হকি লিগ শুরুর আগেই সেই চিরন্তন অভিযোগের খেলা

হকি লিগ নিয়ে আবারও অস্থিরতা তৈরি হয়েছেরয়টার্স

গতকালই ১৪তম ক্লাব কাপ হকি শেষ হয়েছে মোটামুটি শান্তিপূর্ণভাবেই। কিন্তু প্রিমিয়ার লিগ শুরুর আগেই শুরু হয়ে গেছে ঘরোয়া হকির সেই চিরন্তন অভিযোগ-পাল্টা অভিযোগের খেলা। প্রিমিয়ার লিগ শুরুর তারিখ নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। ৮ মার্চ লিগ শুরু ধরে গতকাল সূচি ঘোষণা করেছে হকি ফেডারেশন। কিন্তু ঊষা ক্রীড়া চক্রের দাবি, লিগ শুরুর কথা ছিল ৬ মার্চ। এখন একটি দলকে সুবিধা দিতেই লিগ শুরুর তারিখ পেছানো হয়েছে। সেই দলটার নাম সদ্য ক্লাব কাপে চ্যাম্পিয়ন হওয়া মেরিনার ইয়াংস। ওদিকে মেরিনার্স ৮ মার্চ লিগের প্রথম ম্যাচে খেলার ব্যাপারে অনড়।

হকির ঐতিহ্যবাহী ক্লাব ঊষা ক্রীড়া চক্র ২০১৬ সালের প্রিমিয়ার লিগ না খেলায় অবনমিত হয়ে গিয়েছিল। পরের দুটি লিগে তারা ছিল না। এবার প্রথম বিভাগের চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে ফিরে এসেছে। সে কারণেই লিগের শুরুর দিনই তাদের প্রতিপক্ষ লিগের বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স। ঊষা বলছে, মেরিনার্সের খেলোয়াড়েরা ছুটিতে গেছে। ৭ মার্চের আগে তারা আসতে পারবে না। এ কারণে ৮ মার্চ লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন!

ফেডারেশনকে দেওয়া ঊষার সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদারের সই করা চিঠিতে বলা হয়েছে, ‘৬ মার্চ উষার বিপক্ষে ম্যাচ খেললে মেরিনার্সের বিদেশি খেলোয়াড়েরা (ভারতীয়) অংশ  নিতে পারবে না। একটি ক্লাবকে সুবিধা দিতেই লিগ পিছিয়ে ৮ মার্চ করা হয়েছে।’

তবে হকি ফেডারেশনের লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ বলেন, ‘লিগ শুরুর দুটি তারিখ নিয়ে আলোচনা ছিল। এ নিয়ে কমিটির বৈঠকও হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী সব ক্লাবের প্রতিনিধি। সেখানে ৯টি ক্লাব ৮ মার্চ লিগ শুরুর পক্ষে মত দিয়েছিল। আবাহনী আর ঊষা চেয়েছিল ৬ মার্চ লিগ শুরু হোক।’

২৮ ফেব্রুয়ারি ক্লাব কাপ হকির সেমিফাইনালে মুখোমুখি হয় মেরিনার ইয়াংস–ঊষা ক্রীড়া চক্র
প্রথম আলো

কিন্তু ঊষার অভিযোগ, লিগ ৬ মার্চ শুরু হবে এটা জানিয়েই তাদের খসড়া সূচিও দেওয়া হয়েছিল। তবে লিগ কমিটির সাধারণ সম্পাদকের দাবি, লিগ শুরুর কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তাঁর কথা, ‘লিগ কমিটির সভায় সংখ্যাগরিষ্ঠ মত ৮ মার্চের পক্ষে থাকায়, সেদিন কোনো সিদ্ধান্ত হয়নি। সেই সভায় সিদ্ধান্ত না নিয়ে এটি পাঠানো হয় সভাপতির কাছে। তিনি সংখ্যাগরিষ্ঠ মতের পক্ষে নিজের সিদ্ধান্ত দিয়েছেন।’

আরও পড়ুন

লিগ কমিটির সম্পাদক বলেন, ঊষা প্রথম বিভাগ থেকে উঠে এসেছে, তাই নিয়ম অনুযায়ী তাদের সঙ্গে মেরিনারের খেলা পড়েছে। কমিটির পক্ষ থেকে ঊষাকে ৫ নম্বর দল হিসেবে দেখিয়ে ফিকশ্চার করার কথাও বলা হয়েছিল। কিন্তু তারা সেটিতে তখন রাজি হয়নি।’

মেরিনার্সকে হকি ফেডারেশন বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ক্লাবটির সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান, ‘বাড়তি সুবিধা নেওয়ার প্রশ্নই ওঠে না। লিগ যে ৮ মার্চ শুরু হবে, সেটি আমরা জেনেছি শনিবার সন্ধ্যায় ক্লাব কাপ হকির ফাইনালের পর। সে অনুযায়ী আমরা বিদেশিদের ছুটি দিয়েছি। সবচেয়ে বড় কথা সভাপতি সংখ্যাগরিষ্ঠ ক্লাবের মত অনুযায়ী ৮ মার্চ লিগ শুরুর নির্দেশ দিয়েছেন। লিগ কমিটির বৈঠকে তো ঊষার প্রতিনিধি ছিল, তখন কেন তারা আপত্তি করলেন না?’

হকি ফেডারশনের সাধারণ সম্পাদক মমিনুল হক বলেছেন, ‘৬ মার্চ লিগ শুরুর কোনো তারিখ ঘোষণা হয়নি। এখন কোনো ক্লাব বিষয়টা নিয়ে নাটক তৈরি করলে তো হবে না। ঊষা বলছে, ৬ তারিখ শুরু না হলে তারা লিগ খেলবে না। ৮ তারিখ শুরু না হলে মেরিনার্সও নাকি না খেলার হুমকি দিয়ে ফেডারেশনকে চিঠি দিচ্ছে। এমন করলে এ দেশে হকি চলবে কীভাবে?’

আরও পড়ুন