযাপন যুক্তরাষ্ট্রের মেয়েদের
ছবি: রয়টার্স
১৩: ৩৫ , জুলাই ২৮

জিমন্যাস্টিকসের অল–অ্যারাউন্ডে জাপানের সোনা

অলিম্পিকে ছেলেদের জিমন্যাস্টিকসের অল–অ্যারাউন্ডে সোনা জিতেছেন জাপানের ১৯ বছর বয়সী দাইকি হাশিমোতো। হাই বার রুটিনে দারুণ পারফর্ম করেন তিনি।

২০১২ ও ২০১৬ অলিম্পিকে এই ইভেন্টে জাপানের চ্যাম্পিয়ন কোহেই উচিমুরা এবার টোকিও অলিম্পিকে অল–অ্যারাউন্ড থেকে নিজের নাম তুলে নেন। তাঁর উত্তরসূরী হিসেবে বিবেচিত হাশিমোতো ৮৮.৪৬৫ পয়েন্ট তুলে সোনা জিতে দারুণ এক উপহার দিলেন আয়োজক দেশকে।

রুপা জিতেছেন চীনের জিয়াও রুতেং। অল–অ্যারাউন্ডে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন রাশিয়ার নিকিতা নাগোরনি জিতেছেন ব্রোঞ্জ।

সোনার পদক জয় নিশ্চিতের পর হাশিমোতোর উল্লাস
ছবি: রয়টার্স
১৩: ২৬ , জুলাই ২৮

ভারোত্তোলনে ৭৩ কেজিতে বিশ্ব রেকর্ড!

ভারোত্তোলনে ৭৩ কেজিতে নিজের দ্বিতীয় অলিম্পক রেকর্ড ও সোনার পদকের দেখা পেয়েছেন চীনের শাই ঝিয়ং। ক্লিন অ্যান্ড জার্কে তিনি ১৯৮ কেজি ওজন তোলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮ কেজি বেশি।

সব মিলিয়ে মোট ৩৬৪ কেজি ওজন তুলে নিজের গড়া বিশ্ব রেকর্ড নতুন করে লিখিয়েছেন শাই ঝিয়ং। ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৩৬৩ কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। আজ নিজের সেই রেকর্ড ভাঙলেন তিনি।

বিশ্ব রেকর্ড গড়ে সোনাজয়ী চীনের শাই ঝিয়ং
ছবি: রয়টার্স
১২: ৫৮ , জুলাই ২৮

স্পেনের সঙ্গে ড্র করে বিদায় আর্জেন্টিনার

অলিম্পিক ফুটবলে আজ স্পেনের বিপক্ষে ১–১ গোলে ড্র করে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে উঠতে শেষ রাউন্ডের এ ম্যাচ জিততেই হতো আর্জেন্টিনাকে। কিন্তু নিজেদের কাজটা করতে পারেনি তারা। প্রথমার্ধে গোলশুন্য ব্যবধানে সমতায় ছিল দুই দল।

বিরতির পর ৬৬ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিডফিল্ডার মিকেল মেরিনো। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে মিডফিল্ডার টমাস বেলমন্তের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। শেষ দিকে দারুণ খেলেও জয়সূচক গোলের দেখা পায়নি কোপা আমেরিকাজয়ী দেশটি।

৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হয়ে শেষ আটে উঠল স্পেন। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে স্পেনের সঙ্গী হলো মিসর। আজ অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়ে গ্রুপে দ্বিতীয় হয় তারা।

৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে গোল ব্যবধানে বিদায় নিল আর্জেন্টিনা। বিদায়ে তাদের সঙ্গী অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ ম্যাচে ৩ পয়েন্ট।

স্পেনের সঙ্গে ড্রয়ের পর বিদায়ের হতাশা আর্জেন্টিনার এক খেলোয়াড়ের। শেষ আটের দেখা পেয়ে উল্লসিত স্পেন দল
ছবি: রয়টার্স
১২: ০৭ , জুলাই ২৮

ইকুয়েস্ট্রিয়ানের ড্রেসেজে জার্মানদের সোনার হাসি

ইকুয়েস্ট্রিয়ানের ড্রেসেজে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন জার্মানির জেসিকা ফন ব্রেডো–ভের্নডল। রুপার পদকও উঠেছে জার্মানির ঝুলিতে। জিতেছেন ইসাবেল ভের্থ। ব্রোঞ্জ জিতেছেন ব্রিটেনের শার্লট দুজারদিন।

১১: ৫০ , জুলাই ২৮

প্রথমার্ধ শেষে সমতায় স্পেন-আর্জেন্টিনা

বিকেল ৫টায় আর্জেন্টিনা ছেলেদের ফুটবলে নিজেদের গ্রুপ শেষ ম্যাচে নেমেছে স্পেনের বিপক্ষে। আর্জেন্টিনার শেষ আটে যাওয়ার রাস্তা অনেক কঠিন। একে তো স্পেন এবারের অলিম্পিকে ব্রাজিলের পাশাপাশি সবচেয়ে শক্তিশালী দল নিয়ে এসেছে, তার ওপর আজকের ম্যাচে আর্জেন্টিনার সমীকরণও অনেক কঠিন। জিততেই হবে! হার বা ড্র মানেই আর্জেন্টিনা বাদ। বাকি ৪৫ মিনিটে আর্জেন্টিনা পারবে গোল করতে?

১১: ৩৯ , জুলাই ২৮

ছেলেদের জুডোয় হতাশ করলেন দুবারের বিশ্বচ্যাম্পিয়ন

সোনা জিতেছেন লাশা বেকাউরি।
ছবি : রয়টার্স

ছেলেদের ৯০ কেজি বিভাগের জুডোয় নজর ছিল স্পেনের নিকোলোজ সেরাজাদিশভিলাইয়ের দিকে। আর হবে না-ই বা কেন? তিনি যে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন! কিন্তু রাউন্ড অব সিক্সটিনে হেরে আগেই বিদায় নিয়েছেন তিনি। এই ইভেন্টে সোনা জিতেছেন জর্জিয়ার লাশা বেকাউরি। হারিয়েছেন জার্মানির এডুয়ার্ড ট্রিপেলকে। সেরাজাদিশভিলাইকে হারিয়ে দেওয়া উজবেক জুডোকা দাভলাত বোবোনোভ ও ক্রিস্তিয়ান তথ জিতেছেন ব্রোঞ্জ।

১১: ৩৯ , জুলাই ২৮

ফেন্সিংয়ে নিজেদের প্রথম সোনা পেল কোরিয়া

ফেন্সিংয়ে ছেলেদের টিম সাবরে ফাইনালে ইতালিকে হারিয়ে সোনা জিতেছে কোরিয়া। এবার অলিম্পিকে ফেন্সিংয়ে নিজেদের প্রথম সোনা এটা কোরিয়ার। ৪৫-২৬ স্কোরে ইতালিকে হারিয়েছে তাঁরা। জার্মানিকে হারিয়ে এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে হাঙ্গেরি।

১১: ০৬ , জুলাই ২৮

জুডোয় আরেকটি সোনা পেল জাপান

মেয়েদের ৭০ কেজি বিভাগে সোনা জিতেছেন জাপানের চিজুরু আরাই। অস্ট্রিয়ার মিকায়েলা পলেরেসকে হারিয়েছেন তিনি।

১০: ০৮ , জুলাই ২৮

গ্রুপের শীর্ষে থেকেই কোয়ার্টারে ব্রাজিল

জয় নিয়েই মাঠ ছেড়েছে ব্রাজিল।
ছবি : রয়টার্স

ছেলেদের ফুটবলে আবারও জিতেছে ব্রাজিল। সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়েছে তাঁরা। ১৪ মিনিটে স্ট্রাইকার ম্যাথিউস কুনিয়ার গোলে ব্রাজিল এগিয়ে গেলেও ২৭ মিনিটে সমতায় ফেরে সৌদি আরব। গোল করেন আব্দুলেলা আলামারি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে সৌদির হাত থেকে ম্যাচ কেড়ে নেন এভারটনের উইঙ্গার রিচার্লিসন। ৭৬ ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন তিনি।

আরও পড়ুন

ওদিকে একই গ্রুপের আরেক খেলায় আইভোরি কোস্টের সঙ্গে ড্র করেছে জার্মানি। জার্মান ফুলব্যাক বেঞ্জামিন হেনরিকসের আত্মঘাতী গোলে ৬৭ মিনিটে এগিয়ে যায় আইভোরি কোস্ট। বিকল্প মিডফিল্ডার এডুয়ার্ড লোয়েনের গোলে সমতায় ফিরলেও সেটা জার্মানিকে পরের রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। এই গ্রুপ থেকে ব্রাজিল আর আইভোরি কোস্টই উঠেছে পরের রাউন্ডে। বিদায় নিয়েছে জার্মানি।

০৯: ২৮ , জুলাই ২৮

রাগবিতে সোনা জিতল ফিজি

নিউজিল্যান্ডকে হারিয়ে রাগবিতে সোনা জিতেছে ফিজি। ২৭-১২ স্কোরে শিরোপা জিতেছে তাঁরা। গত অলিম্পিকেও এই ইভেন্টে সোনা জিতেছিল তাঁরা।

০৯: ১৯ , জুলাই ২৮

এবার বিদায় নিলেন সিতসিপাসও

ভূপাতিত সিতসিপাস।
ছবি : রয়টার্স

অলিম্পিকে ছেলেদের টেনিস রঙই হারাচ্ছে শুধু। নাদাল, ফেদেরার তো আগে থেকেই নেই। নাম সরিয়ে নিয়েছেন মারেও। সবেধন নীলমণি হিসেবে এখনও আছেন জোকোভিচ। জোকোভিচের পাশাপাশি পদক পাওয়ার জন্য যারা ফেবারিট, তাঁদের মধ্যে গ্রিক তারকা স্তেফানোস সিতসিপাসের নাম ছিলই। সেই সিতসিপাসই হেরে বসেছেন আজ। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে উগো উমবের্তের কাছে ৬-২, ৬-৭, ২-৬ সেটে হেরেছেন সিতসিপাস। দ্বিতীয় সেটের শেষ মুহুর্তে গোড়ালির চোটে পড়েছিলেন সিতসিপাস, সেটাই হয়তো কাল হলো!

০৯: ১৪ , জুলাই ২৮

আর্জেন্টিনার আরেকটি পদক

ছেলেদের রাগবিতে ব্রিটেনকে ১৭-১২ স্কোরে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে আর্জেন্টিনা।

০৯: ১০ , জুলাই ২৮

ছেলেদের টেনিসের কোয়ার্টারে জোকোভিচ

ফোকিনার সঙ্গে জোকোভিচ।
ছবি : রয়টার্স

ক্যারিয়ারে তাঁর এই একটাই অপ্রাপ্তি। অলিম্পিকে কখনও সোনা জেতা হয়নি। ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জেতা নোভাক জোকোভিচের লক্ষ্য এবার গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম জেতা। অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের পাশাপাশি যিনি অলিম্পিকেও সোনা জেতেন, তাঁর ওই অর্জনকে গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম বলা হয়। চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের আছে যে অর্জন। অন্য চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের মতো জোকোভিচের অর্জনের ভাঁড়ারেও এই কৃতিত্ব নেই। সেই আক্ষেপ ঘোচাতেই এসেছেন এবার। সে লক্ষ্যে আজ আলেহান্দ্রো ডাভিডোভিচ ফোকিনাকে সরাসরি ৬-৩, ৬-১ সেটে হারিয়ে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন জোকোভিচ। আগামীকাল কেই নিশিকোরির বিপক্ষে লড়বেন জোকোভিচ।

০৮: ১৩ , জুলাই ২৮

সাইক্লিংয়ের সোনা গেল স্লোভেনিয়ার ঘরে

প্রিমোজ রগলিচ।
ছবি : রয়টার্স

ছেলেদের রোড সাইক্লিং টাইম ট্রায়ালে সোনা জিতেছেন স্লোভেনিয়ার প্রিমোজ রগলিচ। রূপা জিতেছেন নেদারল্যান্ডসের টম ডুমুলিন। অস্টড়েলিয়ার রোহান ডেনিস হয়েছেন তৃতীয়।

০৭: ৫৪ , জুলাই ২৮

সরেই দাঁড়ালেন বাইলস

বাইলস
ছবি: রয়টার্স

দলগত ইভেন্ট থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন। যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস এবার সরে দাঁড়িয়েছেন ব্যক্তিগত ইভেন্ট থেকেও। কারণ হিসেবে তিনি বলছেন তাঁর মানসিক স্বাস্থ্যের কথা।

এর আগে যুক্তরাষ্ট্রের অলিম্পিক সংস্থা বাইলসের মানসিক স্বাস্থ্য পরীক্ষার কথা জানিয়েছিল। তাঁরা বলেছিল, বাইলসকে পরীক্ষা করে দেখা হবে আসলেই তিনি অলিম্পিকে অংশ নেওয়ার মতো মানসিক অবস্থায় আছেন কিনা।

০৭: ৩৩ , জুলাই ২৮

ব্রাজিল,আর্জেন্টিনার ম্যাচ আজ

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে মিশরকে হারিয়েছে ১-০ গোলে
ছবি: রয়টার্স

বাংলাদেশ সময় আজ দুপুর ২টায় গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সৌদি আরব। আর বিকেল ৫টায় আর্জেন্টিনা নিজেদের গ্রুপ শেষ ম্যাচে নামবে স্পেনের বিপক্ষে।

কে জিতবে আজ? জানিয়ে দিয়ে আসুন নিজের মতামত এখানে —

আরও পড়ুন
০৭: ২৩ , জুলাই ২৮

ডাইভিংয়ের সোনা গেল চীনে

ছেলেদের ৩ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে সোনা জিতেছেন চীনের শি সিয়ি ও জংইউয়ান ওয়াং। নিজেদের ডাইভিং ইতিহাসে এই নিয়ে ৭০টা পদক জিতলেন চীনের ডাইভাররা। যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রু কাপোবিয়াঙ্কো ও মাইক হিক্সন জিতেছেন রূপা, ওদিকে জার্মানির প্যাট্রিক হসদিং ও লার্স রুডিগার জিতেছেন ব্রোঞ্জ।

০৭: ০২ , জুলাই ২৮

দ্বৈত টেনিস থেকেও মারের বিদায়

সঙ্গী সালিসবিউরির সঙ্গে মারে।
ছবি : রয়টার্স

টেনিসের পুরুষ এককের টানা দুইবারের চ্যাম্পিয়ন তিনি। ২০১২ লন্ডন আর ২০১৬ রিও অলিম্পিকে সোনা জয়ের পর এবার টোকিওতেও এসেছিলেন গৌরবের হ্যাটট্রিক করতে। কিন্তু চোট সে সুযোগ দেয়নি গ্রেট ব্রিটেনের টেনিস তারকা অ্যান্ডি মারেকে।

চিকিৎসক দলের সঙ্গে পরামর্শ করে অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন, বলেছিলেন, শুধু দ্বৈতে খেলবেন জো সালিসবিউরির সঙ্গে। এবার সেই প্রতিযোগিতা থেকেও বিদায় নিয়েছেন ৩৪ বছর বয়সী মারে। কোয়ার্টার ফাইনালে মারে-সালিসবিউরি জুটি হেরে গেছেন ক্রোয়েশিয়ার মারিন চিলিচ ও ইভান দোদিগের কাছে।

০৬: ৪৯ , জুলাই ২৮

অবশেষে সোনা জুটল ভ্লিউটেনের ভাগ্যে

অ্যানেমিক ফন ভ্লিউটেন
ছবি : রয়টার্স

রোববার অলিম্পিকে মেয়েদের সাইক্লিং রোড রেসে নেদারল্যান্ডসের তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন অ্যানেমিক ফন ভ্লিউটেন ভুল করে সোনাজয়ের উদযাপন শুরু করে দিয়েছিলেন। পরে জানা যায় ভ্লিউটেন নন, সোনা জিতেছেন আনা কিসেনহোফের। তিনদিন পর এই ডাচ সাইক্লিস্ট নিজের কষ্ট ভুললেন মেয়েদের সাইক্লিংয়ের ব্যাক্তিগত টাইম ট্রায়ালে সোনা জিতে।

০৬: ৪১ , জুলাই ২৮

অবশেষে সোনা জিতেছেন লেডেকি

মেয়েদের ১৫০০ মিটারে সোনা জিতেছেন কেটি লেডেকি।
ছবি : রয়টার্স

অবশেষে হতাশা কিছুটা ভুলতে পারলেন লেডেকি। এবার অলিম্পিক দিয়েই যাত্রা শুরু করা মেয়েদের ১৫০০ মিটারে সোনা জিতেছেন ২৪ বছর বয়সী মার্কিন সাঁতারু। অবশ্য নিন্দুকেরা বলতে পারেন, ২০০ মিটার ও ৪০০ মিটার ফ্রি-স্টাইলে লেডেকিকে হারানো আরিয়ার্ন টিটমাস তো ১৫০০ মিটারে অংশ নেননি।

