আজ ‘নতুন বোল্ট’ দেখবে বিশ্ব

আজ জানা যাবে ১০০ মিটার স্প্রিন্ট চ্যাম্পিয়নের নামছবি : রয়টার্স

তর্কযোগ্যভাবে অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হবে আজকেই। ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল আজ। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নিশ্চিত হয়ে যাবে, দ্রুততম মানবের তকমা কার গায়ে লাগল। উসাইন বোল্টের উত্তরসূরি হলেন কে।

এই ইভেন্ট ছাড়াও আরও ২৪টি ইভেন্টের মীমাংসা হবে আজ। কী কী সেসব ইভেন্ট? আসুন এক নজরে দেখে নেওয়া যাক!

সোনার পদকের ইভেন্ট: ২৫

গলফ
পুরুষ শেষ রাউন্ড, ভোর ৪-৩০ মি.
সাইক্লিং বিএমএক্স ফ্রিস্টাইল
মেয়েদের পার্ক ফাইনাল, সকাল ৭-১০ মি.
পুরুষ পার্ক ফাইনাল, সকাল ৮-২০ মি.


সাঁতার
পুরুষ ৫০ মিটার ফ্রিস্টাইল, সকাল ৭-৩০ মি.
মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল, সকাল ৭-৩৭ মি.
পুরুষ ১৫০০ মিটার ফ্রিস্টাইল, সকাল ৭-৪৪ মি.
মেয়েদের ৪x১০০ মিটার মেডলি রিলে, সকাল ৮-১৫ মি.
পুরুষ ৪x১০০ মিটার মেডলি রিলে, সকাল ৮-৩৬ মি.

ফেবারিট হিসেবে দৌড় শুরু করবেন যুক্তরাষ্ট্রের ট্রেভন ব্রোমেল
ছবি : রয়টার্স

অ্যাথলেটিকস
মেয়েদের শট পুট ফাইনাল, সকাল ৭-৩৫ মি.
পুরুষ হাই জাম্প ফাইনাল, বিকেল ৪-১০ মি.
মেয়েদের ট্রিপল জাম্প ফাইনাল, বিকেল ৫-১৫ মি.
পুরুষ ১০০ মিটার ফাইনাল, সন্ধ্যা ৬-৫০ মি.


সেইলিং
পুরুষ ওয়ান পারসন ডিঙ্গি, বেলা ১১-৩৩ মি.
মেয়েদের ওয়ান পারসন ডিঙ্গি, দুপুর ১২-৩৩ মি.


ডাইভিং
মেয়েদের ৩ মিটার স্প্রিংবোর্ড ফাইনাল, দুপুর ১২টা

টেনিস
মেয়েদের দ্বৈত ফাইনাল, দুপুর ১২টা
পুরুষ একক ফাইনাল, ১ম ম্যাচ শেষে
মিশ্র দ্বৈত ফাইনাল, ২য় ম্যাচ শেষে


আর্টিস্টিক জিমন্যাস্টিকস
পুরুষ ফ্লোর এক্সারসাইজ ফাইনাল, বেলা ২টা
মেয়েদের ভল্ট ফাইনাল, বেলা ২-৫২ মি.
পুরুষ পমেল হর্স ফাইনাল, বেলা ৩-৪১ মি.
মেয়েদের আনইভেন বার ফাইনাল, বিকেল ৪-২৪ মি.


ফেন্সিং
পুরুষ ফয়েল দলীয় ফাইনাল, বিকেল ৪-৫০ মি.


ভারোত্তোলন
মেয়েদের ৭৬ কেজি ফাইনাল, বিকেল ৪-৫০ মি.


ব্যাডমিন্টন
মেয়েদের একক ফাইনাল, সন্ধ্যা ৬-২০ মি.