রোমান-দিয়াও কি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে পাড়ি জমালেন
২০২১ সালে বাংলাদেশ আর্চারি দল বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়েছিল। সেই দলের অসীম কুমার ও আবদুল হাকিম রুবেল ইতোমধ্যে পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রে। তাঁদের পথ ধরে কী এবার যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী দম্পতি?
আজ সন্ধ্যা থেকে শোনা যাচ্ছে দেশের আর্চারির বড় দুই খেলোয়াড় যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তাঁরা ঘুরতে গেছেন, নাকি স্থায়ীভাবে গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ আর্চারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ দিয়া-রোমানের যুক্তরাষ্ট্র যাওয়ার কথা জেনে অবাক। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি শুনেছি ওরা যুক্তরাষ্ট্রে গেছে। শুনে অবাক হয়েছি। ওরা আমাকে কিছু বলেনি।’
বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রশিক্ষণ ও উন্নয়ন সাব কমিটির আহ্বায়ক ফারুক ঢালিও অবাক। তিনি বলছেন, ‘রোমান এক বছর ধরে ক্যাম্পে নেই। তবে দিয়া ছিল ফেডারেশনের অধীনে। সে (দিয়া) ছুটি নিয়েছিল গত সপ্তাহে। আমাকে জানাল, রোমানের মা অসুস্থ। খুলনা যেতে হবে। আমি তাকে একটা দরখাস্ত দিয়ে যেতে বলেছিলাম। তারপর তো আজ শুনছি ও যুক্তরাষ্ট্রে চলে গেছে। সঙ্গে রোমানও নাকি গেছে।’
ফারুক ঢালি যোগ করেন, ‘আর্চারি কোচ মিলন আজ দিয়ার দুটি নম্বরে ফোন করেছে। একটি বন্ধ পেয়েছে, অন্যটি ধরেছে দিয়ার মা। মা নাকি মিলনকে বলেছে, দিয়া যুক্তরাষ্ট্র গেছে। যেহেতু মা বলেছে, তাই বিষয়টা সত্যও হতে পারে। এর বাইরে আমি কিছু জানি না।’
রোমান বাংলাদেশ আনসারে চাকরি করেন। খুব সামান্য অর্থ পান। তা দিয়ে তাঁর নিজের জীবনই চলত না। তার ওপর বিয়ে করেছেন আরেক আর্চার দিয়াকে। সংসার সামলাতে হিমশিম খেতেন। একসময় হতাশায় জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন রোমান, সে সময় ফেডারেশনের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। ‘দেশ আমাকে কী দিয়েছে’ এমন প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্যও করেন।
পরে অবশ্য অবসর ভেঙে খেলায় ফিরতে চেয়ে ফেডারেশনকে চিঠি দেন রোমান। ফেডারেশন তা নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। ফেডারেশন বরাবরই বলেছে জাতীয় দলে ফিরতে হলে র্যাঙ্কিং টুর্নামেন্টে ভালো করে ফিরতে হবে। সামনেই র্যাঙ্কিং টুর্নামেন্ট হওয়ার কথা। কিন্তু তার আগেই রোমানের দেশ ছাড়ার গুঞ্জন, সঙ্গে জাতীয় দলে থাকা দিয়াও।
রোমান-দিয়ার দেশ ছাড়া নিয়ে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দীন আহমেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। যোযাযোগ করলে তিনি ফোন ধরেননি।