এশিয়ান অনূর্ধ্ব-২১ হকি: চীনকে হারিয়ে পঞ্চম হয়ে শেষ বাংলাদেশের

চীনকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশএশিয়ান হকি ফেডারেশন

থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে গতকালই যুব বিশ্বকাপ হকির টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–২১ হকি দল। যেকোনো পর্যায়ের হকিতে এই প্রথম কোনো বিশ্বকাপের টিকিট পাওয়া বড় অর্জনই লাল–সবুজের জন্য। ওমানের মাসকটে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে বাংলাদেশের শেষটাও হয়েছে দারুণ।

বাংলাদেশের যুবারা আজ পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে চীনকে হারিয়েছে ৬-৩ গোলে। ১০ দলের মধ্যে পঞ্চম হয়েই স্বপ্নের টুর্নামেন্ট শেষ করেছে দুরন্ত বাংলাদেশ।

আরও পড়ুন

ওমানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হারে ৬-০ গোলের বড় ব্যবধানে। তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে ২-২ ও চীনের সঙ্গে ১-১ গোলে ড্র। গ্রুপ পর্ব শেষে কাল থাইল্যান্ডকে উড়িয়ে আজ চীনের বিপক্ষেও এসেছে জয়। ৬ ম্যাচে ৩ জয়, ২ ড্র ও ১ হার। এই টুর্নামেন্ট থেকে এর চেয়ে বেশি কিছু চাইতে পারত না বাংলাদেশ।

চীনের কাছে আজ হারলেও বিশ্বকাপে খেলা নিশ্চিতই ছিল বাংলাদেশে যুবাদের। ষষ্ঠ হলেও সমস্যা ছিল না। তবে বাংলাদেশ যুব দল পঞ্চম হয়েই শেষ করেছে টুর্নামেন্ট। স্থান নির্ধারণী ম্যাচে আজ বিরতির সময় বাংলাদেশ এগিয়ে ছিল ৪-২ গোলে। চীন চেষ্টা করছিল ম্যাচে ফিরতে। কিন্তু শেষ পর্যন্ত ছয় গোল হজম করতে হয়েছে গতকাল দক্ষিণ কোরিয়াকে হারানো চীনকে। বাংলাদেশ দলের আমিরুল ইসলাম ও রকিবুল হাসান তিনটি করে গোল করেন।

আরও পড়ুন