আঙুলে চোট পেয়েছিলেন, সেটির তীব্রতা এমনই যে অস্ত্রোপচার করিয়ে সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে। কিন্তু এত সময় লাগলে এবারের অলিম্পিকে খেলা হবে না তাঁর। শেষ পর্যন্ত অলিম্পিকে খেলার জন্য আঙুলের চোটাক্রান্ত অংশ কেটেই ফেললেন তিনি।
অলিম্পিকের জন্য এমন অঙ্গচ্ছেদের ঘটনা ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার ফিল্ড হকি খেলোয়াড় ম্যাট ডসন। ৩০ বছর বয়সী এই খেলোয়াড় এখন প্যারিসে। আজ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে তাঁর দল।
ডসন আঙুলে চোট পান দুই সপ্তাহ আগে। অস্ট্রেলিয়ায় অলিম্পিকের প্রস্তুতির সময় তাঁর ডান হাতে একটি হকি স্টিকের আঘাত লাগে। এতে তাঁর একটি আঙুলের অংশ ভেঙে যায়। দুর্ভাগ্যের মধ্যে একটু যা স্বস্তি, ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়ে ঝুলেছিল। এরপর একজন প্লাস্টিক সার্জনকে দেখালে তিনি চিকিৎসা ও পুনর্বাসন মিলিয়ে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে বলে জানান। যদিও শতভাগ সুস্থতার নিশ্চয়তা নেই। সে ক্ষেত্রে অলিম্পিক খেলার আশা বাদ দিতে হবে ডসনকে।
চিকিৎসক জানান, বিকল্প হিসেবে ডসন চাইলে আঙুলের ভাঙা অংশ কেটে ফেলে দিতে পারেন। এ ক্ষেত্রে দশ দিনের মধ্যে খেলায় ফিরতে পারবেন তিনি। সিদ্ধান্ত জানাতে ডসনকে তাড়াহুড়া না করতে বলেছিলেন স্ত্রী। কিন্তু সময় নষ্ট না করতে একই দিন বিকেলেই চিকিৎসককে আঙুল কেটে ফেলার সিদ্ধান্ত জানান ডসন।
আগেও দুবার অলিম্পিক খেলেছেন তিনি, টোকিও অলিম্পিকে জিতেছেন রুপাও। তবু কেন এবার খেলতে মরিয়া—পারলেজ ভস হকি পডকাস্টে এ বিষয়ে ডসন বলেন, ‘হতে পারে এটিই আমার শেষ অলিম্পিক। যদি মনে হয় যে আমার এখনো নিজের সেরাটা দেওয়ার আছে, তবে সেই চেষ্টাই করব। এ জন্য যদি আঙুলের অগ্রভাগ ক্ষতিপূরণ দিতে হয়, সেটাই হোক।’
ডসনের আঙুল কেটে ফেলার সিদ্ধান্তে অস্ট্রেলিয়া দলের সতীর্থরা চমকে উঠেছিলেন। অস্ট্রেলিয়া হকি দলের অধিনায়ক অ্যারান জালেফস্কি এ বিষয়ে প্যারিসে সংবাদ সম্মেলনে বলেন, ‘শুরুতে আমরা ভাবতে পারছিলাম না কী হবে। পরে শুনলাম সে হাসপাতালে গিয়ে আঙুল ফেলে দিয়েছে। তবে ব্যাপারটা চমকপ্রদই বলতে হবে। অনেকেই বড় মূল্য দিয়ে হলেও এখানে (অলিম্পিক) আসতে চায়। যখন আপনি আজীবনের পছন্দ এবং বড় মঞ্চের জন্য কিছু একটা ছাড়ের মুখোমুখি হবেন, তখন সিদ্ধান্ত নেওয়াটা সহজও।’
অস্ট্রেলিয়া দলের কোচ কলিন বাচ ডসনের আঙুল কেটে ফেলার সিদ্ধান্তে বিস্ময় জানিয়ে বলেন, ‘সে প্যারিসে খেলতে মরিয়া। আমি জানি না, ওর জায়গায় থাকলে আমি এটা করতাম কি না। কিন্তু সে করেছে।’
ডসন বড় টুর্নামেন্টের এবারই প্রথম চ্যালেঞ্জে পড়েননি, এর আগে ২০১৮ কমনওয়েলথ গেমসের আগে হকি স্টিকের আঘাতে চোখ হারানোর উপক্রম হয়েছিল তাঁর। যদিও শেষ পর্যন্ত কমনওয়েলথ গেমসে খেলেছেন এবং দলগত সোনাও জিতেছেন।