ইসরায়েলি প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের আগে ‘ওজন বাড়িয়ে’ বাদ পড়লেন আলজেরিয়ান জুডোকা

আলজেরিয়ান জুডোকা রেদোয়ানএক্স

ঘটন-অঘটনের অলিম্পিকে এবার শাস্তির খড়্‌গ নামল আলজেরীয় জুডোকা মেসাউদ রেদোয়ান দ্রিসের ওপর। ইসরায়েলি প্রতিপক্ষ তোহার বুতবুলের বিপক্ষে খেলার আগেই অযোগ্য ঘোষণা করা হয়েছে তাঁকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আজ ৭৩ কেজি বিভাগে মুখোমুখি হওয়ার কথা ছিল রেদোয়ান ও বুতবুলের। কিন্তু প্রতিযোগিতা শুরুর আগে রেদোয়ানের ওজন ৭৩ কেজির বেশি ধরা পড়ায় তাঁকে ড্র থেকে সরিয়ে নেওয়া হয়। তাঁকে অযোগ্য ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকেরা। পাশাপাশি নির্ধারিত ম্যাচে ওয়াকওভার পেয়ে বুতবুল পরের রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন বলেও জানিয়েছে তাঁরা।

আরও পড়ুন

রেদোয়ান কেন অযোগ্য হলেন, সেটা নিয়ে তদন্ত করার কথা জানিয়েছে জুডোর গভর্নিং বডি। তারা বলেছে, এই অ্যাথলেট বৃহত্তর রাজনৈতিক বিরোধের শিকার হতে পারেন। আলজেরীয় জুডো ফেডারেশন ও জাতীয় অলিম্পিক কমিটি অবশ্য এখনো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে আন্তর্জাতিক জুডো ফেডারেশন জানিয়েছে, রোববার ওজন নিয়ন্ত্রণ সেশন শেষ হওয়ার ১০ মিনিটে আগে উপস্থিত হন রেদোয়ান। এরপর ওজন মাপার পর তাঁর ওজন নির্ধারিত মানের চেয়ে ৪০০ গ্রাম বেশি পাওয়া যায়। যা তাঁকে প্রতিযোগিতা থেকে ছিটকে দিয়েছে।

রেদোয়ান বাদ পড়ায় পরের রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন বুতবুল
এএফপি

রেদোয়ানের বাদ পড়া নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘তোহারের প্রতিদ্বন্দ্বী নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নিয়েছেন। ইসরায়েলি প্রতিনিধিরা অলিম্পিকের মূল্যবোধ মাথায় রেখেই নিজেদের লড়াই চালিয়ে যাবে। আমাদের বিশ্বাস, ক্রীড়া দুনিয়ায় এ ধরনের আচরণের কোনো জায়গা নেই।’

আরও পড়ুন

এর আগে ২০২১ সালের টোকিও অলিম্পিক আরেক আলজেরীয় জুডোকা ফেতহি নওরিনকে বুতবুলের বিপক্ষে লড়াই থেকে সরে আসার পর ১০ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল আন্তর্জাতিক জুডো ফেডারেশন। সেবার নওরিন বলেছিলেন, ফিলিস্তিনের প্রতি রাজনৈতিক সমর্থন তাঁর জন্য বুতবুলের বিপক্ষে খেলাটাকে অসম্ভব করে তুলেছে।