মিলে গেল ইলন মাস্কের ভবিষ্যদ্বাণী, অলিম্পিকে রুপাজয়ী শুটার এখন ‘ভিলেন’
চোখে হালকা ধাতব ফ্রেমের বিশেষ চশমা। মাথায় বেসবল ক্যাপ। পরনে কালো রঙের জ্যাকেট। বাঁ হাত পকেটে ঢোকানো। ডান হাতে পিস্তল। চোখেমুখে নির্লিপ্ত ভাব। এভাবেই ট্রিগার চেপে চেপেই প্যারিস অলিম্পিকে ভাইরাল হয়ে গিয়েছিলেন দক্ষিণ কোরীয় পিস্তল শুটার কিম ইয়েজি।
প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তলে রুপা জেতা কোরীয় নারী শুটারের ভিডিও দেখে মুগ্ধ হয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ভবিষ্যদ্বাণী করেছিলেন ইয়েজিকে নিয়ে। মাস্ক সে সময়ে এক্সে লিখেছিলেন, ‘সে (ইয়েজি) কোনো অ্যাকশন মুভিতে নাম লেখাতে পারে। অভিনয় করার দরকার হবে না!’
মাস্কের পোস্টটা ইয়েজি পড়েছিলেন কি না, কে জানে! তবে মাস্কের ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে যাচ্ছে। অলিম্পিক পদকজয়ী শুটার সত্যি সত্যিই অভিনয়ে নাম লিখিয়েছেন। আর মাস্ক যেমনটা বলেছেন, ইয়েজিকে সম্ভবত অভিনয় করতে হচ্ছে না, চরিত্রটা যে পিস্তল হাতে এক আততায়ীর।
৩২ বছর বয়সী ইয়েজি ভিলেন চরিত্রে অভিনয় করবেন ‘ক্রাশ’ সিরিজে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলভিত্তিক এন্টারটেইনমেন্ট ফার্ম এশিয়া ল্যাব বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে খবরটা।
ইয়েজির সঙ্গে সিরিজে অভিনয় করবেন ভারতের অভিনেত্রী আনুশকা সেন। এশিয়া ল্যাব পৃথক এক বিবৃতিতে জানিয়েছে কী ধরনের চরিত্রে অভিনয় করবেন দুজন, ‘আমরা কিম ইয়েজি ও আনুশকা সেনের খুনি হয়ে ওঠার চরিত্র দেখতে রোমাঞ্চিত বোধ করছি।’
প্যারিস অলিম্পিকের পরেই অবশ্য বিনোদনজগতে নাম লেখানোর প্রাথমিক উদ্যোগ নিয়েছেন ইয়েজি। দক্ষিণ কোরিয়ান এক ট্যালেন্ট এজেন্সির সঙ্গে এ ব্যাপারে চুক্তি করেছেন। মাঝে ম্যাগাজিনে ফ্যাশন মডেল হিসেবেও কাজ করেছেন।