প্যারিস অলিম্পিকে কোভিডে আক্রান্ত অন্তত ৪০ অ্যাথলেট

প্যারিস অলিম্পিকে বেশ কিছু তারকা অ্যাথলেট কোভিডে আক্রান্ত হনএএফপি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আজ জানিয়েছে, প্যারিস অলিম্পিকে ৪০ জনের বেশি অ্যাথলেট কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে ডব্লিউএইচও মনে করছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৈশ্বিকভাবে নতুন করে বাড়তে পারে।

ডব্লিউএইচও বলেছে, কোভিড-১৯ ভাইরাস এখনো ছড়িয়ে পড়ছে এবং তার প্রতিরোধব্যবস্থায় দেশগুলোর আরও কঠোর হওয়া প্রয়োজন। প্যারিস অলিম্পিকে বেশ কয়েকজন তারকা অ্যাথলেট কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন

১০০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে রুপা জয়ের পরের দিন কোভিড পরীক্ষায় পজিটিভ হন ব্রিটেনের সাঁতারু অ্যাডাম পিটি। তাঁর দল জানিয়েছে, পিটি শারীরিকভাবে ভালো বোধ করছিলেন না। অস্ট্রেলিয়ান সাঁতারু ল্যানি পলিস্টার অসুস্থতার কারণে মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার থেকে নিজেকে সরিয়ে নেন।

ডব্লিউএইচওর মহামারি ও অতিমারি প্রতিরোধ এবং প্রস্তুতি দপ্তরের পরিচালক মারিয়া ফন কেরখোভ বলেছেন, ৮৪টি দেশ থেকে পাওয়া তথ্যপঞ্জি অনুযায়ী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের হার ‘গত কয়েক সপ্তাহে বেড়েছে’।

ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পিটি কোভিডে আক্রান্ত হন
রয়টার্স

এসআরএস-কোভ-২ ভাইরাস কোভিডের জন্য দায়ী। মারিয়া আরও বলেন, এসআরএস-কোভ-২ ভাইরাসের বিস্তৃতি যা জানানো হচ্ছে, সে তুলনায় ‘২ থেকে ২০ গুণ বেড়েছে’। মারিয়া বলেছেন, ‘এটা গুরুত্বপূর্ণ। কারণ, ভাইরাস বিবর্তিত হচ্ছে এবং পাল্টাচ্ছে। এ কারণে আমরা সবাই ঝুঁকিতে। কারণ, আরও ভয়ংকর ভাইরাস আমাদের চিকিৎসাব্যবস্থায় ঢুকে পড়তে পারে।’

আরও পড়ুন

মারিয়া আরও জানিয়েছেন, কোভিড মহামারিতে আগের ভাইরাস যেমন শ্বাসতন্ত্রের সমস্যা তৈরি করেছে এবং শীতকালীন মাসগুলোতে বেড়েছে, নতুন করে বিবর্তিত হওয়া ভাইরাসটি তেমন নয়। তিনি এ বিষয়ে বলেছেন, ‘মৌসুম যেটাই হোক, সাম্প্রতিক মাসগুলোয় অনেক দেশে কোভিড-১৯ ভাইরাসের উত্থান লক্ষ করা গেছে। এর মধ্যে অলিম্পিকও আছে, যেখানে অন্তত ৪০ জন অ্যাথলেট আক্রান্ত হয়েছেন।

অ্যাথলেটদের আক্রান্ত হওয়ায় অবাক হওয়ার কিছু নেই। কারণটা আমি আগেই বলেছি, ভাইরাস ব্যাপকভাবে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে।’