অলিম্পিক ব্রেকিংয়ে প্রথম সোনা জাপানের আমি ইউয়াসার

সোনাজয়ী জাপানের আমি ইয়ুাসাএএফপি

শহুরে খেলা ব্রেকিংয়ের অভিষেক হলো অলিম্পিকে। প্যারিসে গতকাল এই ডিসিপ্লিনের প্রথম ইভেন্ট মেয়েদের ব্রেকিংয়ে সোনা জিতেছেন জাপানের বি-গার্ল আমি ইউয়াসা। অলিম্পিকে ব্রেকিং এবারই প্রথম এবং শেষবারের মতো দেখা যাওয়ার সম্ভাবনাও আছে।

ব্রেকিং ‘ব্রেকড্যান্সিং’ নামেও পরিচিত। প্যারিসের প্লেস দে লা কনকর্ডে মেয়েদের এই ইভেন্টে ১৭ জন প্রতিযোগী অংশ নেন। ফাইনালে লিথুয়ানিয়ার ডমিনিকা ‘নিকা’ বানেভিচকে হারিয়ে সোনা জেতেন আমি ইউয়াসা। ব্রোঞ্জ জেতেন চীনের লিউ ‘৬৭১’ কিনগাই।

আরও পড়ুন

সোনা জয়ের পর ২৫ বছর বয়সী আমি বলেন, ‘আমি নিজের স্টাইলে মনোযোগ দিয়েছি এবং নিজেকে মেলে ধরেছি। নিজেকে উপস্থাপন করে বিশ্বকে বুঝিয়েছি, ব্রেকিং কী।’

অলিম্পিকে এরপর ব্রেকিং আর না–ও দেখা যেতে পারে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকে এরই মধ্যে ডিসিপ্লিনটি বাদ দেওয়া হয়েছে। ভবিষ্যতে অলিম্পিকে খেলাটি আর কখনো দেখা যাবে কি না, তারও নিশ্চয়তা নেই। এ নিয়ে অস্ট্রেলিয়ার বি-গার্ল র‌্যাচেল রেগান বলেছেন, ‘লস অ্যাঞ্জেলেসে এটাকে অন্তর্ভুক্ত না করাটা হতাশার। বিশেষ করে যখন আমরা এটা একবার দেখানোর সুযোগ পেলাম। আমার মনে হয়, এটা অপরিপক্ব সিদ্ধান্ত। জানি না, তারা এ জন্য নিজেরাই নিজেদের দোষারোপ করছে কি না।’

ব্রেকিংয়ে আমি ইয়ুাসার একটি মুভ
এএফপি

প্যারিস অলিম্পিকে ব্রেকিংয়ের বেশ প্রচারণাও চালিয়েছেন আয়োজকেরা। তাতে দর্শকও এসেছিল ভালোসংখ্যক, যেখানে র‌্যাপার স্নুপ ডগও ছিলেন। ইতালিয়ান বি-গার্ল আন্তিলাই সান্দ্রিনি ব্রেকিং নিয়ে বলেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না, আমি এখানে (অলিম্পিক)। কারণ, ব্রেকিং একদমই আলাদা (খেলা)। ব্রেকিং কখনো অলিম্পিকে অন্তর্ভুক্ত হবে, সেটা ভাবিনি। তাই আমার কাছে এটি বিশাল ব্যাপার।’

আরও পড়ুন

প্রথম প্রতিদ্বন্দ্বিতায় নেদারল্যান্ডসের ইন্ডিয়া সারদিয়োর মুখোমুখি হন শরণার্থী অলিম্পিক দলের প্রতিদ্বন্দ্বী তালাশ। তাঁর আসল নাম মানিজাহ তালাশ। তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান ছেড়ে দুই বছর আগে স্পেনে পাড়ি জমান তিনি। নীল রঙের এক টুকরা কাপড়ে ‘ফ্রি আফগান উইমেন’ লেখা প্রিন্ট করে এনেছিলেন তিনি। এই বার্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের বি-গার্ল লোগান এদ্রা বলেছেন, ‘সবখানেই অনেক মানুষ ভুগছে। পৃথিবীর তাই এটার (বার্তা) প্রয়োজন আছে।’

সত্তর দশকে হিপ হপ সংস্কৃতি থেকে ব্রেকিংয়ের উদ্ভব। লোগান জানিয়েছেন ব্রেকিংয়ের শেকড় ও অলিম্পিক প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য নিয়ে আসার প্রক্রিয়াটা ছিল ‘অগোছালো।’ বিভিন্ন রাউন্ডে বি-গার্লরা তাঁদের নাচের মুভগুলো দেখিয়েছেন এবং বিচারকেরা সেখান থেকে জয়ী বেছে নেন। বৃত্তাকার একটি মঞ্চের ওপর পারফর্ম করেন তাঁরা। সংস্কৃতিগতভাবে বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন দেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে বি-গার্লরা এসেছেন। যেমন জাপান, লিথুয়ানিয়া, মরক্কো ও অস্ট্রেলিয়া।

অলিম্পিকে ব্রেকিংকে অন্তর্ভুক্ত করা অনুচিত—এমন দাবির পক্ষে যাঁরা, অস্ট্রেলিয়ার বি-গার্ল রেগান তাঁদের ধুয়ে দিয়েছেন, ‘অলিম্পিকে খেলাধুলা কী? ড্রেসেজ, আর্টিস্টিক সাঁতার, ১০০ মিটার স্প্রিন্ট ও পেন্টাথলনের মধ্যে মিলগুলো কী? ব্রেকিং পরিষ্কারভাবেই অ্যাথলেটিক। এখানে বিভিন্ন বিষয়ে প্রচুর নিবেদনের প্রয়োজন হয়। এটা নতুন ধরনের উত্তেজনা নিয়ে এসেছে।’

ছেলেদের ব্রেকিং ইভেন্ট শুরু হবে আজ।