‘অন্তত একটা সোনা জিততে চেয়েছিলাম, অবশেষে সেই বক্সে টিকচিহ্ন দিতে পারছি’, সাঁতার শেষে ক্লান্ত লেডেকির একটুখানি স্বস্তি। ৭৫ মিনিটের মধ্যে পরপর দুটি ইভেন্টে নামা, এর মধ্যে একটি কিনা ১৫০০ মিটারের মতো কষ্টসাধ্য ব্যাপার...লেডেকির ক্লান্ত হওয়ারই কথা।

১৫০০ মিটারে সোনা-রুপা দুটিই গেছে যুক্তরাষ্ট্রের ঘরে। সোনা জেতার পথে লেডেকি সময় নিয়েছেন ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড, তাঁরই সতীর্থ এরিকা সুলিভান ১৫ মিনিট ৪১.৪১ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। জার্মানির সারাহ কোলার জিতেছেন ব্রোঞ্জ (১৫ মিনিট ৪২.৯১ সেকেন্ড)।

আরও পড়ুন

১৫০০ মিটারে বিশ্ব রেকর্ড লেডেকিরই, কিন্তু ১৫ মিনিট ২০.৪৮ সেকেন্ডের সেই বিশ্ব রেকর্ডের ধারেকাছেও আজ থাকতে পারেননি লেডেকি। অবশ্য যে সময় নিয়েছেন, সেটিও ১৫০০ মিটারে তাঁর সেরা সময়গুলোর একটি।

০৬: ৩৫ , জুলাই ২৮

ফ্রি-স্টাইল রিলের সোনা জিতল ব্রিটেনের ছেলেরা

১৯০৮ সালের পর প্রথম সোনা, উল্লাস তো লাগামছাড়া হবেই!
ছবি : রয়টার্স

সেই ১৯০৮ সালে সর্বশেষ ৪*২০০ মিটার ফ্রি-স্টাইল রিলের সোনা জিতেছিল ব্রিটেনের ছেলেরা। এরপর একে একে ১১৩ বছর কেটে গেলেও সেই কীর্তি আর স্পর্শ করা হয়নি তাঁদের। এবার সেই আক্ষেপটাও ঘুচেছে। অবশ্য দলে যদি ব্যক্তিগত ২০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা ও রূপাজয়ী দুজন সাঁতারু থাকে, তাহলে পারবে না-ই বা কেন? ব্যক্তিগত ২০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জেতা টম ডিন ও রূপা জেতা ডানকান স্কট এই ইভেন্টে জেমস গাই ও ম্যাথু রিচার্ডসকে নিয়ে জিতেছেন সোনা। ৬ মিনিট ৫৮.৫৫ সেকেন্ড সময় নিয়ে এই চারজন যদিও বিশ্বরেকর্ড গড়তে পারেননি। কিন্তু তাতে কী? সোনা জেতা তো হয়েছে!

এই ইভেন্টে রূপা ও ব্রোঞ্জ গেছে যথাক্রমে রাশিয়া ও অস্ট্রেলিয়ার ঘরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র হয়েছে চতুর্থ।

০৬: ২৪ , জুলাই ২৮

সাঁতারে সোনা পেল জাপান

ইউই ওহাশি।
ছবি : রয়টার্স

মেয়েদের ২০০ মিটার মেডলিতে সোনা জিতেছেন জাপানের ইউই ওহাশি। এই ইভেন্টের বিশ্বরেকর্ডধারী ও ২০১৬ অলিম্পিকের সোনাজয়ী সাঁতারু হাঙ্গেরির কাতিঙ্কা হাসাজু হয়েছেন সপ্তম। ৩২ বছরের হাসাজু এই ইভেন্টে সবচেয়ে বয়সী সাঁতারুও ছিলেন। সোনা জেতার পথে ২ মিনিট ৮.৫২ সেকেন্ড সময় নিয়েছেন ওহাশি। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন দুই আমেরিকান - অ্যালেক্স ওয়ালশ ও কেট ডগলাস।

০৬: ১০ , জুলাই ২৮

ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাইয়ের সোনা হাঙ্গেরির ঘরে

ছেলেদের ২০০ মিটার বাটাইফ্লাইয়ে অলিম্পিক রেকর্ড গড়েছেন হাঙ্গেরির ক্রিস্তফ মিলাক।
ছবি : রয়টার্স

পারলেন না শাদ লে ক্লস। ২০১২ লন্ডন অলিম্পিকে কিংবদন্তি মাইকেল ফেলপসকে হারিয়ে চমক সৃষ্টি করা দক্ষিণ আফ্রিকার এই সাঁতারু এবার হেরে বসেছেন হাঙ্গেরির ক্রিস্তফ মিলাকের কাছে। এই ইভেন্টে সবার নজর মিলাক আর লে ক্লসের দিকেই ছিল। ২০১২ সালে লে ক্লস জিতলেও, এই ইভেন্টের বিশ্বরেকর্ড মিলাকের কাছেই। হতাশ করেননি মিলাক। অলিম্পিক রেকর্ড গড়েই জিতেছেন সোনা। ১ মিনিট ৫১.২৫ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন মিলাক, দ্বিতীয় স্থানে থাকা জাপানের তোমোরু হোন্ডার চেয়ে প্রায় আড়াই সেকেন্ড সময় কম নিয়ে। তৃতীয় হয়েছেন ইতালির ফেদেরিকো বুরদিসো। ওদিকে লে ক্লস হয়েছেন পঞ্চম।

০৫: ৫৮ , জুলাই ২৮

বিশ্বরেকর্ড গড়ল নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস রোয়িং দল।
ছবি : রয়টার্স

ছেলেদের কোয়াড্রপল স্কালস রোয়িং ইভেন্টে রেকর্ড গড়ে সোনা জিতেছে নেদারল্যান্ডস। তাঁরা সময় নিয়েছেন ৫ মিনিট ৩২.০৩ সেকেন্ড। আগের রেকর্ড ছিল ৫ মিনিট ৩২.২৬ সেকেন্ড, ২০১৪ বিশ্ব চ্যাম্পিয়নশিপে যা গড়েছিল ইউক্রেন। গ্রেট ব্রিটেন আর অস্ট্রেলিয়া পেয়েছে পরের দুই স্থান।

০৫: ৩৫ , জুলাই ২৮

অলিম্পিকে আজ কোন খেলা কখন দেখবেন?

অলিম্পিকে আজ সোনার পদকের ইভেন্ট হবে ২৩টি।

রোয়িং

মেয়েদের ডাবল স্কালস ফাইনাল, সকাল ৬-১৮ মি.

পুরুষ ডাবল স্কালস ফাইনাল, সকাল ৬-৩০ মি.

মেয়েদের ফোর ফাইনাল, সকাল ৬-৫০ মি.

পুরুষ ফোর ফাইনাল, সকাল ৭-১০ মি.

পুরুষ কোয়াড্রাপল স্কালস ফাইনাল, সকাল ৭-৩০ মি.

মেয়েদের কোয়াড্রাপল স্কালস ফাইনাল, সকাল ৭-৫০ মি.

সাঁতার

মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল, সকাল ৭-৪১ মি.

পুরুষ ২০০ মিটার বাটারফ্লাই, সকাল ৭-৪৯ মি.

মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলি, সকাল ৮-৪৫ মি.

মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল, সকাল ৮-৫৪ মি.

পুরুষ ৪*×২০০ মিটার ফ্রিস্টাইল রিলে, সকাল ৯-২৬ মি.

সাইক্লিং রোড

মেয়েদের ব্যক্তিগত টাইম ট্রায়াল, সকাল ৮-৩০ মি.

পুরুষের ব্যক্তিগত টাইম ট্রায়াল, সকাল ১১টা

ডাইভিং

পুরুষ সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড, দুপুর ১২টা

ইকুয়েস্ট্রিয়ান

ড্রেসেজ ব্যক্তিগত ফ্রিস্টাইল, বেলা ২-৩০ মি.

রাগবি সেভেনস

পুরুষ ফাইনাল, বেলা ৩টা

জুডো

মেয়েদের ৭০ কেজি ফাইনাল, বিকেল ৪টা

পুরুষ ৯০ কেজি ফাইনাল, বিকেল ৪-৩০ মি.

আর্টিস্টিক জিমন্যাস্টিকস

পুরুষ অল-অ্যারাউন্ড ফাইনাল, বিকেল ৪-১৫ মি.

ফেন্সিং

পুরুষ সেবার দলীয় ফাইনাল, বিকেল ৪-৩০ মি.

ভারোত্তোলন

পুরুষ ৭৩ কেজি, বিকেল ৪-৫০ মি.

৩*৩ বাস্কেটবল

মেয়েদের ফাইনাল, সন্ধ্যা ৬-৫৫ মি.

পুরুষ ফাইনাল, সন্ধ্যা ৭-২৫ মি.

আরও পড়ুন
০৫: ২৫ , জুলাই ২৮

আবারও টিটমাসের জয়জয়কার, পদকই পেলেন না লেডেকি

লেডেকির যেন বিশ্বাসই হচ্ছে না!
ছবি : রয়টার্স

পাঁচবারের অলিম্পিক সোনাজয়ী সাঁতারু কেটি লেডেকিকে ৪০০ মিটার ফ্রি-স্টাইলে হারিয়ে টোকিও অলিম্পিকের তৃতীয় দিনেই চমক সৃষ্টি করেছিলেন অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস। সেই চমকের ধারা অব্যাহত থাকল ২০০ মিটার ফ্রি-স্টাইলেও। এই ইভেন্টেও সোনা গেছে এই তাসমান-কন্যার ঘরে। ৪০০ মিটার ফ্রি-স্টাইলে কপালে রূপা জুটলেও, ২০০ মিটার ফ্রি-স্টাইলে একটা পদকও জোটেনি লেডেকির কপালে!

২০০ মিটার ফ্রি-স্টাইলে অলিম্পিক রেকর্ড গড়েই সোনা জিতেছেন টিটমাস। সময় নিয়েছেন ১ মিনিট ৫৩.৯২ সেকেন্ড। ১৫০ মিটার পর্যন্ত এগিয়ে থাকার পরেও শেষে টিটমাসের সঙ্গে পেরে না ওঠা হংকংয়ের সিওভান হঘি জিতেছেন রূপা। কানাডার পেনি ওলেকসিয়াক জিতেছেন ব্রোঞ্জ। লেডেকি হয়েছেন পঞ্চম। অলিম্পিক ইতিহাসে এত বাজে কখনও করেননি লেডেকি।

০৫: ১০ , জুলাই ২৮

ছেলেদের দলগত রোয়িংয়ের সোনাও জিতল অস্ট্রেলিয়া

দেশের মেয়েরা একই ইভেন্টে সোনা জিতেছে, ছেলেরাই বা পিছিয়ে থাকে কি করে? যদিও মেয়েদের চেয়ে ছেলেদের লড়াইটা আরও বেশি কঠিন ছিল। গত পাঁচ অলিম্পিকে ব্রিটেনের পুরুষ রোয়িং দল কখনও সোনা হাতছাড়া করেনি যে!

কিন্তু এবার করল। করল সেই অস্ট্রেলিয়ার কাছেই। ২০১২ লন্ডন অলিম্পিকের পর নিজেদের সেরা টাইমিং করেই সোনা বগলদাবা করল অস্ট্রেলিয়ার পুরুষ রোয়িং দল, যা অলিম্পিক রেকর্ডও বটে (৫ মিনিট ৪২.৭৬ সেকেন্ড)। ওদিকে সোনা তো দূর। রূপা কিংবা ব্রোঞ্জও জোটেনি ব্রিটেনের কপালে। রোমানিয়া জিতেছে রূপা, ইতালি ব্রোঞ্জ।

০৫: ১০ , জুলাই ২৮

মেয়েদের দলগত রোয়িংয়ে সোনা জিতল অস্ট্রেলিয়া

ঝড়ো আবহাওয়া বেশ ভালোই ঝামেলা করছিল টোকিওর সী ফরেস্ট ওয়াটারওয়েতে। কিন্তু তাতে ভয় পেলে চলবে কী করে? বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ভয় পায়ওনি। সোনা তো জিতেছেই, করেছে অলিম্পিক রেকর্ডও। লুসি স্টেফান, রোজমেরি পোপা, জেসিকা মরিসন, অ্যানাবেল ম্যাকিন্টায়ারের দল সময় নিয়েছে ৬ মিনিট ১৫.৩৭ সেকেন্ড, দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস দলের চেয়ে ০.৩৪ সেকেন্ড কম। ওদিকে আয়ারল্যান্ডের দলটা জিতেছে ব্রোঞ্জ।

০৪: ৩২ , জুলাই ২৮

অলিম্পিকে তৃতীয় সোনা পেল ফ্রান্স

হুগো বুখেরোঁ ও ম্যাথিউ আন্দ্রোদিয়াস।
ছবি : রয়টার্স

পুরুষদের দ্বৈত স্কালস রোয়িং ইভেন্টে সোনা জিতেছেন ফ্রান্সের হুগো বুখেরোঁ ও ম্যাথিউ আন্দ্রোদিয়াস। ফ্রান্স দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষমেশ রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ডাচ রোয়িং দলকে। শীর্ষে থাকা বুখেরোঁ-আন্দ্রোদিয়াস সময় নিয়েছেন ৬ মিনিট ০.৩৩ সেকেন্ড, যা অলিম্পিক রেকর্ড। ওদিকে ডাচ দলের মেলভিন টুইলার ও স্টেফ ব্রোনিঙ্ক মাত্র ০.২ সেকেন্ড সময় বেশি নিয়ে জিতেছেন রূপার পদক। চীনের লুই ঝুই ও লিয়াং ঝাং জিতেছেন ব্রোঞ্জ।

০৪: ২২ , জুলাই ২৮

৩৭ বছর পর সোনা পেল রোমানিয়া

১৯৮৪ সালের পর অলিম্পিকে সোনার দেখা পেল রোমানিয়া। নারীদের দ্বৈত স্কালস রোয়িং ইভেন্টে সোনা জিতেছেন রোমানিয়ার আঙ্কুতা বদনার ও সিমোনা রাদিস। তাঁদের টাইমিং ৬ মিনিট ৪১.০৩ সেকেন্ড এই ইভেন্টে অলিম্পিক ইতিহাসের সেরাও বটে। নিউজিল্যান্ডের ব্রুক ডনঘ ও হ্যানা ওসবোর্ন জিতেছেন রূপা। ওদিকে ডাচ দলের রুস ডি ইয়ং ও লিসা শিনার্ড জিতেছেন ব্রোঞ্জ পদক।

১৪: ৩০ , জুলাই ২৭

পয়েন্ট তালিকার শীর্ষে জাপান 

জাপান আজও এগিয়ে
ছবি: রয়টার্স

অলিম্পিকে ধীরে ধীরে সোনার নেশায় মাতছে দেশগুলো। আজ নতুন করে সাতটি দেশ সোনা পেয়েছে। এতে এখন পর্যন্ত সোনা জেতা দেশের সংখ্যা হলো ৩০টি। পদক তালিকাতেও দেশের সংখ্যা বেড়েছে। গতকাল পর্যন্ত ৫১টি দেশ পদক জিতেছে। আজ নতুন করে আরও পাঁচটি দেশ পদকের স্বাদ পেয়েছে। ৩০টি দল অন্তত একটি সোনা জিতেছে। ১৬ টি দেশ অন্তত একটি রুপা জিতেছে। আর শুধু ব্রোঞ্জ জেতা দেশের সংখ্যা ১০টি।

গতকাল পদক তালিকায় চীন একটু পিছিয়ে পড়েছিল। কাল কোনো সোনা না জেতা দেশটি আজ জিতেছে ৩ টি সোনা। গতকালের সঙ্গে দুটি সোনা যোগ করে শীর্ষে আছে জাপান। গতকালের সঙ্গে দুটি সোনা যোগ করেছে যুক্তরাষ্ট্রও। সফট বল ও জিমন্যাস্টিকসে দুটি সোনা ফসকে না গেলে আজ হয়তো শীর্ষে উঠে যেত দেশটি। আজ চিনের মতোই তিনটি সোনা জিতেছে রাশিয়া। ওদিকে ব্রিটেন জিতেছে একটি সোনা। দক্ষিণ কোরিয়া কোনো সোনাই জিততে পারেননি।

