ঢাকায় ১৯ দেশের ব্যাডমিন্টন উৎসব

সংবাদ সম্মেলনে কথা বলেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নাহার ডানাসৌজন্য ছবি

দেশে ঘরোয়া ব্যাডমিন্টনের আয়োজন হাতে গোনা। তবে আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে ধুমধাম করেই মাঠে নামে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। এখন যেমন তারা মহাব্যস্ত ১৩ ডিসেম্বর থেকে ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে শুরু ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজ নিয়ে। মালদ্বীপ নাম প্রত্যাহার করায় এই বিভাগে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে থাকছে ভারত ও ইন্দোনেশিয়া।

১৭ ডিসেম্বর ঢাকাতেই শুরু হবে সিনিয়র বিভাগের খেলা। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে খেলছে বাংলাদশসহ ১৯টি দেশ। বাকি ১৮টি দেশ হলো কানাডা, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, জাপান, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ইউক্রেন, ইতালি, ফিনল্যান্ড, বুলগেরিয়া, সিঙ্গাপুর, ইংল্যান্ড, উগান্ডা, ভিয়েতনাম। ভারত ও মালয়েশিয়া দুই বিভাগেই নিবন্ধন করেছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর ক্রিকেট আর ফুটবলের বাইরে ঢাকায় ব্যাডমিন্টনেই বসছে আন্তর্জাতিক আসর।

অনূর্ধ্ব-১৯ জুনিয়র বিভাগে বাংলাদেশ থেকে নিবন্ধন করেছে বয়সভিত্তিক জাতীয় দলের ২৩ জনসহ ৫৫ জন শাটলার। ভারত-মালয়েশিয়াসহ সংখ্যাটা ১১৪ জন। সিনিয়র বিভাগে নিবন্ধন করেছিল বাংলাদেশের ৬১ জনসহ ২২৮ জন। অনেকে নাম প্রত্যাহার করায় অবশ্য দুই বিভাগেই খেলোয়াড় সংখ্যা কমবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইউনেক্স হলেও একমি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আর্থিক সহায়তা করছে। অর্থ পুরস্কার জুনিয়রে ৫ হাজার ডলার ও সিনিয়রে ১৫ হাজার ডলার। প্রতিযোগিতার বাজেট ৭০ লাখ টাকা।

জুনিয়র, সিনিয়র দুই বিভাগে নারী, পুরুষ একক ও দ্বৈতের পাশাপাশি মিশ্র দ্বৈতসহ পাঁচ ইভেন্টে খেলা হবে। জুনিয়র বিভাগে এর আগে দ্বৈত, মিশ্রদ্বৈতে বাংলাদেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে। এবারও সে রকম কিছুর প্রত্যাশা সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নাহার ডানার। আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অতীতে আমরা এই টুর্নামেন্টে জুনিয়র বিভাগে ভালো করেছি। একাধিক পদক জিতেছি। এবার দুই বিভাগেই ভালো কিছু আশা করছি।’

আরও পড়ুন

বাংলাদেশ দলের কোচের দায়িত্বে আছেন দুই সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এলিনা সুলতানা ও মোস্তফা জাভেদ। টেকনিক্যাল অফিশিয়াল হিসেবে কাজ করার কথা ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নজিব ইসমাইলের। ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়ে ৭ ডিসেম্বর তিনি মাত্র ৫২ বছর বয়সে মারা যান। তাঁর জায়গায় দায়িত্ব পালন করবেন শামীম হাসান।

১৯ দেশ থেকে একশর বেশি খেলোয়াড় আসার কথা এই টুর্নামেন্টে। সবকিছু ঠিকভাবে আয়োজন করাটাই তাই বড় চ্যালেঞ্জ। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা প্রসঙ্গে ফেডারেশনের নির্বাহী সদস্য ও টুর্নামেন্ট পরিচালক পুলিশের ডিআইজি তাপতুন নাসরীন সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে আমরা অবহিত করেছি। এয়ারপোর্ট, হোটেল, ভেন্যু সব জায়গায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।’

ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে ছিলেন না। তবে ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহসভাতির পদ ছেড়ে ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির প্রধানের দায়িত্ব নেওয়া সাবেক শাটলার জোবায়দুর রহমান।

আরও পড়ুন