সরিয়ে দেওয়া হলো তিন ফেডারেশনের সভাপতিকে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়


ক্রীড়াঙ্গনে সংস্কারের লক্ষ্যে এরই মধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদক অপসারণের প্রক্রিয়া। আজই যেমন তিনটি ক্রীড়া ফেডারেশন সভাপতিকে সরিয়ে দিয়েছে সরকার। এগুলো হলো দাবা, কাবাডি ও ব্রিজ ফেডারেশন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তিনটি ভিন্ন প্রজ্ঞাপনে এই তিন ক্রীড়া ফেডারেশনের সভাপতিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। যার মধ্যে দুজনের ক্ষেত্রে বলা হয়েছে ‘অপসারণ’ ও অন্যজনের ক্ষেত্রে ‘অব্যাহতি’।

আরও পড়ুন

রাষ্ট্রপতির আদেশক্রমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি পদ থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও কাবাডি ফেডারেশনের সভাপতি পদ থেকে সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অপসারণ করা হয়েছে। অব্যাহতি দেওয়া হয়েছে ব্রিজ ফেডারেশনের সভাপতি সাবেক নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলমকে।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮–এর ২২ ধারা অনুযায়ী এই তিন সভাপতিকে বাদ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। তবে তিন ফেডারেশনের কোনোটিতেই এখনো নতুন সভাপতি নিয়োগ দেয়নি সরকার।

সাবেক আইজিপি ও দাবা ফেডারেশনের বিদায়ী সভাপতি বেনজীর আহমেদ
ছবি: বেনজীর আহমেদের ফেসবুক থেকে নেওয়া

অনেক দিন ধরে কাবাডি ফেডারেশনের সভাপতি পদে নিয়োগ পেয়ে আসছেন পুলিশপ্রধান। সেই ধারাবাহিকতায় কাবাডি ফেডারেশন এরই মধ্যে বর্তমান আইজিপিকে সভাপতি হিসেবে চেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। শুধু তা–ই নয়, কাবাডি ফেডারেশনের বর্তমান কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। দুই যুগ্ম সম্পাদকের একজন পুলিশের আরেক কর্মকর্তা। মজা করে অনেকে তাই বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ‘পুলিশ ফেডারেশন’ বলেও খোঁচা দিতেন।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদ থেকে পুলিশের সদ্য সাবেক ডিএফপি কমিশনার হাবিবুর রহমানকেও অপসারণ করা হয়েছে। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর ছিলেন ‘নির্বাচিত’। তাই তাঁকে সরকার সরাসরি অপসারণ না করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আইনের মাধ্যমে অপসারণ করা হয়েছে। এ–সংক্রান্ত নোটিশে স্বাক্ষর করেছেন এনএসসির সচিব আমিনুল ইসলাম।

আরও পড়ুন

কাবাডি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে সরিয়ে দেওয়ায় জাতীয় খেলার এই ফেডারেশনটি এখন অভিভাবকশূন্য। তবে যুগ্ম সম্পাদক পদে এখনো আছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি (উন্নয়ন) গাজী মোহাম্মদ মোজাম্মেল হক।
দেশে ফুটবল, ক্রিকেট বাদে প্রায় সব ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার মনোনীত। ক্ষমতাসীন সরকার তাদের পছন্দের লোকদের এই পদে বসায়।

পুলিশের মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের বিদায়ী সভাপতি (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন
ফাইল ছবি

বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি হিসেবে যেমন বেনজীর আহমেদ নিয়োগ পেয়েছিলেন ২০১৪ সালের শেষ দিকে। তখন তিনি ডিএমপি কমিশনার। পরে র‌্যাবের মহাপরিচালক ও আইজিপি হন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও খুনের মামলা হয়েছে। অবশ্য আওয়ামী লীগ সরকার পতনের আগেই তিনি দেশ ছেড়েছেন। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দীন শামীম আজ প্রথম আলোকে জানিয়েছেন, তিন মাস ধরে বেনজীরের সঙ্গে দাবা ফেডারেশনের যোগাযোগ নেই। ফেডারেশনের সর্বশেষ সভায়ও তিনি আসেননি।

আরও পড়ুন

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক ফেডারেশনের সভাপতিরই খোঁজ মিলছে না। ফেডারেশন কর্মকর্তারাও পাচ্ছেন না সভাপতিদের নাগাল। অনেকে বাদ পড়বেন ধরে নিয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এরই মধ্যে ফেডারেশনের সাধারণ সম্পাদকদের মধ্যে পদত্যাগ করেছেন অ্যাথলেটিকস ফেডারেশনের আবদুর রকিব। যুক্তরাষ্ট্র থেকে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন গত ২১ আগস্ট।