১৪: ১০ , জুলাই ২৭

জাপানই শীর্ষে

টানা দ্বিতীয় দিন শীর্ষে থাকল জাপান। গতকালের ৮টি সোনার সঙ্গে আজ আরও দুটি সোনা জিতে নিয়েছে তারা। এবার জুডোতে দাপট দেখাচ্ছে জাপান। আজ এই খেলা থেকে নিজেদের পঞ্চম সোনা পেয়ে গেছে জাপান। তবে স্বাগতিকদের বেশি আনন্দ দেবে দিনের শেষভাগে পাওয়া সফট বলের সোনা। ২০০৮ বেইজিং অলিম্পিকের পর আবার ফিরে এসেছে ইভেন্ট। ১২ বছরের ব্যবধানে খেললেও সোনা ধরে রাখতে ভুল করেনি জাপান।

দিনের সবচেয়ে বড় খবর অবশ্য জিমন্যাস্টিকসের ফ্লোর থেকে এসেছে। গতকাল ছেলেদের ইভেন্টে ফেবারিট জাপানকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল রাশিয়া। সে চমক আজও দেখল জিমন্যাস্টিক। এবার রাশিয়ার শিকার যুক্তরাষ্ট্র। গতবার সিমোন বাইলসের কারণে জিমন্যাস্টিকসে একক আধিপত্য দেখিয়েছিল দেশটি। অনুশীলনে বেশ কটি ভুলের পরও অল অ্যারাউন্ডে শীর্ষস্থান পেয়েই ফাইনালে উঠেছিলেন গত অলিম্পিকে চার সোনা জেতা বাইলস। কিন্তু ফাইনালে প্রথম রাউন্ডে চোট পেয়েছেন। বাকি তিন ইভেন্টে আর দেখা যায়নি তাঁকে। যুক্তরাষ্ট্র ভালোভাবেই তাঁর অভাব টের পেয়েছে। তিনেরও বেশি ব্যবধানে হেরেছে তারা। জিমন্যাস্টিকসের দলগত ডাবলস গেল রাশিয়ার কাছে।

এদিকে ফেন্সিংয়ের দলগত এইপে ইভেন্ট ১২ বছর পর সোনা এনে দিয়েছে এস্তোনিয়াকে। বেইজিং অলিম্পিকে সর্বশেষ সোনা জিতেছিল দেশটি। ইতিহাসের কথা চিন্তা করলে বড় কৃতিত্ব পলিনা গুরিয়েভার। তুর্কমিনিস্তানকে প্রথম অলিম্পিক পদক এনে দিয়েছেন এই নারী। ভারোত্তলনে ৫৯ কেজি ওজন শ্রেণিতে রুপা জিতেছে গুরিয়েভা।

অবশ্য ফ্লোরা ডাফির কৃতিত্ব আরও বড়। এই ট্রায়াথলেট বারমুডাকে অলিম্পিকে প্রথম সোনা এনে দিয়েছেন আজ। অলিম্পিকের ইতিহাসে আজ নাম লিখিয়েছেন আরও দুজন। প্রথমবারের মতো হওয়া সার্ফিংয়ে ছেলেদের শর্টবোর্ডে সোনা জিতেছেন ব্রাজিলের ইতালো ফেরেইরা। মেয়েদের ইভেন্টে সে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ক্যারিসা মুর।

১৩: ৩৯ , জুলাই ২৭

জার্মানির আধিপত্য চলছেই

এবারও সোনা জার্মানির
ছবি: রয়টার্স

অলিম্পিকে ড্রেসেজে দলগত আধিপত্য জার্মানির। এর আগে আটবার এ ইভেন্টের সোনা জিতেছে তারা। টোকিও অলিম্পিকেও ব্যতিক্রম হয়নি। রুপা ও ব্রোঞ্জ জেতা যুক্তরাষ্ট্র (৭৭৪৭) ও ব্রিটেনের (৭৭২৩) এর মধ্যে পয়েন্ট ব্যবধান যেখানে মাত্র ২৪, সেখানে ৮১৭৮ পয়েন্ট পেয়ে আধিপত্য দেখিয়েছে জার্মানি।

১৩: ৩৩ , জুলাই ২৭

সার্বিয়ার প্রথম সোনা

মিলিসা মানদিচ
ছবি: রয়টার্স

টোকিও অলিম্পিকে সার্বিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন মিলিসা মানদিচ। তায়কোয়ান্দোতে মেয়েদের ৬৭ কেজি ওজন শ্রেণিতে কোরিয়ার দাবিন লিকে ১০-৭ পয়েন্টে হারিয়ে দিয়েছেন মানদিচ। লন্ডন অলিম্পিকেও সোনা জিতেছিলেন মানদিচ।

১৩: ৩০ , জুলাই ২৭

রাশিয়ার আরেকটি সোনা

সোনা জিতেছেন লারিন (বাঁয়ে)
ছবি: এএফপি

তায়কোয়ান্দোতে ছেলেদের ৮০ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন রাশিয়ান অলিম্পিক কমিটির ভ্লাদিস্লাভ লারিন। মেসিডোনিয়ার দেয়ান জর্জিভস্কিকে অনায়াসে হারিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনা জেতা লারিন।

১৩: ২৬ , জুলাই ২৭

সফট বলের সোনা জাপানেরই থাকল

জাপানের উল্লাস
ছবি: রয়টার্স

বেইজিংয়ে সর্বশেষ দেখা গিয়েছিল সফট বল। সেবারও সোনা জিতেছিল জাপান। এবার ফাইনালে যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে হচ্ছিল। রাউন্ড রবিন লিগে কোনো ম্যাচ হারেনি তারা। কিন্তু ফাইনালে পাত্তাই পায়নি তারা। অনায়াসে সোনা জিতেছে জাপান।

১৩: ০২ , জুলাই ২৭

কানাডার দ্বিতীয় সোনা

মদ শ্যারন
ছবি: রয়টার্স

ভারোত্তলনে মেয়েদের ৬৪ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছে কানাডা। মদ শ্যারন ২৩৬ কেজি ওজন তুলেছেন এই ইভেন্টে। দুইয়ে থাকা ইতালির জর্জিয়া বর্ডিননের চেয়ে চার কেজি বেশি। এটা কানাডার দ্বিতীয় সোনা টোকিওতে।

১২: ৫৬ , জুলাই ২৭

সোনা রাশিয়ার

শেষ পারফরম্যান্স ছিল অ্যাঞ্জেলিনা মেলনিকোভার
ছবি: রয়টার্স

জিমন্যাস্টিকসে ছেলেদের পর মেয়েদের দলগত সোনাও জিতে নিল রাশিয়া। অনুশীলনেও প্রথম হয়ে ফাইনালে এসেছিল রাশিয়া। ফাইনালের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের সিমোন বাইলসের চোট রাশিয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়। সুনিসা লি চেষ্টা করেছিলেন তাঁর অভাব পূরণ করতে। কিন্তু রাশিয়ার ভ্লাদিসলাভা উরাজোভা, ভিক্টোরিয়া লিস্তোনোভা, অ্যাঞ্জেলিনা মেলনিকোভা কোনো সুযোগ দেননি যুক্তরাষ্ট্রকে। ১৬৯.৫২৮ পয়েন্ট পেয়ে সোনা জিতেছে রাশিয়া। ১৬৬.০৯৬ পেয়ে দ্বিতীয় যুক্তরাষ্ট্র। ১৬৪.০৯৬ পয়েন্টে ব্রোঞ্জ পেয়ে চমকে দিয়েছে ব্রিটেন।

১১: ৫১ , জুলাই ২৭

১২ বছর পর এস্তোনিয়ার সোনা

এইপেতে সোনা এস্তোনিয়ার
ছবি: রয়টার্স

২০০৮ বেইজিংয়ে সর্বশেষ সোনা পেয়েছিল এস্তোনিয়া। আজ ফেন্সিংয়ের মেয়েদের এইপে ইভেন্টের দলগত ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৩৬-৩২ পয়েন্টে হারিয়ে দিয়েছেন এস্তোনিয়ার ইউলিয়া বেলিয়ায়েভা, ক্যাটরিনা লেহিস ও এরিকা কিরপু। এই ইভেন্টে চীনকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ইতালি।

১১: ৩৭ , জুলাই ২৭

ছিটকে গেলেন বাইলস

বাইলস
ছবি: রয়টার্স

শুশ্রূষা নিয়ে ফিরে এসেছেন বাইলস। কিন্তু দলগত ইভেন্টের ফাইনাল থেকে ছিটকে গেছেন তিনি। বাইলস নিজেই নাকি সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

১১: ২৬ , জুলাই ২৭

জিমন্যাস্টিকসে দুর্ঘটনা

ভল্টেই চোট পেয়েছেন বাইলস
ছবি: রয়টার্স

ওয়ার্মআপেও দুর্ঘটনা ঘটেছিল। প্রায় নিখুঁত পারফরম্যান্সের জন্য বিখ্যাত সিমোন বাইলস ভল্টে ভুল করেছিলেন। সেদিন তবু সবচেয়ে বেশি পয়েন্ট নিয়েই শেষ করেছেন। আজ মূল প্রতিযোগিতাতেও অঘটন ঘটেছে। ভল্টে ২.৫ বার রোটেট করার কথা ছিল। কিন্তু ১.৫ বার ঘুরেই মাটিতে পা রেখেছেন বাইলস, সেটাও অনেক দূর এগিয়ে থামিয়েছেন। তাঁর এ ভুলে ১৩.৭৬৬ পয়েন্ট পেয়েছেন। তাঁর দলও প্রথম রাউন্ডে ৪২.৭৩২ পেয়েছে। ওদিকে রাশিয়া ৪৩.৭৯৯ পয়েন্ট পেয়ে এগিয়ে।

যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তা বাড়িয়ে ফ্লোর ছেড়ে গেছেন বাইলস। তাঁকে শুশ্রূষা করা হচ্ছে। আনইভেন বারে বাইলসের অংশ নেওয়ার কথা ছিল। তাঁর জায়গায় রিজার্ভে থাকা জর্ডান চিলেস আনইভেন বারে নামছেন।

১০: ৪৪ , জুলাই ২৭

জুডোর আরেকটি সোনা পেল জাপান

ছেলেদের ৮১ কেজি ওজনের জুডো ইভেন্টে সোনা জিতেছেন স্বাগতিক জাপানের নাগাসে তাকানোরি। মঙ্গোলিয়ার সাঈদ মোল্লায়েইকে হারিয়েছেন তিনি।

০৯: ৩৫ , জুলাই ২৭

তুর্কমেনিস্তানের ইতিহাস

পলিনা গুরিয়েভা।
ছবি : রয়টার্স

ভারোত্তোলনে মেয়েদের ৫৯ কেজি বিভাগে সোনা জিতেছেন চাইনিজ তাইপের কিউ হুসিং চুন। কিন্তু তা সত্ত্বেও তাঁর ওপর থেকে আলো কেড়ে নিয়েছেন রূপাজয়ী ভারোত্তোলক পলিনা গুরিয়েভা। আর কেড়ে নেবেন না-ই বা কেন? তুর্কমেনিস্তানের ইতিহাসের প্রথম অলিম্পিক পদক এসেছে যে গুরিয়েভার হাত ধরেই! ২১৭ কেজি উঠিয়ে রূপা জিতেছেন তিনি। সোনা জেতার পথে কিউ হুসিং চুন ২৩৬ কেজি উঠিয়ে রেকর্ড গড়েছেন। গুরিয়েভার চেয়ে তিন কেজি কম উঠিয়ে ব্রোঞ্জ জিতেছেন জাপানের মিকিকো আনদোহ।

০৯: ২৪ , জুলাই ২৭

মেয়েদের সার্ফিং ইতিহাসের প্রথম অলিম্পিক সোনা যুক্তরাষ্ট্রে

ক্যারিসা মুর।
ছবি : রয়টার্স

ছেলেদের ইতিহাস গড়েছিলেন ব্রাজিলের ইতালো ফেরেইরা। মেয়েদের ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্রের ক্যারিসা মুর। মেয়েদের সার্ফিং ইতিহাসের প্রথম অলিম্পিক সোনা গেছে ২৮ বছর বয়সী এই সার্ফারের কাছে। এর আগে চারবার মেয়েদের ওয়ার্ল্ড ট্যুর চ্যাম্পিয়ন হয়েছিলেন মুর। অপেক্ষা ছিল অলিম্পিকে একটা পদক জেতার। কিন্তু এতদিন অলিম্পিকে এই ইভেন্ট না থাকার কারণে পদক জেতার আশাও অপূর্ণই থেকে যাচ্ছিল। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিয়াঙ্কা বুইটেনডাগকে হারিয়েছেন মুর। মুরের ১৪.৯৩ পয়েন্ট যথেষ্ট ছিল বুইটেনডাগকে (৮.৪৬ পয়েন্ট) হারানোর জন্য।

০৯: ১২ , জুলাই ২৭

দলগত মিশ্র এয়ার রাইফেলে চীনের সাফল্য

সোনার পদক নিয়ে ইয়াং কিয়াং ও ইয়াং হাওরান।
ছবি : রয়টার্স

দলগত মিশ্র ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে যুক্তরাষ্ট্রের লুকাস কোজিনেস্কি ও ম্যারি টাকারকে হারিয়েছেন চীনের ইয়াং কিয়াং ও ইয়াং হাওরান। প্রথম দশ সিরিজে দুই দলই ৯-৯ স্কোরে সমতায় ছিল। পরে যুক্তরাষ্ট্র আর পেরে ওঠেনি। রাশিয়ার ইউলিয়া কারিমোভা ও সের্গেই কামিনস্কি জিতেছেন ব্রোঞ্জ।

০৭: ৪৫ , জুলাই ২৭

নারীদের মাউন্টেন বাইক ইভেন্টে সুইসদের আধিপত্য

জোলান্ডা নেফ।
ছবি : রয়টার্স

তিনটি পদকই গেল সুইজারল্যান্ডের ঘরে। বলা হচ্ছিল নারীদের মাউন্টেন বাইক ইভেন্টের কথা। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জোলান্ডা নেফের ঘরে গিয়েছে সোনা, সিনা ফ্রেই জিতেছেন রূপা ও লিন্ডা ইন্ডারগান্ড জিতেছেন ব্রোঞ্জ।

০৭: ৩১ , জুলাই ২৭

অলিম্পিক ইতিহাসের প্রথম সার্ফিং শর্টবোর্ডের সোনা গেল ব্রাজিলের ঘরে 

ইতালো ফেরেইরার দিকেই নজরটা ছিল। ব্রাজিলের এই সার্ফার হতাশ করেননি দেশবাসীকে। ২০১৯ সালে অনুষ্ঠিত বিশ্ব সার্ফ লিগজয়ী এই সার্ফার এবার অলিম্পিকে সোনা জিতেছেন। অলিম্পিকে এর আগে কখনও ছেলেদের সার্ফিং ইভেন্টটা ছিল না। এই অলিম্পিকেই প্রথম আয়োজিত হয়েছে এই ইভেন্ট। ফেরেইরা ১৫.১৪ পয়েন্ট নিয়ে জিতেছেন সোনা, ৬.৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন জাপানের কানোয়া ইগারাশি।

০৭: ১৯ , জুলাই ২৭

ডাইভিংয়ের সোনা গেল চীনে

চীনের ইউশি চেন ও জিয়াকি ঝ্যাং।
ছবি : রয়টার্স

মেয়েদের সিনক্রোনাইজড ১০ মিটার ডাইভিংয়ে সোনা জিতেছেন চীনের ইউশি চেন ও জিয়াকি ঝ্যাং। ৩৬৩.৭৮ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন তাঁরা। এই ইভেন্টের রূপা গেছে যুক্তরাষ্ট্রের জেসিকা পারাত্তো ডেলানি শ্নেলের কাছে। ওদিকে মেক্সিকোর গাব্রিয়েলা আগুন্দেজ ও আলেহান্দ্রা ওরোজকো জিতেছেন ব্রোঞ্জ।

০৬: ০৭ , জুলাই ২৭

অলিম্পিক রেকর্ড গড়েই ব্যাকস্ট্রোকে সোনা ম্যাককিওনের

কেলি ম্যাককিওন।
ছবি : রয়টার্স

নারীদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের বিশ্বরেকর্ডটা তাঁর দখলেই। এবার বিশ্বরেকর্ড হয়নি, তবে অলিম্পিকে রেকর্ড ঠিকই গড়েছেন অস্ট্রেলিয়ার কেলি ম্যাককিওন। ৫৭.৪৭ সেকেন্ডে সাঁতার শেষ করে অলিম্পিক রেকর্ড গড়ার পথে কানাডার কাইলি মাসে ও যুক্তরাষ্ট্রের রিগান স্মিথকে হারিয়েছেন তিনি। ০.০২ সেকেন্ডের জন্য বিশ্বরেকর্ড হয়নি। এই নিয়ে এবার অলিম্পিকে সাঁতারে দুটি সোনা জেতা হয়ে গেল অস্ট্রেলিয়ার।

