প্যারিস অলিম্পিক আয়োজনের খরচ জানে না ফ্রান্স, হতে পারে ৩০০-৫০০ কোটি ইউরো

২০২৪ অলিম্পিকে স্বেচ্ছাসেবকদের জন্য জার্সি বানিয়েছে ফ্রান্স। সেই জার্সিতে প্যারিস অলিম্পিকের লোগোএএফপি

প্যারিস অলিম্পিক আয়োজনে সরকারের আনুমানিক ৩০০ থেকে ৫০০ কোটি ইউরো খরচ হবে বলে জানিয়েছেন ফ্রান্সের জাতীয় নিরীক্ষক। ফ্রান্সের নিরীক্ষণ সংস্থার প্রধান পিয়েরে মসকোভিচি দেশটির সংবাদমাধ্যম ‘ইন্টার রেডি’কে এসব কথা বলেছেন। তবে এ ব্যাপারে এখনো নিশ্চিত নন তাঁরা।

মসকোভিচির ভাষায়, ‘অলিম্পিক আয়োজনের খরচ এখনো আমরা জানি না। এ গেমস আয়োজনে তিন, চার কিংবা পাঁচ শ কোটি ইউরো খরচ হতে পারে।’ মসকোভিচি গত বছর জানুয়ারিতে অলিম্পিক আয়োজনের আনুমানিক খরচ নিয়ে ধারণা করেছিলেন। তখন তিনি বলেছিলেন, অলিম্পিক আয়োজনে ফ্রান্সের সর্বোচ্চ ‘তিন শ কোটি ইউরোর আশপাশে’ খরচ হবে।

আনুমানিক এই অঙ্কটা ফ্রান্স সরকারের অলিম্পিক আয়োজনের বাজেট ছাপিয়ে যায়। সে সময় ফ্রান্স সরকার অলিম্পিক আয়োজনে বাজেট করেছিল ২৪৪ কোটি ইউরো।

প্রতিটি অলিম্পিক আয়োজনে প্রস্তুতির পরের ধাপগুলোতে সাধারণত খরচ বেড়ে যায়। কারণ, বাজেট বরাদ্দের বাইরের খরচও আসে। অসম্পন্ন কাজ দ্রুতগতিতে শেষ করতেও বাড়তি তহবিলের প্রয়োজন পড়ে।

প্যারিস অলিম্পিক চলাকালীন কাজ করবেন ফ্রান্সের সরকারি খাতের কর্মীরা। ধর্মঘটের হুমকির মুখে এখন বোনাস নিয়ে তাদের সঙ্গে দর–কষাকষি করছে ফ্রান্স সরকার। শুধু পুলিশ বাহিনীকেই সর্বোচ্চ ৫০ কোটি ইউরো পারিশ্রমিক দিতে হবে ফ্রান্স সরকারকে।

প্যারিস অলিম্পিক আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ফ্রান্স
রয়টার্স

২০২৪ অলিম্পিকের ভেন্যু হিসেবে ২০১৭ সালে প্যারিসকে বেছে নেওয়া হয়। তখন অনুমান করা হয়েছিল, সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে অলিম্পিক আয়োজনে ৬৬০ কোটি ইউরো খরচ হতে পারে ফ্রান্সের। এবার অঙ্কটা বেড়ে দাঁড়িয়েছে আনুমানিক ৯০০ কোটি ইউরোতে। অলিম্পিক গেমস আয়োজনে সঠিক হিসাব বের করা বেশ দুরূহ কাজ। কারণ, বিভিন্ন খাতে খরচের সঠিক অঙ্কটা পাওয়া অনেক কঠিন।

কিন্তু ২০২০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদেরা হিসাব করে বের করেছিলেন, ১৯৬০ সাল থেকে প্রতিটি গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনে বাজেট পেরিয়ে গেছে। খেলাধুলা–সংশ্লিষ্ট খরচগুলো প্রাক্কলিত হিসাবের চেয়ে দ্বিগুণ কিংবা তিন গুণ হয়েছে। এর মধ্যে ১৯৭৬ মন্ট্রিয়ল অলিম্পিক এবং ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিক উল্লেখযোগ্য। এ দুটি আসর আয়োজন করে মন্ট্রিয়ল এবং রিও ডি জেনিরো প্রায় দেউলিয়াত্বের সন্মুখীন হয়েছিল। গ্রিসের অর্থনৈতিক মন্দায়ও বেশ ভূমিকা আছে ২০০৪ অলিম্পিক, যা হয়েছিল এথেন্সে।

প্যারিসের আয়োজকেরা অবশ্য ‘সংযত’ অলিম্পিক আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। অলিম্পিক আয়োজনে বর্তমান অবকাঠামোরই ৯৫ শতাংশ ব্যবহার করতে চান তারা।

২৬ জুলাই শুরু হবে প্যারিস অলিম্পিক।