প্রত্যাশামতো বিক্রি হচ্ছে না অলিম্পিক ফুটবলের টিকিট

অলিম্পিকে এখনো ১২ লাখ টিকিট বিক্রি বাকি আছেঅলিম্পিক এক্স হ্যান্ডল

প্যারিস অলিম্পিকের আয়োজকেরা গতকাল বুধবার জানিয়েছে, অলিম্পিকে এখনো ১২ লাখ টিকিট বিক্রি বাকি আছে। যেসব ইভেন্টের টিকিট বিক্রি বাকি, এর বেশির ভাগই ফুটবলের।

ফুটবলের মতো দলীয় খেলার জন্য বড় ভেন্যু বাছাই করেছে আয়োজকেরা। তবে এখন টিকিট বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এ ছাড়া বাস্কেটবল ও হ্যান্ডবলের টিকিটও বিক্রি বাকি আছে। অন্যদিকে সাঁতার ও অ্যাথলেটিকসের জন্য বৃহস্পতিবারের চাহিদার কথা মাথায় রেখে নতুন টিকিট ছাড়তে হচ্ছে আয়োজকদের।

আরও পড়ুন

আয়োজক কমিটির সহকারী পরিচালক মিখায়েল আলোসিও প্রতিবেদকদের বলেছেন, ‘বৃহস্পতিবার ৩০টিরও বেশি খেলায় ৫০ হাজারের বেশি টিকিট ছাড়া হবে।’
এবারের অলিম্পিক এরই মধ্যে টিকিট বিক্রির নতুন রেকর্ড গড়েছে। ১৯৯৬ সালে আটলান্টা গেমসে ৮৩ লাখ টিকিট বিক্রি হয়, যা ছাড়িয়ে এবার টিকিট বিক্রি হয়েছে ৮৭ লাখ। আলোসিও জানিয়েছেন, ‘ফ্রান্সে ৬০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।’

গত বছর অলিম্পিকে টিকিটের মূল্য প্রকাশ করে আয়োজকেরা। তখন এর মূল্য নিয়ে আয়োজকদের সমর্থক ও অনেক অ্যাথলেটের কাছ থেকে সমালোচনা শুনতে হয়েছে।
২৬ জুলাই থেকে প্যারিসে আনুষ্ঠানিকভাবে অলিম্পিক শুরু হলেও ফুটবল মাঠে গড়াবে আরও দুই দিন আগে। আর অলিম্পিক শেষ হবে ১১ আগস্ট।

আরও পড়ুন