মেয়ের সাফল্যের পুরস্কার হাতে নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি সেলিনা বেগম। মুহূর্তটা যে তাঁর কাছে হয়ে উঠেছিল বিশেষ কিছু। মেয়ে সেনাবাহিনীতে কর্মরত নাসরিন আক্তার ১০ মাস আগে কঙ্গোতে গিয়েছেন জাতিসংঘ মিশনে।
সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২২–এ বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেয়েও তাই কাল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। মেয়ের পুরস্কার হাতে নিয়ে সেলিনা বেগম কেঁদে ফেলেন মঞ্চেই, ‘আজ (গতকাল) আমার মেয়ে অনেক দূরে। অনেক পরিশ্রম করে এই সাফল্য পেয়েছে সে। আমি খুব আনন্দিত, গর্বিত।’
সুদূর কঙ্গো থেকে পাঠানো ভিডিও বার্তায় আর্চার নাসরিনও ছিলেন আপ্লুত, ‘এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি আমার দল বাংলাদেশ সেনাবাহিনীসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
২০২২ সালের মার্চে থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ আর্চারি স্টেজ ওয়ানে তিনটি সোনা জেতেন নাসরিন। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি দলীয় ও মিশ্র ইভেন্টে আসে সোনা। ইরাকের সুলাইমানিয়াহ শহরে এশিয়া কাপ আর্চারির স্টেজ টুতে রিকার্ভ নারী দলগত ইভেন্টে দলীয় রুপা জেতেন। রিকার্ভে দলীয় ব্রোঞ্জ জেতেন তুরস্কে ইসলামিক সলিডারিটি গেমসে। সব মিলিয়ে ২০২২ সালে আন্তর্জাতিক আর্চারিতে নাসরিন জিতেছেন ৩ সোনা, ১ রুপা ও ১ ব্রোঞ্জ।