চীনকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ

ট্রফি নিয়ে বাংলাদেশ দলের উচ্ছ্বাসসংগৃহীত

শক্তিশালী চীনকে হারানো নিয়ে কিছুটা হলেও শঙ্কা ছিল। কিন্তু আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ আশিকুজ্জামান জয়ের আশার কথাই জানিয়েছিলেন। পূরণ হয়েছে সেই আশা।

এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ) অনূর্ধ্ব-২১ হকির শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। সিঙ্গাপুরে আজ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে হারিয়েছে চীনকে।

প্রথম কোয়ার্টারে গোল পায়নি কোনো দলই। তবে ২২-২৭ মিনিটে চীনের পোস্টে রীতিমতো ঝড় তোলে বাংলাদেশ। এই ৬ মিনিটে টানা তিনটি গোল করেছে বাংলাদেশ। প্রথম ও তৃতীয় গোল রকিবুল হাসানের। দুটিই ফিল্ড গোল। মাঝখানে ২৫ মিনিটে পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম ২-০ করেন পেনাল্টি কর্নারে।

৩ গোলে পিছিয়ে ম্যাচে ফিরতে মরিয়া চীন জিয়ালং লুর ফিল্ড গোলে ৩৩ মিনিটে ৩-১ করে।  ৪১ মিনিটে পেনাল্টি কর্নারে জিয়ানশেন ৩-২ করলে জমে ওঠে ম্যাচ।

বাংলাদেশ দলের গোল উদ্‌যাপন
সংগৃহীত

বাংলাদেশ কিছুটা চাপেও পড়ে যায়। তবে সেই চাপ কাটিয়ে ওঠে ৫৩ মিনিটে জয় করেন ফিল্ড গোলে। বাংলাদেশ এগিয়ে যায় ৪-২ গোলে। বাকি ৭ মিনিটে আর কোনো গোল করতে না পারলেও গোল খায়নি বাংলাদেশ। শিরোপা ধরে রাখার আনন্দ নিয়েই মাঠে ছাড়ে বাংলাদেশ।

সর্বশেষ গত বছর জানুয়ারিতে ওমানে হয়েছিল এই টুর্নামেন্ট। তাতে চীন ছিল না। তবে ছিল স্বাগতিক ওমান। সেই ওমানও বাংলাদেশের শিরোপা জয়ের পথে বাধা হতে পারেনি। যেমন এবার হতে পারেনি চীন।

আরও পড়ুন

এবার সিঙ্গাপুরকে ৭-০, শ্রীলঙ্কাকে ৫-০, থাইল্যান্ডকে ৪-২ ও ইন্দোনেশিয়াকে ৭-০ গোলে উড়িয়ে গ্রুপের চারটি ম্যাচই জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। সেমিতে চীনা তাইপেকে বাংলাদেশ হারায় ৫-১ গোলে।

এই টুর্নামেন্ট থেকে আগামী জুনিয়র এশিয়া কাপের টিকিট পেয়েছে বাংলাদেশ, গত বছরও তা পেয়েছিল। গত বছর জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের অবস্থান ছিল ষষ্ঠ। জুনিয়র এশিয়া কাপ থেকে সেরা তিনটি দল খেলে জুনিয়র বিশ্বকাপে।

২ গোল করেছেন বাংলাদেশের রকিবুল হাসান (ডানে)
সংগৃহীত

এবার জুনিয়র এশিয়া কাপ থেকে জুনিয়র বিশ্বকাপের কোটা বাড়িয়েছে বিশ্ব হকি ফেডারেশন। ফলে ভবিষ্যতে জুনিয়র বিশ্বকাপ খেলার একটা সুযোগ আসতে পারে বাংলাদেশের সামনে, এমনটা মনে করছেন হকি–সংশ্লিষ্ট ব্যক্তিরা।