ছবিতে অলিম্পিকের ফাইভ রিং

অলিম্পিক রিং নামেই পরিচিত এ প্রতীক। আদতে অলিম্পিকের লোগোও বলা যায় এটিকে। পাঁচ মহাদেশের জন্য পাঁচটি বৃত্ত—যে কারও কাছেই এ প্রতীকের তাৎপর্য অন্যরকম। সেটিই ফুটে ওঠে বিভিন্ন ইভেন্টে, বিভিন্নভাবে—
১ / ১০
পেছনে আইফেল টাওয়ার, সঙ্গে অলিম্পিকের বিখ্যাত লোগো। পোল্যান্ডের বিপক্ষে পুরুষদের বিচ ভলিবলের পুল ‘সি’-এর ম্যাচে সার্ভ করছেন ফ্রান্সের জুলিয়ান লাইনিল
এএফপি
২ / ১০
পুরুষদের ৩ মিটার সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড ডাইভিংয়ের ফাইনালের আগে ওয়ার্মআপ করছেন ইতালির লরেঞ্জো মারসাগলিয়া ও জিওভান্নি টচ্চি
এএফপি
৩ / ১০
৩ বাই ৩ বাস্কেটবলে লিথুয়ানিয়ার বিপক্ষে ম্যাচে বল ধরছেন চীনের ঝাও জিয়ারেন
এএফপি
৪ / ১০
পুরুষদের ৩ মিটার সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড ডাইভিংয়ের ফাইনালের আগে ওয়ার্মআপ করছেন চীনের লং ডায়োই ও ওয়াং জঙ্গিউয়ান। দেখছেন বাকি ডাইভাররা
এএফপি
৫ / ১০
পুরুষদের গলফে টি অফ করছেন নরওয়ের ভিক্টর হোভল্যান্ড
এএফপি
৬ / ১০
এক সাঁতারুর গায়ে দেখা গেছে ট্যাটু
এএফপি
৭ / ১০
অলিম্পিক রিংয়ের ট্যাটু বেশ প্রচলিতই
এএফপি
৮ / ১০
পুরুষদের ১৫০০ মিটারে সবার আগে নরওয়ের সন্দ্রে নোর্দস্তাদ
এএফপি
৯ / ১০
চীনের বিপক্ষে পুল ‘এ’-এর ফিল্ড হকি ম্যাচে বল নিয়ে দৌড়াচ্ছেন জার্মান ফরোয়ার্ড শার্লট স্ট্যাপেনহর্স্ট
এএফপি
১০ / ১০
পুরুষদের দ্বৈত ব্যাডমিন্টন সেমিফাইনালে ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শট খেলছেন চীনের ওয়াং চ্যাং
এএফপি