মেসির ফেরার তারিখ নিয়ে ধোঁয়াশা, যা বললেন সুয়ারেজ

কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসিরয়টার্স

চোটের সঙ্গে যেন ঘর বেঁধেছেন লিওনেল মেসি। সাম্প্রতিক সময়ে এই কারণে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সবশেষ কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ে মাঠ ছাড়েন মেসি। সেদিন চোট পেয়ে মাঠ ছাড়ার পর কাঁদতেও দেখা গিয়েছিল তাঁকে।

সেই ম্যাচ শেষে মেসির ফোলা পায়ের ছবি বেশ ভাইরালও হয়। পরে জানা যায়, এই চোট অনির্দিষ্টকালের জন্য মাঠ থেকে ছিটকে দিয়েছে তাঁকে। চোটে ছিটকে যাওয়ার পর মেসিকে দেখা যায় ইন্টার মায়ামির সংবর্ধনা অনুষ্ঠানে। সবচেয়ে বেশি ৪৫ ট্রফি জয়ের জন্য দেওয়া সেই সংবর্ধনা অনুষ্ঠানেও খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। মেসির এমন অবস্থা দুশ্চিন্তায় ফেলেছে তাঁর ভক্তদেরও।

আরও পড়ুন

এদিকে এখন পর্যন্ত মেসির ফেরার নির্দিষ্ট তারিখ জানা না যাওয়ায় তৈরি হয়েছে ধোঁয়াশা। এমনকি তাঁর ইন্টার মায়ামির সতীর্থরাও জানেন না মেসি কবে চোট কাটিয়ে মাঠে ফিরবেন। এর আগে মেসির ইন্টার মায়ামি সতীর্থ জুলিয়ান গ্রেসেল বলেছিলেন, মেসির ফেরার তারিখ তাঁদের কাছেও গোপন রাখা হয়েছে।

এই গোপনীয়তার কারণ নিয়ে অবশ্য বিস্তারিত কিছু বলেননি তিনি। সে সময় গ্রেসেল বলেছিলেন, ‘সত্যি কথা বলতে, তার ফেরার দিনক্ষণ নিয়ে আমি কিছু জানি না। ভেতরের খবর আমার কাছে নেই। এটা গোপন রাখা হয়েছে।’

মেসি ও সুয়ারেজ
এক্স

মেসির ফেরার তারিখ নিয়ে এই ধোঁয়াশার মধ্যে কথা বলেছেন তাঁর সতীর্থ ও কাছের বন্ধু লুইস সুয়ারেজও। নির্দিষ্ট কোনো তারিখের কথা না বললেও মেসি দ্রুত ফিরবেন বলে জানিয়েছেন এ উরুগুয়েন স্ট্রাইকার, ‘সবাই জানে এই ক্লাবের প্রতি ও নিজের দেশের প্রতি সে কতটা নিবেদিতপ্রাণ। তার আকাঙ্ক্ষা সব সময় মাঠে থাকা। দিন যত যাচ্ছে, তার মাঠে ফেরার সময়ও ঘনিয়ে আসছে। আমরা সবাই তো তাকে মাঠেই দেখতে চাই।’

আরও পড়ুন

গত বছর লিগস কাপ দিয়েই ইন্টার মায়ামির হয়ে যাত্রা শুরু করেছিলেন মেসি। শুধু তাই নয়, এই ট্রফি জিতিয়ে মায়ামিকে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপাও এনে দেন তিনি। সেই একই প্রতিযোগিতা এবার মেসিকে ছাড়াই শুরু করল ইন্টার মায়ামি। মেসিকে ছাড়া প্রথম ম্যাচে অবশ্য জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।