নিয়াজের রেকর্ড ভেঙে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা

দাবার বোর্ডে মননের নতুন কীর্তিসংগৃহীত

গত জুলাইয়ে মাত্র ১৪ বছর বয়সে হয়েছিল জাতীয় চ্যাম্পিয়ন। তবে এটুকুতেই থামতে চায়নি মমন রেজা, স্বপ্ন ছিল আরও বড় কিছু অর্জনের। সেই স্বপ্ন পূরণের পথে এবার ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হয়েছে নারায়ণগঞ্জের এ কিশোর।

আন্তজার্তিক মাস্টার হওয়ার পথে মনন ভেঙেছে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড। নিয়াজকে ছাড়িয়ে মননই এখন সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার। ১৯৬৬ সালের ১৩ মে জন্ম নিয়াজের। শারজাহতে এশিয়ান জোনাল খেলে নিয়াজ আন্তর্জাতিক মাস্টার হন ১৯৮১ সালের ১৩ অক্টোবর।

আরও পড়ুন

১৫ বছর ৫ মাসে তিনি আইএম হন। ফিদের সার্টিফিকেট পান ১৯৮২ সালে। মননের জন্ম ২০১০ সালের ১৮ জুন। এখন তার বয়স ১৪ বছর ৩ মাস। সে হিসেবে মননই দেশের সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক মাস্টার।

আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন। মননের রেটিং এখন ২৪০০-এর বেশি। ফলে আনুষ্ঠানিকভাবে খেতাব পেতে তাকে অপেক্ষা করতে হবে না।
হাঙ্গেরিতে অনুষ্ঠানরত গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় কাল ৮ খেলায় ৬ পয়েন্ট পেয়েছে মনন। তাতেই নিজের তৃতীয় ও শেষ আন্তর্জাতিক নর্মটি হয়ে গেছে তার।

অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সুমিতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের এই দাবাড়ু। এই জয় তার কাছে হয়ে এসেছে লক্ষ্যপূরণে বড় একটা বাঁক হিসেবে। শুধু তা–ই নয়, আজ হাঙ্গেরির পেজেস্তোস ব্লাজাসকে হারাতে পারলে মননের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্মও হয়ে যাবে।

মায়ের সঙ্গে মনন
সংগৃহীত

মননের নর্ম অর্জনের সম্ভাবনা দেখছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। তিনি বলেন, ‘মনন খুব ভালো খেলছে। সময়টা ভালো যাচ্ছে। এভাবে খেলে যেতে পারলে ফাহাদের আগে গ্র্যান্ডমাস্টার হয়ে যেতে পারে সে।’

আরও পড়ুন

মননকে নিয়ে বাংলাদেশে এখন আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়াল পাঁচ। বাকি চারজন জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন, ফাহাদ রহমান। পাঁচজনের মধ্যে ফাহাদের একটি জিএম নর্ম আছে। ফাহাদ নিজেও হাঙ্গেরির এই টুর্নামেন্ট খেলছেন। আজ শেষ রাউন্ডে জিতলে ফাহাদের দ্বিতীয় জিএম নর্ম হওয়ার সম্ভাবনা আছে।

বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াড শেষে বাংলাদেশের পাঁচ দাবাড়ু নিজ খরচে তিনটি টুর্নামেন্ট খেলছেন সেখানেই। যার মধ্যে প্রথম টুর্নামেন্টে ওয়াদিফা আহমেদ নিজের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছেন। দ্বিতীয় টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টার হওয়ার লক্ষ্য পূরণ হলো মনন রেজার।