ভারতের প্রো কাবাডিতে বাংলাদেশের লিটন
২০১৪ সাল থেকে ভারতে শুরু হয়েছে প্রো কাবাডি লিগ। শুরু থেকেই এই টুর্নামেন্টে খেলছেন বাংলাদেশের খেলোয়াড়েরা। এ মৌসুমে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন লিটন আলী। গতবার আরিফ রব্বানীর সঙ্গে লিটনও সুযোগ পান। লিটন খেলেছেন দিল্লি দাবাং দলে। আরিফ চেন্নাইভিত্তিক তামিল তালাইবাজে।
বাংলাদেশ পুলিশ দলের খেলোয়াড় লিটনকে ১৩ লাখ রুপিতে নিয়েছে ভারতের দক্ষিণ শহরের ক্লাব বেঙ্গালুরু বুলস। ভারতে ১২ দলের প্রো কাবাডি লিগ শুরু হয়ে গেছে ২ ডিসেম্বর। ঘুরে ঘুরে খেলা হয় ভারতের বিভিন্ন শহরে। ভিসা জটিলতা শেষে আজ দুপুরে মুম্বাই গেছেন লিটন।
২০১৪ সালে ভারতের প্রো কাবাডির প্রথম আসরে সুযোগ পান বাংলাদেশের দুই খেলোয়াড় আরদুজ্জামান মুন্সি ও একসময়ের বিশ্বসেরা রেইডার জিয়াউর রহমান। পরের মৌসুমে বাংলাদেশের কাউকে নেয়নি ভারতের কোনো ফ্র্যাঞ্চাইজি। ২০১৬-তে সুযোগ পান তুহিন তরফদার, জাকির হোসেন ও আরদুজ্জামান। ২০১৭ সালে জুনিয়র জিয়াউর রহমান, মাসুদ করিম, সোলায়ান কবির। ২০১৮–১৯ মৌসুমে জুনিয়র জিয়াউর রহমান, মাসুদ করিম, সাজিদ।
করোনায় ২০২০ সালে খেলা হয়নি। ২০২১ সালে ডাক পাওয়া বাংলাদেশের তিনজনের কেউই যেতে পারেননি। জুনিয়র জিয়াউর রহমান ও তুহিন তরফদারের ভিসা জটিলতায় যাওয়া হয়নি। মাসুদ করিম যেতে পারেননি চোটের কারণে। সব মিলিয়ে এ পর্যন্ত বাংলাদেশের ৯ জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন প্রো কাবাডিতে। তাঁরা সবাই জাতীয় দলের খেলোয়াড়।
দুবার করে খেলেছেন বাংলাদেশের চার খেলোয়াড়—মাসুদ করিম, জাকির হোসেন, আরদুজ্জামান ও জুনিয়র জিয়াউর রহমান। তুহিন তরফদার তিনবার ডাক পেলেও খেলতে পেরেছেন একবার। ভিসা জটিলতা ছাড়াও একবার যেতে পারেননি চোটের কারণে।
প্রো কাবাডিতে আরও বাংলাদেশি খেলোয়াড় সুযোগ চান গত বছর হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ কাবাডি দলের অধিনায়ক তুহিন তরফদার। প্রো কাবাডিতে বিশ্বের সেরা কাবাডি খেলোয়াড়েরা আসেন। তাঁদের সঙ্গে খেললে বিরাট অভিজ্ঞতা হয় জানিয়ে তুহিন প্রথম আলোকে বলেন, ‘প্রো কাবাডিতে সুযোগ পেলে কাবাডি সংস্কৃতি জানা–বোঝা–শেখা যায়। খেলোয়াড়দের ফিটনেস বাড়ে। কাবাডির সব আধুনিক কলাকৌশল শেখা হয়। ফলে প্রো কাবাডিতে খেলতে পারা বাংলাদেশের কাবাডি খেলোয়াড়দের জন্য বিরাট প্রাপ্তি।’
ভারতের মতো বাংলাদেশেও প্রো কাবাডি লিগের প্রয়োজন দেখছেন তুহিন তরফদার। এই লিগের মাধ্যমে নতুন নতুন অনেক খেলোয়াড় উঠে আসবে, জাতীয় দলও শক্তিশালী হবে মনে করছেন তিনি।