বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস: এবারও সেমিফাইনাল থেকে বিদায় ইমরানুরের
ফাইনালে উঠতে পারলেন না ইমরানুর রহমান। এবারও সেমিফাইনালেই বিদায় নিলেন বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্ট থেকে।
স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় আজ বাংলাদেশ সময় রাত পৌনে দুটায় ইমরানুর সেমিফাইনালে নেমেছিলেন। কিন্তু সুবিধা করতে পারেননি। ৬.৭ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে দৌড় শেষ করেছেন সবার শেষে। ৬০ মিটার স্প্রিন্টে ইমরানুরের সেরা টাইমিং ৫.৯ সেকেন্ড। নিজের সেরার চেয়ে অনেক খারাপ করায় ফাইনালে ওঠা সম্ভব হয়নি।
ইমরানুরের হিটে জ্যামাইকার অ্যাথলেট আকিম ব্ল্যাকে ৫.৫১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়ে ফাইনালে উঠেছেন। ফাইনালে ওঠা ৮ জনের মধ্যে সবচেয়ে ভালো টাইমিং করেছেন যুক্তরাষ্টের ক্রিস্টিয়ান কোলম্যান। তিনি ৬.৪৩ সেকেন্ড সময় নিয়েছেন। অষ্টম হওয়া জাপানের সুহেইরি তাদার টাইমিং ৬.৫৬ সেকেন্ড। ২৪ জনের মধ্যে ইমরানুর ২১তম হয়েছেন।
এর কয়েক ঘন্টা আগে শুক্রবার রাতে নিজের হিটে তৃতীয় হয়ে সেমিফাইনালে ওঠেন ইমরানুর। হিটে অংশ নেওয়া ৪৮ জনের মধ্যে ১৭তম হন ইমরানুর।
২০২২ সালে বেলগ্রেডে বিশ্ব ইনডোরের সর্বশেষ আসরেও সেমিফাইনালে খেলেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব। সেবারও হিটে সময় নেন ৬.৬৪ সেকেন্ড। তবে সেবার সেমিফাইনালে দৌড়ই শেষ করতে পারেননি। এবার দৌড় শেষ করলেও টাইমিং ভালো হয়নি। ফলে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে ফাইনাল অধরাই রইল তাঁর।