এক দিনে দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে ফাহাদের চমক

বিকালে ভারতের গ্র্যান্ডমাস্টার স্বয়ম মিশ্রকে হারিয়েছেন ফাহাদ রহমান। তার আগে সকালে হারান ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টারকেছবি: সংগৃহীত

সকালে ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার প্রিয়াসমোরো নভেন্দ্রা। বিকেলে ভারতের গ্র্যান্ডমাস্টার স্বয়ম মিশ্র। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে গ্র্যান্ডমাস্টার (জিএম) দাবা টুর্নামেন্টে দুজনই আজ হেরেছেন।

হারতেই পারেন। এ আর এমন কী! কিন্তু দুজন হেরেছেন একই দাবাড়ুর কাছে, যাঁর নাম ফাহাদ রহমান। একই দিনে দুই ভিনদেশি গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বাংলাদেশের এই আন্তর্জাতিক মাস্টার (আইএম) রীতিমতো সাড়া ফেলেছেন ভিয়েতনামের টুর্নামেন্টে।

আরও পড়ুন

বাংলাদেশের একজন আইএমের পক্ষে একই দিনে ভিনদেশি দুজন জিএমকে হারানো সহজ নয় মোটেও। তবে দারুণ ছন্দে থাকা ফাহাদ কঠিন কাজটাই করে দেখিয়েছেন। এর আগে গ্র্যান্ডমাস্টারদের হারিয়েছেন বিভিন্ন টুর্নামেন্টে। তবে এক দিনে দুই গ্র্যান্ডমাস্টারকে হারানোর অভিজ্ঞতা তাঁর প্রথম।

ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার প্রিয়াসমোরো নভেন্দ্রাকেও হারিয়েছেন ফাহাদ
ছবি: সংগৃহীত

গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব জানালেন, আইএম হিসেবে কলকাতায় এক টুর্নামেন্টে একই দিনে তিনি দুজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছিলেন। যাঁর একজন বাংলাদেশের জিয়াউর রহমান, অন্যজন ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার। তবে একজন দাবাড়ুর জীবনে এমন দিন আসে কালেভদ্রে।

ভিয়েতনামে আজ তৃতীয় রাউন্ডে ফাহাদ ৬৪ চালে হারান ২৫০৪ রেটিংধারী ইন্দোনেশিয়ার জিএমকে। এরপর ৪৬ চালে তাঁর শিকার ২৪৮৬ রেটিংয়ের মিশ্র। এর আগে প্রথম রাউন্ডে ফাহাদ ড্র করেন সিঙ্গাপুরের আইএম সিদ্ধার্থ জগদ্বিশকে। দ্বিতীয় রাউন্ডে জেতেন রাশিয়ার আইএম সেক কনস্টেন্টাইনের সঙ্গে।

আরও পড়ুন

চার ম্যাচে ফাহাদের পয়েন্ট সাড়ে ৩। নিজের কাঙ্ক্ষিত প্রথম জিএম নর্ম পেতে দরকার ৯ ম্যাচে ৭ পয়েন্ট। হ্যানয় থেকে ফোনে ফাহাদ প্রথম আলোকে বলেছেন, ‘টুর্নামেন্টে এককভাবে শীর্ষে আছি। এই অগ্রগামিতা ধরে রেখে জিএম নর্ম নিয়ে দেশে ফিরতে চাই। টুর্নামেন্টে বাকি পাঁচ ম্যাচে আর একজন গ্র্যান্ডমাস্টার পাব। অন্য চার ম্যাচে দুজন আইএম, একজন নারী গ্র্যান্ডমাস্টার এবং একজন ক্যান্ডিডেট মাস্টার পাব। তাই আমি আশাবাদী।’

গতকাল রাশিয়ার আইএম সেক কনস্টেন্টাইনকেও হারিয়েছেন ফাহাদ
ছবি: সংগৃহীত

২০১৯ সালে আইএম হওয়ার পর এখনো কোনো জিএম নর্ম করতে পারেননি ফাহাদ। নর্মের খোঁজে কদিন আগেই ইউরোপে দুটি দেশে খেলে এসেছেন। এরপর ঢাকায় এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে পেয়েছেন বিশ্বকাপে টিকিট। এখন ভিয়েতনামে আছেন জিএম নর্মের আশায়। ছন্দটা ধরে রাখতে পারলে হয়তোবা এবার ভাগ্যে শিঁকে ছিড়তে পারে ফাহাদের। একই দিনের দুই জিএমের বিপক্ষে জয় ফাহাদকে আত্মবিশ্বাসী করে তুলেছে।

২৩৯৬ রেটিংধারী ফাহাদ ফোনে বলছিলেন, ‘প্রথম রাউন্ডে সিঙ্গাপুরের যে আইএমের সঙ্গে ড্র করেছিলাম, সে আজ মজা করে বলছিল, “তোমার সঙ্গে প্রথম রাউন্ডে পড়েছি বলে ভালো হয়েছে। নইলে তো তুমি আমাকে হারিয়ে দিতে।” আমি আগের চেয়েও এখন বেশি আত্মবিশ্বাসী।’

আরও পড়ুন