০৫: ৪৯ , জুলাই ২৭

আলাস্কার ইতিহাস

বিশ্বাসই হচ্ছে না লিডিয়ার!
ছবি : রয়টার্স

নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকও দেখালো চমক। ফেবারিট তাতিয়ানা শোয়েনমেকার কিংবা লিলি কিং নন, এই ইভেন্টে সোনা জিতেছেন ১৭ বছর বয়সী লিডিয়া জ্যাকবি। আলাস্কার ইতিহাসের প্রথম অলিম্পিক সাঁতারু এই জ্যাকবি। ২০১৬ সালের ডিসেম্বরের পর এই প্রথম ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের কোনো ফাইনালে হারলেন লিলি কিং। তিনি জিতেছেন ব্রোঞ্জ। শোয়েনমেকার জিতেছেন রূপা। গত দুই দশকে কেটি লেডেকি ও মিসি ফ্রাঙ্কলিনের পর যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বকনিষ্ঠ অলিম্পিক সাঁতারু হিসেবে সোনা জিতেছেন জ্যাকবি।

০৫: ৩৫ , জুলাই ২৭

আর্চারির দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন রোমান সানা

স্বপ্নযাত্রার শেষটা সুখের হলো না। মাত্র এক পয়েন্টের জন্য আর্চারির ব্যক্তিগত রিকার্ভের দ্বিতীয় রাউন্ড থেকে কানাডার ক্রিস্পিন ডুয়েনাসের বিপক্ষে হেরে বিদায় নিয়েছেন বাংলাদেশের রোমান সানা। প্রথম রাউন্ডে কিছুক্ষণ আগে ব্রিটেনের টম হলকে হারিয়ে আশা জাগিয়েছিলেন রোমান।

০৫: ১২ , জুলাই ২৭

মেয়েদের টেনিসে অঘটন, বিদায় নিলেন নাওমি ওসাকা

চেক প্রজাতন্ত্রের মারকেতা ভোন্দ্রুসোভা হারিয়েছেন ওসাকাকে।
ছবি : রয়টার্স

তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের মারকেতা ভোন্দ্রুসোভার কাছে ৬-১, ৬-৪ গেমে হেরে বিদায় নিয়েছেন এবারের নারী টেনিস অন্যতম ফেবারিট, চারবারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী নাওমি ওসাকা।

০৪: ৫৩ , জুলাই ২৭

যুক্তরাষ্ট্রকে চমকে দিয়ে ব্যাকস্ট্রোকের সোনা রাশিয়ার ঘরে 

সোনা জিতেছেন রাশিয়ান ইভজিনি রাইলোভ
ছবি : রয়টার্স

সবার চোখ ছিল রায়ান মারফির দিকে। ২০১৬ রিও অলিম্পিকে সোনাজয়ী যুক্তরাষ্ট্রের এই সাঁতারু ১০০ মিটার ব্যাকস্ট্রোকে বিশ্বরেকর্ডধারীও। কিন্তু এবার সব হিসেব পালটে গেল। সবাইকে চমকে দিয়ে এই ইভেন্টে সোনা জিতে নিয়েছেন রাশিয়ার ইভজিনি রাইলোভ। শুধু জিতেছেন বললে ভুল হবে, ইউরোপিয়ান রেকর্ড গড়েই জিতেছেন। ওদিকে রূপাও নয়, মারফির কপালে জুটেছে ব্রোঞ্জ। দ্বিতীয় হয়েছেন রাইলোভের স্বদেশি ক্লিমেন্ত কোলেসনিকভ।

০৪: ৪১ , জুলাই ২৭

ছেলেদের রিকার্ভ এককের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রোমান সানা

রোমান সানা।
ছবি : রয়টার্স

আজ টোকিওর ইয়োমেনোসিমা আর্চারি গ্রাউন্ডে প্রথম রাউন্ডে রোমান ৭-৩ সেট পয়েন্টে হারিয়েছেন গ্রেট ব্রিটেনের টম হলকে। খেলা গড়িয়েছে পাঁচ সেটে। যদিও চতুর্থ সেটের তিনটি তিরে বাজে শট খেলে একটু ভয় ধরিয়েই দিয়েছিলেন রোমান।

প্রথম সেটে ৩ শটে রোমান মেরেছেন যথাক্রমে ১০, ১০, ৮ (২৮ পয়েন্ট)। ওদিকে টমও প্রথম সেটের ৩ শটে মেরেছেন যথাক্রমে ৯, ৯, ১০ (২৮)। প্রথম সেটে দুজনই ১ পয়েন্ট ভাগাভাগি করেন। প্রথম সেটে চাপে পড়ে গেলেও ঠিকই দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান রোমান। দ্বিতীয় সেটে মেরেছেন ১০, ৯ ও ৮ (২৭)। আর তৃতীয় সেটে মেরেছেন ১০, ৯, ৮ (২৬)। চতুর্থ সেটে গিয়ে যেন একটু খেই হারিয়ে ফেলেছিলেন তিনি। এই সিরিজে মেরেছেন ৯, ৮, ৮ (২৫)। তবে শেষ পর্যন্ত ফল নিষ্পত্তির সেটে নিজেকে চিনিয়েছেন বেশ ভালোভাবেই। রোমান এই সেটে মেরেছেন যথাক্রমে ৯, ১০ ও ১০ (২৯)। টম দ্বিতীয় সেটে মেরেছেন ৯, ৯, ৭ (২৫)। এরপর তিনি তৃতীয় সেটে মারেন ৮, ৯, ৯ (২৬)। চতুর্থ সেটে টম মেরেছেন ১০, ৭, ১০ (২৭)।

দ্বিতীয় রাউন্ডে রোমান খেলবেন কানাডার ক্রিস্পিন ডুয়েনাসের বিপক্ষে।

০৪: ৩৬ , জুলাই ২৭

গ্রেট ব্রিটেনের ঘরে আরেকটি সোনা

ছেলেদের ২০০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছেন গ্রেট ব্রিটেনের টম ডিন। ১ মিনিট ৪৪.২২ সেকেন্ড সময় নিয়ে পেছনে ফেলেছেন স্বদেশি ডানকান স্কট ও ব্রাজিলের শেফের।

০৪: ২৭ , জুলাই ২৭

বারমুডার ইতিহাস

জাতীয় পতাকা নিয়ে ফ্লোরা ডাফির উল্লাস
ছবি : রয়টার্স

বারমুডার ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সোনার পদক জিতেছেন ফ্লোরা ডাফি। এক ঘন্টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ট্রায়াথলন জিতেছেন তিনি। গ্রেট ব্রিটেনের জর্জিয়া টেলর-ব্রাউন জিতেছেন রূপা, যুক্তরাষ্ট্রের কেটি জাফারেসের ভাগ্যে জুটেছে ব্রোঞ্জ।

০৪: ০৬ , জুলাই ২৭

এগিয়ে থেকেও ব্রাজিলের কাছে হারল আর্জেন্টিনা

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের একটি মূহুর্ত।
ছবি : রয়টার্স

না, ফুটবল না। ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়েছে ভলিবলে। গ্রুপপর্বের ম্যাচে ২০১৬ রিও অলিম্পিকের ভলিবল চ্যাম্পিয়ন ব্রাজিল খেলতে নেমেছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। প্রথম দুই সেট জিতে আর্জেন্টিনা ভয়ও ধরিয়ে দিয়েছিল তাঁদের মনে। কিন্তু পরের দুই সেট ২৫-১৬, ২৫-২১ ব্যবধানে জিতে সমতায় ফেরে ব্রাজিল। শেষ সেটটাও জিতে নেয় ১৬-১৪ পয়েন্টে। হাড্ডাহাড্ডি এই লড়াই জিতে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। আর্জেন্টিনা পড়ে আছে পাঁচে।

০৩: ৫৫ , জুলাই ২৭

চীনের একাধিপত্যে বাধ সাধল জাপান

সঙ্গী ইতোর কাছ থেকে সোনার পদক নিচ্ছেন মিজুতানি
ছবি : এএফপি

২০০৪ সালের এথেন্স অলিম্পিকের পর টেবিল টেনিসে চীন কখনও সোনা হাতছাড়া করেনি। চীনের এই আধিপত্যে এবার ছেদ টানল জাপান। চীনের শু শিন ও লুই শিউয়েনকে মিশ্র দ্বৈত টেবিল টেনিসে হারিয়ে দিয়েছেন জাপানের জুন মিজুতানি ও মিমা ইতো।

১৪: ২৭ , জুলাই ২৬

জাপানের সোনালি দিন

চীনের অলিম্পিক অ্যাসোসিয়েশন হয়তো ২৬ জুলাই দিনটি ভুলে থাকতে চাইবে আরও বহুদিন। আজ টোকিও অলিম্পিকের চতুর্থ দিনে কোনো সোনা জেতেনি চীন। এর মধ্যে সবচেয়ে বেশি জ্বলুনি দিচ্ছে টেবিল টেনিসের মিশ্র দ্বৈতের হার। টেবিল টেনিসের কোনো ইভেন্টে চীনের সোনা হাতছাড়া হওয়ার ঘটনা ২০০৪ এথেন্স অলিম্পিকে। এরপর গত তিন অলিম্পিকে কোনো ইভেন্টেই সোনা হাতছাড়া হয়নি দেশটির। কিন্তু প্রথমবারের মতো হওয়া মিশ্র দ্বৈতের ইভেন্টে জাপানের জুন মিজুতানি ও মিমা ইতো জুটি চীনের জিন জু ও শিওয়েন লিউকে ৪-৩ সেটে হারিয়ে দিয়েছেন। ফেবারিট চীন প্রথম দুই সেট জিতেও গিয়েছিল!

চমকের কথা বলতে গেলে কেটি লেডেকির হারের কথা আগে বলতে হয়। রিও অলিম্পিকে ২০০ মিটার, ৪০০ মিটার ও ৮০০ মিটার ফ্রি স্টাইলের সোনা জেতা এই যুক্তরাষ্ট্রের নারী সাঁতারুর দখলেই ছিল অলিম্পিক ও বিশ্ব রেকর্ড। সেই লেডেকিই এবার টোকিও অলিম্পিকে ৪০০ মিটার ফ্রি-স্টাইলের সোনা জিততে পারলেন না! শেষ ১০০ মিটারে তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফ্রি স্টাইল নারী সাঁতারুকে হারিয়ে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার আরিয়ার্নে টিটমাস! পরে মেয়েদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলের হিটে নতুন অলিম্পিক রেকর্ডও গড়ে সে দুঃখে কিছুটা প্রলেপ দিয়েছেন লেডেকি।

এবারই প্রথমবারের মতো স্কেটবোর্ডিং যুক্ত হয়েছে অলিম্পিকে। আর তাতে সোনা জিতেছেন জাপানের ১৩ বছর বয়সী কিশোরী মোমিজি নিশিয়া। রুপা জিতেছেন ব্রাজিলের ১৬ বছর বয়সী রায়সা লেয়াল। ব্রোঞ্জও জাপানে গেছে। পেয়েছেন ১৩ বছর বয়সী আরেক কিশোরী ফুনা নাকাইয়ামা।

একদিন বিরতির পর আগামীকাল অলিম্পিকে আবার বাংলাদেশের উপস্থিতি ফিরছে। কাল ব্যক্তিগত রিকার্ভের প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলের বিপক্ষে খেলবেন রোমান সানা। আগামীকাল বাংলাদেশ সময় ১০ টা ১৮ মিনিটে মুখোমুখি হবেন দুজন। এ ম্যাচের আগে একটি মজার তথ্য জানিয়ে রাখা যাক। টম হল রসায়নে পিএইচডি করেছেন!

১৪: ৩৮ , জুলাই ২৬

গতকাল পর্যন্ত অলিম্পিকে সোনার হাসি হেসেছিল ১৬টি দেশ। সে তালিকায় আজ যোগ হয়েছে আরও সাতটি দেশ। এর মধ্যে ফিলিপাইনকে অলিম্পিকের প্রথম সোনা এনে দিয়েছেন হিদিলিন দিয়াজ। ৫৫ কেজি ওজন শ্রেণিতে ২২৪ কেজি তুলে সোনা জিতে নিয়েছেন এই নারী ভারোত্তোলক।

গতকাল পর্যন্ত টোকিও অলিম্পিকের পদক তালিকায় নাম উঠেছিল ৪০টি দেশের। আজ আরও ১১টি দেশ পদক পাওয়ার আনন্দে মেতেছে। আয়োজক জাপান অবশেষে পদক তালিকার চূড়ায় উঠে এসেছে। গতকাল পাঁচটি সোনা জেতা জাপান আজ আরও তিনটি সোনা জিতেছে। গতকাল পর্যন্ত তিনে থাকা যুক্তরাষ্ট্রও আজ তিনটি সোনা জিতেছে। আর প্রথম দুই দিন দাপট দেখানো চীন আজ একটু পিছিয়ে পড়েছে। গতকাল পর্যন্ত ছয়টি সোনা জেতা চীন আজ কোনো সোনাই জেতেনি!

জাপান ও যুক্তরাষ্ট্রের মতোই তিনটি করে সোনা জিতেছে রাশিয়া ও ব্রিটেন। গতকাল পর্যন্ত চারে থাকা কোরিয়া আজ একটি সোনা পেয়ে ছয়ে অবস্থান করছে। ২৩টি দেশ অন্তত একটি করে সোনা জিতেছে। ১৬টি দেশ জিতেছে অন্তত একটি রুপা। প্রথম দিনেই একটি রুপা পাওয়া ভারত টানা দুই দিন কোনো পদক পেলে না। এদিকে ১২টি দেশ অন্তত একটি ব্রোঞ্জ পেয়েছে। সব মিলিয়ে পদক তালিকায় এখন পর্যন্ত ৫১টি দেশ জায়গা করে নিয়েছে।

১৩: ৩৮ , জুলাই ২৬

রাশিয়ার আরেকটি সোনা

খ্রামতকোভ
ছবি: রয়টার্স

তায়কোয়ান্দোতে ছেলেদের ৮০ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন রাশিয়ার মাকসিম খ্রামতকোভ। জর্ডানের সালেহ এল শরাবতিকে দাপটের সঙ্গে ২০-৯ পয়েন্টে হারিয়ে দিয়েছেন খ্রামতকোভ।

১৩: ২৯ , জুলাই ২৬

টেবিল টেনিসে অঘটন

জাপানের জুন মিজুতানি ও মিমা ইতো
ছবি: রয়টার্স

২০০৪ এথেন্স অলিম্পিকের পর এই প্রথম টেবিল টেনিসের কোনো ইভেন্টে সোনা হাতছাড়া করল চীন। প্রথমবারের মতো হওয়া মিশ্র দ্বৈতের ফাইনালে জাপানের জুন মিজুতানি ও মিমা ইতো জুটি চীনের জিন জু ও শিওয়েন লিউকে ৪-৩ সেটে হারিয়ে দিয়েছেন। প্রথম দুই সেটে পিছিয়ে থাকা জাপানি জুটি পরে দারুণভাবে খেলায় ফিরেছেন।

১৩: ০৮ , জুলাই ২৬

আর্টিস্টিক জিমন্যাস্টিকসের দলগত সোনা রাশিয়ার

সোনা জয়ের আনন্দ
ছবি: রয়টার্স

দুই সতীর্থ ডেনিস আবলিয়াজিন ও আর্তুর দালালোয়ান ভালো করেননি। সব চাপ এসে পড়ে সবার শেষে থাকা নিকিতা নাগোরনির কাঁধে। কিন্তু নাগোরনি সব চাপ সামলে নয়ে ঠিকই দেশকে সোনা এনে দিয়েছেন। রাশিয়ার ২৬২.৫ পয়েন্ট যথেষ্ট ছিল জাপানকে (২৬২.৩৯৭) টপকে যেতে।

১২: ৫২ , জুলাই ২৬

হংকংয়ের হয়ে ইতিহাস গড়লেন চিয়াং কা লং

চিয়াং কা লং
ছবি: রয়টার্স

ফেন্সিংয়ের ফয়েল ইভেন্টে দুঃখ ভুলল হংকং। ইতালির দানিতেল গ্যারোজ্জোকে ফয়েলের ফাইনালে ১৫-১১ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন চিয়াং কা লং। হংকংয়ের হয়ে কোনো পুরুষ অ্যাথলেটের এটাই প্রথম সোনা।

