আবারও চাপের মুখে নর্মের সুযোগ হারালেন ফাহাদ

দাবাড়ু ফাহাদ রহমানফাইল ছবি

২০১৯ সালে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন। সেই থেকে গ্র্যান্ডমাস্টার হওয়ার চেষ্টা করে যাচ্ছেন ফাহাদ রহমান। অনেকবার সুযোগ হারিয়ে গত ৩১ মার্চ ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার-৩ দাবায় গ্র্যান্ডমাস্টার হওয়ার প্রথম নর্মটি পেয়েছেন ২০ বছরের তরুণ। দ্বিতীয় নর্মটি গতকাল পেতে পারতেন। কিন্তু আবারও চাপের মুখে ভেঙে পড়ে সুযোগ হারালেন ফাহাদ।

হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে ফাহাদ ২৭০০–এর বেশি রেটিংয়ের দুজন গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি হয়েছিলেন। উচ্চ রেটিংয়ের খেলোয়াড়ের সঙ্গে খেলায় ৯ ম্যাচে ৭ পয়েন্টের বদলে সাড়ে ৬ পয়েন্টেই তাঁর নর্ম হয়ে যেত। গত রাতে নবম রাউন্ডে ফাহাদ সামনে পেয়েছিলেন লেবাননের ২৯ বছর বয়সী ফিদে মাস্টার এল জাউইচ আমরোকে, যিনি ফিদে মাস্টার হয়েছেন ১২ বছর আগে।

আরও পড়ুন

কিন্তু তুলনামূলক সহজ প্রতিপক্ষের সঙ্গে ড্র করে আবারও হতাশায় ভেঙে পড়েছেন ফাহাদ। বিশ্ব দাবা অলিম্পিয়াডে শেষ দুই রাউন্ডে অবশ্য এখনো তাঁর নর্ম হওয়ার সুযোগ আছে। তবে সেটা কঠিনই। আর তা নির্ভর করবে প্রতিপক্ষ কে, তাঁর রেটিং কত, তার ওপর।

নবম রাউন্ডে ফাহাদের নর্মে সুযোগ হারানোর আক্ষেপের মধ্যেই বাংলাদেশ দলে আনন্দ রানী হামিদকে ঘিরে। ৮১ বছরে পা দেওয়া রানী এবারের অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে ছয় ম্যাচ খেলে সব কটিই জিতেছেন, যার মধ্যে পাঁচটি টানা। গত রাতে নারী বিভাগে শক্তিশালী আর্জেন্টিনার কাছে ১-৩ পয়েন্টে বাংলাদেশ হেরেছে। বাংলাদেশের হয়ে একমাত্র জিতেছেন রানীই। আর্জেন্টিনার আন্তর্জাতিক মহিলা মাস্টার মারিয়া বেলেনের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি।

ড্র করে আবারও হতাশায় ভেঙে পড়েছেন ফাহাদ
সংগৃহীত

রানীর ম্যাচ দেখে মুগ্ধ বাংলাদেশ নারী দলের নন–প্লেয়িং অধিনায়ক মাহমুদা হক চৌধুরী বুদাপেস্ট থেকে ফোনে প্রথম আলোকে বলেন, ‘রানী আন্টি রীতিমতো অবাক করে দিয়েছেন। টানা ছয় ম্যাচ জেতা বিশাল সাফল্য। ৮১ বছর বয়সেও যেভাবে খেলছেন, বিস্ময়কর! আমরা এতটা ভালো খেলা আশা করিনি তাঁর কাছ থেকে।’ আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশের বাকি তিন বোর্ডে হেরেছেন নোশিন আনজুম, নুসরাত জাহান ও ওয়াদিফা আহমেদ।

আরও পড়ুন

আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায় নারী বিভাগে বাংলাদেশের অবস্থান ১৮৩টি দলের মধ্যে ২৮ থেকে নেমে এখন ৪৩তম। ৯ ম্যাচে ১১ পয়েন্ট বাংলাদেশের। অন্যদিকে লেবাননকে হারিয়ে উন্মুক্ত বিভাগে ১৯৭টি দলের মধ্যে ৮৪তম স্থান থেকে ৭৫তম স্থানে উঠে এসেছে লাল–সবুজের দল। লেবাননকে ২.৫-১.৫ পয়েন্টে হারিয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট বাংলাদেশের। মনন রেজা ও তাহসিন তাজওয়ার জিতেছেন এ ম্যাচে। হেরেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।

উন্মুক্ত বিভাগে দশম রাউন্ডে আজ বাংলাদেশে প্রতিপক্ষ ইসরায়েল, নারী বিভাগের নরওয়ে। উন্মুক্ত বিভাগে ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষ ভারত। নারী বিভাগে ভারতকে দুইয়ে ঠেলে শীর্ষে উঠে এসেছে কাজাখস্তান। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৬, ভারতের ১৫।