ক্ষমা চেয়ে ফেরার আবেদন নিষেধাজ্ঞায় থাকা রোমানের
রোমানা সানাকে দুই বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক সব রকমের খেলা থেকে গত ১৪ নভেম্বর নিষিদ্ধ করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। ফেডারেশনের নির্দেশে দেশের আর্চারির ‘পোস্টারবয়’ রোমান টঙ্গীর ক্যাম্প ছেড়ে যান ১৫ নভেম্বর।
সতীর্থ এক আর্চারের সঙ্গে প্রেমঘটিত ব্যাপারে জড়িয়ে রোমান তাঁর গায়ে হাত তোলেন। তারই শাস্তি হিসেবে শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁকে কঠিন শাস্তি দিয়েছে আর্চারি ফেডারেশন।
রোমান এখন নিজের ভুল স্বীকার করে প্রথম আলোকে বলেছেন, ‘দেশের একজন সেরা আর্চার হওয়ায় আমি যা করেছি, সেটা করা মোটেও ঠিক হয়নি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। ভবিষ্যতে এমনটা হবে না। আশা করি, আমি খুব দ্রুতই ক্যাম্পে ফিরে আসব।’
ফিরে আসার একটা ক্ষেত্র নিজেই তৈরি করেছেন রোমান। ক্ষমা চেয়ে বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে চিঠি দিয়েছেন। সেই চিঠি নিয়ে আগামী মাসে অনুষ্ঠেয় ফেডারেশনের সভায় আলোচনা হবে। সভার তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
তবে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদের কথায় আভাস মিলেছে, ফেডারেশন ইতিবাচক হিসেবেই বিবেচনা করবে রোমানের আবেদন। রাজীব উদ্দীন আহমেদ আজ রোববার প্রথম আলোকে যেমন বললেন, ‘ক্ষমা চেয়ে রোমানের দেওয়া চিঠি আমরা পেয়েছি। ফেডারেশনের সভায় আলোচনা করব বিষয়টা নিয়ে। সবার মতামত নিয়ে সিদ্ধান্ত হবে।’
শাস্তি প্রত্যাহার হবে কি না, জানতে চাইলে কাজী রাজীব উদ্দীন বলেন, ‘অবশ্যই ওর আবেদন বিবেচনায় থাকবে।’
এরই মধ্যে রোমানের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় দলে তাঁর ব্যবহার করা তির–ধনুক ফেডারেশন তাঁকে ফিরিয়ে দিয়েছে, যাতে ভালোভাবে অনুশীলন করতে পারেন। রোমানের ভাষ্য অনুযায়ী, তাঁকে ভালোভাবে অনুশীলন চালিয়ে যেতে বলেছে ফেডারেশন। রোমান তাই আশাবাদী দ্রুতই ফিরে আসার সুযোগ পাবেন। ফিরে আসতে এখন ক্ষমাও চেয়েছেন তিনি। যদিও শাস্তির পর তা চাননি।
চিঠিতে ঠিক কি লিখেছেন, জানতে চাইলে রোমান আজ প্রথম আলোকে বলেন, ‘চিঠিতে আমি বলেছি আমি ভুল করেছি, তাই ক্ষমা চেয়েছি এবং বলেছি আমি লজ্জিত। সব ভুল শুধরে নিজেকে তৈরি করেছি। আগামী দিনে আর এমন হবে না বলেছি।’
জাতীয় দলের ক্যাম্পে থাকা অবস্থায় রোমান যে শৃঙ্খলা ভেঙেছেন, সেই প্রমাণের ভিডিও হাতে পায় ফেডারেশন। সেই ভিডিওর ভিত্তিতেই তাঁকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয় প্রথমে। এরপর নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ হওয়ার সময় ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য অনুশীলন করছিলেন রোমান। তাতে ছেদ পড়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে আবার নিয়মিত অনুশীলনে ফিরবেন রোমান সানা।