কমনওয়েলথ গেমসেও দৌড়াবেন ইংল্যান্ডপ্রবাসী ইমরানুর

দেশের দ্রুততম মানব ইমরানুর দৌড়াবেন কমনওয়েলথ গেমসেওছবি: প্রথম আলো

স্প্রিন্টার ইমরানুর রহমান এরই মধ্যে নজর কেড়েছেন নিজের অর্জন দিয়ে। জানুয়ারিতে প্রথমবারের মতো জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই সবার নজর কেড়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই অ্যাথলেট। প্রথমবারেই ২২ বছরের পুরোনো রেকর্ড ভাঙেন তিনি। বনানী আর্মি স্টেডিয়ামে ইলেকট্রনিক স্কোর বোর্ডে ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে ইমরানুর হয়েছেন দেশের দ্রুততম মানব।

বাংলাদেশের হয়ে ট্র্যাকে দৌড়াতে চান, সেটি তিনি আগেই বলেছিলেন। তাঁর ইচ্ছা এবার পূরণ হতে চলেছে। এবারের কমনওয়েলথ গেমসে বাংলাদেশ অ্যাথলেটিকস দলে জায়গা পেয়েছেন তিনি। বার্মিংহামে আগামী ২৮ জুলাই থেকে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস।

১০০ মিটার দৌড়ে ইমরানুর ২২ বছরের পুরোনো জাতীয় রেকর্ড ভেঙেছেন জানুয়ারিতে
ছবি: প্রথম আলো

বার্মিংহামের আসরের জন্য অ্যাথলেটিকস ফেডারেশন আজ মঙ্গলবার ১১ জনের দল ঘোষণা করেছে। এই দলে আছেন ছয়জন পুরুষ ও পাঁচ নারী অ্যাথলেট। ছেলেদের দলে ইমরানুর রহমানের পাশাপাশি ১০০ মিটারে দৌড়াবেন সাবেক দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল ও রাকিবুল হাসান। এ ছাড়া রাকিবুল ২০০ মিটার স্প্রিন্ট ও ইসমাইল অংশ নেবেন লং জাম্পে।

হাইজাম্পে অংশ নেবেন জাতীয় চ্যাম্পিয়ন মাহফুজুর রহমান, স্বপন বিশ্বাস ও লং জাম্পে মোহাম্মদ আশরাফুল ইসলাম। মেয়েদের দলে ডাক পেয়েছেন ১০০ ও ২০০ মিটারের বর্তমান দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান, শিরিন আক্তার, হাইজাম্পে উম্মে হাফসা রুমকি ও ঋতু আক্তার। ৩০০০ মিটারে রিংকি বিশ্বাস। আগামী মাসের প্রথম সপ্তাহে আর্মি স্টেডিয়ামে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। অবশ্য ইমরানুর অনুশীলন করবেন ইংল্যান্ডে থেকে।

এ দলটিকেই দীর্ঘমেয়াদি অনুশীলন করানোর পরিকল্পনা অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিবের, ‘শুধু কমনওয়েলথ গেমস নয়, আগামী বছরের এসএ গেমসকে মাথায় রেখে মূলত দলটি গড়া হয়েছে। আমাদের বেশ কয়েকজন অ্যাথলেট এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স করেছে। দীর্ঘমেয়াদি ট্রেনিং দিতে পারলে এদের দিয়ে এসএ গেমসে পদক আনা সম্ভব। সেই লক্ষ্যে আমরা দ্রুত অনুশীলন শুরু করতে চাই।’