১২: ৩৭ , জুলাই ২৬

রেকর্ড গড়লেন লেডেকি

লেডেকি
ছবি: রয়টার্স

৪০০ মিটার ফ্রি স্টাইল তাঁর মন খারাপ করে দিয়েছিল। এই ইভেন্টের বিশ্ব রেকর্ড কেটি লেডেকির, আর তাঁকেই টপকে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ার আরিয়ানা। দিনের শেষভাগে এসে একটু হাসতে পারলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু। মেয়েদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলের হিটে প্রথম হয়েছেন লেডেকি। সে পথে নতুন অলিম্পিক রেকর্ডও গড়েছেন। ১৫ মিনিট ৩৫.৩৫ সেকেন্ডে নিজের হিট শেষ করা লেডেকি স্বভাবতই পাঁচটি হিটের সেরা। ওদিকে তাঁর পেছনে থাকা চীনের ওয়াং জিয়ানজিয়াহে এশিয়ান রেকর্ড গড়েছেন ১৫ মিনিট ৪১.৪৯ সেকেন্ডে হিট শেষ করেছেন।

১২: ২১ , জুলাই ২৬

রাশিয়ার দ্বিতীয় সোনা

পজনিয়াকোভা
ছবি: রয়টার্স

ফেন্সিংয়ে মেয়েদের সেবা ইভেন্টে সোনা জিতল রাশিয়া। ফাইনালে নিজ দেশেরই সোফিয়া ভেলিকায়াকে ১৫-১১ ব্যবধানে হারিয়েছেন সোফিয়া পজনিয়াকোভা।

১১: ২০ , জুলাই ২৬

একদিন আগে হবে সার্ফিং

ঝড়ের পূর্বাভাস থাকায় এগিয়ে আনা হয়েছে সার্ফিং
ছবি: রয়টার্স

আগামী বুধবার সার্ফিংয়ের ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু সার্ফিংয়ের ভেন্যু সুরিগাসাকি সৈকতে সেদিন ঝড়ের পূর্বাভাস থাকায় ফাইনালের সূচি এগিয়ে আনা হয়েছে। আগামীকালই হবে ছেলে ও মেয়েদের সার্ফিংয়ের ইভেন্টগুলো। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে আগামীকাল দুপুর সাড়ে ৪ টা পর্যন্ত চলবে ছেলে ও মেয়েদের দুটি ইভেন্ট।

১০: ৫২ , জুলাই ২৬

জুডোতে আরেকটি সোনা জাপানের

ওনো শোহেই
ছবি: রয়টার্স

জুডো জাপানের জন্য সোনার প্রধান উৎস হয়ে উঠেছে। ছেলেদের ৭৩ কেজি ওজন শ্রেণিতে জাপানকে সোনা এনে দিয়েছেন ওনো শোহেই। নির্ধারিত সময়ে জর্জিয়ার লাশা শাভদাতুয়াশভিলিকে হারাতে পারেননি শোহেই। পরে গোল্ডেন স্কোরের ষষ্ঠ মিনিটে ওয়াজা-আরি (দ্বিতীয় সর্বোচ্চ স্কোর) পেয়ে যান শোহেই।

এ নিয়ে জুডোতে চারটি সোনা পেল জাপান। সব মিলিয়ে সাতটি সোনা হয়ে গেল জাপানের। সোনা জেতায় এখন চীনকে টপকে গেছে জাপান। যুক্তরাষ্ট্রও ৭টি সোনা পেয়েছে এখন পর্যন্ত।

১০: ৪৩ , জুলাই ২৬

চীনকে টপকে গেল যুক্তরাষ্ট্র

চতুর্থ দিনে এসে সোনার পদকে চীনকে টপকে গেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সোনা এখন ৭টি। আর চীনের সোনার সংখ্যা এখনো ৬।

১০: ৪০ , জুলাই ২৬

নিজ থেকে ধরা দিল সোনা

তিন মিনিটও খেলতে হয়নি নোরা গিয়াকোভাকে
ছবি: রয়টার্স

এত সহজে অলিম্পিক সোনা পাবেন নিশ্চিতভাবেই ভাবেননি নোরা গিয়াকোভা। বিশ্বচ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ বিজয়ী কসোভোর এই জুডোকা আজ মেয়েদের ৫৭ কেজি ওজন শ্রেণির ফাইনালে পেয়েছিলেন ফ্রান্সের সারাহ লিওনি কিসিককে। মাত্র ২ মিনিট ৪৫ সেকেন্ডে হঠাৎ নোরার দিকে ডাইভ দেন কিসিক। জুডোতে এটা সবচেয়ে বড় অপরাধের একটি। ফলে নোরা গিয়াকোভাকে সরাসরি বিজয়ী ঘোষণা করা হয়েছে। এবারের অলিম্পিকে কসোভোর এটি দ্বিতীয় সোনা।

০৮: ৩০ , জুলাই ২৬

আর্চারির সোনা জিতল দক্ষিণ কোরিয়া

সোনাজয়ী দক্ষিণ কোরিয়া (সাদা), রূপাজয়ী চাইনিজ তাইপে (কালো) ও ব্রোঞ্জজয়ী জাপান দল।
ছবি: রয়টার্স

সেমিফাইনালে জাপান ভয় ধরিয়ে দিয়েছিল দক্ষিণ কোরিয়াকে। ৪-৪ সমতার পর কোনো রকমে ৫-৪ (সেট পয়েন্ট) ব্যবধানে জিতে দক্ষিণ কোরিয়ানরা উঠেছিল ফাইনালে। কিন্তু সেমিফাইনালের তুলনায় ফাইনালটা হলো একেবারেই ম্যাড়মেড়ে। চাইনিজ তাইপেইয়ের বিপক্ষে ফাইনালে ৬-০ ব্যবধানে জিতেছে দক্ষিণ কোরিয়া। ছেলেদের দলগত আর্চারির সোনা জিতে ছিল তারাই।

রূপা চাইনিজ তাইপের, আর সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ভয় ধরিয়ে দেওয়া জাপান শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে হারিয়ে জিতেছে ব্রোঞ্জ।

০৮: ০২ , জুলাই ২৬

স্কিট শুটিংয়ে দুইয়ে দুই যুক্তরাষ্ট্রের

অ্যাম্বার ইংলিশ মেয়েদের স্কিট শুটিংয়ে সোনা জিতেছেন। ঘন্টাখানেক পর ছেলেদের স্কিট শুটিংয়েও যুক্তরাষ্ট্রেরই উল্লাস। সোনা জিতেছেন ভিনসেন্ট হ্যানকক, অ্যাম্বার ইংলিশের মতো তিনিও সোনা জিতেছেন অলিম্পিক রেকর্ড গড়েই।

সব সিরিজ মিলিয়ে মাত্র একটা শটই মিস করেছেন হ্যানকক, তাতে তাঁর স্কোর দাঁড়াল ৫৯! রূপা জেতার পথে ৫৫ স্কোর করেছেন ডেনমার্কের ইয়েসপার হানসেন, কুয়েতের আবদুল্লাহ আলরাশিদি ৪৬ স্কোর করে জিতেছেন ব্রোঞ্জ।

০৭: ৪৩ , জুলাই ২৬

২০০৮, ২০১২, ২০১৬-র চেয়েও এগিয়ে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের পতাকা হাতে টিম প্যাডক।
ছবি: রয়টার্স

প্রথম দুই দিনে কোনো সোনা জিততে না পারা যুক্তরাজ্য তৃতীয় দিনের মাঝপথেই তিনটি সোনা পেয়ে গেল। প্রথমে ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতলেন অ্যাডাম পিটি, এরপর সর্বশেষ এক ঘণ্টায়ই দুটি সোনা এসেছে। ১০ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে সোনা জিতল টম ডেলি-ম্যাটি লি জুটি, আর কিছুক্ষণ আগে মাউন্টেন বাইক সাইক্লিংয়ে সোনার পদক গেল টিম প্যাডকের গলায়।

সর্বশেষ চার অলিম্পিক মিলিয়েই অলিম্পিকের এই পর্যায়ে এসে এর চেয়ে ভালো কখনো করতে পারেনি যুক্তরাজ্য। ইংলিশ দৈনিক গার্ডিয়ানের হিসাব, ২০০৮ বেইজিং অলিম্পিকে তৃতীয় দিনের মাঝামাঝিতে গিয়ে দুটি সোনা জিতেছিল যুক্তরাজ্য, ২০১২ লন্ডন অলিম্পিকে একটিও জিতে পারেনি, আর ২০১৬ রিও অলিম্পিকে জিতেছিল ১টি।

ছেলেদের মাউন্টেইন বাইক ক্রস কান্ট্রি সাইক্লিংয়ে সোনা টিম প্যাডকের

শুরু করেছিলেন একেবারে পেছনের দিকে, সেখান থেকে সার্কিটে নামার আগেই ২৬ ধাপ এগিয়ে গিয়েছিলেন। এরপর পুরো পথে আর কোনো ভুলই করেননি টিম প্যাডক। শেষ ১.৫ কিলোমিটারের সময়ই দুইয়ে থাকা ম্যাথিয়াস ফ্লুকিগারের সঙ্গে তাঁর সময়ের ব্যবধান ছিল ২১ সেকেন্ড।

শেষ পর্যন্ত সোনা জিতেছেন ২১ বছর বয়সী ব্রিটিশ সাইক্লিস্ট প্যাডকই। রূপা জিতেছেন সুইজারল্যান্ডের ফ্লুকিগার। ব্রোঞ্জ স্পেনের দাভিদ ভালেরোর। ২০১৬ রিও অলিম্পিকের চ্যাম্পিয়ন নিকো শার্টার হয়েছেন চতুর্থ।

০৭: ৩৬ , জুলাই ২৬

ছেলেদের ক্যানো স্ল্যালমের সোনা সাভসেকের

৯৮.২৫ সেকেন্ড টাইমিংয়ে শেষ করার পর থেকে বেঞ্জামিন সাভসেকের অপেক্ষার শুরু। কিন্তু তাঁর হুমকি হয়ে থাকা অস্ট্রেলিয়ার ড্যানিয়েল ওয়াটকিনস কিংবা ফ্রান্সের মার্তিন তমারা শেষ পর্যন্ত কিছুই করতে পারলেন না।

৯৯.৯৬ টাইমিং নিয়ে রূপা জিতলেন চেক প্রজাতন্ত্রের লুকাস রোহান, ১০৩.৭০ টাইমিং নিয়ে ব্রোঞ্জ জার্মানির সিদেরিস তাসিয়াদিসের। সোনা শেষ পর্যন্ত গেল স্লোভাকিয়ার সাভসেকের কাছেই!

০৭: ২৭ , জুলাই ২৬

ডাইভিংয়ে সোনা যুক্তরাজ্যের ঘরে

টমাস ডেলি ও ম্যাটি লি।
ছবি: রয়টার্স

চীনের চাও-চেন জুটির সঙ্গে শেষ দিকে তুমুল লড়াই জমেছিল তাঁদের। শেষ পর্যন্ত ছেলেদের ১০ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ের সোনা জিতে গেলেন যুক্তরাজ্যের টম ডেলি ও ম্যাটি লি। চাও-চেন জুটির পয়েন্ট ৪৭১.৮১, চাও-চেন জুটির ৪৭০.৫৮। ব্রোঞ্জ জিতেছে আরওসি (রাশিয়ান অলিম্পিক কমিটি) নাম নিয়ে রাশিয়ার দুই ডাইভার বন্ডার-মিনিবায়েভ জুটি, তাঁদের পয়েণ্ট ৪৩৯.৯২।

দ্বিতীয় দিন পর্যন্তও কোনো সোনা না জেতা যুক্তরাজ্য আজ তৃতীয় দিনে এরই মধ্যে দুটি সোনা জিতে গেল।

০৭: ১২ , জুলাই ২৬

তিনি আমেরিকান, তাঁর নাম ইংলিশ, তিনি জিতলেন সোনা

তাঁর নাম অ্যাম্বার ইংলিশ, দেশ যুক্তরাষ্ট্র! মেয়েদের স্কিট শুটিংয়ে সোনা জিতেছেন তিনিই। জিতেছেন অলিম্পিক রেকর্ড গড়েই!

ইতালির দিয়ানা বাকোসি তাঁর শেষ দুই সিরিজে দুটি শট মিস করেছেন, তাতে তাঁর স্কোর দাঁড়ায় ৫৫। শেষ সিরিজের আগে ইংলিশের জন্য তাই হিসেবটা দাঁড়ায় এমন যে, তিনি তাঁর একটা শট মিস করলেও সোনা হাতছাড়া হবে না। তা-ই করেছেন ইংলিশ! তাঁর শেষ শটটি লক্ষ্যে থাকেনি। তাতেও অলিম্পিক রেকর্ডই হয়ে গেল।

৫৬ স্কোর করে অলিম্পিক রেকর্ড গড়েই সোনা জিতলেন ইংলিশ। রূপা বাকোসির, ব্রোঞ্জ জিতেছেন চীনের ওয়েই মেং।

০৫: ২৬ , জুলাই ২৬

স্কেটবোর্ডিংয়ে সোনা জিতলেন জাপানের নিশিয়া

সোনাজয়ী নিশিয়া ও রূপাজয়ী লেয়ালের (বাঁয়ে) পাশে ব্রোঞ্জজয়ী নাকাইয়ামা।
ছবি: রয়টার্স

রায়সা লেয়াল যখন স্কেটবোর্ড নিয়ে নিজের ট্রিক রাউন্ডের শেষ ধাপে নামছেন, তার আগেই নিশ্চিত ছিল, ১৩ বছর বয়সের এই কিশোরী ব্রাজিলকে কোনো একটা পদক এনে দিচ্ছেন। কোন পদক, সেটাই ছিল দেখার। কিন্তু ১৪.৬৪ স্কোর নিয়ে নামা লেয়াল কারিকুরির পথে একটা ধাক্কা খেলেন, আর এর মানে এই ধাপে তিনি কোনো পয়েন্ট পাচ্ছেন না। তাতেই নিশ্চিত হয়ে গেল, তাঁর চেয়ে স্কোরে এগিয়ে থাকা জাপানের ১৩ বছর বয়সী মোমিজি নিশিয়াকে ধরা হচ্ছে না লেয়ালের।

নিশিয়া এরপর নিজের শেষ কারিকুরি ঠিকঠাকভাবেই শেষ করলেন। অন্য স্কেটার আর সাংবাদিকদের করতালির মধ্যে মুখে চওড়া হাসি নিয়ে ফিরলেন কোচের কাছে। শেষ করলেন ১৫.২৬ স্কোর নিয়ে। নিশিয়া জানতেন, সোনার পদক আর তাঁর মধ্যে তখন শুধু ব্যবধান হয়ে দাঁড়িয়ে তাঁরই স্বদেশি ফুনা নাকাইয়ামা।

শেষ ট্রিকে নামার আগে নাকাইয়ামার স্কোর ছিল ১৪.৪৯, কিন্তু তিনিও লেয়ালের মতো ভুল করলেন। কোনো পয়েন্ট পেলেন না শেষ ধাপে। সোনা ও ব্রোঞ্জ তাই জিতলেন জাপানের দুই কিশোরী নিশিয়া ও নাকাইয়ামা, রূপা ব্রাজিলের লেয়ালের।

নিশিয়া আর লেয়ালের বয়স তো মাত্র ১৩, নাকাইয়ামাও মাত্র ১৬ বছর বয়সী। এবারই অলিম্পিকে অভিষিক্ত স্কেটবোর্ডিং খেলা দিয়ে অলিম্পিক ইতিহাসের সবচেয়ে কম বয়সী পোডিয়ামের দেখাই কি মিলল?

০৫: ০৩ , জুলাই ২৬

লেডেকিকে হারিয়ে সোনা টিটমাসের!

লেডেকিকে (বাঁয়ে) রূপার পদকেই সন্তুষ্ট থাকতে হলো, সোনা জিতলেন টিটমাস (মাঝে)।
ছবি: রয়টার্স

অলিম্পিক ও বিশ্ব রেকর্ড দুটিই তাঁর। সেই কেটি লেডেকিই এবার টোকিও অলিম্পিকে ৪০০ মিটার ফ্রি-স্টাইলের সোনা জিততে পারলেন না! শেষ ১০০ মিটারে দারুণ লড়াই করে যুক্তরাষ্ট্রের কিংবদন্তিকে হারিয়ে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস!

রিও অলিম্পিকে একই সঙ্গে অলিম্পিক ও বিশ্ব রেকর্ড গড়ে সোনা জেতা লেডেকির জন্য যে লড়াইটা সহজ হবে না, সেটা সেমিফাইনালের পরই বোঝা গিয়েছিল। বোঝা গিয়েছিল, ফাইনালে লেডেকিকে দারুণ প্রতিদ্বন্দ্বীতার মুখে ফেলবেন টিটমাস। লিটমাস বলুন, বা 'টিটমাস টেস্ট' লেডেকির!

