বিশ্বকাপে শ্রীলঙ্কার পর যুক্তরাষ্ট্রকেও হারাল বাংলাদেশ

খো খো বিশ্বকাপে বাংলাদেশের ছেলেরা প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছেছবি: বাংলাদেশ খো খো ফেডারেশন

খো খো বিশ্বকাপে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। পুরুষ–নারী উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে। ছেলেদের দল তো দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকেও পাত্তা দেয়নি।

দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে আজ প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ছেলেদের জয় ৩২ পয়েন্টের ব্যবধানে (৫৬–২৪)। পরের ম্যাচে পেয়েছে আরও বড় জয়; যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যবধানটা ৫৭ পয়েন্টের (৮৩–২৬)।

জয়ের ব্যবধানে বাংলাদেশের মেয়েরা ছেলেদের ছাড়িয়ে গেছে। একই ভেন্যুতে শ্রীলঙ্কাকে ৬৫ পয়েন্টে (৭৯–১৪) হারিয়েছে মেয়েরা।

বাংলাদেশ–শ্রীলঙ্কা নারী দলের ম্যাচের একটি মুহূর্ত
ছবি: বাংলাদেশ খো খো ফেডারেশন

বিশ্বকাপে পুরুষ–নারী দুই দলই পড়েছে ‘সি’ গ্রুপে। গ্রপ পর্বে ছেলেদের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও পোল্যান্ড। মেয়েদের ম্যাচ বাকি জার্মানি, নেপাল ও ভুটানের বিপক্ষে।

প্রতিটি গ্রুপের দুটি করে শীর্ষ দল কোয়ার্টার ফাইনালে উঠবে। প্রথম দুই ম্যাচ বড় ব্যবধানে জিতে এরই মধ্যে শেষ আটে এক পা দিয়ে রেখেছে ছেলেরা।

ম্যাচসেরার পুরস্কার হাতে বাংলাদেশ পুরুষ দলের দুই খেলোয়াড়
ছবি: বাংলাদেশ খো খো ফেডারেশন

বাংলাদেশ সময় আগামীকাল দুপুরে ছেলেরা লড়বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, সন্ধ্যায় মেয়েদের প্রতিপক্ষ জার্মানি।