বিশ্ব সাঁতা‌রে কথা রেখেছেন বাংলাদেশের সামিউল-যুথী

সাঁতারু যুথী খাতুন ও সা‌মিউল ইসলামসাঁতার ফেডারেশন

হা‌ঙ্গে‌রির বুদা‌পে‌স্টে বিশ্ব সাঁতার প্রতি‌যো‌গিতা‌য় যাওয়ার আগে নি‌জেদের টাইমিংয়ে উন্ন‌তির আশার কথা জা‌নি‌য়ে গি‌য়ে‌ছি‌লেন সা‌মিউল ইসলাম ও যুথী খাতুন।

হি‌টে বিদায় নি‌য়ে দে‌শের অন‌্যতম দুই সেরা সাঁতারুর বিশ্ব চ‌্যা‌ম্পিয়ন‌শিপ শেষ হ‌লেও দুজনই দে‌শ ছাড়ার আগে দি‌য়ে যাওয়া কথা রাখ‌তে পে‌রে‌ছেন। দুজনই নি‌জে‌দের সেরা টাইমিং কর‌তে পে‌রে‌ছেন।

আরও পড়ুন

আজ ছে‌লে‌দের ৫০ মিটার ব‌্যাকস্ট্রো‌কে সা‌মিউলের টাইমিং ২৫.০৯ সে‌কেন্ড। এটা তাঁর ক‌্যা‌রিয়া‌রেরই সেরা টাইমিং। গত মা‌সে অনু‌ষ্ঠিত জাতীয় সাঁতা‌রে সা‌মিউল ৫০ মিটার ব‌্যাকস্ট্রো‌কে ২৬.৭৯ সে‌কেন্ড সময় নি‌য়ে জাতীয় রেকর্ড গ‌ড়ে‌ছি‌লেন। হা‌ঙ্গেরি‌তে এ ইভে‌ন্টের হি‌টে সা‌মিউল হ‌য়ে‌ছেন ৫০ জ‌নের ম‌ধ্যে ৪৮তম।

মে‌য়ে‌দের ৫০‌মিটার ব‌্যাকস্ট্রো‌কে যুথী খাতুনের টাইমিং ৩১.৯৪ সে‌কেন্ড। তাঁর আগের সেরা টাইমিংয়ের চে‌য়ে যে‌টি ০.০৮ সে‌কেন্ড কম। ৫৬ জ‌নের ম‌ধ্যে ৫০তম হ‌য়ে‌ছেন তি‌নি। ত‌বে নি‌জের ১ নম্বর হি‌টে ৮ জ‌নের ম‌ধ্যে হয়েছেন তৃতীয়।

আরও পড়ুন

সা‌মিউল ১০০ মিটার ব‌্যাকস্ট্রোকে নি‌জের সেরা টাইমিং ক‌রে‌ছেন বুদা‌পে‌স্টে। দুই দিন আগে এই ইভে‌ন্টে সা‌মিউলের টাইমিং ছিল ৫৪.৩৭ সে‌কেন্ড। এর আগে জাতীয় সাঁতা‌রে তি‌নি টাইমিংয়ে সময় নিয়েছিলেন ৫৮.২৭ সে‌কেন্ড। বিশ্ব চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে সেটা ক‌মে এসে‌ছে ৩.৯ সে‌কেন্ড।