২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘খারাপ মানুষ’টা চলেই গেলেন

কেভিন ন্যাশ ও হাল্ক হোগানের সঙ্গে স্কট হল (সবার বাঁয়ে)ছবি : ডব্লিউডব্লিউই

২০১৪ সালে বিশ্বখ্যাত রেসলিং প্রতিষ্ঠান ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) যখন কিংবদন্তি রেসলার স্কট হলকে ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করে, নিজের বক্তব্যের শেষে দুর্দান্ত একটা কথা বলেছিলেন। রেসলিং রিংয়ে নেতিবাচক চরিত্রে রূপদান করার ব্যাপারে তাঁর খ্যাতি ছিল দেখেই কি না, ‘ব্যাড গাই’ বা ‘খারাপ মানুষ’ হিসেবে পরিচিতি ছিল তাঁর।


বলেছিলেন, পরিশ্রম করলে ফল মেলে, স্বপ্নও বাস্তব হয়। খারাপ সময় কখনোই চিরস্থায়ী হয় না কিন্তু ‘খারাপ মানুষেরা’ থেকে যায় (হার্ড ওয়ার্ক পেজ অফ, ড্রিমস কাম ট্রু, ব্যাড টাইমস ডোন্ট লাস্ট, ব্যাড গাইজ ডু)। পেশাদার রেসলিংকে আজকের অবস্থায় নিয়ে আসার পেছনে আজীবন যে অবদান রেখেছেন, ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে সেবার তার প্রতিদান পেয়েই কথাটা বলেছিলেন হল। ভক্তদের কাছে যিনি ‘রেজর র‍্যামন’ হিসেবেও পরিচিত ছিলেন।

চারবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন
ছবি : ডব্লিউডব্লিউই

ছিলেন বলতে হচ্ছে, কারণ ৬৩ বছর বয়সী এই রেসলার আজ মারা গেছেন। চলে গেছেন ‘খারাপ মানুষ’টা।


গত পরশু রাতে ঘুমের মধ্যে তিন-তিনবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন, কাল সারা দিন তাঁকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। প্রিয় বন্ধু, আরেক রেসলিং তারকা কেভিন ন্যাশ ইনস্টাগ্রামে কালই কার্যত হলের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন। বলেছিলেন, হলের পরিবার একটু ধাতস্থ হলেই লাইফ সাপোর্ট খুলে নেওয়া হবে। আজ সকালে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। চিরবিদায় নিয়েছেন আশি ও নব্বইয়ের দশকের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী এই রেসলিং তারকা।

ন্যাশ আর কিংবদন্তি রেসলার হাল্ক হোগানের সঙ্গে হল গড়েছিলেন ‘নিউ ওয়ার্ল্ড অর্ডার’। আজীবন নায়কের ভূমিকায় রেসলিং লড়ে যাওয়া হাল্ক হোগান এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের মাধ্যমেই নেতিবাচক চরিত্রে রূপদান করা শুরু করেন। আজীবন ইতিবাচক চরিত্রে থাকা হোগানের পক্ষে যে খলনায়কের ভূমিকাও নেওয়া সম্ভব, সেটা হল আর ন্যাশই নিশ্চিত করেছিলেন নিউ ওয়ার্ল্ড অর্ডারের মাধ্যমে।

হল নিজেও ছিলেন কিংবদন্তি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। চারবার এই চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি। কখনো বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেননি।

ন্যাশ আর কিংবদন্তি রেসলার হাল্ক হোগানের সঙ্গে হল গড়েছিলেন ‘নিউ ওয়ার্ল্ড অর্ডার’
ছবি : ডব্লিউডব্লিউই

বন্ধুর মৃত্যুতে শোকাচ্ছন্ন হোগান। তিনি বলেছেন, ‘কিছুক্ষণ আগে আমার অনেক ভালো এক বন্ধু মারা গেছে। স্কট হল। আমার অবস্থা যখন খারাপ ছিল, সবাই যখন ভেবেছিল, হাল্ক আর কিছু করতে পারবে না, তখন ও আমার খেয়াল রেখেছিল। স্কট হল আমাকে পুনরুজ্জীবিত করেছে। আবার রেসলিংয়ের জগতে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে এসেছে।’ একবাক্যেই নিজের মনের অবস্থা টুইটারে জানিয়ে দিয়েছেন শন মাইকেলস, ‘আমি তোমাকে ভালোবাসি, প্রিয় বন্ধু!’


আরেক কিংবদন্তি স্টিং লিখেছেন, ‘হৃদয় ভেঙে যাওয়ার মতো এক ঘটনা। বড় এক ক্ষতি হয়ে গেল। সে অবশ্যই আমাদের সবাইকে সাহায্য করেছে, ভালো রেসলার হওয়ার ব্যাপারে। অনেক অনেক মধুর স্মৃতি ওর সঙ্গে। স্কট হল, তোমাকে মিস করব!’