অলিম্পিকে নতুন খেলা ব্রেকড্যান্স

অলিম্পিকে এবার দেখা যাবে ব্রেকড্যান্সরয়টার্স

অনেকেই এটিকে চেনেন ব্রেকড্যান্স হিসেবে। যাঁরা এর সঙ্গে সম্পৃক্ত, তাঁদের কাছে অবশ্য এটির নাম শুধুই ‘ব্রেকিং’। ১৯৭০-এর দশকে নিউইয়র্কের ব্রঙ্কসের রাস্তা মুখর হয়ে উঠেছিল ব্রেকিং নামের এ নাচে, যেটির প্রচলন মূলত আফ্রিকান-আমেরিকান সম্প্রদায়ের মাধ্যমে। সেই ব্রেকিং এবার জায়গা করে নিয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিকে। এবারের অলিম্পিকে একমাত্র নতুন খেলা হিসেবে অভিষেক হচ্ছে এটির।

ব্রেকিং কী
ব্রেকিং সাধারণত ড্রামের তালে হিপহপ মিউজিকের সঙ্গে পারফর্ম করা হয়, এমন একটি শহুরে ও উদ্ভাবনী নাচের কৌশল। এতে চার ধরনের মুভমেন্ট বা ছন্দ থাকে—টপ-রক, ডাউন-রক, পাওয়ার মুভ ও ফ্রিজ। যুক্তরাষ্ট্রে হিপহপ সংস্কৃতির উত্থানের সঙ্গে মূলত এটির ছড়িয়ে পড়া। ১৯৯০-এর দশকে ব্রেকিংয়ের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বুদাপেস্টে অলিম্পিকের বাছাইপর্বে দক্ষিণ কোরিয়ার এক প্রতিযোগী
রয়টার্স

এখন এ খেলার সবচেয়ে মর্যাদাপূর্ণ বার্ষিক প্রতিযোগিতা রেড বুল বিসি ওয়ান, যেটি শুরু হয়েছিল ২০০৪ সালে। ২০১৮ সাল থেকে এর অভিভাবক সংস্থা ওয়ার্ল্ড ড্যান্সস্পোর্ট ফেডারেশন। ২০১৮ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন যুব অলিম্পিকে প্রথমবারের মতো এটি অন্তর্ভুক্ত করা হয়েছিল।

আরও পড়ুন

ব্রেকিংয়ের যে প্রতিশব্দ জানা দরকার
ব্রেকার—ব্রেকড্যান্সিং যাঁরা করে থাকেন, তাঁদের উভয় লিঙ্গে ব্রেকার বলা হয়ে থাকে।
বি বয়েজ ও বি গার্লস—লিঙ্গভেদে ব্রেকারদের এমন নামে ডাকা হয়। বি বয়েজ হচ্ছে ব্রেক-বয়েজ এবং বি-গার্ল হচ্ছে ব্রেক-গার্লসের সংক্ষিপ্তরূপ।
বি-বয়িং ও বি-গার্লিং—লিঙ্গভেদে ব্রেকড্যান্স পারফর্ম করাকে ডাকা হয় এসব নামে।

অলিম্পিকের বাছাইপর্বে ব্রেকড্যান্সের বিজয়ীরা
রয়টার্স

অলিম্পিকে যেভাবে হবে ব্রেকিংয়ের প্রতিযোগিতা
ব্রেকিংকে দুটি আলাদা প্রতিযোগিতায় ভাগ করা হয়েছে। বি-গার্লস ও বি-বয়েজের জন্য আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ডিজের বাজানো তাৎক্ষণিক ট্র্যাকের সঙ্গে ১৬ জন বি-গার্লস ও ১৬ জন বি-বয়েজ আলাদা করে একে অন্যের মুখোমুখি হবেন। অলিম্পিক ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁরা উইন্ডমিলস, সিক্স-স্টেপ ও ফ্রিজেসের মতো পাওয়ার মুভ ব্যবহার করবেন।

আরও পড়ুন

কখন ব্রেকিং অনুষ্ঠিত হবে
৯ আগস্ট স্থানীয় সময় বিকেল ৪টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে ওই দিনের শেষ পর্যন্ত চলবে মেয়েদের প্রতিযোগিতা। শেষ রাউন্ড বা সোনার লড়াই শুরু হবে প্যারিস সময় রাত ৯টা ২৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ২৩ মিনিট)। ছেলেদের প্রতিযোগিতাটি শুরু হবে ১০ আগস্ট। সেটিও স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হবে, শেষ রাউন্ড শুরু হবে রাত ৯টা ২৩ মিনিটে।

এখানে অনুষ্ঠিত হবে ব্রেকড্যান্সের ইভেন্ট
এএফপি

কোথায় হবে ব্রেকিং
প্যারিসের লা কনকর্ডে স্থাপন করা হয়েছে এর ভেন্যু, যেটি অলিম্পিক ও প্যারালিম্পিক ভিলেজ থেকে পাঁচ কিলোমিটার দূরে।