ম্যাচ শেষ হতেই কাঁধে কাঁধ মিলিয়ে গোল হয়ে নাচতে শুরু করলেন তুহিন তরফদাররা। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। পল্টনের শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে আজ প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।
এই টুর্নামেন্টে বাংলাদেশ টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠল। আর ফাইনালে ওঠায় আগামী বছর বিশ্বকাপ কাবাডিতে খেলার টিকিটও মিলে গেছে। আগামীকাল ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে চীনা তাইপে ও ইরানের ম্যাচের জয়ী দলের সঙ্গে।
থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ১৭-১১ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশ পেয়েছে তিনটি লোনা। সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অধিনায়ক তুহিন তরফদার।
বাংলাদেশের শুরুটা বেশ বাজেই হয়েছিল আজ। শুরুতেই দুই পয়েন্ট আদায় করে নেয় থাইল্যান্ড। অন্যদিকে বারবার রেইড দিয়েও বাংলাদেশ কোনো পয়েন্ট আদায় করতে পারছিল না। ১৪ মিনিটে প্রথমবার এগিয়ে যায় বাংলাদেশ। এরপর আর পিছিয়ে পড়তে হয়নি। পরের মিনিটেই তুহিনের রেইডে প্রথমবারের মতো থাইল্যান্ডকে অলআউট করে আসে ‘লোনা’। বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ ১৭-১১ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পর আরও বিধ্বংসী হয়ে ওঠে বাংলাদেশ।
বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পেরে খুশি তুহিন, ‘আগের দুই বার আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এবারও ট্রফিটা দেশেই রেখে দিতে চাই। তবে এবার যেহেতু বিশ্বকাপের বাছাই হিসেবে এই টুর্নামেন্ট হয়েছে, বাড়তি সতর্কতা ছিল আমাদের। শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলাটা নিশ্চিত করেছি, আমরা খুশি।’