সাগরের বিদায়ে হতাশ ফ্রেডরিখ

প্রথম রাউন্ডেই বাদ সাগরসাজিদ হোসেন

র‍্যাঙ্কিং রাউন্ডে ৬৪ জনে ৪৫তম হওয়ার পরই ভাগ্য অনেকটা ঠিক হয়ে গিয়েছিল সাগর ইসলামের। এলিমিনেশন রাউন্ডের শুরুতেই বাংলাদেশি আর্চার পড়ে যান ২০২০ টোকিও অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে রুপা জেতা ইতালির মাউরো নেসপলির সামনে।

৩২ জনে যাওয়ার লড়াইয়ে গতকাল নেসপলির কাছে সরাসরি ৬-০ সেট পয়েন্টে হেরে সাগর বিদায় নিয়েছেন প্যারিস অলিম্পিক থেকে। শীষ্যের এমন বিদায়ে হতাশ কোচ মার্টিন ফ্রেডরিখ।

আরও পড়ুন

প্যারিস থেকে ফোনে প্রথম আলোকে গতকাল রাতে তিনি বলেছেন, ‘সাগর কিছু ভুল করে ফেলায় কিছু পয়েন্ট আসেনি। প্রথম সেটেই ইতালির আর্চার অনেকটা এগিয়ে যায়। তাতে একটা চাপ তৈরি হয়ে যায় ওর ওপর, যা সে সামলে উঠতে পারেনি।’

প্যারিসে যাওয়ার আগে সাগর অন্তত প্রথম রাউন্ডটা পার হবেন বলে আশাবাদী ছিলেন কোচ। ফ্রেডরিখ বলেন, ‘আমি ও সাগর—দুজনই চেয়েছি অন্তত প্রথম রাউন্ডটা পার হতে। কিন্তু র‍্যাঙ্কিং রাউন্ডে ৪৫তম হওয়ায় শুরুতে খুব শক্তিশালী আর্চারের বিপক্ষে খেলতে হলো। আমাদের লক্ষ্য অর্জিত হয়নি। আমি কিছুটা হতাশ, সাগর নিজেও হতাশ।’

সাগর ও ফ্রেডরিখ
সাজিদ হোসেন

সাগর অবশ্য আশাবাদী, অলিম্পিকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফিরতে পারবেন আরও ভালোভাবে, ‘সবাই জিততে চায়, আমিও জিততেই চেয়েছিলাম। কিন্তু কোনো কারণে তা হয়নি। এটা আমার মাত্র শুরু। আশা করি, সামনের দিকে শক্তিশালী হয়ে ফিরে আসতে পারব।’

রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্ট পাঁচ সেটের হলেও প্রথম তিন সেটে ৩০-২৭, ২৭-২৬ ও ২৮-২৫ ব্যবধানে নেসপলি জেতায় শেষ দুটি সেট হয়নি। প্রথম সেটে তিনটি তিরেই ১০ করে স্কোর করেন নেসপলি। সাগরের স্কোর ৮, ৯ ও ১০। দ্বিতীয় সেটে প্রথম দুই শটে দুজনের পয়েন্ট ছিল সমান ১৭। শেষ শটে সাগর ৯, নেসপলি ১০। ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেট জেতার বিকল্প ছিল না সাগরের সামনে। কিন্তু পারেননি তিনি।