ফাইনালের প্রথম ৩০০ মিটারেও অবশ্য তেমন কিছু হবে বলে মনে হয়নি, তখনো লেডেকিই এগিয়ে ছিলেন। ১০০ মিটার শেষে টিটমাসের চেয়ে ০.০৭ সেকেন্ডে এগিয়ে থাকা লেডেকি ২৫০ মিটার শেষে এগিয়ে ছিলেন ০.৬৬ সেকেন্ডে। লেডেকি, টিটমাস দুজনই তখন একই ছন্দে সাঁতরাচ্ছেন।

কিন্তু সেখানেই হয়তো লেডেকিকে একটা চাল দিয়ে দিলেন টিটমাস। লেডেকি একই ছন্দে ছিলেন, কিন্তু টিটমাস পুলে তুললেন ঝড়! ৩০০ মিটারে হঠাৎই সমতায় লেডেকি-টিটমাস। শেষ ১০০ মিটারে তখন লেডেকি শঙ্কায়, টিটমাস তখন উজ্জীবিত। ৩৫০ মিটারে টিটমাসই এগিয়ে গেলেন!

শেষ ৫০ মিটারে লেডেকিও ফিরে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু টিটমাসকে তখন আর পায় কে! ৩ মিনিট ৫৬.৬৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতলেন টিটমাস, যা ওশেনিয়া অঞ্চলের রেকর্ড।

তাঁর চেয়ে ০.৬৭ সেকেন্ড পিছিয়ে থেকে রূপা লেডেকির। চীনের বিংজি লি ব্রোঞ্জ জিতেছেন ৪ মিনিট ১.০৮ সেকেন্ড সময় নিয়ে।

মজার ব্যাপার, লেডেকি যে ৩ মিনিট ৫৭.৩৬ সেকেন্ড সময় নিয়েছিলেন সেটি তাঁর ক্যারিয়ারে দ্বিতীয় দ্রুততম। সবচেয়ে দ্রুততম? পাঁচ বছর আগে রিওতে সোনা জেতার পথে বিশ্ব রেকর্ড ও অলিম্পিক রেকর্ড দুমড়েমুচড়ে দেওয়া ৩ মিনিট ৫৬.৪৬ সেকেন্ড। টিটমাস সোনা জিতলেও তাঁর সেই রেকর্ড ভাঙতে পারেননি, এটিও সম্ভবত এই মুহূর্তে তেমন সান্ত্বনা দেবে না লেডেকিকে!

০৪: ৪৩ , জুলাই ২৬

ছেলেদের ৪*১০০ ফ্রি স্টাইলের সোনা যুক্তরাষ্ট্রের

অস্ট্রেলিয়া আর আমেরিকানদের দলই সবচেয়ে ফেবারিট ছিল। বাঁশির পর সবচেয়ে দারুণ শুরু হলো তাদেরই । কায়েলেব ড্রেসেল যুক্তরাষ্ট্রকে প্রথম ১০০ মিটারে এগিয়ে রাখলেন। দ্বিতীয় ১০০ মিটারে যুক্তরাষ্ট্রের ব্লেক পিয়েরোনির সঙ্গে দারুণ লড়াই জমিয়ে দিলেন ফ্রান্সের ফ্লোরেন্ত মানাউদু। তৃতীয় ১০০ মিটারে অবশ্য বাওয়েন বেকার যুক্তরাষ্ট্রকে অনেক এগিয়ে দিলেন। চতুর্থ ১০০ মিটারে জ্যাক অ্যাপলের হাতে অ্যাঙ্কর দেওয়ার সময়েও বিশ্ব রেকর্ড যুক্তরাষ্ট্রের নাগালে ছিল। শেষ পর্যন্ত বিশ্ব রেকর্ড ভাঙা হলো না, কিন্তু অ্যাপল অন্যদের চেয়ে এত এগিয়ে গেলেন যে শেষ পর্যন্ত সোনার লড়াই নিয়ে আর সংশয় ছিল না।

৩ মিনিট ৮.৯৭ সেকেন্ড নিয়ে সোনা যুক্তরাষ্ট্রের। ১.১৪ সেকেন্ড পিছিয়ে থেকে রূপা ইতালির। ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া।

০৪: ৩২ , জুলাই ২৬

ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের সোনা পিটির

সোনার পদক হাতে অ্যাডাম পিটি।
ছবি: রয়টার্স

সবার নজর অ্যাডাম পিটির দিকেই ছিল। বাঁশির পর শুরুটা সবচেয়ে ভালো হয়েছিল ইতালির নিকোলো মার্তিনেঙ্গির। কিন্তু দ্রুতই সামলে নিয়ে প্রথম ৫০ মিটারে সবার আগে শেষ করেন পিটি। টিভি পর্দায় তখন বিশ্ব রেকর্ডও দেখাচ্ছিল। সেটিও তো তাঁরই। বিশ্ব রেকর্ড, অলিম্পিক রেকর্ড দুটিই পিটির দখলে ছিল।

কিন্তু এবার আর কোনো রেকর্ড ভাঙা হয়নি পিটির। ব্রিটিশ সাঁতারুর তাতে হয়তো-বা খানিকটা মন খারাপ হতে পারে। তবে সোনা ঠিকই জিতে নিয়েছেন তিনি। টোকিও অলিম্পিকে এটিই যুক্তরাজ্যের প্রথম সোনা।

৫৭.৩৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন পিটি, ৫৮.০০ সময় নিয়ে রূপা জিতেছেন নেদারল্যান্ডসের আরনো কামিঙ্গা, ব্রোঞ্জ গেছে নিকোলো মার্তিনেঙ্গির (৫৮.৩৩ সেকেন্ড সময়) গলায়।

০৪: ২৫ , জুলাই ২৬

মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ের সোনা কানাডার ম্যাকনিলের

বাঁশির পর দ্রুততম শুরুটা তাঁরই ছিল। মাঝে চীনের ঝ্যাং ইউফেই পুলে ঝড় তুলেছিলেন। দ্বিতীয় ৫০ মিটারে যুক্তরাষ্ট্রের টোরি হুস্ক একটা সময়ে বিশ্বরেকর্ড ভাঙার দৌড়েও ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইউফেই বা হুস্ক নন, বাজিমাত করলেন শুরুটা দারুণ করা কানাডার ম্যাগি ম্যাকনিল। সোনা জেতার পথে ৫৫.৫৯ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন, যা আমেরিকান মহাদেশের রেকর্ড। ইউফেই ৫৫.৬৪ সেকেন্ডে শেষ করে জিতেছেন রূপা। তিনে অবশ্য হুস্ক নন, অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন – তাঁর ৫৫.৭২ সেকেন্ড সময়ও তাঁর ওশেনিয়া অঞ্চলের রেকর্ড।

গুয়াংজুতে ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন ম্যাকনিল, এবার অলিম্পিক সোনাও জিতলেন।

০৪: ২৫ , জুলাই ২৬

ছেলেদের ট্রায়াথলনের সোনা ব্লুম্মেনফেল্টের

ক্রিস্টিয়ান ব্লুম্মেনফেল্টের সোনা জেতার উল্লাস।
ছবি: রয়টার্স

৮০০ মিটার বাকি থাকা অবস্থাতেই যে অ্যালেক্স ই (যুক্তরাজ্য) ও হেইডেন ওয়াইল্ডকে (নিউজিল্যান্ড) পেছনে ফেলেছিলেন, আর পিছু ফিরে তাকাননি ক্রিস্টিয়ান ব্লুম্মেনফেল্ট। ১ ঘন্টা ৪৫ মিনিট ০৪ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন ২৭ বছর বয়সী নরওয়েজিয়ান অ্যাথলেটই। ২০১৬ রিও অলিম্পিকে ১৩তম হয়ে শেষ করা ব্লুমেনফেল্ট এবারের সোনা জিতে বনে গেলেন অলিম্পিকে ট্রায়াথলনে সোনা জেতা প্রথম নরওয়েইজিয়ান।

প্রথমবার অলিম্পিক খেলতে আসা ই রূপা জিতেছেন, ওয়াইল্ড জিতেছেন ব্রোঞ্জ।

০৪: ০৪ , জুলাই ২৬

তৃতীয় দিনে ২১টি সোনার নিষ্পত্তি

আর্চারি - ছেলেদের দলগত ইভেন্ট

আর্টিস্টিক জিমন্যাস্টিকস - ছেলেদের দলগত

ক্যানো স্ল্যালম - পুরুষ সি-১

সাইক্লিং মাউন্টেইন বাইক - ছেলেদের ক্রস-কান্ট্রি

ডাইভিং - ছেলেদের সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্ম

ফেন্সিং - মেয়েদের সাবরে একক, ছেলেদের ফয়েল একক

জুডো - মেয়েদের ৫৭ কেজি, ছেলেদের ৭৩ কেজি

শুটিং - মেয়েদের স্কিট, ছেলেদের স্কিট

স্কেটবোর্ডিং - মেয়েদের স্ট্রিট

সাঁতার - মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাই, ছেলেদের ১০০ মিটার ব্রেস্ট, মেয়েদের ৪০০ মিটার ফ্রি-স্টাইল, ছেলেদের ৪*১০০ ফ্রি স্টাইল রিলে

টেবিল টেনিস - মিক্সড ডাবলস

তায়কোয়ান্দো - মেয়েদের ৬৭ কেজি, ছেলেদের ৮০ কেজি

ট্রায়াথলন - ছেলেদের ফাইনাল

ভারোত্তলন - মেয়েদের ৫৫ কেজি

০৪: ০৪ , জুলাই ২৬

ছেলেদের হকিতে ভারতকে ৭ গোল দিল অস্ট্রেলিয়া

অলিম্পিককে আক্রমণে নিজেদের শক্তি ভালোভাবেই বুঝিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে জাপানকে পাঁচ গোল দিয়েছিল অস্ট্রেলিয়ানরা, আজ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকেও উড়িয়ে দিল! শেষ পর্যন্ত ৭-১ গোলে জিতেছে অস্ট্রেলিয়া।

পুল এ-তে শেষ মুহূর্তের গোলে স্পেনকে ৪-৩ গোলে হারিয়েছে নিউজিল্যান্ড। গ্রুপে নিউজিল্যান্ড তৃতীয়, দুইয়ে আর্জেন্টিনা, সবার ওপরে অস্ট্রেলিয়াই।

১৫: ২৩ , জুলাই ২৫

দ্বিতীয় দিনেও চীনই এগিয়ে

দুর্দান্ত এক দিনের পরিসমাপ্তি। আজ তৃতীয় দিনে চমকপ্রদ সব ঘটনা দেখেছে অলিম্পিক। অলিম্পিক ইতিহাসে প্রথমবারের মতো ভাইবোনকে সোনা জিততে দেখা গেছে আজ। অলিম্পিক রেকর্ড গড়ে ভারোত্তলনে সোনা জিতেছেন চীনের লিজুন। ব্যাকস্ট্রোকের ১০০ মিটারের হিটে টানা তিন হিটে তিনবার নতুন করে গড়া হয়েছে অলিম্পিক রেকর্ড। ব্রেস্ট স্ট্রোকের ১০০ মিটার হিটেও হয়েছে অলিম্পিক রেকর্ড।

বাস্কেটবলে চমক দেখিয়েছে ফ্রান্স। ১৫বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে তারা। ফুটবলে আজ দুর্দান্ত ম্যাচ উপহার দিয়েছে ফ্রান্স ও জার্মানি। ২০ বছর অলিম্পিক ফুটবলে জয় পেয়েছে স্পেন। আজ অলিম্পিকে বাংলাদেশের পক্ষ থেকে খেলছেন শুধু আবদুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলের হিটে ৪৭ জনের মধ্যে ৪১তম হয়েছেন বাকি। তাই অলিম্পিকের পদকের জন্য লড়ার স্বপ্নটা এবারও হিটেই শেষ হলো তাঁর।

আজ পর্যন্ত টোকিও অলিম্পিকের পদক তালিকায় নাম উঠল ৪০টি দেশের। এর মধ্যে ১৬ টি দেশ অন্তত একটি সোনা জিতেছে। অ্যাথলেটিকস এখনো শুরু হয়নি। ফলে এখনো পর্যন্ত এগিয়ে আছে আছে চীন। ২০০৮ সালের সর্বোচ্চ পদকজয়ী দেশটি এখন পর্যন্ত ৬টি সোনা জিতেছে। আয়োজক জাপান আছে দুই নম্বরে। দুই ভাইবোনের কীর্তি দেখা দেশটির সোনা ৫টি। প্রথম দিনে কোনো সোনা না জেতা যুক্তরাষ্ট্র আজ জিতেছে ৪টি সোনা। আর দক্ষিণ কোরিয়ার অর্জন ২টি সোনা। অন্তত একটি রুপা জিতেছে আরও ১৪টি দেশ। প্রথম দিনেই একটি রুপা পেয়ে যাওয়া ভারত আজ কোনো পদক পায়নি। চারটি দেশ দুটি করে ব্রোঞ্জ জিতেছে। ছয়টি দেশ জিতেছে একটি করে ব্রোঞ্জ।

১৪: ১১ , জুলাই ২৫

আধুনিক অলিম্পিকের ১২৫ বছরের ইতিহাসে এমন কিছু হয়নি। একই দিনে ভাইবোনের অলিম্পিক সোনা জেতার ঘটনা কখনো ঘটেনি। এমন অনন্য কিছু আজ করে দেখিয়েছেন জাপানের উতা আবে ও হিফুমি আবে।

আরও পড়ুন
১৪: ০৯ , জুলাই ২৫

বাস্কেটবলে চমক

হেরে গেল যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স

অলিম্পিক বাস্কেটবল বড় এক চমক উপহার দিয়েছে আজ। ছেলেদের বিভাগে ফেবারিট ও ১৫ বারের সোনাজয়ী যুক্তরাষ্ট্রকে ৮৩-৭৬ ব্যবধানে হারিয়ে দিয়েছে বিশ্বের সাত নম্বর দল ফ্রান্স।

১৩: ৫৩ , জুলাই ২৫

রেকর্ড গড়ে সোনা জিতলেন লিজুন

চেন লিজুন
ছবি: রয়টার্স

ভারোত্তলনে ছেলেদের ৬৭ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন চেন লিজুন। রিও অলিম্পিকে পায়ের পেশিতে টান পড়ায় ছিটকে পড়েছিলেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন। এবার সে দুঃখ ভুললেন সোনা জিতে। সেটাও কত নাটকীয়ভাবে! কলম্বিয়ার লুইস হাভিয়ের মস্কেরা লোজানো স্ন্যাচে ১৫১ কেজি তুলে অলিম্পিক রেকর্ড ছুঁয়েছিলেন। আর লিজুন তুলেছিলেন ১৪৫ কেজি। ক্লিন অ্যান্ড জার্কেও দারুণ করেছেন লোজানো। ১৮০ কেজি তুলেছেন। তাঁর তোলা ৩৩১ কেজি এই ওজন শ্রেণির অলিম্পিক রেকর্ড।

সোনা জিততে তাই দুটি রেকর্ড গড়তে হতো লিজুনকে। ইভেন্টের রেকর্ড তো ভাঙতেই হতো, সে সঙ্গে ভাঙতে হতো ক্লিন অ্যান্ড জার্কেরও রেকর্ড। লিজুন সেটাই করেছেন। ১৮৭ কেজি ওজন তুলে ক্লিন অ্যান্ড জার্কের অলিম্পিক রেকর্ড গড়েছেন আর সে সঙ্গে ইভেন্টের নতুন রেকর্ডকে নতুন উচ্চতায় (৩৩২ কেজি) তুলেছেন।

ওদিকে ক্লিন অ্যান্ড জার্কে ১৭৭ কেজিসহ মোট ৩২২ কেজি তোলা ইতালিয়ান মির্কো জান্নি জিতেছেন ব্রোঞ্জ। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকের পর এই প্রথম ভারোত্তলনে পদক পেল ইতালি।

১৩: ২৯ , জুলাই ২৫

জয়ের দেখা পেল জার্মানি

গোল করে উদুয়োখাইয়ের (ডানে) উল্লাস
ছবি: রয়টার্স

গ্রুপ পর্বে শেষ ম্যাচেই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ জাপানের। সে ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে অলিম্পিকের আয়োজক দেশটি। তার আগে নিজেদের কাজটা সেরে নিয়েছে তারা। ‘এ’ গ্রুপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানো জাপান আজ মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। ওদিকে হারের পরও গ্রুপে দুই আছে মেক্সিকো। ফ্রান্সকে প্রথম ম্যাচে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার ফলে গোল ব্যবধানে বেশ এগিয়ে আছে দলটি। গ্রুপের শেষ ম্যাচে এরই মধ্যে বাদপড়া দক্ষিণ আফ্রিকাকে পাচ্ছে তারা।

