বিওএর সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছেন সাবেক সেনাপ্রধান
অন্তর্বর্তীকালীন সরকার দেশের ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্যোগ নিয়েছে। সংস্কারের জন্য সুপারিশ করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠিত সার্চ কমিটি বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সঙ্গে মতবিনিময় শুরু করেছে গতকাল থেকে।
এর মধ্যেই খবর, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি পদ থেকে অব্যাহতি চেয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
এ প্রসঙ্গে বিওএর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামছ খান (অব.) আজ প্রথম আলোকে বলেছেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি অব্যাহতি চেয়েছেন। অব্যাহতির চিঠিতে স্বাক্ষর করেছেন ১৫ সেপ্টেম্বর। সেনা সদর দপ্তর থেকে আজ তা বিওএর হাতে এসেছে।’
বাংলাদেশে অলিখিত রীতি অনুযায়ী বিওএর সভাপতি হন সেনাপ্রধান এবং তা নির্বাচনের মাধ্যমে। কোনো প্রতিদ্বন্দ্বী অবশ্য থাকে না। সেনাপ্রধান অবসরে গেলে বর্তমান সেনাপ্রধান হন বিওএর সভাপতি। সেই রীতি অনুযায়ী বিওএর মহাসচিব বরাবর চিঠি লিখে সভাপতি পদ থেকে অব্যাহতি চেয়েছেন সাবেক সেনাপ্রধান। তাঁর মেয়াদ ছিল আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত।
ফুটবল, ক্রিকেট ছাড়া দেশের অন্য সব ফেডারেশনের সভাপতি সরকার মনোনয়ন দেয়। তবে বিওএ জাতীয় ক্রীড়া পরিষদের অধীন নয়। ফলে এটি চালিত হয় স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী। রীতি অনুযায়ী সভাপতির অব্যাহতির আবেদন গৃহীত হওয়ার পর নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।