ভুল জাতীয় সংগীতে শুরু, এরপর চমক দক্ষিণ সুদানের
প্যারিস অলিম্পিকে পুয়ের্তো রিকোকে পুরুষ বাস্কেটবলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে দক্ষিণ সুদান দল। মাত্র ১৩ বছর আগে স্বাধীন হওয়া দেশটির বাস্কেটবলে যেটি অসাধারণ এক অর্জন। তবে ম্যাচটি শুরু হয়েছিল বিতর্কের মধ্য দিয়ে।
আজকের ম্যাচের আগে বাজানো হচ্ছিল দুই দেশেরই জাতীয় সংগীত। কিন্তু দক্ষিণ সুদানের ক্ষেত্রে ২০ সেকেন্ড পরই বন্ধ করে দেওয়া হয় সেটি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, আদতে দক্ষিণ সুদানের জায়গায় প্রথমে বাজানো হচ্ছিল সুদানের জাতীয় সংগীত। তাদের সঙ্গে যুদ্ধের পরই ২০১১ সালে স্বাধীনতা পায় দক্ষিণ সুদান।
ভুল জাতীয় সংগীতে শুরুতে খেলোয়াড় ও সমর্থকদের ধন্দে পড়ে যেতে দেখা যায়। দুই দলের সমর্থকেরাই এরপর দুয়ো দিতে থাকেন। তবে এসবের মধ্যেও বুকে হাত দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকেন দক্ষিণ সুদানিজ খেলোয়াড়েরা। তা দেখে সমর্থকেরা হাত তালি দিতে থাকেন। পুয়ের্তোরিকান খেলোয়াড়দেরও সেটি করতে দেখা যায়।
তিন মিনিট পর বাজানো হয় দক্ষিণ সুদানের জাতীয় সংগীত। আয়োজকদের ভুলে ম্যাচ শুরু হলেও দক্ষিণ সুদান ঐতিহাসিক জয় তুলে দিনটি নিজেদেরই করে নিয়েছে।
প্রথম কোয়ার্টারে ২৮-২০ পয়েন্ট পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৯০-৭৯ পয়েন্টে ম্যাচটি জেতে দক্ষিণ সুদান। দলটির কারলিক জোনস স্কোর করেন ১৯ পয়েন্ট। পরের তিন কোয়ার্টারে স্কোর ছিল ২৮-২৬, ২৩-১৫ ও ১৯-১০।
অলিম্পিকে এবারই প্রথম খেলছে দক্ষিণ সুদানের বাস্কেটবল দল। তাদের জয়টি ১৯৯৬ অলিম্পিকের পর কোনো আফ্রিকান দলের প্রথম।
অলিম্পিক শুরুর আগে প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারাতে ধরে চমকের জন্ম দিয়েছিল দক্ষিণ সুদান। শেষ পর্যন্ত সেটি না হলেও (১০১-১০০) গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচেই সেটি করল তারা। আগামী মঙ্গলবার অলিম্পিকে পুরুষ বাস্কেটবলের ইতিহাসে সবচেয়ে বেশি সোনাজয়ী যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা। গ্রুপ ‘সি’-তে অন্য দল সার্বিয়া।