ওদিকে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়া দক্ষিণ কোরিয়া আজ দুঃখ ভুলেছে রোমানিয়ার বিপক্ষে। রোমানিয়াকে ৪ গোল দিয়েছে দলটি। ‘বি’ গ্রুপের অন্য দল হন্ডুরাস। এই গ্রুপে দুই ম্যাচ শেষে চার দলেরই পয়েন্ট ৩। ফলে গ্রুপ পর্ব পার হওয়ার আশা বেঁচে আছে চার দলেরই।

গ্রুপ ‘ডি’তে প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে ৪-২ গোলে হেরে গিয়েছিল জার্মানি। আজ সৌদি আরবের বিপক্ষেও স্বস্তিতে ছিল না দলটি। দুইবার ম্যাচে সমতা ফিরিয়েছে সৌদি আরব। ৭৫ মিনিটে ফেলিক্স উদুয়োখাই দল জেতানো গোল করেছেন।

১৩: ০০ , জুলাই ২৫

সোনা জয়ে চীন-জাপানের পরই যুক্তরাষ্ট্র

এবারের অলিম্পিকে যুক্তরাষ্ট্রের শুরুটা ভালো হয়নি। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকের পর এই প্রথম কোনো অলিম্পিকের প্রথম দিনে সোনা জেতেনি যুক্তরাষ্ট্র। আজ প্রত্যাশিত আরেকটি পদকও খুইয়েছে তারা। মেয়েদের ৩ মিটার সিঙ্ক্রোনাইজড স্প্রিং বোর্ডে চীনের সঙ্গে সোনার লড়াই হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু একটা ভুলে অষ্টম হয়েছে যুক্তরাষ্ট্র।

এর মাঝেই একটি সুখবর পেল দেশটি। তায়কোয়ান্দোর মেয়েদের ৫৭ কেজির ওজন শ্রেণির ফাইনালে রাশিয়ার তাতিয়ানাকে ২৫-১৭ ব্যবধানে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের আনস্তাসিয়া জোলোতিচ।

১২: ৫৩ , জুলাই ২৫

ফ্রান্সের সোনা জয়

রোমেইন ক্যানু
ছবি: রয়টার্স

ফেন্সিংয়ের পুরুষের এইপে ইভেন্টে সোনা জিতেছেন ফ্রান্সের রোমেইন ক্যানু। শেষ আটটি পয়েন্ট জিতে হাঙ্গেরির গের্গলি সিকলোস্কিকে ১৫-১০ ব্যবধানে হারিয়ে দিয়েছেন ক্যানু। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকের পর এইপেতে প্রথম সোনা ফ্রান্সের।

১২: ৪৬ , জুলাই ২৫

২০ বছর পর স্পেনের জয়

ওইয়ারসাবালের গোলে জয় পেল স্পেন
ছবি: রয়টার্স

২০ বছর পর অলিম্পিক ফুটবলে জয় পেল স্পেন। প্রথম ম্যাচে মিসরের সঙ্গে গোলশূন্য ড্র করে এবারের অলিম্পিক শুরু করেছিল স্পেন। আজ অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। ৮০ মিনিটে মার্কো আসেনসিওর ক্রস থেকে হেড করে মহামূল্যবান গোল এনে দিয়েছেন মিকেল ওইয়ারসাবাল। এ জয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে স্পেন। এই গ্রুপে অন্য দলটি আর্জেন্টিনা।

১২: ৩৩ , জুলাই ২৫

আর্জেন্টিনা যেখানে স্বস্তির জয় পেয়েছে, ব্রাজিল উল্টো মাঠ ছেড়েছে হতাশা নিয়ে। আইভরি কোস্টের বিপক্ষে আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন
১২: ৩০ , জুলাই ২৫

অলিম্পিক ফুটবলে দুবারের সোনাজয়ী আর্জেন্টিনার এবারের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে হেরে যাওয়া দলটি আজ অবশ্য পেয়েছে স্বস্তির জয়। মিসরের বিপক্ষে একমাত্র গোলে পাওয়া জয়টি গ্রুপ পর্ব পার হওয়ার ব্যাপারে আর্জেন্টিনার আশা বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন
১২: ১৮ , জুলাই ২৫

যুক্তরাষ্ট্রের ইতিহাস

লি কিয়েফের
ছবি: রয়টার্স

ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত ফয়েল ইভেন্টে রাশিয়ার ইন্না দেরিগ্লাজোভাকে ১৫-১৩ পয়েন্টে হারিয়ে সোনা জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের লি কিয়েফের। নারীদের ফয়েল ইভেন্টে যুক্তরাষ্ট্রের এটি প্রথম কোনো ব্যক্তিগত সোনা।

১১: ০৯ , জুলাই ২৫

বোনের পর ভাইয়েরও সোনা জয়

হিফুমি আবে
ছবি: রয়টার্স

একটু আগেই জুডোতে মেয়েদের ৫২ কেজির ওজন শ্রেণিতে সোনা জিতেছেন জাপানের উতা আবে। বোনের পর ভাইও সোনা জিতেছেন। ছেলেদের ৬৬ কেজি ওজন শ্রেণিতে জর্জিয়া ভাঝা মার্গভেল্যাশভিলিকে হারিয়ে সোনা জিতেছেন হিফুমি আবে।

১১: ০২ , জুলাই ২৫

ব্রেস্ট স্ট্রোকেও রেকর্ড

তাতিয়ানা শোয়েনমেকার
ছবি: রয়টার্স

১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকের হিটে অলিম্পিক রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার তাতিয়ানা শোয়েনমেকার। ১ মিনিট ৪.৮২ সেকেন্ডে নিজের হিট শেষ করেছেন শোয়েনমেকার। বিশ্ব রেকর্ডধারী ও সদ্য অলিম্পিক রেকর্ড হারানো লিলি কিং তাঁর হিট শেষ করেছেন ১ মিনিট ৫.৫৫ সেকেন্ডে।

১০: ৩৬ , জুলাই ২৫

সাঁতারের পুলে রেকর্ডের ঝড়

কাইলি ম্যাসে (বাঁয়ে), রেগান স্মিথ (ডানে) ও কাইলি ম্যাককিওন (ওপরে)
ছবি: র‍্যটার্স

১০০ মিটার ব্যাকস্ট্রোকের হিটে অলিম্পিক রেকর্ড ভেঙেছেন কানাডার কাইলি ম্যাসে। রিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতা এই সাঁতারু ১০০ মিটার ব্যাকস্ট্রোকের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। আজ ৫৮.১৭ সেকেন্ডে নিজের হিট শেষ করেছেন ম্যাসে। এর আগের রেকর্ডটি ছিল এমিলি সিবোহমের। লন্ডন অলিম্পিকে ৫৮.২৩ সেকেন্ডে ১০০ মিটার ব্যাকস্ট্রোক শেষ করেছিলেন সিবোহম।

কিন্তু নাটকের কেবলই শুরু সেটা। পরের হিটেই ম্যাসের রেকর্ড ভেঙে গেছে। দুই মিনিট আগেই হওয়া রেকর্ড থেকে সেকেন্ডের ২১ ভাগ কমিয়ে এনেছেন যুক্তরাষ্ট্রের রেগান স্মিথ (৫৭.৯৬)। অলিম্পিক গেমসে প্রথম কোনো নারী হিসেবে ১০০ মিটার ব্যাক স্ট্রোকে ৫৮ সেকেন্ডের নিচে সাঁতরালেন কেউ।

সে রেকর্ডও টিকল মাত্র মিনিট খানিক। ছয় নম্বর হিটে নেমেছিলেন বর্তমান বিশ্ব রেকর্ডধারী কাইলি ম্যাককিওন। অস্ট্রেলিয়ান এই সাঁতারু ৫৭.৮৮ সেকেন্ডে হিট শেষ করেছেন।

১০: ৩১ , জুলাই ২৫

পা হড়কাল ব্রাজিলের

রিচার্লিসন আজ গোল পাননি
ছবি: রয়টার্স

প্রথম ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে দিয়েছিল ব্রাজিল। রিচার্লিসন সেদিন হ্যাটট্রিক করেছিলেন। এভারটন ফরোয়ার্ড আজ গোলের দেখাই পাননি। ব্রাজিল দলের বাকি ফরোয়ার্ডরাও করতে পারেননি কোনো গোল। আইভরি কোস্টের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে তাই গোল শূন্য ড্র মেনে নিতে হয়েছে ব্রাজিলকে।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দুটি স্থান ব্রাজিল ও আইভরি কোস্টেরই। আজ ম্যাচের ১৩ মিনিটেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। সরাসরি লাল কার্ড দেখেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার দগলাস লুইজ। অবশ্য স্কোরের মতো এ ক্ষেত্রেও সমতায় ছিল দুই দল। ৭৯ মিনিটে দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আইভরি কোস্টের এবু কোয়াসি।

১০: ১৯ , জুলাই ২৫

প্রথম রাউন্ডেই চমক নিশিকোরির

নিশিকোরি
ছবি: এএফপি

প্রথম রাউন্ডে শক্ত প্রতিপক্ষ পেয়েছিলেন জাপানের কাই নিশিকোরি। পঞ্চম বাছাই আন্দ্রেই রুবলেভকে পেয়েছিলেন নিশিকোরি। কিন্তু রাশিয়ার টেনিস তারকাকে সরাসরি সেটে ৬-৩, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন পরের রাউন্ডে চলে গেছেন নিশিকোরি।

১০: ১৪ , জুলাই ২৫

অপেক্ষা ভাই-বোনের জয়োল্লাসের

আবে উতা
ছবি: এএফপি

ফ্রান্সের আমানদিন বুশারকে হারিয়ে মেয়েদের জুডোতে ৫২ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন জাপানের উতাআবে। কিছুক্ষণ পরই ছেলেদের ৬৬ কেজি ওজন শ্রেণির ফাইনালে খেলতে নামবেন উতার ভাই হিফুমি আবে!

১০: ০৮ , জুলাই ২৫

নিউজিল্যান্ডকে হারিয়ে দিল হন্ডুরাস

দুর্দান্ত এক জয় পেয়েছে হন্ডুরাস
ছবি: রয়টার্স

ওদিকে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারানো নিউজিল্যান্ড আজ হেরে বসেছে হন্ডুরাসের কাছে। ম্যাচে দুবার এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ৭৮ মিনিটে দ্বিতীয়াবার সমতায় ফেরা হন্ডুরাসকে ৮৭ মিনিটে জয় এনে দিয়েছে রিভাসের গোল।

০৯: ৫৫ , জুলাই ২৫

৭ গোলের থ্রিলারে জিতল ফ্রান্স 

তৃতীয়বারের মতো গোল করে দলকে উদ্ধার করেছেন জিনিয়াক (বাঁয়ে)
ছবি: রয়টার্স

প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ৪-১ গোলে হেরেছে ফ্রান্স। দ্বিতীয় ম্যাচেও হারতে বসেছিল ফ্রান্স। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়েছে ফিরেছে ফ্রান্স। যোগ করা সময়ে তেজি সাভানিয়ের গোল জয় এনে দিয়েছে ফ্রান্সকে। এর আগে দলকে হ্যাটট্রিক করে তিনবার উদ্ধার করেছেন আন্দ্রে-পিয়ের জিনিয়াক।

প্রথমার্ধ গোল শূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধে গোল উৎসবের শুরু। ৫৩ মিনিটে প্রথমে গোল করেন দক্ষিণ আফ্রিকার কোদিসাঙ্ক। ৫৭ মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান জিনিয়াক। ৭২ মিনিটে বাফানা বাফানাদের আবার এগিয়ে দেন ম্যাকগোপা। ৬ মিনিট পর আবার সমতা ফেরালেন জিনিয়াক। ৮১ মিনিটে আবার ফ্রান্সকে ভয় পাইয়ে দিয়েছিলেন মোকোয়েনা। ৮৬ মিনিটে আবার নায়ক জিনিয়াক। পেনাল্টি থেকে সমতা ফেরান এই স্ট্রাইকার। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জমজমাট এ ম্যাচের সমাপ্তি টানেন সাভানিয়ে।

০৯: ৪৪ , জুলাই ২৫

অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনার জয়

আর্জেন্টিনাকে জেতালেন মেদিনা
ছবি: রয়টার্স

ফাকুন্দো মেদিনার একমাত্র গোলে মিসরকে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর এ জয়ে দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা বেঁচে রইল আর্জেন্টিনার।

০৯: ৪৭ , জুলাই ২৫
আন্না কিয়েসেনহোফের
ছবি: রয়টার্স

সাইক্লিং রোড রেসের সোনা গেল অস্ট্রিয়ায়। মেয়েদের এই ইভেন্টে সোনা জিতেছেন অস্ট্রিয়ার আন্না কিয়েসেনহোফের।

০৭: ৫২ , জুলাই ২৫

করোনার কারণে গলফের শীর্ষ তারকার বিদায়

স্প্যানিশ অলিম্পিক কমিটি ঘোষণা করেছে, ছেলেদের গলফ র‍্যাংকিংয়ের এক নম্বর খেলোয়াড় জন রাম অলিম্পিকে খেলতে পারবেন না। করোনা পজিটিভ তিনি।

০৬: ২৫ , জুলাই ২৫

অলিম্পিক রেকর্ড গড়ে ১০ মিটার এয়ার রাইফেলের সোনা যুক্তরাষ্ট্রে

স্বপ্নের মতো একটা দিন কাটল উইলিয়াম শানারের। ২০ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই শুটার অলিম্পিক রেকর্ড গড়ে জিতেছেন সোনা। তাঁর পয়েন্ট ২৫১.৬

০৫: ৫২ , জুলাই ২৫

জয় দিয়ে শুরু জভেরেভের

অ্যালেক্সান্ডার জভেরেভ।
ছবি : রয়টার্স

পুরুষ এককে নেই ফেদেরার-নাদাল। আজ সকালে নাম কাটিয়ে নিয়েছেন দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডি মারেও। ফলে নোভাক জোকোভিচ সোনা জয়ের দৌড়ে পরিষ্কার ফেবারিট। সোনা জয়ের পথে জোকোভিচের বাধা যাঁরা হতে পারেন, তাঁদের মধ্যে জার্মান তারকা অ্যালেক্সান্ডার জভেরেভ অন্যতম। প্রথম রাউন্ডে সে জভেরেভ সহজ জয় পেয়েছেন। চাইনিজ তাইপের রেন্ডি লু-কে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন তিনি।

০৫: ৪৪ , জুলাই ২৫

প্রথম রাউন্ডে সহজ জয় নাওমি ওসাকার

নাওমি ওসাকা।
ছবি : রয়টার্স

চারবারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী নাওমি ওসাকার অলিম্পিকে শুরুটা হলো দুর্দান্ত। চীনের ঝেং সাইসাইকে সরাসরি সেটে (৬-১, ৬-৪) হারিয়ে নারী এককের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন তিনি। ওদিকে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন ফ্রান্সের অ্যালিজ কর্নেতকে।

০৫: ৩৬ , জুলাই ২৫

ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে ভারতের জয়

পিভি সিন্ধু।
ছবি : রয়টার্স

ব্যাডমিন্টনের নারী এককে প্রথম রাউন্ডে পিভি সিন্ধুর হাত ধরে প্রথম জয় পেয়েছে ভারত। ইসরায়েলের কেসেনিয়া পলিকারপোভাকে ২১-৭, ২১-১০ গেমে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন তিনি।

০৫: ২৬ , জুলাই ২৫

অলিম্পিকে হতাশ করলেন বাকি

বাছাইয়ে ৪৭ জনের মধ্যে ৪১তম হয়েছেন বাকি।
ফাইল ছবি

অনেক স্বপ্ন নিয়ে আবদুল্লাহ হেল বাকি নেমেছিলেন টোকিও অলিম্পিকের আশাকা শুটিং রেঞ্জে। কমনওয়েলথ গেমসে দুবারের রুপাজয়ী শুটারের স্বপ্ন ছিল অলিম্পিকের ফাইনালে খেলা। কিন্তু সেই সুযোগ আর পেলেন কোথায়?

আজ ৬১৯.৮ স্কোর করে বাছাইয়ে ৪৭ জনের মধ্যে ৪১তম হয়েছেন বাকি। ৬৩২.৭ পয়েন্ট পেয়ে চীনের হাওরান ইয়াং শীর্ষস্থানে থেকে চূড়ান্ত পর্বে উঠেছেন। আর অষ্টম হয়ে চূড়ান্তপর্বে যাওয়া সর্বশেষ শুটার চীনের লিহাও শেংয়ের পয়েন্ট ৬২৯.২। লিহাওয়ের চেয়েও যেখানে ৯.৪ পয়েন্ট পিছিয়ে ছিলেন বাকি!

