অলিম্পিক: নদী সাঁতরে পানি পরিষ্কারের প্রমাণ দিলেন প্যারিসের মেয়র

প্যারিসের সিন নদীতে সাঁতার কাটেন মেয়র এনি হিদালগোএএফপি

প্যারিসের সিন নদীতে সাঁতার কেটেছেন শহরের মেয়র এনি হিদালগো। চোখে চশমা ও সাঁতারের পোশাক পরে কয়েক সহকর্মী এবং প্যারিস অলিম্পিক আয়োজক কমিটির প্রধান টনি এস্টাংগেটকে নিয়ে নদীতে নামেন তিনি। পরে এস্টাংগেট জানান, তাঁদের সাঁতারের মাধ্যমে প্রমাণ হয়েছে, সিনের পানি পরিষ্কার ও নিরাপদ। এই নদী অলিম্পিক আয়োজনের জন্য প্রস্তুত।

২৬ জুলাই প্যারিসে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক। ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ হিসেবে পরিচিত এই ক্রীড়া উৎসবের একাধিক আয়োজন আছে সিনে। তবে এখানকার পানি অলিম্পিকের সাঁতার আয়োজনের উপযুক্ত কি না, এ নিয়ে প্রশ্ন ছিল অনেকের।

সিনে এক শ মিটারের পথ এপাশ-ওপাশ সাঁতার শেষে হিদালগো বলেন, ‘পানিটা খুবই ভালো। কিছুটা ঠান্ডা। কিন্তু খুব একটা খারাপ নয়।’ ১৯০৪ অলিম্পিকে রোয়িং, ওয়াটার পোলো ও সাঁতার ইভেন্ট হয়েছিল সিনে। তবে উচ্চমাত্রার জীবাণুর কারণে ১৯২৩ সালে এখানে সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়। ২০১৫ সালে এটিকে সাঁতারযোগ্য করে তুলতে ‘সুইমিং প্ল্যান’ গ্রহণ করে প্যারিস কর্তৃপক্ষ। অলিম্পিক গেমসের জন্য নদীর পানি পরিষ্কার ও নিরাপদ করে তুলতে বরাদ্দ করা হয় ১৫০ কোটি মার্কিন ডলার।

সাঁতারুদেরও পানি ‘পরীক্ষা’ করতে ডাকা হয়
এএফপি

তবে জুনের শুরুর দিকে করা একটি পরীক্ষায় দেখা যায়, সিনের পানিতে অনিরাপদ মাত্রার মল–জীবাণু আছে, যা সাঁতারের জন্য অনুমোদিত মাত্রার ১০ গুণ। অলিম্পিকের জন্য এখানে টাকা নষ্ট করা হয়েছে অভিযোগ তুলে একটি পক্ষ সিনে মলত্যাগ করার হুমকিও দেয়। ২৬ জুলাই এই নদীর ওপরই জাঁকজমকভাবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা আছে, যার মধ্যে আছে নৌকার প্যারেডও।

আরও পড়ুন

আজ নিজ কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে সাতারের পর প্যারিসের মেয়র এটিকে ‘একটি স্বপ্ন’ ও নিজেদের ‘কাজের বাস্তবায়ন’ বলে উল্লেখ করেন। হিদালগোর সঙ্গে নদীতে নামার জন্য কয়েক সাতারুকেও আমন্ত্রণ জানানো হয়, যাঁদের মধ্যে ছিলেন এনজো গালেত। ২৩ বছর বয়সী এই সাঁতারু পানির মানে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘অনেক দিন পর প্রথম দিকের ব্যক্তি হিসেবে প্যারিসের মধ্যে সাঁতার কাটার অনুভূতিটা খুবই বিশেষ ছিল।’

সেইনে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে
এএফপি

মেয়র সাঁতার কেটে উঠে গেলেও অনেক সাঁতারু বেশ কিছুক্ষণ পানিতে অবস্থান করেন। প্যারিস মেয়রের আগে ১৩ জুলাই ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলিয়া ওদুয়া কাস্তেরাও সিনে সাতার কাটতে নামেন।

এবারের অলিম্পিকে উদ্বোধনী আয়োজন ছাড়াও ট্রায়াথলনের সাঁতার অংশ হওয়ার কথা রয়েছে এখানে।

আরও পড়ুন