আরও পড়ুন
০৫: ১৯ , জুলাই ২৫

স্কেটবোর্ডিংয়ের সোনা গেল জাপানে 

হোরিগোমে ইয়োতো।
ছবি : রয়টার্স

এবার অলিম্পিকের প্রথম স্কেটবোর্ডিং ইভেন্টের সোনা জিতেছে জাপান। সর্বমোট ৩৭.১৮ পয়েন্ট নিয়ে সোনা জিতে নিয়েছেন স্বাগতিকদের হোরিগোমে ইয়োতো। ব্রাজিলের কেলভিন হোফলার জিতেছেন রূপা। তাঁর পয়েন্ট ৩৬.১৫। ওদিকে যুক্তরাষ্ট্রের জ্যাগার ইটনের কপালে জুটেছে ব্রোঞ্জ পদক।

০৪: ২৮ , জুলাই ২৫

নারী হকিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রিটেনের হার

গোলের পর স্টেপেনহোর্স্টের উল্লাস।
ছবি : রয়টার্স

নারী হকিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রিটেনকে ২-১ গোলে হারিয়ে চমক সৃষ্টি করেছে জার্মানি। প্রথমে ইসাবেল ওসলির গোলে গ্রেট ব্রিটেন এগিয়ে গেলেও পরে মার্থা হিউস ও শার্লট স্টেপেনহোর্স্টের গোলে ম্যাচ ছিনিয়ে নেয় জার্মানরা।

০৪: ১৭ , জুলাই ২৫

মেয়েদের এক নম্বর টেনিস তারকা অ্যাশলি বার্টির বিদায়

প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন বার্টি।
ছবি : রয়টার্স

দ্বিতীয় দিনে একের পর এক চমক দিয়েই যাচ্ছে টেনিস। প্রথমে পুরুষ একক থেকে নাম কাটিয়ে নিয়েছেন দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে, এবার বাদ পড়লেন মেয়েদের এক নম্বর টেনিস তারকা অ্যাশলি বার্টি। তবে মারের মতো চোটের কারণে নয়, প্রথম রাউন্ডে অখ্যাত সারা সরিবেসের কাছে হেরেই বসেছেন সদ্য উইম্বলডন জিতে আসা বার্টি। স্পেনের এই টেনিস খেলোয়াড়ের কাছে ৬-৪, ৬-৩ সরাসরি সেটে হেরে বসেছেন বার্টি।

০৪: ০৯ , জুলাই ২৫

পুরুষ একক টেনিস থেকে মারের নাম প্রত্যাহার

চোটের কারণে নাম প্রত্যাহার করেছেন মারে
ছবি : রয়টার্স

চোটের কারণে অলিম্পিকের টেনিসের পুরুষ একক থেকে নাম প্রত্যাহার করেছেন দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে। কোয়াড পেশীর চোটের কারণে একক নয়, এখন শুধু দ্বৈত প্রতিযোগিতায় মনোযোগ দেবেন তিনি। আনুষ্ঠানিক বিবৃতিতে গ্রেট ব্রিটেনের পক্ষ থেকে মারে জানিয়েছেন, ‘চিকিৎসক দল আমাকে পরামর্শ দিয়েছে দুই ইভেন্টে না খেলার জন্য। আমি তাই একক ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমার এখন মনোযোগ থাকবে জো সালিসবিউরির সঙ্গে দ্বৈত ইভেন্টে খেলার দিকে।’

২০১২ অলিম্পিকে রজার ফেদেরার ও ২০১৬ অলিম্পিকে হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে দুবার টানা পুরুষ একক টেনিসে সোনা জিতেছিলেন মারে।

আরও পড়ুন
১৪: ৪০ , জুলাই ২৪

চীনই এগিয়ে

টোকিও অলিম্পিকের প্রথম সনা চীনের ইয়াং কিয়ানের
ছবি: রয়টার্স

টোকিও অলিম্পিকের প্রথম দিনে ২৮টি দেশ পদক তালিকায় নাম লিখিয়েছে। প্রথম দিনে নিষ্পত্তি হওয়া ১১টি সোনা জিতে নিয়েছে ৯টি দেশ। এর মধ্যে তিনটি সোনা জিতে প্রথম দিনে এগিয়ে আছে চীন। একটি সোনার সঙ্গে একটি রুপা জিতে দ্বিতীয় স্থানে আছে ইতালি ও জাপান। পদক জয়ের দিক থেকে এগিয়ে চীনই। চারটি পদক জয়ী চীনের পরই আছে দক্ষিণ কোরিয়া। দুটি ব্রোঞ্জ ছাড়াও একটি সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া।

রিকার্ভের মিশ্র দ্বৈতে বাংলাদেশের রোমান সানা-দিয়া সিদ্দিকীদের হারানো কিম জে দিওক ও আন সানই দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন। প্রথম দিনে সোনার দেখা পেয়েছে ৯টি দেশ। অন্তত একটি রুপা জিতেছে এমন দলের সংখ্যা ৯টি। এদের মধ্যে ভারত এবং আরওসি নামের আড়ালে খেলা রাশিয়াও আছে। আর ১০ টি দেশ একটি করে ব্রোঞ্জ জিতেছে।

১৫: ১৬ , জুলাই ২৪

কাল বাকির খেলা

আবদুল্লাহ হেল বাকি
ফাইল ছবি

টোকিও অলিম্পিকের প্রথম দিনেই দারুণ কিছু দেখিয়েছেন বাংলাদেশের দুই অ্যাথলেট রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এবার পালা আবদুল্লাহ হেল বাকির। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০টায় ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অংশ নেবেন কমনওয়েলথ গেমসে দুবার রুপাজয়ী এই শুটার। বাছাই পেরিয়ে ফাইনালে উঠতে পারলে অনন্য এক কীর্তি হবে। কালই বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় হবে এই ইভেন্টের ফাইনাল।

১৪: ৫৪ , জুলাই ২৪

বাদ পড়লেন হান্না

ড্রেসেজ রাইডার ম্যারি হান্না
ছবি: রয়টার্স

সর্বকনিষ্ঠের পর টোকিও অলিম্পিকের বয়োজ্যেষ্ঠ অ্যাথলেটও বাদ পড়লেন প্রথম দিন। ৬৬ বছর বয়সে নিজের ষষ্ঠ অলিম্পিকে অংশ নিতে এসেছিলেন অস্ট্রেলিয়ান ড্রেসেজ রাইডার ম্যারি হান্না। ড্রেসেজে ছয়টি গ্রুপ থেকে সেরা দুজন ও সব গ্রুপ মিলিয়ে বাকি সেরা ছয়জনের ফাইনালে ওঠার সুযোগ ছিল। কিন্তু ৬৭.৯৮১ শতাংশ পয়েন্ট পাওয়া হান্না নিজের গ্রুপে নয়জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন। এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও হাল ছাড়ছেন না হান্না। ২০২৪ প্যারিস অলিম্পিকে খেলতে চান হান্না।

১৩: ৩১ , জুলাই ২৪
জাভাদ ফরোগি
ছবি: রয়টার্স

এই প্রথম অলিম্পিক খেলতে এসেছেন জাভাদ ফরোগি। প্রথমবারেই দুর্দান্ত কীর্তি। ইরানের হয়ে এমন কীর্তি কেউ করে দেখাতে পারেননি এর আগে।

আরও পড়ুন
১৩: ২৮ , জুলাই ২৪
জাজা
ছবি: রয়টার্স

এবারের অলিম্পিকে সর্বকনিষ্ঠ অ্যাথলেট সিরিয়ার। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে উঠে আসা ১২ বছর বয়সী এই বালিকার গল্প পড়ে নিন এখানে

আরও পড়ুন
১৩: ২৩ , জুলাই ২৪

তায়কোয়ান্দো সোনা এনে দিল ইতালিকে

ভিতো দেল’আকিলা
ছবি: রয়টার্স

প্রথম দিনেই সোনার পদক পেয়ে গেল ইতালি। তায়কোয়ান্দোর ছেলেদের ৫৮ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন ভিতো দেল’আকিলা। তিউনিসিয়ার মোহামেদ খালিল জেন্দোবির বিপক্ষে ১০-৮ পয়েন্টে পিছিয়ে ছিলেন। কিন্তু শেষ ১০ পয়েন্টের আটটিই জিতে ১৬-১০ পয়েন্টে ফাইনাল জিতে নিয়েছেন দেল’আকিলা।

এটাই টোকিও অলিম্পিকের প্রথম দিনের শেষ সোনা। আজ আর কোনো সোনার মীমাংসা হবে না।

১৩: ০৪ , জুলাই ২৪

থাইল্যান্ডের প্রথম সোনা

পানিপাক ওংপাত্তানাকিত
ছবি: এএফপি

মেয়েদের তায়কোয়ান্দোর ৪৯ কেজি শ্রেণিতে সোনা জিতেছে থাইল্যান্ড। টান টান উত্তেজনার ফাইনালে স্পেনের ১৭ বছর বয়সী আদ্রিয়ানা কেরেজোকে ১১-১০ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন থাইল্যান্ডের পানিপাক ওংপাত্তানাকিত।

ওদিকে ছেলেদের ফেন্সিংয়ে সেইবর ইভেন্টে সোনা জিতেছেন হাঙ্গেরির অ্যারন সিলাজি ইতালির লুইগি সামেলেকে পাত্তাই দেননি। ইতালিয়ান প্রতিপক্ষকে ১৫-৭ পয়েন্টে উড়িয়ে দিয়েছেন সিলাজি।

১২: ৩০ , জুলাই ২৪

ফেন্সিংয়ের সোনা চীনের

সুন ইয়েন
ছবি: রয়টার্স

মেয়েদের এইপে ইভেন্টের ফাইনালে রোমানিয়ার আনা মারিয়া পপেস্কুকে ১১-১০ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন চীনের সুন ইয়েন। রিও অলিম্পিকে এককে ব্রোঞ্জ ও দলগত রুপা জিতেছিলেন ইয়েন।

১২: ২১ , জুলাই ২৪

রাশিয়ার দাপট

এবারই প্রথম অলিম্পিকে খেলা হচ্ছে বাস্কেটবল ৩x৩। আর প্রথম দিনেই সেলিব্রিটি দর্শক পেয়ে গেছে খেলাটি। বাস্কেটবল ৩x৩ এর মহাভক্ত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। গ্যালারিতে তাঁর সঙ্গী ছিলেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। এ দুজনের উপস্থিতিতে দাপট দেখিয়েছে রাশিয়া। বিশ্ব মাদক নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞার কারণে এবার রাশিয়ার অ্যাথলেটরা নিজ দেশ বা পতাকার অধীনে খেলতে পারছেন না। টোকিও অলিম্পিকে তাঁদের অংশ নিতে হচ্ছে আরওসি-র (রাশিয়ান অলিম্পিক কমিটি) অধীনে। বাস্কেটবল ৩x৩ ইভেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে আরওসি দল। জাপানকে ২১-১৮ পয়েন্টে ও চীনকে ১৯-৯ পয়েন্টে হারিয়েছে। ওদিকে বিশ্বের এক নম্বর দল ফ্রান্স যুক্তরাষ্ট্রের কাছে ১৭-১০ ব্যবধানে হেরেছে।

বাস্কেটবল ৩x৩ দিয়ে একটি ইতিহাস গড়ল মঙ্গোলিয়া। এই প্রথম কোনো দলীয় খেলায় অংশ নিল দেশটি। প্রথম ম্যাচে ইতালির কাছে ১৫-১৪ ব্যবধানে হেরে গেছে মঙ্গোলিয়া নারী দল।

১১: ৫৫ , জুলাই ২৪

দুই ম্যাচে দুই হ্যাটট্রিক

বান্দা
ছবি: টুইটার

অলিম্পিকে শুরুটা ভয়ংকর হয়েছে জাম্বিয়ার। মেয়েদের ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ১০-৩ গোলে হেরেছে দলতি। সে ম্যাচে দলটির একমাত্র উজ্জ্বল দিক অধিনায়ক বারব্রা বান্দা। ২১ বছর বয়সী ফরোয়ার্ড সেদিন হ্যাটট্রিক করেছিলেন। আজ চীনের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ড বইয়েই নাম লিখিয়ে ফেললেন। প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিকে টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ড হলো বান্দার। আজ চীনের বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েছিল জাম্বিয়া। সেখান থেকে হ্যাটট্রিক করে দলকে এগিয়ে দিয়েছিলেন বান্দা। পরে ৪-৪ গোলে শেষ হয়েছে ম্যাচ। চীনের হয়ে চারটি গোলই করেছেন ওয়াং শুয়াং।

অলিম্পিকে ছয় গোল করে আরেকটি রেকর্ড ছুঁয়েছেন বান্দা। প্রথম আফ্রিকান হিসেবে ইউরোপিয়ান ফুটবলে পা রাখা এই জাম্বিয়ানের টুর্নামেন্টে এখন ছয় গোল। অলিম্পিকের এক আসরে সর্বোচ্চ ছয় গোলের রেকর্ড এত দিন ছিল কানাডার ক্রিস্টিন সিনক্লেয়ারের (২০১২ অলিম্পিক)।

১১: ০৩ , জুলাই ২৪

জাপানের প্রথম সোনা

তাকাতো নাওহিসা
ছবি: রয়টার্স

জুডোতে মেয়েদের ৪৮ কেজি শ্রেণিতে প্রথম পদক (রুপা) পেয়েছে জাপান। সেই জুডো থেকেই প্রথম সোনা পেল জাপান। ছেলেদের ৬০ কেজি ওজন শ্রেণিতে চাইনিজ তাইপের ইয়াং ইউং ওয়েইকে হারিয়ে দেশকে টোকিও অলিম্পিকের প্রথম সোনা এনে দিয়েছেন তাকাতো নাওহিসা।

১০: ৫৮ , জুলাই ২৪

শুরুতেই রেকর্ড

ব্রেন্ডন স্মিথ
ছবি: টুইটার

একটু আগে শুরু হয়েছে সাঁতারের ইভেন্ট। আর দিনের প্রথম হিটেই রেকর্ডের দেখা মিলল। ছেলেদের ৪০০ মিটার মিডলের হিটে অস্ট্রেলিয়ার ব্রেন্ডন স্মিথ প্রথম হয়েছেন। তাঁর ৪ মিনিট ৯.২৭ সেকেন্ড এই ইভেন্টে ওশেনিয়া অঞ্চলের রেকর্ড ভেঙে দিয়েছে।

১০: ৫৬ , জুলাই ২৪

ভারতের প্রথম পদক

টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক রুপা। মেয়েদের ভারোত্তোলনের ৪৯ কেজি শ্রেণিতে রুপার পদক জিতেছেন চানু মীরাবাঈ। এতেই অবশ্য একটি রেকর্ড হয়েছে। ভারতের পক্ষে অলিম্পিকে ভারোত্তোলনের প্রথম রুপা এনে দিয়েছেন মীরাবাঈ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন অর্জনে মীরাবাঈকে অভিনন্দন জানিয়ে টুইট করেছে।

আরও পড়ুন
১০: ৫৬ , জুলাই ২৪

প্রথম সোনা চীনের

বেইজিং অলিম্পিকে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান পাওয়া চীন পরের দুই অলিম্পিকে ভালো করেনি। এবার সে দুঃখ ভুলতে করোনাকালেও ৭৭৭ জনের বিশাল এক দল নিয়ে টোকিওতে গিয়েছে চীন। টোকিও অলিম্পিকের প্রথম সোনা জিতে নিজের প্রাধান্য বিস্তারের ইচ্ছাটা আরও একবার জানিয়ে দিয়েছে চীন। আজ সকালে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতেছেন চীনের শুটার ইয়াং কিয়ান।

আরও পড়ুন
১০: ৫৩ , জুলাই ২৪

নবম হলেন রোমান-দিয়া 

অলিম্পিক আর্চারিতে রিকার্ভের মিশ্র ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেছেন বাংলাদেশের রোমান সানা-দিয়া সিদ্দিকী জুটি। ১৩৬৮ পয়েন্ট পেয়ে বাছাইয়ে প্রথম হওয়া দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

আরও পড়ুন
১০: ৫৩ , জুলাই ২৪

পর্দা উঠল টোকিও অলিম্পিকের

ছবি: রয়টার্স

বহু প্রতীক্ষার পর পর্দা উঠল টোকিও অলিম্পিকের। অ্যাথলেটরা আগেই নেমে পড়েছেন মাঠে। তবু আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার অপেক্ষা তো থাকেই। সে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে শুক্রবার রাতে। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন ও অলিম্পিক আয়োজনের সঙ্গে জড়িত শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে কাল অলিম্পিকের উদ্বোধন করেছেন জাপানের সম্রাট নারুহিতো। জমকালো অনুষ্ঠানের শেষ টেনেছেন টেনিস তারকা নাওমি ওসাকা। জাপানি বংশোদ্ভূত এই দুই গ্র্যান্ড স্ল্যামজয়ী কাল অলিম্পিকের মশাল জ্বালিয়েছেন।

আরও পড়ুন